Animekhor topchart 2013 – Best action – Shingeki no Kyojin

অ্যাকশন এনিমে হিসেবে এনিমখোর টপচার্ট ২০১৩ এর সেরা এনিমে Shingeki No Kyojin (Attack On Titan) এর ৭৯.৩৮% ভোটে প্রথম হওয়া অবশ্যম্ভাবীই ছিল বলা চলে। দৈত্যাকায় টাইটান কর্তৃক মানবজাতির হত্যাকাণ্ডের মত লোম খাড়া হওয়া প্লটের সাথে ছিল তাদের ঠেকাতে ইউনিক থ্রিডি-গিয়ার ফাইটিং মেথড। এছাড়া টাইটানদের মারার জন্য একমাত্র দুর্বল স্পট, থ্রিডিগিয়ারের সাহায্যে ধারালো ব্লেডের অ্যাকশন, টাইটান বন্দির পদ্ধতি, অসংখ্য প্রাণবিনাশ আর ক্ষতির পরও দেয়ালের বন্দিত্ব ঘুচানোর জন্য মরিয়া আক্রমণ/অ্যাডভেঞ্চার ইত্যাদি এনিমেটিকে বছরের সেরা একশন এনিমে হিসেবে মজবুত ভিত প্রদান করে।

Animekhor top-chart 2013 – Best slice of life – Bakuman 3

এ ক্যাটেগরিতে অর্ধেকেরও বেশি ভোট পেয়ে প্রথম স্থানে আছে বাকুমানের ফাইনাল সিজন। এ বছর Gin No Saji, Boku wa Tomodachi ga Sukunai Next, Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru, Watashi ga Motenai no wa Dou Kangaetemo Omaera ga Warui! এর মত বেশ কিছু ভালো স্লাইস অফ লাইফ থাকার পরেও বাকুমানের এই ল্যান্ডস্লাইড বিজয় অস্বাভাবিক কারও কাছেই ঠেকার কথা না। মাঙ্গাকাদের জীবন, তাদের স্বপ্ন নিয়ে তৈরি আনিমে বাকুমান। থার্ড সিজনে এসে আগের দুই সিজনের চেয়েও বেশি করে স্লাইস অফ লাইফ ব্যাটল জিনিসটাকে অন্য উচ্চতায় নিয়ে চলে গেছে। এবং অনেক ক্ষেত্রেই স্লাইস অফ লাইফের টিপিক্যাল ব্যারিয়ার ভেঙ্গে হার্ডকোর শৌনেন বা একশন ফ্যানদের, যারা হয়তো সাধারণত এই genre থেকে দূরে থাকে, তাদের কাছেও বেশ ভালো ভাবেই রিচ করেছে।

Animekhor top-chart 2013 – Best Comedy – Gintama’ Enchousen

গিন্তামা সিরিজের থার্ড ইনস্টলমেন্ট ছিল গিন্তামা’ এনচৌসেন। অনুমিতভাবেই অন্যান্য কমেডি অনিমেকে পিছনে ফেলে ৫০% এরও বেশি ভোট পেয়ে টিম ইওরোজুইয়া দেখিয়ে দিয়েছে, কমেডি জনরায় গিন্তামা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দম ফাটানো আর পাগলামিভরা সব কমেডি সিকোয়েন্স এর কথা যতই বলা হোক না কেন, এই মাস্টারপিস আনিমে সম্পর্কে কোনো প্রশংসাই যথেষ্ট নয়.

Animekhor top-chart 2013 – Best psychological/mystery – Psycho-Pass

২০১৩ এর সেরা সাইকোলজিক্যাল/মিস্ট্রি আনিমে ক্যাটেগরিতে ৮৯.১৯% ভোট পেয়ে একাধিপত্য করে জিতেছে যে আনিমেটি, তার নাম সাইকোপাস (Psycho-Pass)। এই বিভাগে সেরা নির্বাচিত হওয়া এই আনিমেটির সাথে দ্বিতীয় স্থান অধিকারকারী আনিমের ভোটের পার্থক্য খেয়াল করলেই বুঝা যায় এই আনিমেটি দর্শকদের কি পরিমান আকর্ষণ করেছে। রোমাঞ্চকর কাহিনী, আকর্ষণীয় চরিত্র, দারুণ সব ওপেনিং আর এন্ডিং সং মিলিয়ে এই আনিমেটি ছিল সব দিক থেকে দারুণ একটি প্যাকেজ। যারা এখনো এই আনিমেটি দেখেননি, এই পোলের পর আশা করি দেখার জন্য বসে যাবেন। অল্প এপিসোডের এঞ্জয়েবল একটি সাইকোলজিক্যাল/মিস্ট্রি সিরিজ হিসেবে সবসময়ই এনিমখোরদের কাছে এই নামটি স্পেশাল হয়ে থাকবে বলে আশা করা যায়।

Animekhor top-chart – Best ecchi – High Shool D X D New

২০১৩ সাল এচি লাভারদের জন্য খুব একটা খারাপ বছর ছিল না. প্রচুর পরিমানে এচি আনিমে বের হয়েছে যথারীতি, মান কেমন ছিল তা অবশ্য বলাই বাহুল্য।তবে এর মধ্যেও যে আনিমেটা অন্য সবার চেয়ে পরিষ্কারভাবে আলাদা ছিল তা হলো হাইস্কুল ডি এক্স ডি নিউ.২০১২ সালে বের হওয়া হাইস্কুল ডি এক্স ডি আলোড়ন তুলেছিল ভিন্নধর্মী স্টোরিলাইন, প্লট আর আবেদনময়ী চরিত্র দিয়ে।তার সিকুয়েল হিসেবে এই বছর ডি এক্স ডি নিউ এর প্রতি সবার আগ্রহ ছিল দেখার মত.সেই আগ্রহ হাইস্কুল ডি এক্স ডি নিউ কতটা পূরণ করতে পেরেছে তা প্রশ্নসাপেক্ষ, তবে এনিমখোরদের কাছে তা যে ২০১৩ এর সেরা এচি আনিমে ছিল তা সম্পূর্ণই প্রমান করে দেয় এর পক্ষে ৭৯.০৩% ভোট. তাই ২০১৩ এর সেরা এচি আনিমে হিসেবে হাইস্কুল ডি এক্স ডি নিউকে অভিনন্দন।

Animekhor topchart 2013 – Best sports – Chihayafuru 2

২০১৩ সাল স্পোর্টস এনিম লাভারদের জন্য পয়া এক্টি বছর। একের পর এক রক্ত গরম করা সিরিজ শুরু এবং শেষ হয়েছে এই বছর। এনিমখোররা তাদের সেরা নির্বাচন করতে গিয়ে তাই বিশাল হিমশিম খেয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫৫.৮৮% ভোট দিয়ে তারা বিজয়ী করেছেন Chihayafuru কেই !!! তবে এর পথ চলা খুব মসৃণ ছিল না। বিজয়ের পথে তাকে সাম্লাতে হয়েছে রক্ত গরম করা একশন আর ড্রিফটিং এ পূর্ণ শান্ত কিন্তু প্রতিভাবান রেসার তাকুমির সিরিজ ইনিশিয়াল ডি আর সম্মাননা পুরস্কার পাওয়া বাজারে আলোড়ন সৃষ্টিকারী; নারীদের অত্যন্ত প্রিয় এবং স্মার্ট ড্যাশিং কুল হ্যান্ডসাম একদল ছেলেকে নিয়ে সিরিজ ফ্রি এর রক্তচক্ষু; পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। বিশ্লেষকদের ধারণা; ইন্টেন্স গেম সিন এর সাথে মাপা রোমান্স; চমৎকার গ্রাফিক্স এর কাজ; চোখ ধাঁধানো স্টাইলের বদলে প্রশান্তি এনে দেওয়া লুক এবং স্টাইল; সব মিলিয়ে একটা পুরনাঙ্গ প্যাকেজ হয়ে ওঠাতেই Chihayafuru র এই সাফল্য !!!

Chihayafuru-2-Soundtrack-Cover

 

Animekhor top-chart 2013 – Best ongoing shounen – Naruto Shippuden

ছোটখাট একটা আপসেটের জন্ম দিয়ে ‘নারুতো শিপ্পুডেন’ এবারের অনগোয়িং শোনেন এনিমে ক্যাটেগরীতে প্রথম স্থান অধিকার করে নেয়। নারুতোর ভোট ছিল ২৫, অপরদিকে নিকটতম কমপিটিটর নারুতোরই জ্ঞাতিভাই ‘হান্টার ইন্টু হান্টার’ ২০১১ পেয়েছে ২০ ভোট। আপসেট বলার মূল কারণ আসলে ২০১৩ সালে এই এনিমেগুলার পারফর্মেন্স।

নারুতো শিপ্পুডেন (মতান্তরে উচিহা কিংবা ফিলার শিপ্পুডেন) নামের প্রতি সুবিচার করে ২০১৩ সালের সূচনাটাও করেছিল একটা ফিলার দিয়ে, এরপর কবর থেকে উঠে আসা কিছু তরতাজা ভূতের দৃপ্ত পদচারণা, আরো বেশ কিছু ফিলার শেষে ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসে। তবে বছরের শেষ দিকে বুড়ো উচিহার বুড়ো হাড়ের (সুসানো) ভেলকি আর কুলেস্ট ক্যারেক্টার ইতাচির ভাগ্যলিখন কৌশলের জৌলুসে শিরোপার দৌড়ে ব্যাপকভাবে ফেরত আসে ঐতিহ্যবাহী এনিমেটি।

অপরদিকে হান্টার-হান্টারে চলছিল অসাধারণ গ্রিড আইল্যান্ড আর্ক আর চিমেরা এন্ট আর্ক, পুরা বছর জুড়ে বেশিরভাগ এপিসোড ছিল উপভোগ্য আর টান টান উত্তেজনার, আর সমান তালে চলছিল তরিকোর খাওয়া দাওয়া। লাইভবেয়ারার, ফুড অনার আর ফোর বিস্ট আর্কের অস্থির সব পর্ব নিয়ে তরিকোর ভোটশূন্য থেকে যাওয়া খুবই হতাশাজনক। ওয়ান পিসে ছিল পাঙ্ক হেজার্ড আর্ক, অনেক ভালো ফাইটিং আর প্লট থাকা সত্ত্বেও অদ্ভুতভাবে এই অতি জনপ্রিয় এনিমেটি পেয়েছে মাত্র ৫ ভোট, সম্ভবত আর্কটির সমাপ্তি অতটা ডিসিসিভ না হবার কারণে।

বেশিরভাগ এনিমখোরের এনিমে ক্যারিয়ার এক্কেবারে শুরুর ভালবাসা নারুতো, কারো কারো হয়ত প্রথম প্রেম, এই পোলে নারুতোর জয়ের পিছনে এই ইমোশনের পাশাপাশি কাজ করেছে বছরের শেষদিকের খুব ভালো কিছু এপিসোড। আর সম্ভবত তরিকো আর হান্টার-হান্টারেররিগুলার ভিউয়ার কম হওয়াটাও অন্যতম কারণ। সবশেষে না বললেই নয়, আমি পারসোনালি খুব খুশি এই রেজাল্টে।

assistir-naruto-shippuuden-dublado-todos-os-episódios-online

 

Animekhor top-chart 2013 – Best movie – Steins; Gate: Deja Vu

এই বছরের সেরা মুভির পোলে বেশ প্রতিযোগিতা লক্ষ্য করা গেলেও “স্তেইন্স;গেট মুভি দে যা ভু” 30.43% ভোট পেয়ে “কতোনোহা নি নিয়া”কে (19.56% ভোট) পেছনে ফেলে, ২০১৩ সালের সেরা মুভি নির্বাচিত হয়েছে।

যেখানে ‘সেতেইন্স;গেট’ এনিমেটা শেষ তার ঠিক পর থেকেই ”স্তেইন্স;গেট মুভি দে যা ভু” মুভিটার শুরু । এনিমের মতই মূল চরিত্রগুলোর কেউ হতাশ করে নি। যথারীতি রিন্তারো অকাবে তার ‘ম্যাড সায়েন্টিস্ট’ আমেজ, কুরিসু মাইক্সে তার মনমুগ্ধকর ‘ক্রিস্টিনা’ আমেজ দিয়ে আবার স্তেইন্স গেটের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়!! সেই সাথে মুভির কাহিনীও ছিল চোখে পরার মত। এনিমের যারা দেখে হয়তো এতো দিন ভাবতেন যে বেস ভালো এবং যুক্তিপূর্ণ এক ending দিয়ে এনিমেটা শেষ হয়েছে। কিন্তু মুভি দেখতে গিয়ে সেই ভুল ভেঙ্গে আবার নিমজ্জিত হয়ে পরবেন নতুন এক শেষ দেখতে। এমন কাহিনী আর প্রধান চরিত্র সংবলিত মুভিটা যে সেরা মুভির যোগ্য দাবিদার, একবার দেখেই তা নিমিষে বলে ফেলা যায়!

5ab5d135a20969c92f9bae737f580255

 

Animekhor top-chart – Best male character – Levi

২০১৩ সাল ছিল মূলত শিঙ্গেকি নো কিওজিনময়, বেস্ট মেইল ক্যারেক্টার এর পোলেও সেই দৃশ্যই ফুটে উঠেছে। লেভি হেইচো জিতেছে ৩৫.২৮% ভোট নিয়ে। লেভির নিকটবর্তী প্রতিদ্বন্দী ছিল মূলত মাকিশিমা শগো আর কোগামী শিনিয়া, কিন্তু শেষ পর্যন্ত লেভির সার্কাস্টিক কিন্তু কুল স্টাইল, তাকে নিয়ে তৈরী হওয়া জনপ্রিয় সব মিম, আর চরকির মত পাক খেয়ে টাইটানদের ঘাড় কেটে দেয়া, সব মিলিয়ে লেভি ছিল ২০১৩ এর আইকনিক ক্যারেক্টারগুলোর একটা।

Animekhor top-chart 2013 – Best female character – Mikasa Ackerman

Shingeki no Kyojin নাম শুনলে হয়তো ১ম এ টাইটানদের কথাই মনে পরবে। কিন্তু যাদের ছাড়া এই এনিমে একদমই অসম্পূর্ণ তাদের একজন ‘মিকাসা আকামান’। ৪১.২২% ভোট পেয়ে ২য় প্রতিদ্বন্দ্বী ‘সুনেমরি আকানে’র চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে এই বছরের সেরা ফিমেল চরিত্র মিকাসা।

শুধু অসম্ভব সৌন্দর্যই নয়, একজন সৈন্য হিসেবে মিকাসার মেধা ছিল চোখ ধাঁধানো।

ট্রেনিং ক্যাম্প শুরু থেকেই সকল বাঁধা খুব সহজেই পেরিয়ে যায় মিকাসা। একজন নারী হয়েও তার combat,agility প্রভৃতি ক্ষেত্রে যেন ক্লাসের ধারের কাছেই কেউ ছিল না!!দৃঢ় মনবল আর দায়িত্বশীল এই নারীই এই বছরের সেরা ফিমেল চরিত্রের প্রকৃত হকদার!!