সাইট সম্বন্ধে কিছু তথ্য

বাংলাদেশের এনিমেপ্রেমীদের অনেকেরই মনে হয় আনুষ্ঠানিকভাবে এনিমের সাথে পরিচয় ড্রাগনবল জি দিয়ে, কার্টুন নেটওয়ার্কের টুনামিতে। অথবা সামুরাই এক্স/রুরোনি কেনশিন দিয়ে, যা দেখাতো বিটিভিতে। ২০০১ সালে ড্রাগনবল জি’র ইংলিশ ডাবের প্রচার শুরু হয়। এর পরে কার্ডক্যাপ্টর সাকুরা, ২০০৩ এ পোকেমন, তারপরে ডিজিমন, বেব্লেড প্রভৃতির প্রচারের সাথে দেশে এনিমের জনপ্রিয়তা বাড়তেই থাকে। এরপর আসে বাংলাদেশে এনিমের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি করা আরেক এনিমে নারুতো। প্রথম দিকে দোকান থেকে কিনে, বা ডাউনলোড করে, বা বন্ধুর থেকে নিয়ে হাতেখড়ি হয় অনেকের। এখন এই এনিমে কে কেন্দ্র করে খোলা হয়েছে অনেক ফেসবুক গ্রুপ, খোলা হয়েছে অনেক গুগল প্লাস গ্রুপ। এনিমেফ্যানরা সেখানে তাদের মন মত এনিমের রিভিউ দিচ্ছে, কথা বলছে, ঝগড়াঝাঁটি করছে, আড্ডা দিচ্ছে, কুইজ খেলছে, আঁকাআঁকি করছে। এবং আমাদের দেশে এই ধরনের কমিউনিটি বেড়েই চলছে, ব্যাপারটা অস্বাভাবিক হারে মনে হলেও আনিমে কালচার যে আমাদের দেশে মোটামুটি একটা স্থায়ী আসন গেড়ে বসেছে, এই নিয়ে অবাক হবার কিছু নেই।

এই সাইট বানানোর মূল উদ্দেশ্য হল একটি বাংলা এনিমে রিভিউ এবং ডিসকাশন সাইট বানানো, যেখানে আমরা বাঙ্গালিরা বাংলায় পোস্ট দিতে পারব, রিভিউ দিতে পারব, বিতর্ক করতে পারব। এছাড়া এখানে বাঙালি আর্টিস্টরা তাদের ফ্যানআর্ট সাবমিট করতে পারবেন, সাইট এর গ্যালারিতে সেগুলো নিয়মিত আপলোড করা হবে। এখানে নিয়মিত অন্গয়িং এনিমে ও মাঙ্গা চ্যাপ্টার সম্পর্কেও আপডেট দেয়া হচ্ছে।
আমরা চাই, এনিমেফ্যানরা নিয়মিত তাদের মূল্যবান রিভিউ দিয়ে এই সাইটকে আরো সমৃদ্ধ করে তুলবেন। এছাড়া সাইট সম্পর্কে তাদের মূল্যবান মতামত এবং কোনো অভিযোগ থাকলে তা জানিয়ে এই সাইটটিকে আরো আকর্ষনীয় করে তুলতে সাহায্য করবেন।

Owner

 

Site Developer:

Khulna University of Engineering and Technology

Site Admins :

 

Student at BUET

 

Bangladesh University of Engineering and Technology

 

Bangladesh University of Engineering and Technology

 

Bangladesh University of Engineering and Technology