থিওরিঃ ফুগো কেন বুচালাটির সঙ্গে না গিয়ে একা থেকে গেল…

জোজো পার্ট ৫ গোল্ডেন উইন্ডের জন্য স্পয়লার অ্যালার্ট।

পার্পল হেইয ফিডব্যাক পড়ার সময় আবার বুকটা ভারী হয়ে গেল।
ফুগো কিভাবে নারান্সিয়াকে খুঁজে পায়, কেন তাকে সেই রেস্তোরায় বসে থাকা বুচালাটির কাছে নিয়ে যায়, কিভাবে সেই চঞ্চল কিশোরটার উপর মায়া জন্মায়… সেসব বারবার ফুগোর মনে পড়ে।

সাথে সাথে আরেকটা প্রশ্ন মাথায় আসলো। ফুগো যখন বুচালাটির সাথে সেই নৌকোয় গেল না, প্যাশনের বসকে বিট্রে করতে চাইলো না, তখন সে কি আসলেই নিজের প্রাণের মায়ায় সেটা করেছে? ফুগো কি এমনই অপদার্থ যে, সে যেই বুচালাটির জন্য জীবন দিয়ে দেবে তার সাথে যেতে তার সাহস হল না?
আমার তা মনে হয় না। কারণ বসের শর্ত গুলোর একটা ছিল যে তারা আইল্যান্ডে পা ফেলতে পারবে না। ফুগো এত অপদার্থ হলে সেটাও করতো না।
তাহলে কি? ফুগো কি এতটাই কিংকর্তব্যবিমূঢ়?
আমার মনে হয় ফুগো, সাইকোলজিক্যালি, একটা মস্ত বড় কন্ট্রাডিকশন।

যদি সেই বিট্রেয়ালের মুহুর্তটাতে ফিরে যাই, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। বুচালাটি যখন তার বিট্রেয়ালের কথা বলে তখন গ্যাঙের মধ্যে সবার আগে ফুগোই বলে ওঠে, “আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু এটা অন্য ব্যাপার। আজকে তোমার সাথে কেউ ওই নৌকোয় যাবে না।”
আমার মনে হয় ফুগো এখানে উইশফুল থিঙ্কিং করছিল। সে সবার জন্য কেয়ার করে বলেই তাদের নিশ্চিত মৃত্যু বা একরকমের আত্মহত্যার পথে যাবার কথা সমর্থনতো করেই না, এটা যে সম্ভব সেটাই সে মনে করে না। আর সে এই কথাটা এভাবে প্রকাশও করতে পারছে না কারণ সে এটাও বিশ্বাস করতে পারছে না যে বুচালাটি আর জিওরনো মধ্যকার এমন বন্ধুত্ব আর বিশ্বাস থাকতে পারে, যখন কিনা জিওরনোর অনেক আগেই ফুগো তার বিশ্বস্ত সঙ্গী ছিল।

দ্বিতীয়ত, যখন একে একে সবাই নৌকায় উঠে যেতে থাকে তখন নারানসিয়া আর ফুগো দাঁড়িয়ে থাকে তাদের যায়গায়। আর তখন নারানসিয়া ভেসে যাওয়া নোউকার দিকে তাকিয়ে বুচালাটির কাছে চিৎকার করে বলতে থাকে, “বুচেলাটি… আমার এখন কি করা উচিত?… যদি বল, “আমার সাথে আসো!” তাহলে আমি মনে সাহস পাবো। আমাকে তুমি যা করতে বলবে আমি তার সবটুকু নির্ভয়ে করতে পারবো!”

ফুগোর জন্য এটা ছিল একটা বড় ধাক্কা।

ফুগোর জীবনের প্রথম ধাক্কা ছিল যখন তার নিজের পরিবার তাকে ত্যাগ করে।
কিন্তু বুচালাটি তাকে গ্যাঙের মেম্বার হিসেবে নেবার পর তার জীবনের পরিবর্তন হয়। ফুগো একদম অ্যান্টিসোশাল, তারপরেও সে নারানসিয়াকে পথ থেকে তুলে আনে। বুচালাটির নিষেধ সত্যেও সে নারান্সিয়াকে পলপোর কাছে নিয়ে যায়। কারণ সে নারান্সিয়ার আহত চোখে নিজেকে দেখতে পেয়েছিল।
সেই নারানসিয়াকে সে পড়ালেখা সেখাতে চাইতো। স্টুপিড বলে গালি দিত, কিন্তু সে নারান্সিয়াকে অনেক আদরও করতো। শাসন করতে গিয়ে মার দিতো, শুধু মারার জন্য না, তার প্রতি মায়া থেকে সেই শাসনটা আসতো।

কিন্তু সেই নারান্সিয়াও যখন তার কাছে জানতে না চেয়ে বুচালাটির কাছে জানতে চাচ্ছিল সে তাদের সাথে যাবে কিনা, সাতার কেটে নৌকাটার দিকে যাচ্ছিল। তখন ফুগোর মনে আঘাত লাগে।
যেই নারানসিয়ার তার এত কাছের, সেই নারানসিয়ার মুখে শোনা শেষ কথাটাও ফুগোর কথাটা উপেক্ষা করে।
সে সবার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু তারা কেউ তার কথা শুনলো না?
তার নিজের পরিবার যেমন তাকে ত্যাগ করেছিল, টিমের মেম্বারগুলিও তাকে সেভাবে ত্যাগ করলো? এমনকি নারানসিয়াও?

অবশ্যই ফুগো বোকা না, তার আইকিউ অনেক বেশি। তার পরেও এক্ষেত্রে তার অবুঝ ইমোশনাল সাইডটা কাজ করে। সে বিট্রেইড ফিল করে। বুচালাটি আর নারানসিয়ার দ্বারা। এটা সে মেনেও নিতে পারে না, তাই সে নিজেকে বোঝায় এই বলে – “আমি ওদের মত সেলফ রাইচাস ইডিয়েট না…”

কিন্তু ফুগো কখনো জানতে পারবে না, যে নারানসিয়ার মৃত্যুর আগেও সে ফুগোর কথা মনে করেছিল…
[ This is a story about people unable to take action.

They have no plans for the future, no comfort in memories.
The past and the future are not for them; they exist only in the
present, struggling to no avail.


Do they struggle to find purchase? To move forward? To
retreat? Who knows. They could not tell you. The world that left them to this fate
provides no answers.

They know only one thing for sure – the ground under their
feet is crumbling, and they can no longer remain still.

They have no tomorrow, no home. How can they find hope? ]

পার্পল হেইজ ফিডব্যাকের মাঝখানে আছি। তাই নভেল্টার এন্ডিং কেউ স্পয়েল করবেন না
তবে এটুকু বলবো, বইটাতে ফুগোর আসল ব্যাকস্টোরি আছে, যা কিনা মাঙ্গাতে ছিল না, অ্যানিমেতেও সঠিকটা নেই। অ্যানিমের ব্যাকস্টোরিটাতে দেখানো হয়েছে অন্যরা তার অতীত সম্পর্কে কি মনে করে। ইলুসো একটা কার্ড থেকে ইনফো পড়ে শোনায়। আর বইটাতে আছে ফুগোর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা আসল কাহিনী। সেটা জানার জন্য হলেও বইটা পড়ে দেখতে পারেন।
আশা করি একদিন DP এই নভেলটারও ওভিএ আডাপ্টেশন উপহার দিবে। … Covered in a silent, deadly haze.

রুফিয়াসের মাঙ্গা থিওরি ৪ – নারুতো আর বোরুতো মাঙ্গা দুটি আলাদা ইউনিভার্সের গল্প

২০১৫ সালেই ৭২টি ভলিউমের মাধ্যমেই শেষ হয়েছিল নারুতো মাঙ্গার যাত্রা। তারপর মাঙ্গাকা মাসাশি কিশিমোতো এই মাঙ্গার জনপ্রিয়তার উপর বিশ্বাস রেখেই আমাদের উপহার দিয়েছিলেন নারুতো গাইডেন আর দা লাস্ট এবং বোরুতো মুভি। বলেছিলেন, এর পরে আর নারুতো আসবে না। নারুতোর গল্প ফুরলো, নটে গাছটা মুড়লো… যাইহোক, কিন্তু এই শেষ কথার পরেও কেন বোরুতো মাঙ্গার আবির্ভাব হল? কিশিমোতো কি তাহলে মিথ্যাচার করেছিলেন?আমার মনে হয়, বোরুতো দা নেক্সট জেনারেশন মাঙ্গা সম্পূর্ণ একটি ভিন্ন ইউনিভার্স। গল্পের ভিন্ন রিয়েলিটি। কিভাবে? বলছি।

বোরুতো মাঙ্গা পাব্লিশ করেছে শোনেন জাম্প, শুধুমাত্র নারুতোর জনপ্রিয়তার উপর ক্যাপিটালাইজ করার জন্য, এমন কি মাঙ্গাকা নিজে আর মাঙ্গা আঁকবেন না বলার পরেও অন্য মাঙ্গাকা জোগাড় হয়ে গেল সেই মাঙ্গা আঁকার জন্য। এখানে শোনেন জাম্প ম্যাগাজিনেরও কিন্তু নারুতোর উপর রাইটস আছে, তাই চাইলেই সেই রাইটস তারা ইউটিলাইজ করতে পারে। তাই, বোরুতো মাঙ্গা যে বের হবে এটা ছিল অনিবার্য। এই বরুতো মাঙ্গার প্রকাশ হবার উপলক্ষে মাঙ্গাকা কিশিমোতো একটা সাইড স্টোরি আঁকলেন মুতসুকি কে নিয়ে। মুতসুকি কে? ওরোচিমারুর ছেলে। যারা সাইড স্টোরিটা পড়েছেন তারা জানেন যে, ওরোচিমারুর দুই ছেলে আছে। বড় মুতসুকি, আর ছোটো মুতসুকি। বড় মুতসুকি প্রাপ্তবয়স্ক সেইজ নিঞ্জা। আর ছোটো মুতসুকি নারুতোর ছেলে বরুতোর সমবয়সী। আচ্ছা, তাহলে বড় মুতসুকি জন্ম হল কবে? ওরোচিমারু তো শিনোবি যুদ্ধের আগ পর্যন্ত কাবুতোর শরীরেই ছিল, তার আগে তো সে মুতসুকি কে জন্ম দিতে পারেন নি। তাহলে ?

বোরুতো অ্যানিমে থেকে মাঙ্গায় মাঙ্গায় সাসকের চুল এর ধরণ ও আলাদা। সারাদার ব্যাটেল গিয়ার মুভির থেকে আলাদা। কি জানি সামনে আরো কত কিছুর ভিন্নতা পাওয়া যায়। এমনকি এই ইউনিভার্সে হোকাগের অভিষেক অনুষ্ঠানে নারুতোর বদলে কোনোহামারু গিয়ে উপস্থিত হয়েছিল ( দা ডে নারুতো বিকেম হোকাগে মাঙ্গা স্পেশালে তাই দেখা যায়)তাহলে এমন কি হতে পারে, এই সকল পরিবর্তন আর প্লট হোল মাঙ্গাকা কিশিমোতোর নিজের পরিকল্পনা। তিনি কি নিজের গল্পের রিয়েলিটি থেকে বোরুতো মাঙ্গার রিয়েলিটির বিচ্যুতি ঘটানোর জন্যেই এই রকম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন?

এই মুহূর্তে আমার কাছে আর কোনো এভিডেন্স নেই, তবে থিওরিটি আজ হাইপোথেসিস হিসেবে রেখেই ইতি টানলাম।

রুফিয়াসের মাঙ্গা থিওরি- পর্ব ৩: বারসার্ক- কাস্‌কার অনুপস্থিতিতে গাটস্‌ এর ব্যাভিচার

Berserk Guts
ইয়ে মানে, আমি জানি আমি বারসার্কের ফ্যানডম এ নতুন। কিন্তু তার পরেও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকের কাছেই এই কথাটি শুনেছি এবং বিরক্ত হয়েছি। কথাটি হল, গাটস্‌ কাস্‌কার সাথে চিট করেছে।
বারসার্ক মাঙ্গার প্রথম ভলিউম এর প্রথম চ্যাপটার এর প্রথম দৃশ্যটি কি? দৃশ্যটি হল গাটস্‌ একজন নারীর এর সাথে মিলিত হচ্ছে। কিন্তু পরক্ষনেই সেই নারীটি একজন অ্যাপোস্টল/রাক্ষসীর রূপ নেয় এবং গাটস্‌ কে বলে যে সে তার ফাঁদে বন্দী হয়েছে। তখন গাটস্‌ বলে , ফাঁদে আমি বন্দী হইনি, হয়েছ তুমি। আর তার বাম হাতের লুকানো গোলা দিয়ে উড়িয়ে দেয় রাক্ষসীটার চেহারা। দৃশ্যটি আসলেই ব্যাডঅ্যাস। কিন্তু গাটস্‌ তো কাস্‌কাকে ভালোবাসে। তার পরেও সেই অ্যাপোসটল এর সাথে কিভাবে মিলিত হতে পারল?
গাটসের জীবনের একমাত্র পণ হল সকল অ্যাপোস্টল হত্যা করা। তার লক্ষ্যে পৌঁছানোর জন্য গাটস্‌ যে কোনো কিছু করতে প্রস্তুত। আগুনের উপর ঝাপিয়ে পরে, শত্রুর তলয়ার কামড়ে ধরে, শত ফিট উপর থেকে মাটিরে পরে, যেভাবেই হোক সে লক্ষ্য হাসিল করে ছাড়বে।আরে ভাই, বারসার্কের দুনিয়াটা হল এমন এক ব্যাভিচারের জায়গা, সেখানে গাটসের এই আর অ্যাপোস্টলের সাথে মিলিত হওয়া, এইটা তো কিছুই ছিল না। এভ্রিথিং ইয ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। গাটসের ওয়ার হল অ্যাপস্টলদের সাথে ।
যেই অ্যাপস্টলটির সাথে গাটস মিলিত হয়েছিল সেটি ছিল সম্ভবত একটি সাকিউবাস। সাকিউবাস হল এক ধরণের মহিলা শয়তান :P। অথবা অপদেবী, যে কিনা পুরুষদেরকে রাতের বেলা সিডিউস করে ক্ষতি করার চেষ্টা করে। এক্লিপস্‌ এর সময় করকাস এর মৃত্যু হয়ে ছিল ঠিক এই রকম এক সাকিউবাস এর হাতে। সাকিউবাস দের ক্ষমতাই হল সিডিউস করা। গাটস্‌ কে সিডিউস করার পরেই হয়ত তারা মিলিত হয়েছিল এবং গাটসের সেখানে হয়ত কোনোই ইচ্ছা ছিল না।
আর গাটস্‌ তো শুধুই কাসকাকেই ভালোবাসে। যেই গাটস্‌ কখনো কাউকে তার নিজের গায়ে ছুঁতেই দিতে চায় না, সে কিভাবে কাসকার সাথে চিট করবে। আর শেষ কথা হল, end justifies the means। গ্রিফিথ সারাজীবন অন্যের চোখে ভালো হয়ে থাকলেও শেষে যা করেছে তার জন্যই সবাই তাকে ঘৃণা করে। গাটস্‌ তাই যতই হিংস্রতার অবলম্বন করুক, তার শেষ কাজটা সম্পন্ন হলেই হল।

রুফিয়াসের মাঙ্গা থিওরি- পর্ব ২ঃ টোকিও ঘোউল- কানেকির অভিনয়, স্মৃতিগুলো সত্যি নয়

টোকিও ঘোউল নিয়ে কিছু এলোমেলো কথা। স্পয়লার এলারট!

আমরা কানেকির সম্পর্কে টোকিও ঘোউল সিরিজ এ যা কিছু জেনে এসেছি তার অনেকটাই ছিল বলতে গেলে কানেকির অভিনয় । অথবা এক স্বপ্ন। কানেকি কখনোই কানেকি হয়ে বাঁচতে চায়নি। শান্ত শিষ্ট , ভীরু কানেকি , যাকে আমরা মানুষ থেকে ঘোউল হতে দেখেছিলাম, সেই কানেকি আসলে ছিল ট্রাজেডি নভেল এর এক চরিত্র মাত্র। সেই ট্রাজেডির নায়ক হয়ে কানেকি নিজের অতীত কে চাপা দিয়েছিল, মরতে চেয়েছিল কানেকি। ইয়ামরি (জেসন) এর কাছে মরতে চেয়েছিল কানেকি। কিন্তু তার মাথার ভেতরকার রিজে সান তাঁকে মরতে দিল না। মাকে সে কত্ত ভালবাসত, সেই মায়ের কথা মনে করিয়ে দিল, যখন কানেকি চোখের সামনে মা ঘোউল আর ছেলে ঘোউল কে ইয়ামরির হাতে খুন হতে দেখল। অতীতের কথা মনে পরে গেল কানেকির। বাস্তবতায় যেই স্বপ্নের জগত গড়ে তুলেছিল কানেকি , তা ভেঙ্গে গেল। ইয়ামরি কে কানেকি শেষ করল নিজের হাতে।

এন্টার, সাদা চুলের কানেকি। এই কানেকি নতুন এর গল্পের নায়ক এর অভিনয়ে করতে লাগল। যেই নায়ক ভীরু নয়, যেই নায়ক সবাইকে বাঁচাবে। নতুন এক স্বপ্ন। এবার সুকিয়ামা, বা তোউকা, কেউই তাঁকে থামাতে পারবে না। কিন্তু এ স্বপ্নে বাঁধ হয়ে দাঁড়াল সিসিজি আর আওগিরি। হিদে ছিল কানেকির বন্ধু, তার অতীতের সাক্ষী। একেও পথ থেকে সরিয়ে যখন কানেকি ছুটে চলল তার স্বপ্ন পূরণের পথে ( সবাইকে রক্ষা করার উদ্দ্যেশ্যে) ঠিক তখন সিসিজির রিপার আরিমা এসে বাধা হয়ে দাঁড়াল। কানেকির স্বপ্নের জগত আবার ধ্বংস হয়ে গেল। মাথার ভিতর চেকারবোর্ড আকাশের নিচে দাড়িয়ে কানেকি অতীতের সব কথা আবার মনে করল। মায়ের কথা মনে পড়ল আবার। মাকে সে কত্ত ভালোবাসত। কানেকি যা চেয়েছিল তা পেল। কানেকি আরিমার হাতে মারা গেল।

এন্টার, সাদা- কালো চুলের হাইসে সাসাকি । এই কানেকি আরেক নতুন গল্পের নায়ক। আরিমা সেই গল্পের রচয়িতা। গল্পে, সাসাকি হয়ে বাঁচতে হবে কানেকি কে, অতীতের কথা সব মুছে গেছে তার চেতনা থেকে। কিন্তু হায়! অবচেতন মনে যেই কানেকি বসত গড়েছে, তাকে মুছে ফেলা আরিমারও সাধ্য নেই। অবচেতন মনের সেই কানেকি সাসাকিকে অতীতের প্রতি কৌতূহলী করে তুললো। সাসাকি এবার জানতে চায় তার অজানা অতীত। সুকিয়ামার কাছ থেকে অতীত সম্পর্কে জানতে চেয়েছিল কানেকি, কিন্তু এবার পথে বাধা হয়ে দাঁড়াল কানায়ে। হিস্টোরি রিপিটস ইটসেলফ। এখন সাসাকি আবার তার ভুলে যাওয়া অতীত মনে করতে পারল। তার মায়ের কথা মনে পড়ল। সে কত্ত ভালোবাসত তার মাকে… আসলেই কি তাই? কানেকি কখনোই তার মাকে ভালোবাসে নি। ওটা ছিল কানেকির অভিনয়। ( থুতনি তে হাত দিয়ে কানেকি মিথ্যে কথা বলত।) কানেকি এখন আবার মরে যেতে চায়। আর নয় কোনো অভিনয়। স্বপ্ন ভেঙ্গে গেছে রক্তে মাখা লাল চুলের কানেকির। এই কানেকি নয় কোনো নায়ক। বরং এক হিংস্র পিশাচ/ ঘোউল। যে কিনা মরে যেতে চেয়েছিল।

12301491_114278538940750_723212829509296951_n

রুফিয়াসের মাঙ্গা থিওরি- পর্ব ১ঃ টোকিও ঘোউল – কানেকির উপর জেসনের আসল অত্যাচার

( কন্টেইন্স এ ভেরি কন্ট্রোভারশাল টপিক )

আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটি হল, টোকিও ঘোউল মাঙ্গায় আওগিরি ইনভেশন আর্ক এ কানেকি কে ইয়ামরি/জেসন ধরে টরচার করে, কিভাবে টরচার করে সেটা অনেকেরই জানা। হাত আর পায়ের আঙ্গুল কেটে ফেলা, কানের ভেতর চাইনিজ সেন্টিপিড ঢুকিয়ে দেয়া। শারীরিক টর্চার এর পাশাপাশি মানসিক অত্যাচার ও করা হয়েছিল। মা ঘোউল আর ছেলে ঘোউল এর মাঝে কানেকি কে বেছে নিতে বলা হয়েছিল, কাকে সে রক্ষ্যা করবে, কাকে হত্যা হতে দেবে। যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না, শারীরিক অত্যাচার এর দিকটাই বিশ্লেষণ করতে চাই।

এমন কি হতে পারে, যে ইয়ামরি আসলে একজন সমকামী!?!?

এমন কি হতে পারে, যে ইয়ামরি কানেকি কে সেক্সুয়ালি টরচার করেছিল?

বিষয়টি বোঝাবার জন্য নিম্নোক্ত যুক্তি পেশ করা হলঃ

১। ইয়ামরি এর পার্টনার নিকো একজন হোমোসেক্সুয়াল পুরুষ।

tg 1

২। ইয়ামরি আওগিরি এর আস্তানায় কানেকি কে দেখে কেমন এক ধরনের লোভ দেখিয়েছিল। একি শুধু শারীরিক অত্যাচার করার ইচ্ছা?

tg 2

৩। কানেকি কে ইয়ামরি যখন তার টর্চার রুমে নিয়ে আসে, আমরা চেয়ারের সাথে বাঁধা একজনকে দেখতে পাই। যে কিনা ইয়ামরির আগের অত্যাচারের খেলনা ছিল। সেও একজন পুরুষ। তার গায়ে পোশাক নেই। কিন্তু সেক্সুয়ালি টর্চারের চিহ্ন পাওয়া যাবে।

tg 3

৪। কানেকি কে টর্চারের মাঝে কেউ কি লক্ষ্য করেছেন যে তার গায়ের শার্টটি বদলে দেয়া হয়েছে! কানেকির সাদা শার্টের বদলে সেখানে ইয়ামরির টিশারটটি পরানো হয়েছে।

tg 4

৫। টর্চারের পর কানেকির প্যান্টের বোতাম খোলা ছিল। শার্ট ছেড়া ছিল।

tg 5

৬। কানেকির পায়ের রগ কাটা ছিল, তাকে চেয়ার থেকে সরালে যেন পালাতে না পারে, তাই। চেয়ার থেকে কানেকি কে কেন সরানো হয়েছিল?

tg 6

 

tg 7

 

৭। কানেকির হ্যালোসিনেশানে কানেকি কে অসহায়, উলঙ্গ দেখানো হয়েছে।

tg 8

৮। কদিন আগে টোকিও ঘোউলঃরে মাঙ্গায় কানেকির এক্স রে ছবি তে দেখানো হয়েছিল অতীতে শরীরের কোথায় কোথায় কানেকি আঘাত পেয়েছিল । সেই ছবিটিও সেক্সুয়াল টর্চারের প্রমান।

tg 9

৯। মাঙ্গাকা ইশিদা সুই সেক্সুয়াল এসল্ট এর বিষয়ে চুপ থাকেন নি। জুঝোউ, টরসো, নাটক্র্যাকার তার উদাহরণ।

আমি বলছিনা কানেকি কে রেইপ করা হয়েছে। আমি বলছি কানেকি কে হয়ত সেক্সুয়ালি মিউটিলেট করা হয়েছিল। কানেকি নিজে কখনো এটা বলেনি। যেহেতু কানেকির সিলেক্টিভ মেমরি, হয়তো বা তাই।

কি জানি…