এ ক্যাটেগরিতে অর্ধেকেরও বেশি ভোট পেয়ে প্রথম স্থানে আছে বাকুমানের ফাইনাল সিজন। এ বছর Gin No Saji, Boku wa Tomodachi ga Sukunai Next, Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru, Watashi ga Motenai no wa Dou Kangaetemo Omaera ga Warui! এর মত বেশ কিছু ভালো স্লাইস অফ লাইফ থাকার পরেও বাকুমানের এই ল্যান্ডস্লাইড বিজয় অস্বাভাবিক কারও কাছেই ঠেকার কথা না। মাঙ্গাকাদের জীবন, তাদের স্বপ্ন নিয়ে তৈরি আনিমে বাকুমান। থার্ড সিজনে এসে আগের দুই সিজনের চেয়েও বেশি করে স্লাইস অফ লাইফ ব্যাটল জিনিসটাকে অন্য উচ্চতায় নিয়ে চলে গেছে। এবং অনেক ক্ষেত্রেই স্লাইস অফ লাইফের টিপিক্যাল ব্যারিয়ার ভেঙ্গে হার্ডকোর শৌনেন বা একশন ফ্যানদের, যারা হয়তো সাধারণত এই genre থেকে দূরে থাকে, তাদের কাছেও বেশ ভালো ভাবেই রিচ করেছে।