এনিমখোর টপচার্ট ২০১৩

এই প্রথমবারের মত ফেসবুকে কোনো আনিমে রিলেটেড বাংলাদেশী গ্রুপে সিস্টেমেটিক ওয়েতে বছরের সেরা আনিমে বাছাই করার জন্য হয়েছে ভোটিং। পুরো ডিসেম্বর মাস ধরে এনিমখোর গ্রুপের মেম্বাররা তাদের মতামত জানিয়েছেন পোল এর মাধ্যমে, ভোট দিয়েছেন তাদের পছন্দের আনিমেগুলোকে। ২০১৩ সালের সেরা আনিমেগুলোকে বাছাই করার জন্য সবগুলো পোল এর রেজাল্ট নিয়ে আমরা তৈরী করেছি এনিমখোর টপচার্ট ২০১৩।

১৫০+ আনিমে থেকে বাছাই করা খুব সহজ ব্যাপার নয়, অ্যাডমিনরা চেষ্টা করেছে সবচেয়ে যোগ্য আনিমেগুলোকেই পোলে ইনক্লুড করার জন্য।
ইভান আহমেদ ও ফরহাদ মহসিনকে ধন্যবাদ, এত সুন্দর কিছু কোলাজ তৈরী করে দেবার জন্য।

সবাইকে ধন্যবাদ ভোটিং এ স্বতস্ফূর্তভাবে অংশ নেয়ার জন্য, আর এই ইভেন্টটাকে সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য।

— এনিমখোর অ্যাডমিন প্যানেল