২০১৩ সাল ছিল মূলত শিঙ্গেকি নো কিওজিনময়, বেস্ট মেইল ক্যারেক্টার এর পোলেও সেই দৃশ্যই ফুটে উঠেছে। লেভি হেইচো জিতেছে ৩৫.২৮% ভোট নিয়ে। লেভির নিকটবর্তী প্রতিদ্বন্দী ছিল মূলত মাকিশিমা শগো আর কোগামী শিনিয়া, কিন্তু শেষ পর্যন্ত লেভির সার্কাস্টিক কিন্তু কুল স্টাইল, তাকে নিয়ে তৈরী হওয়া জনপ্রিয় সব মিম, আর চরকির মত পাক খেয়ে টাইটানদের ঘাড় কেটে দেয়া, সব মিলিয়ে লেভি ছিল ২০১৩ এর আইকনিক ক্যারেক্টারগুলোর একটা।