Sakib’s Hidden Gems – Episode #45

আনিমে: Uchouten Kazoku (The Eccentric Family)

জানরা: স্লাইস অফ লাইফ, ড্রামা, ফ্যান্টাসি
এপিসোড সংখ্যা: ১৩ + ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/57789/Uchouten_Kazoku
 
আনিমেটির ঘটনাস্থল জাপানের ঐতিহ্যবাহী কিয়োতো শহর। সেখানে মানুষের সাথে সহাবস্থান করছে জাপানী উপকথা থেকে উঠে আসা দুই জীব – তানুকি আর তেঙ্গু। এখানকার তানুকিরা নিজের আকৃতি বদল করতে পারে। তাই তারা সাধারণ তানুকির মত না থেকে মানুষের মধ্যে মিশে থেকে নিজেদের জীবনটাকে আরও রোমাঞ্চে ভরপুর করতে চায়। ঐ শহরের তানুকিদের সাবেক নেতা শিমোগামো সৌইচিরৌর চার ছেলে ও বৌকে নিয়েই গল্পটি আবর্তিত হয়। গল্পের মূল চরিত্র হল তিন নম্বর ছেলে ইয়াসাবুরো। মানুষের মাঝে ওর আর ওর পরিবারের ঘটনাবহুল জীবনযাত্রা নিয়েই কাহিনী।
 
এটি মূলত সংলাপনির্ভর ফ্যামিলি ড্রামা। “তাতামি গ্যালাক্সি”-র রচয়িতা তোমিহিকো মরিমি জাপানের চিরাচরিত উপকথাকে আশ্রয় করে গল্পটি লিখেছেন। কিয়োতো শহরের গলিঘুপচি আর সংস্কৃতি এই গল্পে প্রাণ পেয়েছে। আনিমেটির আর্টস্টাইল বেশ অভিনব আর সুন্দর। প্রথম সিজনের শুরুর গানটির কথাগুলি বেশ মনোমুগ্ধকর। দ্বিতীয় সিজনের শেষের গানটিরও জবাব নেই।
 
তানুকিদের ভারমুক্ত ও রোমাঞ্চে ভরপুর জীবনযাত্রা দেখে নিজের মন হালকা করতে চাইলে দেখেই ফেলুন না!
 

Comments

Leave a Reply