গিন্তামা সিরিজের থার্ড ইনস্টলমেন্ট ছিল গিন্তামা’ এনচৌসেন। অনুমিতভাবেই অন্যান্য কমেডি অনিমেকে পিছনে ফেলে ৫০% এরও বেশি ভোট পেয়ে টিম ইওরোজুইয়া দেখিয়ে দিয়েছে, কমেডি জনরায় গিন্তামা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দম ফাটানো আর পাগলামিভরা সব কমেডি সিকোয়েন্স এর কথা যতই বলা হোক না কেন, এই মাস্টারপিস আনিমে সম্পর্কে কোনো প্রশংসাই যথেষ্ট নয়.