Sakib’s Hidden Gems – Episode #54

আনিমে: Memories
জানরা: সাইফাই, হরর, কমেডি, ড্রামা
এপিসোড সংখ্যা: ৩
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/1462/Memories
 
নব্বইয়ের দশকে নির্মিত এই anthology সিরিজটা তিনটি ভিন্ন স্বাদের ছোটগল্প মিলিয়ে মুভি আকারে পরিবেশিত হয়েছে। এটির সাথে যুক্ত ছিলেন সাতোশি কন ও কাতসুহিরো ওতোমো প্রমুখ সৃষ্টিশীল ব্যক্তি। প্রায় পৌনে দুঘণ্টার এই ফিল্মটি থিমের দিক দিয়ে যেমন মুখরোচক, তেমনি এর আরটিস্টিক ভ্যালুও বলার মতো। তিনটি গল্প নিয়ে আলাদা করে আলোচনা না করলেই নয়।
 
১। Magnetic Rose
দূর ভবিষ্যতে একদল ভ্রাম্যমাণ নভোচারী মহাকাশে ভাসতে থাকা বর্জ্য অপসারণ করতে গিয়ে এক উদ্ভট জায়গার সন্ধান পায়, যেখানে বাস্তব ও পরাবাস্তব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সাতোশি কনের তুখোড় প্রতিভার স্বাক্ষর এটি। মিউজিক ও আর্ট ডিরেকশনের জোরে অসাধারণ ভৌতিক ও রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্ট হয়েছে এতে, যা দর্শককে শেষ পর্যন্ত বসে থাকতে বাধ্য করে।
 
২। Stink Bomb
জাপানের এক জৈব রাসায়নিক গবেষণাগার থেকে অত্যন্ত গোপনীয় জৈব হাতিয়ার লোকসম্মুখে চলে আসার ঝুঁকি তৈরি হয়। এ ঝুঁকি সামলাতে ও সম্ভাব্য জৈব দুর্যোগ এড়াতে জাপান সরকার কী করে তা-ই লেখকের বস্তুনিষ্ঠ ভাবনায় তীক্ষ্ণ শ্লেষের সাথে পরিবেশিত হয়েছে। গল্পের থিম ও এর মনকাড়া মিউজিক আপনাকে বিশুদ্ধ বিনোদন দিবে।
 
৩। Cannon Fodder
এই গল্পে সম্পূর্ণ সামরিক শাসন নিয়ন্ত্রিত এক সমাজ কল্পনা করা হয়েছে, যেখানে প্রতিটি মানুষ কেবল অস্ত্র বানানো বা অস্ত্র ছোঁড়ার সাথে জড়িত। ভিন্ন স্বাদের আর্টস্টাইল দ্বারা সাহসীভাবে মানব সমাজের মূর্খতাকে বিদ্রূপাত্মক ভঙ্গিমায় দেখানো হয়েছে এখানে।
 
ভিন্ন স্বাদের সৃষ্টিশীল কাজের সন্ধানে থাকলে এই ফিল্মটি নির্দ্বিধায় দেখে ফেলুন।
 

Comments

Leave a Reply