এনিমে– শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। জাপানিজ এনিমেশনকে এক কথায় এনিমে বলা হয়। নামটার উৎপত্তি ‘এনিমেশন’ থেকেই। যারা এনিমে দেখে নাই আগে, যারা কার্টুন নামক অনুষ্ঠান দেখে বিরক্ত, তারা ১ পলক দেখেই চোখ কুচকায়ে ফেলে কার্টুন বলে তাচ্ছিল্য করে বসে। কিন্তু আমি বাজি রেখে বলতে পারব, তারা যদি ধৈর্য সহকারে কোন জনপ্রিয় এনিমে সিরিজ দেখতে পারে, তাদের থেকে অন্তত ৬০ভাগ মানুষ এনিমে দেখার নেশায় পড়ে যাবে।
আমি- বলতে গেলে ১জন এনিমে ফ্রিক। এখনো মনে পড়ে কলেজে, তারপর ভার্সিটি তে উঠে পাগলের মত দেখা শুরু করলাম। কত শ এনিমে যে দেখা হইসে, তার সিংহভাগের কাহিনীই মনে নাই। এনিমে তে আমি সব কিছুরই সামারি পাই। রোমান্টিসম, মারামারি, ভৌতিক মুহূর্ত, কমেডি, জীবনের প্রতিচ্ছবি, রূপকথা- সব কিছুরই ১টা ছোঁয়া থাকে, সিরিজ ভেদে। এনিমে দুনিয়ায় আছে হাজার হাজার এনিমে সিরিজ। একেকটার ক্যাটাগরি বিচার করলে একেক রকম। তবে প্রধান যে জিনিসটা আমাকে এনিমে ফ্রিক বানিয়েছে, তা হল ইমোশনাল মুহূর্তগুলোর বাস্তব প্রতিফলন, যা সাধারণত অনেক মুভি, ইংরেজি সিরিজেও সঠিকমত তুলে ধরতে পারে না।
অজস্র এনিমে রয়েছে, উইকিপিডিয়া সার্চ দিয়ে খুজলে গুনে শেষ করা যাবে না। এনিমের দৌরাত্ম্য শুরুই হয় ১৯৬৯ সালের থেকে। সমস্ত এনিমে কে, এখন পর্যন্ত যতগুলো বেরিয়েছে, সব এনিমের জনপ্রিয়তা এবং ভাললাগা হিসেব করলে, আমার কাছে সেরা ১০ এনিমে হলঃ
- One Piece
- Death Note
- Code Geass
- Baccano!
- Clannad
- Naruto
- GTO (Great Teacher Onizuka)
- Full Metal Alchemist
- Bleach
- Gundam Seed
আরো আছে ভালো লাগা এনিমে। সবগুলার নাম বলে শেষ করতে পারব না। অনেকে হয়ত এগুলোর সবগুলোই দেখে ফেলেছে। অনেকে কিছু দেখেছে। যারা কেছু দেখেছে, তাদের আমি বলব বাকিগুলো দেখে ফেলতে- Recommended।