Grand Blue [রিভিউ] — মুবাশ্বির মুহিব আসিফ

Grand Blue

অ্যানিমে: Grand Blue
এপিসোড সংখ্যা: ১২
স্টুডিও: Zero-G
জন্রা: কমেডি, এচ্চি (মূলত মেইল নুডিটি), স্লাইস অফ লাইফ

ইওরি কিতাহারা। বয়স ২০। ইযু ইউনিভারসিটিতে তার কলেজ জীবন শুরু করবে। তাই সে তার আংকেলের গ্র্যান্ড ব্লু ডাইভিং সপে থাকার সিদ্ধান্ত নেয়। ঝলমলে কলেজ জীবনের স্বপ্ন দেখে সে।

কিন্তু ডাইভিং শপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে সম্মুখীন হয় কিছু মাতাল উলঙ্গ পুরুষদের। যারা হচ্ছে মুলত ইযু ভার্সিটির ডাইভিং ক্লাবের সদস্য। ক্লাবের দুই লিডার তোকিতা আর কোতোবুকি ইওরিকে তাদের ডাইভিং ক্লাবে যোগ দেওয়ার জন্য জোর দেয়। অনিচ্ছা সত্ত্বেও পর্যায়ক্রমে ইওরি ক্লাবে যোগ দেয়। তার সাথে আরো যোগ দেয় ইওরির কাজিন চিসা কোতেগাওয়া আর ওতাকু ইমামুরা কোহেই। শুরু হয় ইওরির কলেজ জীবন।

মূলত অ্যানিমেটা ডাইভিং নিয়ে হলেও এতে ডাইভিং বাদে উরাধুরা কাজকর্মই বেশি। এই উরাধুরা কাজকর্মই আপনাকে এটা দেখতে বাধ্য করবে। দারুন সব ক্যারেক্টার আর তাদের কাজকর্ম দেখে আপনি না হেসে থাকতে পারবেন না।

অ্যানিমের ওপেনিং আর এন্ডিং আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এন্ডিং টা।

ম্যালে ৯ রেটিং পাওয়া মাংগাটার এডাপশন আরো ভালো কোনো স্টুডিও করলে অ্যানিমেটা আরো ভালো হতে পারতো। তাও স্টুডিও Zero-G এর এডাপশন খারাপ হয় নি। ফেস এক্সপ্রেশন গুলা অনেক ভালো করে ফুটে উঠেছে।

যারা এখনো দেখেননি তারা আর দেরি না করে দেখে ফেলুন গ্রুপে নির্বাচিত ২০১৮ সালের সেরা কমেডি এনিমে Grand Blue.

ম্যাল রেটিং: 8.4/10
পারসোনাল রেটিং: 8.5/10

যারা মাংগা পড়তে চান তারা অ্যানিমে দেখার পর চাপ্টার ২২ থেকে শুরু করুন।

Comments

comments