ছোটখাট একটা আপসেটের জন্ম দিয়ে ‘নারুতো শিপ্পুডেন’ এবারের অনগোয়িং শোনেন এনিমে ক্যাটেগরীতে প্রথম স্থান অধিকার করে নেয়। নারুতোর ভোট ছিল ২৫, অপরদিকে নিকটতম কমপিটিটর নারুতোরই জ্ঞাতিভাই ‘হান্টার ইন্টু হান্টার’ ২০১১ পেয়েছে ২০ ভোট। আপসেট বলার মূল কারণ আসলে ২০১৩ সালে এই এনিমেগুলার পারফর্মেন্স।
নারুতো শিপ্পুডেন (মতান্তরে উচিহা কিংবা ফিলার শিপ্পুডেন) নামের প্রতি সুবিচার করে ২০১৩ সালের সূচনাটাও করেছিল একটা ফিলার দিয়ে, এরপর কবর থেকে উঠে আসা কিছু তরতাজা ভূতের দৃপ্ত পদচারণা, আরো বেশ কিছু ফিলার শেষে ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসে। তবে বছরের শেষ দিকে বুড়ো উচিহার বুড়ো হাড়ের (সুসানো) ভেলকি আর কুলেস্ট ক্যারেক্টার ইতাচির ভাগ্যলিখন কৌশলের জৌলুসে শিরোপার দৌড়ে ব্যাপকভাবে ফেরত আসে ঐতিহ্যবাহী এনিমেটি।
অপরদিকে হান্টার-হান্টারে চলছিল অসাধারণ গ্রিড আইল্যান্ড আর্ক আর চিমেরা এন্ট আর্ক, পুরা বছর জুড়ে বেশিরভাগ এপিসোড ছিল উপভোগ্য আর টান টান উত্তেজনার, আর সমান তালে চলছিল তরিকোর খাওয়া দাওয়া। লাইভবেয়ারার, ফুড অনার আর ফোর বিস্ট আর্কের অস্থির সব পর্ব নিয়ে তরিকোর ভোটশূন্য থেকে যাওয়া খুবই হতাশাজনক। ওয়ান পিসে ছিল পাঙ্ক হেজার্ড আর্ক, অনেক ভালো ফাইটিং আর প্লট থাকা সত্ত্বেও অদ্ভুতভাবে এই অতি জনপ্রিয় এনিমেটি পেয়েছে মাত্র ৫ ভোট, সম্ভবত আর্কটির সমাপ্তি অতটা ডিসিসিভ না হবার কারণে।
বেশিরভাগ এনিমখোরের এনিমে ক্যারিয়ার এক্কেবারে শুরুর ভালবাসা নারুতো, কারো কারো হয়ত প্রথম প্রেম, এই পোলে নারুতোর জয়ের পিছনে এই ইমোশনের পাশাপাশি কাজ করেছে বছরের শেষদিকের খুব ভালো কিছু এপিসোড। আর সম্ভবত তরিকো আর হান্টার-হান্টারেররিগুলার ভিউয়ার কম হওয়াটাও অন্যতম কারণ। সবশেষে না বললেই নয়, আমি পারসোনালি খুব খুশি এই রেজাল্টে।