ট্রল-ক্যাপ প্রতিযোগিতা [২০১৪]

ঘোষণাঃ

প্রথম এনিমখোর ত্রল-ক্যাপ প্রতিযোগিতা:

বেশ কয়েকবার আসলে আমরা অনেকে চিন্তা করেছি, গ্রুপে যে এত অসাধারণ ক্রিয়েটিভ সব ট্রল/সার্কাস্টিক ওয়ারিয়ররা আছে, তাদের জন্য কোন কন্টেস্টের আয়োজন করা যায় কিনা। সে অনুযায়ীই ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রথম এনিমখোর ত্রল-ক্যাপ (troll caption) কন্টেস্ট।

নিয়মকানুন খুব সহজ আসলে।
নিজের পছন্দের(অপছন্দেরও হতে পারে) যেকোন হরর মাঙ্গার অ্যাট লিস্ট তিনটি কন্টিনিয়াস পেইজ ঠিক করুন। এবার মুছে ফেলুন সব ক্যাপশনগুলো। নিজের মত করে বসান হাস্যরসাত্মক ক্যাপশন। আপনার কাজ শেষ।

জাজমেন্ট ক্রাইটেরিয়া:
জাজিং ক্রাইটেরিয়া মাত্র দুইটি। এক হচ্ছে ক্যাপশনের হিউমার এবং দুই হচ্ছে মূল মাঙ্গার ভয়াবহতার সাথে তার কন্ট্রাস্ট। অবশ্যই ক্যাপশন হতে হবে বাংলায়। প্রতিটি সাবমিশনে মেম্বারদের লাইকের ভিত্তিতে এক অংশ মার্ক্স থাকবে, বাকিটা থাকবে এডমিন এবং হয়তো নন-এডমিনদের নিয়ে গঠিত একটি জাজ প্যানেলের হাতে।

সাবমিশন প্রণালী:
আপনার মাঙ্গার তিন বা ততোধিক পেইজ জেপিজি বা পিএনজি ফরম্যাটে পাঠিয়ে দিন animekhor@gmail.com এ। সাথে দিবেন আপনার ফেবু আইডির লিঙ্ক ও কোন চ্যাপ্টারের অনুবাদ সেইটা। পরবর্তীতে আমরা অ্যালবাম আকারে সেগুলো গ্রুপে আপলোড করব।
এখানে একটা কথা যে ন্যূনতম পেইজ কাউন্ট মানে এই না যে তিন পেইজ দিলেই হবে। যত বেশি পেইজ, একটা সাবমিশন থেকে তত বেশি মজা পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে মার্ক্সও বেশি পাওয়ার সম্ভাবনা। সুতরাং বেশি পেইজ (সর্বোচ্চ ১৮) সাবমিট করাটাকে আমরা এনকারেজ করব। এখানে উল্লেখ্য যে একজন একাধিক চ্যাপ্টার সাবমিট করতে পারবেন।

সাবমিশন ডেডলাইন:
দশ আগস্ট ২০১৪, রাত বারোটা। আজ থেকে ঠিক এক মাস পরে।

পুরস্কার:
বুকভরা ভালোবাসা হয়তো দিতে পারব না আমরা, তবে যথেষ্ট আকর্ষণীয় পুরস্কার থাকবে। চেষ্টা থাকবে একের অধিক পুরস্কার দেওয়ার।

স্যাম্পল:
কিরকম হতে পারে সাবমিশন সে বিষয়ে আইডিয়া দেওয়ার জন্য আপ করা হচ্ছে নিচের তিনটি পেইজের স্যাম্পল। Ibitsu মাঙ্গার প্রথম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে পেইজ তিনটি।
মাঙ্গা লিঙ্ক: http://mangafox.me/manga/ibitsu/v01/c001/1.html

সম্ভাব্য হরর মাঙ্গা কি হতে পারে সে বিষয়ে আইডিয়া না থাকলে পড়ে আসতে পারেন Uzumaki, Ibitsu, Gantz বা Parasyte. এছাড়াও খোঁজার জন্য MyAnimeList তো আছেই।

আশা করছি অসঙ্খ্য ভালো সাবমিশন পাব আমরা। সবার উদ্দেশ্যে শুভকামনা।”

 

এন্ট্রিঃ

1. Arif Udoy / Nafeez Zawad

2. Elric Ankon

3. Zakaria Mehrab

4. Gourab Roy

 

বিজয়ী ঘোষণাঃ

“History’s least hyped Animekhor contest results

অবশেষে শেষ হল প্রথম (এবং হয়তো শেষ) এনিমখোর ত্রল-ক্যাপ কন্টেস্ট। রেজাল্টের পালা। রেজাল্ট তৈরি হয়েছে এলবামে মোট লাইক ও একটি জাজ প্যানেলের মার্ক্সের ভিত্তিতে।

প্রথম পুরস্কার পাচ্ছে Zakaria Mehrab
দ্বিতীয় পুরস্কার পাচ্ছে Gourab Roy

তারা দুজন পাবে তাদের পছন্দের হরর মাঙ্গা/আনিমের পোস্টার। (স্যাম্পল পোস্টার ডিজাইন এটাচড)

অংশগ্রহণ করে ভালো ভালো ট্রল ক্যাপশন সাবমিট করার জন্য Elric Ankon,Nafeez Zawad Hossain আর Arif Mahmud Sikder কেও অনেক ধন্যবাদ।”