রিভিউ কন্টেস্ট [২০১৫]

  • ঘোষণাঃ

২৩ জুন ২০১৫ তারিখে এনিমখোর গ্রুপ ৩য় বর্ষে পদার্পন করলো। গ্রুপের ৩ বছরের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হচ্ছে রিভিউ কন্টেস্ট!

কন্টেস্টের নিয়ম-কানুন:

১/ আনিমে কিংবা মাঙ্গা সম্পর্কিত রিভিউ লিখতে হবে। আগে প্রকাশিত হয়েছে এমন রিভিউ allowed নয়।
২/ একই জিনিসের আনিমে মাঙ্গা এবং অন্যান্য কন্টেন্ট থাকলে [যেমন VN] সবগুলি নিয়ে একত্রেই একটি রিভিউ লিখা যাবে, তবে শুধু VN বা LN এর উপর রিভিউ লিখা যাবে না।
৩/ একজন সর্বোচ্চ দুইটি রিভিউ পাঠাতে পারবেন।
৪/ রিভিউ-এর সর্বোচ্চ শব্দ সংখ্যা হতে পারবে ৫০০। সর্বনিম্ন ২৫০। রিভিউ সম্পূর্ণ বাংলায় হতে হবে।
৫/ সময় থাকবে তিন সপ্তাহ। অর্থাৎ আগামী ১৫ জুলাই রিভিউ জমা দেবার শেষ সময়।
৬/ রিভিউ পাঠাবার ঠিকানা: animekhor@gmail.com
রিভিউগুলি পরে গ্রুপে আপলোড করে দেওয়া হবে।
৭/ জাজ প্যানেলের মার্ক্স আর লাইক দুইটা মিলিয়ে ফাইনাল মার্কিং হবে।
৮/ কোন কারণে দরকার হলে এডমিন প্যানেল নিয়ম পরিবর্তনের অধিকার রাখে।

কন্টেস্ট হবে আর পুরস্কার থাকবে না!?! তা হয় না 😀
পুরস্কারের লিস্টটি চোখ বুলিয়ে দেখে নিন:

প্রথম পুরস্কার — কোন একটা বিখ্যাত মাঙ্গার থ্রি-ইন-ওয়ান ভল্যুম
দ্বিতীয় পুরস্কার — কোন একটা বিখ্যাত মাঙ্গার সিঙ্গল ভল্যুম
তৃতীয় পুরস্কার — একটি Chibi ফিগারিন

অতএব সময় নষ্ট না করে এখনই শুরু করে দিন রিভিউ লিখা। লিখে জলদি জলদি পাঠিয়ে দিন উপরে উল্লিখিত ইমেইল এড্রেসে
Happy Anime-ing!

  • পুরস্কার ঘোষণাঃ

এনিমখোরে চলছে এনিমখোরের এ যাবৎ কালের সবচেয়ে বড় কন্টেস্ট ‘এনিমখোর রিভিউ কন্টেস্ট’। গ্রুপের মেম্বারদের রিভিউ লেখার ক্ষমতা সম্পর্কে আমরা সবাইই বেশ খানিকটা জ্ঞাত। যে কারণে তাদের উৎসাহ প্রদানের জন্যই এবারের কন্টেস্টের পুরস্কারও আমরা রাখতে চেয়েছি একটু বেশি আকর্ষণীয়। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ডেথ নোট মাঙ্গার টু-ইন-ওয়ান ভল্যুম, ফুলমেটাল আল্কেমিস্ট মাঙ্গার প্রথম ভল্যুম, এবং ফেয়ারি টেলের গ্রে’র একটি চিবি ফিগারিন।

এখন যদিও সাবমিশন ডেডলাইন ছিল ১৫ জুলাই, আমরা আরও বেশি সংখ্যক সাবমিশন এনকারেজ করার স্বার্থে এই ডেডলাইন সাতদিন বাড়িয়ে ২২ জুলাই পর্যন্ত এক্সটেন্ড করছি। আশা করি যারা এখন অনেক বিজি তাদের অনেকেই ঈদের ছুটির মধ্যে সময় বের করতে পারবেন।

এবং খুশির খবর হচ্ছে এরই মধ্যে কিছু রিভিউ চলেও এসেছে। আমরা এগুলো পোস্ট করা শুরু করব আজকে থেকে। যেহেতু সাধারণ সদস্যদের লাইকের উপরেও ভাল পরিমাণ মার্কস থাকবেই, সেহেতু অনুরোধ থাকবে যথেষ্ট বিবেচনার সাথে ‘লাইক’ দিতে।

শেষ কথা: অনেকেই হয়তো কনফিউজড কিসের রিভিউ লিখবেন সে ব্যাপারে। এক্ষেত্রে একটি সাজেশন দিতে পারি, ঘুরে আসুন www.animeloversbd.com থেকে। হয়তো আপনার প্রিয় কোন আনিমে/মাঙ্গার রিভিউ লেখা হয় নি। হয়তো কোনটার রিভিউয়ের সাথে আপনি অ্যাগ্রি করেন না। লিখে ফেলুন বাংলায় রিভিউ, ২৫০ থেকে ৫০০ শব্দের মধ্যে, সাথে একটি ছবি এটাচ করে পাঠিয়ে দিন animekhor@gmail.com এ।

  • এন্ট্রিঃ

01. Anohana — Rafid Azad
02. Uchuu Kyoudai — Hussain Shoykot Ash
03. Non Non BiyoriFuad Hassan
04. Hajime no IppoArnab Basu
05. BACCANO!Rafiul Alam
06. Great Teacher Onizuka (GTO) Debashish Paul
07. Kuroko no Basuke — Shawana Adbiah
08. Saekano: How to Raise a Boring GirlfriendImamul Kabir Rivu
09. Grisaia no KajitsuFuad Hassan
10. HyoukaMaruf Raihan
11. Hunter x Hunter — একজন রাফাতও হলুদ
12. Psycho-PassMaliha Mahjabin
13. NANA — Maliha Mahjabin
14. Parasyte -the maxim- — Maruf Raihan
15. Katekeyo Hitman Reborn! —  Rezo D. Skylight
16. Shigatsu wa Kimi no Uso [Your Lie in April]Arnab Basu
17. Cardcaptor SakuraTuhin Mahfuz
18. The Cockpit [OVA]Rafid Rahim
19. Fate/ZeroDebashish Paul
20. Fairy Tail — Mehedi Zaman
21. Shigatsu wa Kimi no Uso [Your Lie in April] — Maisha Musarrat
22. Naruto (Manga) — Uchiha Aoitizhho
23. Monster — Tufika Anwar
24. Children Who Chase Lost Voices from Deep BelowAmor Asad
25. Natsume Yuujinchou [Natsume’s Book of Friends] — Shaikh Mohammad Habib
26. Death NoteMehedi Zaman
27. Hadashi no Gen (Bearfoot Gen)Rafid Rahim
28. Usagi Drop — Goutam Debnath Sagar
29. Entry Removed due to Act of Forgery
30. Mirai Nikki — Zakaria Mehrab
31. Shigatsu wa Kimi no UsoFatiha Subah
32. Cross Game — Nehal Hasnaeen
33. BerserkNafis-san
34. Death ParadeRafid Azad
35. Fairy TailImamul Kabir Rivu
36. Hotaru No HakaAmor Asad
37. Fullmetal Alchemist BrotherhoodAbed Rahman
38. Shin Sekai Yori [From the New World]Hasin RA Aunim
39. Monster —  Adnan Shafiq Ricky
40. GOTHKazi Rafi

  • বিজয়ীঃ

১ম এনিমখোর রিভিউ কন্টেস্ট রেজাল্ট:

প্রথম পুরস্কার – Shigatsu wa Kimi no Uso – (Fatiha Subah)
দ্বিতীয় পুরস্কার – Hotaru no Haka – (Amor Asad)
তৃতীয় পুরস্কার – Hajime no Ippo – (Arnab Basu)

বিজয়ীদের অভিনন্দন। পুরস্কার তো জানাই আছে। শীঘ্রই এনিমখোর মিট হবে। সেখানে ধুম ধাম করে আমরা পুরস্কার আপনাদের হাতে তুলে দিতে পারব আশা করি।
এর বাইরেও আমরা আরও দুইটি সাবমিশনকে দুইটি বিশেষ পুরস্কার দিতে চাই।
Cross Game – (Nehal Hasnaeen)
Monster – (Adnan Shafiq)

এর বাইরে প্রথম দশের মধ্যে থাকা বাকি সাবমিশন (not in any particular order):
CWCLVFDB – (Amor Asad)
GOTH – (Kazi Rafi)
Shin Sekai Yori – (Hasin RA Aunim)
Non Non Biyori – (Fuad Hassan)
NANA – (Maliha Mahjabin)

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

– এনিমখোর এডমিন প্যানেল