২০১৩ সাল এচি লাভারদের জন্য খুব একটা খারাপ বছর ছিল না. প্রচুর পরিমানে এচি আনিমে বের হয়েছে যথারীতি, মান কেমন ছিল তা অবশ্য বলাই বাহুল্য।তবে এর মধ্যেও যে আনিমেটা অন্য সবার চেয়ে পরিষ্কারভাবে আলাদা ছিল তা হলো হাইস্কুল ডি এক্স ডি নিউ.২০১২ সালে বের হওয়া হাইস্কুল ডি এক্স ডি আলোড়ন তুলেছিল ভিন্নধর্মী স্টোরিলাইন, প্লট আর আবেদনময়ী চরিত্র দিয়ে।তার সিকুয়েল হিসেবে এই বছর ডি এক্স ডি নিউ এর প্রতি সবার আগ্রহ ছিল দেখার মত.সেই আগ্রহ হাইস্কুল ডি এক্স ডি নিউ কতটা পূরণ করতে পেরেছে তা প্রশ্নসাপেক্ষ, তবে এনিমখোরদের কাছে তা যে ২০১৩ এর সেরা এচি আনিমে ছিল তা সম্পূর্ণই প্রমান করে দেয় এর পক্ষে ৭৯.০৩% ভোট. তাই ২০১৩ এর সেরা এচি আনিমে হিসেবে হাইস্কুল ডি এক্স ডি নিউকে অভিনন্দন।