এই প্রথমবারের মত ফেসবুকে কোনো আনিমে রিলেটেড বাংলাদেশী গ্রুপে সিস্টেমেটিক ওয়েতে বছরের সেরা আনিমে বাছাই করার জন্য হয়েছে ভোটিং। পুরো ডিসেম্বর মাস ধরে এনিমখোর গ্রুপের মেম্বাররা তাদের মতামত জানিয়েছেন পোল এর মাধ্যমে, ভোট দিয়েছেন তাদের পছন্দের আনিমেগুলোকে। ২০১৩ সালের সেরা আনিমেগুলোকে বাছাই করার জন্য সবগুলো পোল এর রেজাল্ট নিয়ে আমরা তৈরী করেছি এনিমখোর টপচার্ট ২০১৩।
- বেস্ট অ্যাকশন আনিমে
- বেস্ট স্লাইস অব লাইফ
- বেস্ট কমেডি
- বেস্ট সাইকোলজিক্যাল/
মিস্ট্রি - বেস্ট এচি
- বেস্ট স্পোর্টস
- বেস্ট অনগোয়িং সৌনেন
- বেস্ট মুভি
- বেস্ট মেইল ক্যারেক্টার
- বেস্ট ফিমেইল ক্যারেক্টার
- বেস্ট মেইল সেইয়ু
- বেস্ট ফিমেইল সেইয়ু
- বেস্ট ওপেনিং থিম
- বেস্ট এন্ডিং থিম
- বেস্ট সাউন্ডট্র্যাক
- আনিমে অব দ্য ইয়ার
১৫০+ আনিমে থেকে বাছাই করা খুব সহজ ব্যাপার নয়, অ্যাডমিনরা চেষ্টা করেছে সবচেয়ে যোগ্য আনিমেগুলোকেই পোলে ইনক্লুড করার জন্য।
ইভান আহমেদ ও ফরহাদ মহসিনকে ধন্যবাদ, এত সুন্দর কিছু কোলাজ তৈরী করে দেবার জন্য।
সবাইকে ধন্যবাদ ভোটিং এ স্বতস্ফূর্তভাবে অংশ নেয়ার জন্য, আর এই ইভেন্টটাকে সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য।
— এনিমখোর অ্যাডমিন প্যানেল