থিওরিঃ ফুগো কেন বুচালাটির সঙ্গে না গিয়ে একা থেকে গেল…
জোজো পার্ট ৫ গোল্ডেন উইন্ডের জন্য স্পয়লার অ্যালার্ট।
পার্পল হেইয ফিডব্যাক পড়ার সময় আবার বুকটা ভারী হয়ে গেল।
ফুগো কিভাবে নারান্সিয়াকে খুঁজে পায়, কেন তাকে সেই রেস্তোরায় বসে থাকা বুচালাটির কাছে নিয়ে যায়, কিভাবে সেই চঞ্চল কিশোরটার উপর মায়া জন্মায়… সেসব বারবার ফুগোর মনে পড়ে।
সাথে সাথে আরেকটা প্রশ্ন মাথায় আসলো। ফুগো যখন বুচালাটির সাথে সেই নৌকোয় গেল না, প্যাশনের বসকে বিট্রে করতে চাইলো না, তখন সে কি আসলেই নিজের প্রাণের মায়ায় সেটা করেছে? ফুগো কি এমনই অপদার্থ যে, সে যেই বুচালাটির জন্য জীবন দিয়ে দেবে তার সাথে যেতে তার সাহস হল না?
আমার তা মনে হয় না। কারণ বসের শর্ত গুলোর একটা ছিল যে তারা আইল্যান্ডে পা ফেলতে পারবে না। ফুগো এত অপদার্থ হলে সেটাও করতো না।
তাহলে কি? ফুগো কি এতটাই কিংকর্তব্যবিমূঢ়?
আমার মনে হয় ফুগো, সাইকোলজিক্যালি, একটা মস্ত বড় কন্ট্রাডিকশন।
যদি সেই বিট্রেয়ালের মুহুর্তটাতে ফিরে যাই, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। বুচালাটি যখন তার বিট্রেয়ালের কথা বলে তখন গ্যাঙের মধ্যে সবার আগে ফুগোই বলে ওঠে, “আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু এটা অন্য ব্যাপার। আজকে তোমার সাথে কেউ ওই নৌকোয় যাবে না।”
আমার মনে হয় ফুগো এখানে উইশফুল থিঙ্কিং করছিল। সে সবার জন্য কেয়ার করে বলেই তাদের নিশ্চিত মৃত্যু বা একরকমের আত্মহত্যার পথে যাবার কথা সমর্থনতো করেই না, এটা যে সম্ভব সেটাই সে মনে করে না। আর সে এই কথাটা এভাবে প্রকাশও করতে পারছে না কারণ সে এটাও বিশ্বাস করতে পারছে না যে বুচালাটি আর জিওরনো মধ্যকার এমন বন্ধুত্ব আর বিশ্বাস থাকতে পারে, যখন কিনা জিওরনোর অনেক আগেই ফুগো তার বিশ্বস্ত সঙ্গী ছিল।
দ্বিতীয়ত, যখন একে একে সবাই নৌকায় উঠে যেতে থাকে তখন নারানসিয়া আর ফুগো দাঁড়িয়ে থাকে তাদের যায়গায়। আর তখন নারানসিয়া ভেসে যাওয়া নোউকার দিকে তাকিয়ে বুচালাটির কাছে চিৎকার করে বলতে থাকে, “বুচেলাটি… আমার এখন কি করা উচিত?… যদি বল, “আমার সাথে আসো!” তাহলে আমি মনে সাহস পাবো। আমাকে তুমি যা করতে বলবে আমি তার সবটুকু নির্ভয়ে করতে পারবো!”
ফুগোর জন্য এটা ছিল একটা বড় ধাক্কা।
ফুগোর জীবনের প্রথম ধাক্কা ছিল যখন তার নিজের পরিবার তাকে ত্যাগ করে।
কিন্তু বুচালাটি তাকে গ্যাঙের মেম্বার হিসেবে নেবার পর তার জীবনের পরিবর্তন হয়। ফুগো একদম অ্যান্টিসোশাল, তারপরেও সে নারানসিয়াকে পথ থেকে তুলে আনে। বুচালাটির নিষেধ সত্যেও সে নারান্সিয়াকে পলপোর কাছে নিয়ে যায়। কারণ সে নারান্সিয়ার আহত চোখে নিজেকে দেখতে পেয়েছিল।
সেই নারানসিয়াকে সে পড়ালেখা সেখাতে চাইতো। স্টুপিড বলে গালি দিত, কিন্তু সে নারান্সিয়াকে অনেক আদরও করতো। শাসন করতে গিয়ে মার দিতো, শুধু মারার জন্য না, তার প্রতি মায়া থেকে সেই শাসনটা আসতো।
কিন্তু সেই নারান্সিয়াও যখন তার কাছে জানতে না চেয়ে বুচালাটির কাছে জানতে চাচ্ছিল সে তাদের সাথে যাবে কিনা, সাতার কেটে নৌকাটার দিকে যাচ্ছিল। তখন ফুগোর মনে আঘাত লাগে।
যেই নারানসিয়ার তার এত কাছের, সেই নারানসিয়ার মুখে শোনা শেষ কথাটাও ফুগোর কথাটা উপেক্ষা করে।
সে সবার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু তারা কেউ তার কথা শুনলো না?
তার নিজের পরিবার যেমন তাকে ত্যাগ করেছিল, টিমের মেম্বারগুলিও তাকে সেভাবে ত্যাগ করলো? এমনকি নারানসিয়াও?
অবশ্যই ফুগো বোকা না, তার আইকিউ অনেক বেশি। তার পরেও এক্ষেত্রে তার অবুঝ ইমোশনাল সাইডটা কাজ করে। সে বিট্রেইড ফিল করে। বুচালাটি আর নারানসিয়ার দ্বারা। এটা সে মেনেও নিতে পারে না, তাই সে নিজেকে বোঝায় এই বলে – “আমি ওদের মত সেলফ রাইচাস ইডিয়েট না…”
কিন্তু ফুগো কখনো জানতে পারবে না, যে নারানসিয়ার মৃত্যুর আগেও সে ফুগোর কথা মনে করেছিল…
[ This is a story about people unable to take action.
They have no plans for the future, no comfort in memories.
The past and the future are not for them; they exist only in the
present, struggling to no avail.
Do they struggle to find purchase? To move forward? To
retreat? Who knows. They could not tell you. The world that left them to this fate provides no answers.
They know only one thing for sure – the ground under their
feet is crumbling, and they can no longer remain still.
They have no tomorrow, no home. How can they find hope? ]
পার্পল হেইজ ফিডব্যাকের মাঝখানে আছি। তাই নভেল্টার এন্ডিং কেউ স্পয়েল করবেন না
তবে এটুকু বলবো, বইটাতে ফুগোর আসল ব্যাকস্টোরি আছে, যা কিনা মাঙ্গাতে ছিল না, অ্যানিমেতেও সঠিকটা নেই। অ্যানিমের ব্যাকস্টোরিটাতে দেখানো হয়েছে অন্যরা তার অতীত সম্পর্কে কি মনে করে। ইলুসো একটা কার্ড থেকে ইনফো পড়ে শোনায়। আর বইটাতে আছে ফুগোর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা আসল কাহিনী। সেটা জানার জন্য হলেও বইটা পড়ে দেখতে পারেন।
আশা করি একদিন DP এই নভেলটারও ওভিএ আডাপ্টেশন উপহার দিবে। … Covered in a silent, deadly haze.
JoJo’s Bizarre Adventure Part 5: Vento Aureo [মাঙ্গা সাজেশন] — Arnab Basu
জোজোদের অদ্ভুত অভিযানের পঞ্চম কিস্তি। সাধারণত জোজোর প্রতিটা কিস্তির নাম মূল চরিত্রের স্ট্যান্ডের সাথে মিল রেখে দেওয়া হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। ইটালিয়ান Vento Aureo এর অর্থ Golden Wind, যা মূল চরিত্র Giorno Giovanna এর স্ট্যান্ড Gold Experience এর সাথে মিল রেখে দেওয়া হয়েছে।
Vento Aureo এর পটভূমি ইটালিতে। এবারের জোজো Giorno Giovanna এর মা জাপানিজ, সে ছোট থাকতে তার মা ইটালিতে এসে নতুন একজনকে বিয়ে করে সংসার শুরু করে। Giorno জানে না তার আসল বাবা কে। ছোটবেলা থেকে তার স্বপ্ন গ্যাংস্টার হওয়া। সে সময় ইটালির সবচাইতে বড় এবং কুখ্যাত গ্যাং হল Passione, যাদের বিভিন্ন ব্যাবসার মধ্যে একটি হল ড্রাগ চোরাচালান। এই ড্রাগের নেশায় মত্ত যুব সমাজকে রক্ষা করার জন্য Giorno সিদ্ধান্ত নেয় সে Passione গ্যাঙের বস হবে। কিন্তু সে কি পারবে? কারণ গ্যাঙের মধ্যে রয়েছে অসংখ্য স্ট্যান্ডধারী, যারা পদে পদে Giorno কে রুখবার জন্য তার উপর হামলা করে। তার উপর আছে Passione এর বস, যার স্ট্যান্ডের অমিত শক্তি এবং যার পরিচয় গ্যাঙের মধ্যেও এক বিশাল রহস্য। এই আপাত অসম্ভব অভিযানে Giorno এর সঙ্গী হয় Bruno Bucciarati এবং তার দলের সদস্যরা। Bruno Bucciarati নিজেই Passione এর সদস্য, কিন্তু সে Giorono এর মত গ্যাঙ্গের নেশার ব্যাবসার প্রতি বিদ্বেষের কারণে Giorno এর পক্ষ নেয়। শুরু হয় তাদের Passione গ্যাঙের বসকে খুঁজে বের করা এবং তাকে হারানোর অভিযান যার বিস্তার প্রায় পুরো ইটালিজুড়ে।
Diamond is Unbreakable শেষ করার পর আসলে Vento Aureo এর এনিমের অপেক্ষা করার ধৈর্য হচ্ছিল না, তাই মাঙ্গা পড়ে ফেলা। মাঙ্গা পড়ার পরে যেটা মনে হচ্ছে, Vento Aureo এর এনিম যদিও বা আসে, তবে সেস্নরশিপের কাঁচিতে অনেক কিছুই বাদ যেতে পারে। এই পর্বের প্রতিটা ফাইট বেশ ব্রুটাল, আর ফাইটের সঙ্খ্যাও আগের যে কোন পর্বের তুলনায় অনেক বেশি। আরাকি সেন্সেই তার Bizzare ফ্যাশন Vento Aureo তে অন্য উচ্চতায় নিয়ে গেছে। Vento Aureo এর মাঙ্গার অর্ধেকের মত কালার হয়েছে, এ কারণে শেষের দিকে একটু পড়তে কষ্ট হলেও, যারা এনিমের আশায় বসে থাকতে না চান, তারা মাঙ্গা পড়ে ফেলতে পারেন।
JoJo’s Bizzare Adventure (2012) [রিভিউ] — Zahin Mobashshir
JoJo’s Bizzare Adventure (2012)
এপিসোড সংখ্যা: ২৬
জনরা: একশন, অ্যাডভেঞ্চার, সুপারন্যাচারাল, শৌনেন
সাধারণ এনিমের সুথিং ব্যাপারটা থেকে বের হয়ে একটু বোল্ড কিছু দেখতে চাইলে এই এনিমের বিকল্প হয় না। সৌনেন এনিমে মানেই একটু ফ্ল্যাশি কিছু, রুড ডায়োলগ, আর ফাইটের সময় টাইম ল্যাপ্সের ব্যাপার স্যাপার। কিন্তু এই এনিমে সৌনেনকেই মনে হয় নতুন রূপ দিয়েছে। এর মাঝে সাধারণ সৌনেন এনিমের সব তো আছেই বরং একটু বেশি করেই আছে।
এই এনিমের আর্ট আমার দেখা আজ পর্যন্ত সবচেয়ে ব্যতিক্রম আর সুন্দর আর্ট। মাঙ্গাকা ঠিক যেভাবে তার কাহিনীতে বলতে চেয়েছিল মনে হয়েছে এনিমেটা ঠিক সেভাবেই বানিয়েছে। এই এনিমের আর্ট দেখে যাতে কারওই চোখ ঝলসাতে বাদ না থাকে, সে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। এখানে এমন সব রঙের মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা আসলেই কোন এনিমেতে দেখা যায় না। এনিমেটা দেখার সময়ে আমার বারবার Cadillacs and Dinosaurs গেমটার কথা মনে হয়েছে কারন এনিমেটার আর্ট স্টাইলের সাথে খানিক মিল খুজে পেয়েছি আবার ক্যারেক্টারগুলাও দেখতে প্রায় একই রকম।
Jojo’s Bizzare Adventure এর সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে ভাল লেগেছে তা হল এর সাউন্ডট্রাক এবং সেটার যথাযোগ্য ব্যবহার। এটার ওপেনিং এর সিড়ির উপরে নায়ক আর নিচে ভিলেন দাড়ানোর সিনটা দেখে বাংলা সিনেমার কথা মনে পড়ে গিয়েছিল। এর কাহিনীতেও ঐরকম কিছুটা মিল আছে, সেটা উল্লেখ করতে একটা কথা না বললেই নয়। ভিলেনকে না মেরে আগেই উদযাপন না করলেই কি হইতো না।
যাই হোক এটার সাউন্ডট্রাকের মধ্যে সেরা হলো Roundabout। এই অসাধারণ একটা সাউন্ডট্রাক ঠিক কোথায়, কিভাবে ব্যবহার করলে এটার মর্যাদা আরও বেড়ে যাবে সেটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করা হয়েছে। প্রতিটা ক্লিফহ্যাঙ্গার মানেই Roundabout। এই এনিমের সবচেয়ে সেরা মুহুর্ত ছিল এক Jojo এর খুবই ঘনিষ্ট একজন মারা যাওয়ার পরে তারা আএ এন্ডিংই দিল না। আমি জানি এটা তেমন আহামরি কিছু না তাও মৃত মানুষকে শ্রদ্ধা দিতে এতটুকু করেছে বলে আমার মনে হওয়ায় এটাই আমার দেখা সেরা মুহুর্ত।
এনিমেটার কাহিনী সম্পর্কে কিছু বলার আসলে কোনই দরকার পড়ে না কারন এর নামই এই এনিমের কাহিনীর বহিঃপ্রকাশ। ২৬ এপিসোডে দুইটা আর্ক শেষ হয় এবং প্রতি আর্কে একেকটা JoJo অর্থাৎ Joestar পরিবারের একেকজন কর্ণধারের কাহিনী বর্ণিত হয়েছে। প্রতিটা কাহিনীই খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আর এখানের ফাইট এবং সুপারন্যাচারাল জিনিসপাতির ব্যাখ্যাও খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে।
সর্বপরি আমার কাছে এই এনিমেটা খুবই ভালো লেগেছে। আপনাদেরও যদি ব্যতিক্রম ধাচের কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে এটা দেখে ফেলুন।
২০১৬ সালে আমার দেখা সেরা আনিমেগুলো — Imamul Kabir Rivu
২০১৬ সালে আমার দেখা সেরা আনিমেগুলো:
#4
Anime: Kono Bijutsubu ni wa Mondai ga Aru
Episodes: 12
Genres: Comedy, Romance, School
কখনও এরকম কোন ভালোবাসায় জড়িয়েছেন, যিনি কি না কখনই আপনার দিকে ফিরে তাকায়নি, যত ক্লুই দেন না কেন যে তার প্রতি আপনার এক অন্যরকম দূর্বলতা আছে সে কখনই বুঝেনি। নিজের দুনিয়ার চরিত্রদের নিয়েই পরে রয়েছে, আপনার সাথে ভালো খাতির থাকা সত্বেও কখনও আলাদা রকম ভালোবাসা হয়নি তাও আপনি নিজের মত ভালোবেসে গেছেন সেই মানুষটিকে। এরকম এক প্রেমের মাঝেই জড়িয়ে পরে এই আনিমের প্রধাণ চরিত্র উসামি মিজুকি। তবে কথাগুলো শুনে কোন কষ্টের প্রেমকাহিনী মনে হলেও আনিমেটা আসলে এর ১৮০ ডিগ্রি উল্টো জিনিশ। অতি সাধারণ একটা রমকম আনিমে হলেও, একটা রমকম আনিমে হিসেবে সবদিক থেকে সফল এমন কোন আনিমের উদাহরণ কোনোবিজু।
কাহিনীর মূল সেটিং এক আর্টক্লাব ঘিরে। সেখানেরই দুইজন সদশ্য উসামি মিজুকি এবং উচিমাকি সুবারু, উসামির সুবারুর প্রতি ভালোবাসা জন্মালেও, সুবারুর মন পরে থাকে একগাদা মেয়ের উপর। তবে তারা 3D নয় বরং 2D. তার 3D মেয়েদের প্রতি নুন্যতম আকর্ষনটুকুও নাই। এবং তার আর্টক্লাবে ঢুকার মূল কারণও এক পার্ফেক্ট ওয়াইফু আঁকা। বিভিন্ন রকম উপায়েই উসামি সুবারুর প্রতি যে তার ভালোবাসা আছে তা প্রকাশ করতে যায় এবং সেউ উপায়গুলো অধিক পরিমাণের হাস্যকর, যা এই আনিমের মূল আকর্ষণ। তবে কাহিনী যে এই দুই চরিত্রকে ঘিরে, তা একেবারেই না। সেই ক্লাবেই রয়েছে আরও চরিত্র যেমন তাদের অলস ক্লাব প্রেসিডেন্ট, কোলে-চান, ইমারি, ইয়ুমেকো সেন্সেই এবং আরও অনেক চরিত্র যারা আনিমেটাতে এক বড় ধরণে রোল প্লে করে। তাদের আর্টক্লাবের ভেতরেই উসামি ছাড়া আর কেউ চারুকলা নিয়ে অতটা সিরিয়াস না এবং তাদের প্রতিদিনের হাস্যকর কাজকারবারই আপনার এই আনিমে আরও বেশি করে উপভোগ করাবে।
আর্ট সবমিলায় ভালো ছিল। খুব অসাধারণ কিছু না তবে সুন্দর। মিউজিকের ব্যাপারেও একই মন্তবই। অতি সাধারণ স্তরের জিনিশ হলেও অনেক বেশি উপভোগ করার মত এক আনিমে। ওপেনিং-এন্ডিং সাধারণ মোয়ে আনিমের মতই।
আনিমেটার মূল আকর্ষণ এর কমেডিক এলিমেন্ট এবং মজাদার চরিত্রগুলো। আনিমের সবকিছু সাধারণ হলেও হাসির মুহুর্তগুল যেই সেই আনিমেতে দেখা যায় না এমন।
এর সাথে ছিল আনিমের অসাধারণ ক্যাস্ট। এরকম অসাধারণ রমকম আনিমেতে হিরোইনের কণ্ঠে সবচেয়ে বেশি ওজাওয়া আরিকেই মানায়। আগে গেক্কান শোজোতেই সাকুরা চিয়োর রোলে তা প্রমাণ করে, এবার মিজুকির কণ্ঠেও তিনি সফল ছিলেন । সাথে উচিমাকি সুবারুর কণ্ঠেও ছিল নাৎস্কি সুবারুর সেইয়ু কোবায়াশি ইয়ুস্কে, এর আগেও এরকম অতি সাধারণ কিশোরদের কণ্ঠ দিয়েছেন এই লোক যেমন আর্স্লান (Arslan Senki) এবং তাকামিয়া হোনোকা (Witch Craft Works) এই থেকে বিবেচনা করলে উচিমাকির কণ্ঠে তিনি সফল তা খুবই স্বাভাবিক ছিল এবং তা হয়েছেও। সাথে কোলে-চানের কণ্ঠে উয়েসাকা সুমিরে এবং ইমারির কণ্ঠে তোয়ামা নাও দুইজনই অনেক ভালোভাবেই চরিত্রগুলোকে তুলে ধরতে পেরেছেন। সব মিলায় কাস্ট সিলেক্টিং অনেক ভালো ছিল এবং এর ফলাফলও ভালো। এছাড়া বাকি চরিত্রদের কণ্ঠেও ছিল নানা মিজুকি, কোমাৎসু মিকাকো, তোকুই সোরা এবং মাওর মত ভালো ভালো সেইয়ু।
সবমিলায় শুধু ২০১৬ না বরং যা যা আনিমে দেখেছি, সবকিছুর মাঝেই কোনবিজু আমার অত্যন্ত প্রিয় একটা আনিমে। যদি রমকম আনিমে আপনার অতিপ্রিয় হয়ে থাকে, তাহলে যত তারাতারি পারুন এই আনিমে শুরু করে দেন।
#3
Anime: JoJo’s Bizarre Adventures Part 4: Diamond is Unbreakable
Episodes: 39
Genre: Action, Adventure, Comedy, Supernatural, Drama, Shounen
কোন সিরিজ নামকরন অনুসারে এতটা সফল না, যতটা না জোজোর ক্ষেত্রে বলা যায়। পুরো সিরিজটা আসলেই জোস্টার পরিবারের কোন না কোন সদশ্য সংক্ষেপে জোজোকে ঘিরে ঘটা এক ধারাবাহিক উদ্ভট অভিযান। পার্ট ৪-ও আগের ৩ পার্টের মত এই ধারাবাহিকতা বজায় রেখেছে।
জোজোর এই পার্টের পটভূমি ১৯৯৯ সালে, জাপানের কোন এক স্থানে অবস্থিত কাল্পনিক এক শহর যার নাম মোরিয়োহ। প্রত্যেক পার্টের মত এই পার্টের মূল চরিত্রও এক ভিন্ন জোজো, জোস্টার পরিবারেরই একজন হিগাশিকাতা জোস্কে। যদিও এ পার্টেও পাবেন জোসেফ এবং জোতারোর ভালো পরিমান স্ক্রিনটাইম। পুরো ৩৯ পর্ব জোস্কের মোরিয়ো শহর জুড়ে বিভিন্ন রকম উদ্ভটসব অভিযান নিয়ে হলেও আগের পার্টগুলোর তুলনায় এই পার্টে রয়েছে বেশ ভালো পরিমান নতুনত্ব।
জোজোর আগের পার্টগুলোতে আগে থেকেই এক নির্দিষ্ট লক্ষ ধরেই আগাতে থাকে কাহিনী। কিন্তু এই অংশে জোস্কে, ওকুয়াসু এবং কোইচির অভিযান শুরু হয় এক অজানা লক্ষকে ঘিরেই। কাহিনীর শুরুর দিকটা কিছুটা ধীরে ধীরে আগায়, প্রথমে মনে হবে এ যেন এক স্লাইস অফ লাইফ আনিমে তবে যত পর্ব যেতে থাকে আনিমেটার কাহিনী আস্তে আস্তে জমজমাট হতে থাকে। আর আগের পার্টগুলোর সাথে তুলনা করলে, এ পার্টের ভিলেনের আগমনও তুলনামুলক পরেই ঘটে। তবে জোজো নামটা শুনলেই প্রথমে সবার মনে কোন এক মাচো ব্যক্তির ইমেজ আসে, এই পার্টে তা খুব একটা দেখা যাবে না। এই পার্ট থেকেই ক্লাসিক GAR ভাইব আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়া আগের পার্টের তুলনায় এবার স্ট্যান্ড অ্যাবিলিটির মাঝেও দেখা যাবে নতুন অনেক কিছু। সবমিলিয়ে পুরা নতুন এক জোজো বলা যেতে পারে।
আর্টের মাঝেও রয়েছে নতুন এক ছাপ। David Productions-এর আনিমে হলেও তারা আগের পার্টের সেই আর্টস্টাইল ফলো করেনি। চরিত্র এবং স্ট্যান্ডের ডিজাইনেও এনেছে ভালো পরিমান পরিবর্তন। আগের ৩ পার্টের আর্টস্টাইলের সাথে অভ্যস্থ থাকলে, এই পার্টের আর্টের সাথে মানায় নিতে সময় লাগবে, কিন্তু পরে খাপ খেয়ে গেলে আর খারাপ লাগবে না। আর যদি আগের আর্টের সাথে অভ্যস্থ না হয়ে থাকেন কিংবা কোন কারণে পছন্দ না হয় তাহলে হয়তো ভালো লাগতে পারে। জোজোর আর্টের সাথে অভ্যস্থ হওয়ার পর এখন পর্যন্ত কেউ এই উইনিক আর্টস্টাইলকে খারাপ বলতে শুনিনি।
আনিমেটার থিমের সাথে আনিমের ওএসটিও মানানসই। মেইন থিমটাই বেশ রক্তগরমকারি এবং যেসকল মুহুর্তে বেজে উঠে, সেই মুহুর্তগুলো আসলেই আরও বেশি উপভোগ্য করে তুলে। এছাড়া আগের পার্টের তুলনায় ওপেনিং-এন্ডিং গানের মিউজিক স্টাইলেও অনেক পরিবর্তন আনলেও এই পার্টের থিমের সাথে তা যথাযথভাবে মেনে গেছে। আর জোজোর প্রত্যেকটা ওপেনিং-এর মত এই পার্টের ওপেনিংগুলোও প্রথমে শুনে না ভালো লাগলেও, আস্তে আস্তে যত শুনবেন ততই নেশায় ধরবে। আর এন্ডিং গান পুরো আনিমেতে একটাই, তা হল Savage Garden-এর ‘I want you’, গানটা হয়তো আগেই অনেকেরই শুনা থাকতে পারে কেননা জোজোর প্রত্যেকটা এন্ডিংই বেছে নেওয়া জনপ্রিয় কোন ইংরেজি গান। এই গানটা আমারও অনেক পছন্দের।
এই সিরিজের এক সেরা দিক হল ক্যারাক্টার ডেভলপমেন্ট। বিশেষ করে ওকুয়াসু, কোইচি, হায়াতো এবং জোসকে এই ৪টি চরিত্রের চারিত্রিক ডেভলপমেন্ট ছিল দেখার মত। এছাড়া পুরো আনিমে জুড়েই দেখা যাবে নতুন অনেক চরিত্র। এদের মাঝে পুরো সিরিজে এক বড় রকম প্রভাব রাখে রোহান কিশিবে, ইয়ুকাকো ইয়ামাগিশি, শিগেচি, রেইমি সুগিমোতো এই চরিত্রগুলো। আর খলনায়ক হিসেবে কিরা অনেক ইয়ুনিক একটি চরিত্র, বছরের সেরা খলনায়কের দাবিদার এ। যদিও ব্যক্তিগতভাবে আমার কিরার চেয়ে বরং ডিয়োকেই খলনায়ক হিসেবেই ভালো লাগে।
সবমিলায় বছরের অন্যতম পার্ফেক্ট আনিমে হিসেবে বিবেচনা করলে, জোজো পার্ট ৪ এই তালিকায় অবশ্যই থাকবে। ক্রেডিট বরাবরের মত এবারও ডেভিড প্রোডাকশনেরই।
#2
Anime: Re:Zero kara Hajimeru Isekai Seikatsu
Episodes: 25
Genres: Psychological, Drama, Thriller, Fantasy
গত বছরের সবচেয়ে জনপ্রিয় আনিমে কোনটা, এ নিয়ে একটা পোল খুললে হয়তো বেশির ভাগ ভোটই যাবে রি: জিরোর ঘরে। সত্যি বলতে আনিমেটা আসলেই উপভোগ্য ছিল বলেই এত বড় একটা ফ্যানবেজ পেয়েছে। যদিও আনিমেটা নিয়ে মতামত অনেকের অনেক রকম। শুরু থেকেই আনিমেটার একটা মাস্টারপিস হওয়ার অনেক পটেনশিয়াল ছিল তবে ২৫ পর্ব শেষে সেই পর্যায়ের কিছুই হয় নাই, কিন্তু হতাশ করার মত আনিমে একেবারেই না।
রি: জিরো তুলনামূলক ডার্ক একটা আনিমে এক ফ্যান্টাসি সেটিং এর উপর। কাহিনীর শুরু হয় আনিমের প্রধান চরিত্র নাৎসুকি সুবারুকে নিয়েই, সে হঠাৎ করেই এক স্টোর থেকে বের হয়ে বোঝার আগেই এক ফ্যান্টাসির জগতে টেলিপোর্ট হয়ে যায়। এরপর পুরা আনিমে জুড়েই দেখানো হয় সুবারুর উপর বিরতিহীন মানসিক অত্যাচার। সুবারু শুরু থেকেই এই নতুন জগত খুব পছন্দ করে এবং এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর থেকেই নতুন সব অ্যাডভেনচারের জড়িয়ে যান তিনি । যে জিনিশটা আনিমেটাকে আরও ইন্টারেস্টিং করে তুলে সেটা হল সুবারুর মরার পর আবার জীবিত হয়ে আসার ক্ষমতা। অনেকটা রিসেট করার মতই, এর জন্যই হয়তো সিরিজের নাম Re:Zero, শূন্য থেকে আবার শুরু করা । সুবারুর এই ক্ষমতা অনেকটা গেমের এক চেকপয়েন্টে গেম সেভ করার পর যদি আপনার চরিত্র মারা যায় তাহলে সেই চেকপয়েন্ট থেকেই আবার সে রিস্পওন করবে, অনেকটা এরকমই। তবে এই এক ক্ষমতার উপর কাহিনী অনেক নির্ভরশীল। এটা কাহিনীটা অনেক ইন্টারেস্টিং করলেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আড়াল করে গিয়েছে। এই পুরো অ্যাডভেনচারটা সুবারুকে ঘিরে হলেও সিরিজের আরও দুইটা ভাইটাল চরিত্র আছে তারা হল গল্পের প্রধান নায়িকা এমিলিয় এবং তার ডেমন মেইড রেম। তাদের জন্যই মূলত সুবারুর এত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। পুরো সিরিজ ৩টা আর্কের উপর বানানো এবং প্রত্যেকটার কাহিনীই আলাদ আলাদাভাবে ভালো। সবমিলায় গল্পটা অনেক ইন্টারেস্টিং, যদিও অনেক গভিরে গেলে সিরিজে ফ্ল-এর অভাব নাই। কিন্তু সেভাবে না চিন্তা করলে, সিরিজটা অপছন্দ হবে না কারো।
সিরিজের আর্টটা দুর্দান্ত। খুব হাসিখুশি মুহূর্ত অনেক উজ্জ্বলভাবে তুলে ধরে হঠাৎ কোন ডার্ক মুহূর্তে ডার্ক আনিমেশন অনেক ভালোভাবে তুলে ধরেছে। সিরিজের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর সাথে চরিত্রের ডিজাইন মনমুগ্ধকর এবং তাদের এক্সপ্রেশনগুলোও ফাটাফাটিভাবে তুলে ধরেছে। আর্টের মাধে এত সুন্দর কালার কম্পোজিশন, সিরিজের সেরা দিকগুলোর একটি।
মিউজিকও ছিল অসাধারণ। ভয়ঙ্কর মুহূর্তগুলোতে যেই মিউজিকটা দেয় সেটা অনেকটা আত্মা কাপানোর মতই। পুরো সিরিজের ইন্সার্ট মিউজিকগুলো অনেক ভালো এবং দৃশ্যের সাথে মানানসই। প্রথম ওপেনিং-টাই গাওয়া কোনোমি সুজুকির, পার্সোনালি অনেক প্রিয় একজন সিঙ্গার, তার প্রত্যেকটা গানই অনেক প্রিয় রিডুও তার ব্যাতিক্রম নয়। তবে ওপেনিং-এন্ডিংগুলো মূলত জমজমাট করে তুলেছে Myth & Roid, এই সিরিজটির আগে তাদের খুব একটা নামডাক ছিল না। কিন্তু তাদের গাওয়া ৩ টি গান Styx Helix, Straight Bet এবং Paradisus-Paradoxum খুবই চমৎকার ছিল, যার প্রথম দুইটি সিরিজের এন্ডিং (Straight Bet যদিও একটি পর্বের এন্ডিং ছিল) এবং আবং শেষটি সিরিজের দ্বিতীয় ওপেনিং। কোন সিরিজে সেই সিরিজের সেইয়ুকে দিয়ে গাওয়ানো কোন গান ওপেনিং-এন্ডিং হিসেবে ব্য়বহর করা নতুন কিছু না। এ সিরিজেও তা ছিল, তাকাহাশি রিয়ের গাওয়া ‘Stay Alive’ এবং মিনাসে ইনোরির গাওয়া ‘Wishing’ অত্যন্ত সুন্দর দুইটা গান ছিল। সিরিজের প্রত্যেকটা গানই বছরের সেরা হওয়ার উপযোগ্য তবে Styx Helix আমার মতে এ বছরের সেরা এন্ডিং।
এন্জোয়মেন্ট এই একটা জিনিশে সিরিজটা অনেক বেশি সফল। সিরিজটা দেখে নানা রকম অনুভুতিই আসছে। কিছু কিছু মুহূর্তে চরিত্রগুলো আপনাকে হাসাবে আবার তার কিছু মুহূর্ত পরই সেই চরিত্রগুলোর কাজকর্ম আপনাকে ক্রিপ আউট করে দিবে। অনেক হরিফিক মুহূর্ত ছিল যা দেখে আপনার অসস্তিকর লাগবে কিন্তু এরপরও বসে থাকবেন “কী হয়? কী হয়?” এটা মাথায় রেখে। সুবারুর ডিপ্রেশনটা যেভাবে আনিমেতে ফুটিয়ে তুলেছে সেটা অসাধারণ ছিল, সুবারুকে দেখেই আপনার খারাপ লাগবে, আবার কিছু কিছু মুহূর্তে তাকে বড়ই প্যাথেটিক মনে হবে, আবার তার কথা বার্তায় নিজের সাথেও মিল খুজে পাবেন। এবং এরপর সিরিজের চরিত্রগুলো বুঝে ওঠার আগেই আপনার অনেক ভালো লাগা শুরু করবে। বুঝতেই পারবেন না কাকে আপনার বেশি ভালো লাগে এমিলিয় না রেম, তবে সিরিজ শেষে বিভিন্ন জনের বিভিন্ন মতামত। কিন্তু আমার কাছে রেম বছরের সেরা গ্রিল চিকেন।
সিরিজের চরিত্রগুলোও অসাধারণ ছিল। সুবারু কোন ওভারপাওয়ার্ড কোন প্রধাণ চরিত্র ছিল না, তার মাঝে অনেকটা বাস্তব কোন মানুষের চরিত্রের রিফ্লেকশনই দেখা গেছে। ওর মত বারবার অপ্রিতীকর মুহূর্তের মাঝে গেলে যে কেউই সে পর্যায়ের মানসিক যন্ত্রনায় ভুগবে, স্বাভাবিক। এছাড়া এতকিছুর মাঝেও শেষ দিকে গিয়ে তার চারিত্রিক উন্নতি দেখার মত। এমিলিয়া প্রত্যেক দিক থেকেই একটা আদর্শ হিরোইন, দেখতে সুন্দর সাথে আত্মনির্ভর। রেম বছরের সেরা ফিমেল চরিত্র এমনেও জিতবে ওমনেও জিতবে, কেননা আর যাই হোক নানা স্তরের ফ্যানবয়দের মন সে কেড়ে নিয়েছে। তবে চরিত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার কাজকর্মে অনেক পার্ফেক্ট ছিল বলা যেতে পারে। সাথে তার বোন রামও এক মজার চরিত্র, যার কাজকর্ম নিতান্তই উপভোগ করার মত। এছাড়া সিরিজের বাকি চরিত্রগুলোও আলাদা করে মনে রাখার মতই।
রি: জিরো সব মিলায় একটা ভালো আনিমে বলেই এটার ফ্যানবেজটা এত বড়। আর এত বড় ফ্যানবেজ নানা রকম ভক্ত হবে এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যানবেজের আচরণের উপর বিচার করে একটা আনিমে অপছন্দ করাটা বোকামি। নিজে থেকে আনিমেটা শুরু করলে, এটা খারাপ লাগর কোন কারণ দেখি না, তাই এখনও আনিমেটা না দেখে থাকলে, শুরু করে ফেলুন এবং নিজের মতামত দিয়েই বিচার করুন।
#1
Anime: New Game
Episodes: 12
Genre: Slice of Life, Comedy
গত বছরের যে কয়টা আনিমে দেখেছি সবচেয়ে বেশি মজা পেয়েছি এই আনিমেটা দেখেই। যদিও মনের ভেতর AOTY-এর ক্যান্ডিডেট আরও দুটি আনিমে, কোনোসুবা এবং আনসাৎসুর দ্বিতীয় সিজন। বাকি দুটো নিয়ে কথা হলেও, সেই তুলনায় আনিমেটা নিয়ে কম কথা বলা হয়। তাই ঠিক করলাম এটা নিয়েই লেখি।
আনিমেটার কাহিনী এক গেম ডেভেলপার কম্পানিকে ঘিরে। যেহেতু আনিমেটা মূলত ‘cute girls doing cute things’ তাই এখানে সব চরিত্রই মেয়ে। সিরিজের প্রধাণ চরিত্র সুজুকাজে আওব, যিনি কি না হাইস্কুল থেকে পাশ করে একেবারে নতুন চাকুরিজিবি হিসেবে সে কম্পানিতে কাজ করা শুরু করেছে। সেই কম্পানিতে ইয়াগামি কো নামের এক ক্যারেক্টার ডিজাইনারের অধীনে এক টিমের সদশ্য হয় আওবা, আওবার পশাপাশি টিমের বাকি সদশ্য হাজিমে, হিফুমি এবং ইয়ুন। মূলত এই টিমের নানা রকম কাজকর্মকে ঘিরেই এই আনিমের কাহিনী। কাহিনীর সাথে সাথে গল্পের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উছে আরও কিছু চরিত্র যেমন নেনেচ্চি, আহাগন এবং তোয়ামা রিন। এই টাইপ আনিমের কথা উঠলেই অনেকেরই প্রশ্ন থাকে “শিরোবাকোর মত নাকি?” এ সিরিজের কাহিনী শিরোবাকোর মত এতটা সিরিয়াস না, পুরোটাই কেমনে গেম তৈরি করে কিংবা ডেভেলপারদের নানা রকম কষ্ট তুলে ধরে না। আবার পুরো সিরিজটা K-On!-এর মত ফুয়াফুয়া থিমও না। এই দুই আনিমে নিয়ে একটা স্কেল হিসেবে মাপলে, মাঝস্থানে থাকবে New Game। সিরিজে বেশির ভাগ সময়ই একটা লাইট হাসিখুশি থিম নিয়ে থাকলেও, আনিমের শেষের কিছু মুহূর্ত বেশ সিরিয়াস। শেষে গিয়ে আপনার সিরিজের চরিত্রগুলোর প্রতি এক আলাদা রেসপেক্ট ও ভালোবাসা, বিশেষ করে ইয়াগামি কো-এর প্রতি । এর বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে ।
সিরিজের আর্টটা অনেক সুন্দর। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড, সাধারণত মোয়ে আনিমেতে এনিমেশনের এত স্মুথ কাজ দেখা যায় না। সে দিক থেকে নিউ গেম ব্যতিক্রম। ডোগা কোবোর বাকি কাজগুলোর তুলনায় নিউ গেমের আর্ট সবচেয়ে সেরা। চরিত্রের ডিজাইনগুলোও অনেক সুন্দর, খালি চোখগুলো বড় বড় কিন্তু এ নিয়ে হয়তো কারও খুব একটা আপত্তি থাকার কথা না। আর যাই হোক সিরিজের, কালারিংটা পুরোই অন্যরকম এক সৌন্দর্য।
সিরিজের সাউন্ডট্র্যাক ভালোই। খুবই আহামোরি কিছু না, অতি সাধারণ সাউন্ডট্র্যাক। ওপেনিং এবং এন্ডিং গানও অনেক কিউট সাথে মেলোডিয়াস। দুইটা গানের ক্রেডিটই সিরিজের মেইন কাস্টের। আমার কাছে অনেক বেশিই ভালো লেগেছে। সিরিজের কাস্টের ভয়েস অ্যাক্টিংও ছিল অসাধারণ। একেবারে অভিগ্য সেইয়ুগুলোর মাঝে ছিল কায়ানো আই (তোয়ামা রিন), হিকাসা ইয়োকো (ইয়াগামি কো) এবং কিতামুরা এরি (হাজুকি শিজুকু) যারা কিনা কোম্পানির অভিজ্ঞ ডেভেলপারদেরই কণ্ঠ দিয়েছে। কিন্তু সিরিজের বাকি চরিত্রদের সেইয়ু একেবারেই নবাগত, কিন্তু তাদের কাজে তা মনে হয়নি। প্রত্যেকটা চরিত্রর কণ্ঠে তাদের স্বভাব এবং ব্যক্তিত্ব অনেক সুন্দর ভাবেই তুলে ধরেছে।
চরিত্রগুলো স্টেরিওটিপিকাল মোয়ে আনিমের চরিত্রগুলোর মতই। প্রধান চরিত্র আওবা যিনি কি না উচ্চাকাঙ্ক্ষী একটা চরিত্র সাধারণ মোয়ে হিরোইনদের মতই তবে খুব একটুও ক্লামজি না। সিরিজের প্রত্যেকটা চরিত্র আলাদা রকম। এত ডাইভার্স চরিত্রের ইন্টারেকশনটাই সিরিজের মূল আকর্ষণ এবং সিরিজটা এতটাই মজার করে তুলেছে।
সবমিলায় সিরিজটা এন্জয়মেন্টের দিক থেকে সফল। সিরিজের বলতে গেলে সবকিছুই অনেক উপভোগ করেছি। শুধু মোয়ে আনিমের স্ট্যান্ডার্ডেই আনিমেটা অনেক ভালো একটা আনিমে না, স্লাইস অফ লাইফের স্ট্যান্ডার্ডে মাপলেও গত বছরের সেরা আনিমেগুলোর একটা। কমেডি কিংবা এক সুন্দর স্লাইস অফ লাইফ উপভোগ করবো এরকম মোন-মানষিকতা নিয়ে বসলে যে কেউ সিরিজটি ভালো লাগবে। খুব বেশি না মাত্র ১২ পর্বের মধ্যে অনেক মজাদার এবং সুন্দর একটি কাহিনী নিউ গেম, সময় নিয়ে দেখে ফেলুন।
অনন্য মাঙ্গা আসর – ৮ (Vento Aureo)
দক্ষিণ ইতালির Naples এয়ারপোর্টে কুজো জোটারোর নির্দেশে কোইচি হিরোসে এসেছে হারুনো শিওবানা নামের একজনকে খুঁজতে —
হুম প্রথম বাক্যে কুজো জোটারোর উপস্থিতি দেখেই অনুমান করতে পারা যায় এটা জোজো ফ্রাঞ্চাইজির সাথে সম্পর্কিত। মূলত Vento Aureo হল হিরোহিকো আরাকি’র JoJo’s Bizarre Adventure এর গল্পের পঞ্চম ভাগ যেখানে প্রোটাগোনিস্ট একজন গ্যাংস্টার – ঠিক গ্যাংস্টার এখনো নন তবে গল্পের সাথে সাথে পুরোদস্তর মাফিয়ার শিরায় শিরায় প্রবেশ করতে থাকবেন ……
গল্পের টাইমলাইন ২০০১ – দুর্নীতি আর মাফিয়ার আগ্রাসনে আক্রান্ত ইতালি – সমগ্র দেশে বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে ছড়িয়ে আছে সুসংগঠিত মাফিয়া চক্র । আর প্রোটাগোনিস্ট জিওরনো জিওভানা’র জীবনের লক্ষ্যই হল গ্যাংস্টার হওয়া ……
একটু টিপিক্যাল Thug স্টাইলে মাফিয়ার এক চক্রের সাথে বিবাদে জড়িয়ে পড়ে জিওভানা – সেখান থেকে খুনোখুনি হয়ে গেলে এ খবর পৌঁছে যায় Higher Ups এর কাছে … গল্পের ধারাটা এখন পর্যন্ত বেশ টিপিক্যাল মাফিয়া স্টোরি আর বেশ প্রেডিক্টেবল মনে হচ্ছে তাই না?
কিন্ত আশ্বস্ত করতে পারি, আর যাই হোক টিপিক্যাল বা প্রেডিক্টেবল কথা দুটি ভেন্টো অরেওর ক্ষেত্রে ব্যবহার করাটা যথারীতি Insult মাংগাকার প্রতি। কারণ এই মাঙ্গা টিকে আঁকতে আঁকার স্কিলের চেয়ে বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার যে ভালো একটা ম্যাশ আপ আছে যা অধিকাংশ “Action” মাঙ্গা তেই থাকেনা ……
স্ট্যান্ডের বিচিত্রতা রীতিমত Overwhelming ! স্ট্যান্ড কি বস্ত তা জানতে হলে চলে যেতে হবে জোজো ফ্রাঞ্চাইজির ৩য় পাখ্যান Stardust Crusaders এ …
এ ভাগের স্ট্যান্ড গুলো আগের সব জোজোর ভার্শন কে ছাড়িয়ে গেছে …
ওয়েস্টার্ন মিউজিকের আদলে বা স্বতন্ত্র ভাবে যে নামগুলো স্ট্যান্ডের পরিচয় তা শুনেই যেকোন একশন ফ্যান উচ্ছ্বসিত হবেন ……
পার্ট ৫ এ আমার সবচেয়ে পছন্দের ৭ টি স্ট্যান্ডের নাম উল্লেখ করা হল –
Gold Experience,Sticky Fingers,Man in the Mirror,The Walking Dead,Notorious B.I.G.,Metallica,King Crimson
আর স্ট্যান্ডগুলোর এবিলিটি আর প্রয়োগ প্রচন্ড ভাবে সায়েন্টিফিক – একেকটি স্ট্যান্ড এর ক্ষমতা আর দুর্বলতা বের করে তাকে মোকাবেলা করা – এই এক জিনিস বারবার করালেও তার মাঝেই যে অনন্যসাধারণ Charisma কাজ করেছে যা বুঝতে হলে মাঙ্গা টি পড়তেই হবে ……
অধিকাংশ স্ট্যান্ড দেখেই মনে হবে এই স্ট্যান্ড তো Invincible ; একে হারানো সম্ভব না – ঠিক তখনই আরাকি সেন্সেই এমন এক স্ট্রাটেজি হাজির করবেন যে চেয়ার থেকে উঠে দাঁড়াতে আপনি বাধ্য……
গল্পের বাঁকে বাঁকে উত্তেজনা আর টুইস্টের পাশাপাশি প্রধান ভিলেইন এর মত কিছু চরিত্রের মাঝে সাইকোলজিক্যাল ব্রেকডাউন এর নমুনা দেখা যায় – সেটা হতে পারে নিজের পরিচয় গোপন রেখে পুরো পৃথিবী দখলে রাখার ইচ্ছা আর সেকারণে নিজের পরিবারকেও নিশ্চিহ্ন করে দেয়াতে রাজি থাকা ইত্যাদি ইত্যাদি ………
জোজো ফ্রাঞ্চাইজির কিছু ট্রেডমার্ক বস্ত বরাবরই আছে – পোজ এর পরিমাণ একটউ কম লেগেছে আমার কাছে । তবে আরাকির হাতে রাগান্বিত অবস্থায় চরিত্রের মুখ বা ফেইস এক্সপ্রেশন সেই Macho বা ওভার দ্যা টপ স্টাইলেরই – সেটাতে কোন পরিবর্তন নেই। আছে কিছু সংযোজন – “ নারান্সিয়া আর মিসটার Boom Chaka Boom Chaka Chaka Boom” নাচ
যেকোন একশন প্রেমী দের জন্য এটা আদর্শ মাঙ্গা – একটানা বসে ২০৪৮ পেজ শেষ করতে না পারলেও টানা ৫/৬ দিন পড়তে পারলে সহজেই শেষ করতে পারবেন ……
পার্ট ৪ না পড়লে কি সমস্যা হবে? একটু আধটু হবে বৈকি। শুরুতেই কোইচি হিরোসে কে চিনবেন না আর “অ্যারো” বস্তটি কোথা থেকে এল তা নিয়ে বিব্রত লাগতে পারে। তবে তা এঞ্জয়মেন্টের ক্ষেত্রে কোন প্রভাবি ফেলবে না ……
ফিমেইল ক্যারেক্টারের ড্রেস আপে একটু ভিন্নতা আছে এবার! এর আগে তেমন একটা গল্পের মেইন প্লটে ফিমেইল চরিত্র না এলেও এবারের গল্পের প্রায় অর্ধেক অংশই এক ফিমেইল চরিত্রের রেসকিউ নিয়ে – আর এবার পোশাক আশাক টা বেশ Modernized করা হয়েছে – অর্থাৎ জোজোর গল্পের টাইমলাইনের সাথে গল্পের এনভায়রনমেন্টের একটা সামঞ্জস্য রাখা হচ্ছে ……
আর মাঝে মাঝেই ভলিউমের কভারের পাশে হিরোহিকো আরাকি’র মাঙ্গা আকাকালীন কিছু অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন – ওগুলো পড়ে দেখা যেতে পারে।
তবে এবারের গল্প পুরোটাই দক্ষিণ ইউরোপকেন্দ্রিক হওয়ায় পার্ট ৩ এর মত সার্বজনীন ফ্লেভার টা হয়ত পাওয়া যাবে না – তবে ফাইট গুলোর intensity আর উত্তেজনা সে অভাব অনেকাংশে পূরণ করে দিয়েছে ………
সর্বোপরি ভেন্টো অরেও কে ১০ এ ৯ এর উপর না দেয়াটাই অন্যায় হবে …
একটু অন্য ফ্লেভারের একশন উপভোগ করতে চাইলে পড়ে দেখতেই পারেন তবে তার আগে দেখে বা পড়ে নিতে হবে ফ্রাঞ্চাইজির বাকি ৪ অংশ –
::: JoJo’s Bizarre Adventure (2012) [Anime- 26 Episodes] অথবা
JoJo’s Bizarre Adventure : Battle Tendency আর Phantom Blood এ মাঙ্গা দুটি
::: JoJo’s Bizarre Adventure : Stardust Crusaders (2014-15) [Anime – 48 Episodes]
অথবা একই নামধারী মাঙ্গা
::: JoJo’s Bizarre Adventure : Diamond is Unbreakable [এটার এনিমে অনগোয়িং;চাইলে মাঙ্গা পড়তে পারেন তবে এটা না পড়েও সোজা পার্ট ৫ Vento Aureo পড়তে কোন বাঁধা নেই]
JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders [এনিমে রিভিউ] — Rezo D. Skylight
এনিমে রিভিউঃ
JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders
জনরাঃ অ্যাকশান, অ্যাডভেনচার, শৌনেন
এপিসোডঃ ৪৮ (২৪+২৪)
স্টুডিওঃ David Production
মাইএনিমেলিস্ট রেটিংঃ ১ম সিজন (৮.২৩), ২য় সিজন (৮.৬২)
পার্সোনাল রেটিংঃ ৯/১০
JoJo’s Bizarre Adventure সিরিজের তৃতীয় পার্ট হল Stardust Crusaders। প্রথম দুই পার্টের সূত্র ধরেই Stardust Crusaders এর কাহিনী শুরু। তাই এনিমের প্রথম সিরিজের কাহিনী টেনে না এনে সরাসরি Stardust Crusaders কাহিনী ব্যাখ্যা করছি।
যারা জোজোর প্রথম দুই পার্ট দেখেছেন তাদের নিশ্চয়ই ডিয়োর কথা মনে আছে। হ্যাঁ, সেই ডিয়োই ঠিক ১০০ বছর পর জোনাথান জোস্টারের শরীর নিয়ে জেগে উঠেছে। আর এই ডিয়োর বিরদ্ধে লড়াইয়ের জন্য জোসেফ জোস্টার তার একমাত্র পৌত্র কুজো জৌতারোর সাহায্য নিতে জাপানে আগমন করে। ততদিনে জোজো পরিবারের বংশধররা ‘স্ট্যান্ড’ ইউজারে পরিণত হয়েছে। আর তার সূত্র ধরেই জৌতারোর মাও ‘স্ট্যান্ড’ ইউজার হয়ার হাত থেকে রক্ষা পাইনি। ‘স্ট্যান্ড’ এর আবির্ভাব হয়ার সাথে সাথেই জৌতারোর মা ডিয়োর অভিশাপের কারণে এমন এক অসুখের স্বীকার হয় যা তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। এখন উপায়?! একটাই উপায়; আর তা হল ডিয়োর বিরুদ্ধে লড়ে তাকে হত্যা করা। আর সেই উদ্দেশেই জৌতারো কুজো তার দাদা জোসেফ জোস্টারের সাথে তার সঙ্গীদের নিয়ে রওনা হয় মিশরের উদ্দেশ্যে। আর এখান থেকেই শুরু হয় Stardust Crusaders এর যাত্রা।
এখন প্রশ্ন হল ‘স্ট্যান্ড’ কি? স্ট্যান্ড হল একধরণের ইউনিক স্পিরিট যা যে কোন মানুষ নিজেকে রক্ষা করতে, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে কিংবা অন্যকোন কাজে ব্যাবহার করতে পারে। আর যারা স্ট্যান্ড ব্যাবহার করতে পারে তারা ‘স্ট্যান্ড ইউজার’ হিসেবে পরিচিত। এই স্ট্যান্ডের অরিজিন নিয়ে Stardust Crusaders-এ আর কিছু ব্যাখ্যা করা হয়নি; পরবর্তী পার্টের কাহিনী সম্পর্কে কিছু না জেনে তাই আর কিছু বলতে পারছি না।
জোজোর আগের পার্ট দুইটা যারা দেখেছেন তারা জানেনই জোজো সিরিজ কেমন। জোজোর ক্যারেক্টারগুলো খুব সিম্পলিস্টিক এবং কাহিনীও অনেকটা সরল প্রকৃতির। কিন্তু তারপরেও জোজো এত ভাল লাগার কারণ কি?! ভাল লাগার অনেক কারণই আছে। প্রথমত, জোজোর ক্যারেক্টারগুলো সিম্পলিস্টিক হলেও বেশ ইন্টারেস্টিং। দেখতে দেখতে কখন যে আপনার ক্যারেক্টারগুলো আপনার ভাল লেগে যাবে টেরই পাবেন না। এছাড়া তাদের যাত্রাপথে বাধা অতিক্রম করার জন্য লড়াই করতে হয় বিভিন্ন স্ট্যান্ড উইজারদের সাথে। আর প্রতিটি লড়াই অনেক উপভোগ্য। এছাড়া কমেডিকাল মোমেন্টেরও অভাব নেই। জোজো দেখার সময় যে কতবার হাসছি তারও ঠিক নেই। আর জোজোর যে জিনিসটি আমার সবচেয়ে ভাল লেগেছে আর তা হল ‘ইন্টেনস মোমেন্ট’ ক্রিয়েট করা। কিভাবে তারা এক একটি বাধা অতক্রম করবে তা কিছুতেই বলা যাবে না। সময় সময় আপনার মনে হবে “এখন উপায়?!”, “কিভাবে সম্ভব?!” এরকম ধরণের যতসব প্রশ্ন। কিন্তু আপনার সকল প্রশ্নের অবসান ঘটিয়ে আপনাকে এমন এক টুইস্ট উপস্থাপন করবে তাতে আপনি না চমকে বসে থাকতে পারবেন না। এমনকি আপনিও মাঝে মাঝে জোসেফ জোস্টারের মতো “Ohhh my god!!” বলে বসতে পারেন। এছাড়া জোজোতে রয়েছে রক্তগরম করা অনেক ‘হিরোয়িক মোমেন্ট’। সাথে আছে চমৎকার চমৎকার কিছু সাউন্ডট্র্যাক। আর মেইন ভিলেন হিসেবে ডিয়ো কিন্তু খুবই ইন্টারেস্টিং একজন চরিত্র। আবার মেইন প্রোটাগনিস্ট হিসেবে জৌতারোর কোনভাবেই ডিয়োর থেকে পিছিয়ে নেই। বরং অন্যান্য জোজোদের তুলনায় জৌতারো বেশি ভায়োলেন্ট। সবমিলিয়ে বলা যায়, যেকোনো অ্যাকশানপ্রেমিক এনিমেভক্তদের জোজো অবশ্যই দেখা উচিত।
জোজোর আর্টস্টাইল অন্যান্য এনিমের তুলনায় কিছুটা ব্যতিক্রম। লোকজন সাধারণত জোজোর আর্টস্টাইলকে ‘ম্যানলি আর্টস্টাইল’ বলে। মূলত জোজোর মাঙ্গাকা Hirohiko Araki-র আর্টস্টাইল এনিমেতে ফলো করা করা হয়েছে। অনেকেই হয়ত এই ‘ম্যানলি আর্টস্টাইল’ এর জন্য জোজো দেখতে আগ্রহ প্রকাশ করে না। কিন্তু কয়েক এপিসোড দেখার ট্রাই করলে আপনার কাছে আর্টটা একসময় মানানসই হয়ে যাবে। তাই ভুলেও আর্টের কারণ দেখিয়ে জোজো দেখা ড্রপ মারবেন না।
এখন পর্যন্ত জোজোতে আমার দেখা সেরা পার্ট হল Stardust Crusaders। বিশেষ করে ২য় সিজনের থ্রিলিং মোমেন্ট আর এক একটা ব্যাটেল ছিল সেই জোশ। আর এন্ডিংও অসাধরণ। তাই দেরি না করে হাতে সময় থাকলে জোজো Stardust Crusaders দেখতে বসে জান। তবে অবশ্যই আগে প্রথম পার্টগুলো দেখে নিবেন। আশা করি রিভিউটি পড়ে ভাল লেগেছে এবং আপনিও জোজো দেখার সময় বেশ উপভোগ করবেন।
2015 Top Anime & Recommendation — Tahsin Faruque Aninda
বছরে রিলিজ পাওয়া প্রায় শ’খানেক আনিমের মাঝ থেকে সবগুলি দেখে উঠা সম্ভব হয়ে উঠে না সবার, এর মাঝেও ৬০+ সিরিজ দেখে নিতে পেরেছি বলে এই সুযোগে ২০১৫ সালে আমার পছন্দের আনিমেগুলি নিয়ে এই ছোট্ট টাইম-লিমিটেড সেগমেন্টের আয়োজন করছি। লিস্টটিকে একটি Recommendation List হিসাবেও ধরে নিতে পারেন, অনগোইং আনিমে দেখবার সময় না হবার কারণে এবং বেছেবেছে দেখার ইচ্ছা থাকার কারণে যদি ২০১৫ সালের সেরা কিছু আনিমের নাম খুঁজে পেতে চান সেক্ষেত্রেও লিস্টটি সাহায্য করবে।
আমার টপলিস্ট শুরু করবার আগে কয়েকটি কথা বলে নেওয়া উচিত-
- কোন বড়/নামকরা সিরিজ এই লিস্টে অনুপস্থিত দেখলে ধরে নিবেন হয় সিরিজটি আমার দেখা হয় নি, অথবা আমার পছন্দের ক্রমানুসারে এই লিস্টে জায়গা পায় নি
- ২০১৫ সালে শেষ হওয়া সিরিজগুলি শুধু লিস্টে থাকবে
- আমার পারসোনাল পছন্দের লিস্ট। আপনার এই লিস্ট পছন্দ হচ্ছে না? Sorry, but deal with it
৩০টি এন্ট্রি থাকছে আমার লিস্টে। আর বেশি কথা না বাড়িয়ে বরং শুরু করে দেইঃ
#30
Yuri Kuma Arashi [Yuri Bear Storm]
Genre: Drama, Fantasy, Psychological, School, Seinen, Shoujo Ai
Episodes: 12
Airing Season: Winter 2015
Story: Completed
সিরিজটা বেশ বড় অদ্ভুত, হয়তো একদম খুব বেশি ভাল লেগে যাবে আপনার, অথবা একদম উল্টোটাও হতে পারে। একটি বাস্তব ঘটনাকে female-only স্কুলের কিছু শিক্ষার্থী এবং কিছু female ভাল্লুকের পারস্পরিক আচার-আচরণের মাধ্যমে symbolic একটি গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলা হয়েছে। সিম্বলিজম জিনিসটা আমার বেশ পছন্দের, তবে ইউরি গল্প একদমই নয়। অন্য কোন ধরণের রূপক কোন গল্পের মাধ্যমে জিনিসটি তুলে ধরলে হয়তো বেশি ভাল লাগতো। তবে সিরিজটি বেশ আলোড়ণ তুলেছে ক্রিটিকদের মাঝে। Animenewsnetwork-এর প্রায় সব ক্রিটিকদের পার্সোনাল টপ লিস্টের ৫-এর মধ্যে জায়গা করে নিয়েছে সিরিজটি। কে জানে, হয়তো আমার রুচির সাথে যায় এমন কোন সিম্বলিজম ব্যবহার করলে এন্ট্রিটি লিস্টের অনেক উপরের দিকে থাকতেও পারতো।
+ Visually amazing
+ Background Music, Theme
+ Symbolism [if you love it]
– Yuri elements
Similar Anime: Shoujo Kakumei Utena, Mawaru Penguindrum
Recommendation: ট্রাই করে দেখুন
#29
Gate: Jieitai Kanochi nite, Kaku Tatakaeri [Gate: Thus the JSDF Fought There!]
Genre: Action, Adventure, Fantasy, Military
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season only, 2nd Season in January 2016
দুটি আলাদা ধরণের পৃথিবীর মধ্যে একটি গেট দিয়ে সংযোগ তৈরি হয়ে গিয়েছে, যার এক পাশে বাস্তব দুনিয়ার জাপান তো অন্যপাশে ফ্যান্টাসি দুনিয়ার এক দেশ যেখানে মধ্যযুগীয় সময়ের পৃথিবীর সাথে রয়েছে ড্রাগন, বিভিন্ন দানব জাতীয় প্রাণী এবং elf, gothic lolita, dark elf ইত্যাদি বিভিন্ন ফ্যান্টাসি গল্পের বিভিন্ন জাতির মানুষ। সিরিজটি এই লিস্টের অনেকগুলি নামের প্রথম নাম যাতে বেশ চমক জাগানিয়া শুরু হবার পর গল্পের ধরণ একদম exponentially নিচের দিকে নামতে থাকে। সময়ে সময়ে বেশ ভাল রকমের একশন ও নৃশংসতা দেখানোর পরেও সিরিজটা বেশ light-hearted থেকে যেতে পারে। এটি মাত্র প্রথম সিজন বলে গল্পের শেষটাও কোন শেষ নয়। সামনের সিজনে বাকি গল্প দেখা যাবে।
+ Background artwork of the two worlds
+ Action, Blood
– Drop in quality of the story
Similar Anime: World Trigger, Zero no Tsukaima, Outbreak Company
Recommendation: ট্রাই করে দেখুন
#28
Danna ga Nani wo Itteiru ka Wakaranai Ken 2 Sure-me [I Can’t Understand What My Husband Is Saying: 2nd Thread]
Genre: Comedy, Seinen, Slice of Life
Episodes: 13
Airing Season: Spring 2015
Story: 2nd Season
Slice of life এবং light-hearted গল্পগুলির মধ্যে এই বছরের অন্যতম পছন্দের সিরিজ। ৩ মিনিটের একেক পর্বের এই মিনি সিরিজটি এক ওতাকু স্বামী এবং তার বৌকে নিয়ে গল্প। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনটিও ছিল একগাদা পপ-কালচার রেফারেন্স এবং চমৎকার কিছু কমেডি মুহুর্ত নিয়ে ভরা। আরও কোন সিজন সামনে আসবে কিনা বলা কঠিন, তবে আসলে অনেক খুশি হব। মিনি সিরিজ বলে আধা ঘন্টার মধ্যে পুরা এক সিজন কমপ্লিট করে ফেলতে পারবেন। তাই এটা দেখার আগে প্রথম সিজন দেখে নিতে হলেও সেটা খুবই অল্প সময় নিবে।
+ Comedy elements
+ References
+ Husband-Wife comedy interactions
Similar Anime: Lucky☆Star, Rec, Daily Lives of High School Boys
Recommendation: Must Try
#27
Subete ga F ni Naru: The Perfect Insider [Everything Becomes F: The Perfect Insider]
Genre: Mystery, Psychological
Episodes: 11
Airing Season: Fall 2015
Story: Completed
বেশ দুর্দান্ত পটেনশিয়াল নিয়ে শুরু হওয়া সিরিজটা শেষ পর্যন্ত হতাশ করেছে। এটা হতে পারতো এই বছরের টপ ৫ সিরিজের মধ্যে অন্যতম, কিন্তু শেষ পর্যন্ত লিস্টের শেষ ৫ সিরিজের মধ্যে রাখতে বাধ্য হচ্ছি। এক যোগাযোগ বিচ্ছিন দ্বীপের এক রিসার্চ ফ্যাসিলিটিতে মার্ডার-কেজ নিয়ে গল্প, এবং হত্যার কোনরকমের কূলকিনারা করতে না পারা গল্পটা শেষ পর্যন্ত হতাশ করেছে এর অতিরিক্ত আতলামির কারণে। কথায় কথায় গভীর ফিলোসফিকাল কথাবার্তা চালিয়ে যাওয়ার প্রয়াশ দেখা যায় এখানে – এত বেশি যে শেষ পর্যন্ত বেশ ইন্টারেস্টিংভাবে কেজ সল্ভ হবার পরেও গল্পটির উপর ততক্ষণে বিরক্তি চলে আসে। আরেকটা বড় সমস্যা হল, খুব বেশি ফিলোসোফিকাল কথাবার্তা চালানোর চেষ্টা থাকলেও সেগুলির কোয়ালিটি তেমন কিছুই হয় নাই। পুরা সিরিজটার সবচেয়ে “সুন্দর” বাক্য হলঃ “You can’t smoke underwater.” – এতটুকু শুনলেই বুঝা যাবে সমস্যা কই। বছরের অন্যতম হতাশ করা সিরিজ।
+ Background Music, Theme
+ Brilliant murder case and its solution
– Drop in story quality
– Too much unnecessary philosophical aspect
Similar Anime: Zankyou no Terror, Rokka no Yuusha, Serial Experiments Lain
Recommendation: এক্সপেক্টেশন একদমই নিচে রেখে দেখুন, ভাল লাগতে পারে
#26
Rolling☆Girls
Genre: Action, Adventure, Slice of Life, Super Power
Episodes: 12
Airing Season: Winter 2015
Story: Completed
প্রথম পর্ব দেখে মনে হচ্ছিল এই বছরের Kill la Kill ভার্শন হতে যাচ্ছে [সবরকমের এচ্চি জিনিস বাদ দিয়ে]। চোখজুড়ানো রং-এর ব্যবহার, মারমার কাটকাট একশন… এবং এর পরের পর্ব থেকে সিরিজটা একদমই অন্যরকম! প্রথম পর্বে যে মেইন চরিত্র ছিল, তাকে একদম সিরিজের শেষের দিকে আবার দেখা যায়, কারণ আসল মেইন চরিত্র সে নয়। দুই পর্বের একেকটা মিনি-আর্ক নিয়ে কাহিনী, যেখানে আমাদের মেইন চরিত্ররা বিভিন্ন দেশ/শহরে ঘুরে বেড়ায় তাদের একটা লক্ষ্য অর্জনের জন্যে। সিরিজটার দুই-তৃতীয়াংশ শেষ হয়ে যাবার পরেও চিন্তা হতে পারে, সিরিজটা আসলে কী নিয়ে!?!?! শেষপর্যন্ত সিরিজ শেষের পর এর যেই জিনিসটা ভাল লাগবে তা হল এর light-hearted slice of life elementগুলি।
+ Brilliant artworks and Background animation+effects
+ Use of popular funk rock songs
– Not a fixed goal of the story throughout most of the series
Similar Anime: Kill la Kill, Kyousou Giga, FLCL
Recommendation: ট্রাই করে দেখুন
#25
Aldnoah.Zero 2nd Season
Genre: Action, Mecha, Sci-Fi, Space
Episodes: 12
Airing Season: Winter 2015
Story: 2nd Season
১ম সিজনের WTF এন্ডিং-এর পর যখন ২য় সিজনের ঘোষণা আসে, তখনই সবাই কিছুটা ভয়ে থাকে যে ২য় সিজনের উপস্থিতি না আবার ১ম সিজনের এন্ডিং-টাকে অর্থহীন বানিয়ে ফেলে। অবশেষে এই ২য় সিজনটি শুরু হয় এবং প্রথম পর্ব দিয়েই ১ম সিজনের এত চমৎকার এবং ট্র্যাজিক একটা এন্ডিং-কে ভয়াবহরকমের ট্রলিং-এ পরিণত করে ফেলে। এই ২য় সিজনটি প্রথম সিজনের ভাল অংশগুলি আবারও ফিরিয়ে আনলেও দিনশেষে শুধুই মনে হবে, ২য় সিজনের অস্তিত্ব না থাকলেই যেন ভাল হত।
+ Action tactics
+ Hiroyuki Sawano’s trademark OST
– Entire 2nd Season and its existence
– Massive trolling of the 1st Season’s ending
Similar Anime: Guilty Crown, Macross F, Code Geass
Recommendation: দেখুন, দেখে মজা নিন, এবং এরপর পুরা জিনিসটি ভুলে গিয়ে ১ম সিজনেই কাহিনী শেষ ধরে নিয়ে সুখে থাকুন
#24
Owari no Seraph [Seraph of the End]
Genre: Action, Drama, Shounen, Supernatural, Vampire
Episodes: 12 + 12
Airing Season: Spring and Fall 2015
Story: 1st and 2nd Season
ভেবে দেখুন তো এরকম গল্প আর কোথায় কোথায় দেখেছেন — মানব সভ্যতা কোন এক কারণে বিপর্যস্ত,মানুষদের নিশ্চিহ্ন করে দিচ্ছে কোন এক শত্রুপক্ষ, এমন সময়ে মানুষদের মধ্য থেকে গল্পের নায়ক এই শত্রুদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে তৎপর, কিন্তু হঠাত দেখা গেল তার মধ্যে এক আশ্চর্যজনক শক্তি আছে, যা শুধু তার মধ্যেই আছে বা অল্প কিছু বিশেষ মানুষদের মধ্যে আছে যার মধ্যে সেও পরে। এখন নায়কই মানুষদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ আশা। কোন আনিমেতে দেখেছেন এমন গল্প? যদি গত কয়েকবছরের অনগোইং আনিমে নিয়ে খোঁজ রাখেন, তাহলে প্রায় প্রতিবছরই বিভিন্ন নামে একই গল্প ঘুরে ফিরে আসতে দেখেছেন বারবার। এর ২০১৫ সালের আরেকটি ভার্শন ওয়ারি নো সেরাফ। উপরে বলা গল্পটিতে যত রকমের cliché রাখা যায় সবগুলি রেখেই গল্পটি তৈরি, তবে clichéগুলি খুব একটা ভালভাবে তুলে ধরতে পারে নি।
+ Hiroyuki Sawano’s trademark OST
+ Shinoa Hiiragi
– Drop in story quality after 1st episode
– Same “humanity in trouble against monsters” story once again
Similar Anime: Shingeki no Kyojin, Tokyo Ghoul, Black Bullet, God Eater
Recommendation: টাইম পাস করতে চাইলে ভাল সিরিজ হতে পারে
#23
Sakurako-san no Ashimoto ni wa Shitai ga Umatteiru [Beautiful Bones -Sakurako’s Investigation-]
Genre: Mystery
Episodes: 12
Airing Season: Fall 2015
Story: 1st Season only, 2nd Season might happen
এপিসোডিক ডিটেক্টিভ গল্প বলে বেশ ভাল উপভোগ করা যায় সিরিজটি। গল্পের নায়িকার অবসেশন রয়েছে যেকোন প্রাণির কঙ্কাল নিয়ে, এবং ঘটনাচক্রে সে এবং তার “সহযোগী” [ঠিক সহযোগী নয়,চেনাজানা এই যা] বিভিন্ন জায়গায় অনেক মার্ডারকেজ সল্ভ করার সাথে জড়িত হয়ে পরে। বেশ চমৎকার শুরু হয়েছে গল্পটির, তবে প্রায় এপিসোডিক হলেও পুরা সিরিজটিতে একটি আলাদা ঘটনা একই সাথে ঘটতে থাকে, যেটি সামগ্রিকভাবে ঘটনাগুলির সাথে মিলে আগাতে থাকে। এই কেজ সল্ভ শুরু হবার আগেই প্রথম সিজন শেষ। এই মুহুর্ত পর্যন্ত ২য় সিজন নিয়ে কোন ঘোষণা না আসলেও খুব জলদি হয়তো চলে আসবে।
+ Interesting detective stories
+ Dark theme of the stories
– Story quality degrades in the later episodes
Similar Anime: Gosick, Hyouka, Ranpo Kitan: Game of Laplace
Recommendation: Recommended
#22
Rokka no Yuusha [Rokka: Braves of the Six Flowers]
Genre: Action, Adventure, Fantasy, Magic, Mystery
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season with Cliffhanger Ending
ডেমন গডকে থামানোর জন্যে ও পৃথিবীকে বাঁচাতে ভাগ্যদেবী ৬জন “ব্রেভ”কে বেছে নেয়, যার মধ্যে আডলেট অন্যতম। এরকম থিম নিয়ে শুরু হওয়া গল্প কিছুদূর গিয়েই অন্যদিকে মোড় নেয়, আর পুরা গল্পটির মূল ফোকাস চলে যায় অন্যদিকে, যখন “ব্রেভ”রা একত্রিত হবার পর বুঝতে পারে ৬জনের জায়গায় ৭জন রয়েছে, প্রত্যেকের শরীরেই রয়েছে “ব্রেভ” হবার সিম্বল একটি নকশা। এদের মধ্যে ৭ম জন কে যে আসলে শত্রুপক্ষের কেউ, এটাই নির্ণয় করাই হয়ে উঠেছে সিরিজটির প্লট। চমৎকার কিছু সুন্দর মুহুর্ত পাওয়া যায় এই ধাঁধার সমাধান করতে গিয়ে। ধাঁধার সমাধান হলেও গল্প শেষ হয় আরও বড় একটি ধাঁধা সামনে রেখে। ২য় সিজন না আনাটা বেশ বড় ভুল হবে সিরিজ নির্মাতাদের।
+ Solving the mystery
– Cliché characters and moments
– Unfinished story
Similar Anime: Subete ga F ni Naru: The Perfect Insider, Akame ga Kill, Danganronpa, Shingeki no Bahamut: Genesis
Recommendation: উপভোগ করার মত গল্প
#21
Prison School
Genre: Comedy, Ecchi, Romance, School, Seinen
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season
এচ্চি জনরার সিরিজ পছন্দ হয় না বলা যায়, বিশেষ করে যেখানে এচ্চি জিনিসটাই মেইন ফোকাস থাকে। তারপরেও ২০১৫ সালের অন্যতম বিনোদনের সিরিজ ছিল প্রিজন স্কুল। সোজাসাপ্টা কথা বলে দিব, সিরিজটা আমার জন্যে ২০১৫ সালের অন্যতম guilty pleasure ছিল! এচ্চি দৃশ্য যদি আপনার পছন্দের হয়ে থাকে, তাহলে তো কথাই নাই, তবে এচ্চি পছন্দ না হলেও সিরিজটা দেখার ট্রাই দিতে পারেন। এতদিন গার্লস স্কুল থাকার পর কিছুদিন আগে কম্বাইন্ড স্কুল হবার পর স্কুলে ভর্তি হওয়া ছেলেদের প্রতি দৃষ্টিভঙ্গি এমনিতেই তেমন ভাল নয় মেয়েদের, তারুপর মেয়েদের গোসলখানায় সব ছেলে মিলে উঁকি দিতে গিয়ে ধরা খাবার পর শাস্তিস্বরূপ তাদের স্কুলের জেলখানা অংশতে আটকিয়ে রাখা হলে এরপর কাহিনী যেভাবে আগাতে থাকে, জিনিসগুলা বেশ ভালই উপভোগ্য ছিল। তবে সাবধান, humorous জিনিসগুলির অনেকগুলিই বেশ perverted!
+ Comedy
+/- Too much Ecchi scenes [depends on your choice]
Similar Anime: Shimoneta to Iu Gainen ga Sonzai Shinai Taikutsu na Sekai, Highschool of the Dead, Seitokai Yakuindomo
Recommendation: এচ্চি দৃশ্য আছে প্রচুর, এই জিনিসটা সমস্যা না করলে ট্রাই করে দেখুন
#20
Shimoneta to Iu Gainen ga Sonzai Shinai Taikutsu na Sekai [SHIMONETA: A Boring World Where the Concept of Dirty Jokes Doesn’t Exist]
Genre: Comedy, Ecchi, School
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season
আগেরটির মতই এটাও ২০১৫ সালের অন্যতম guilty pleasure ছিল। প্রচন্ডমাত্রায় dirty jokes আর dirty puns এর ব্যবহারের ছড়াছড়ি এই সিরিজে, এবং এরপরেও বেশ ভালরকমের উপভোগ্য এক গল্প।
+/- Dirty Jokes
+/- Ecchi materials
Similar Anime: Prison School, Kill la Kill, Seitokai Yakuindomo
Recommendation: এচ্চি গল্প এবং dirty jokes-এ সমস্যা না হলে Recommended
#19
Yamada-kun to 7-nin no Majo [Yamada-kun and the Seven Witches]
Genre: Comedy, Harem, Mystery, Romance, School, Shounen, Supernatural
Episodes: 12
Airing Season: Spring 2015
Story: 1st Season
বিভিন্ন ঘটনার মোড়ে ইয়ামাদা জানতে পারে তার স্কুলে বেশ কয়েকজন “witch” আছে যাদের একেকজনের রয়েছে আলাদা আলাদা ক্ষমতা, আর ইয়ামাদার বিশেষত্ব হল সেসব witch-দের এসব ক্ষমতাকে সে কপি করতে পারে। তবে এটি করার একমাত্র উপায় হল – চুমু খাওয়া। এরপর ইয়ামাদা অন্য কারও উপর সেই ক্ষমতা চালাতে হলে তাকেও চুমু খেতে হবে। বুঝতেই পারছেন, এই সিরিজে পানির দামে চুমু খাবার দৃশ্য চলে – এবং শুধু ছেলে-মেয়ে নয়, ছেলে-ছেলের চুমু খাবার দৃশ্যও প্রচুর। ব্যাপারটা ডালভাত বানিয়ে ফেলেছে সিরিজটা, কিন্তু সব মিলিয়ে বেশ উপভোগ্য এক কমেডি এবং স্লাইস অভ লাইফ সিরিজ এটি।
+ Comedy elements
– Millions and Billions of kissing scene
Similar Anime: Charlotte, Kokoro Connect, The World God Only Knows
Recommendation: উপভোগ করার মত গল্প
#18
Young Black Jack
Genre: Drama, Historical, Seinen
Episodes: 12
Airing Season: Fall 2015
Story: Prequel Story of an old gem: Black Jack
ভিয়েতনামের যুদ্ধের সময় একজন রহস্যময় তরুণের আবির্ভাব ঘটে। অর্ধেক সাদা অর্ধেক কাল চুলের এবং মুখে এক বিশাল ক্ষতচিহ্নের এই তরুণ মেডিক্যাল স্টুডেন্ট, এবং সার্জারি কাজে তার অসম্ভব দক্ষতার কারণে জলদি তার খ্যাতি ছড়িয়ে পরে। গল্পটি নব্বইয়ের দশকের অন্যতম বিখ্যাত সিরিজ Black Jack-এর প্রিকুয়েল+অরিজিন স্টোরি হিসাবে কাজ করেছে। ওসামু তেজুকার মাঙ্গার উপর নির্মিত জনপ্রিয় আনিমের প্রিকুয়েল হিসাবে আনিমেটি নির্মাণ অনেক বড় চ্যালেঞ্জিং এক কাজ ছিল। শেষপর্যন্ত বেশ চমৎকার এক সিরিজ হিসাবে দাঁড়িয়েছি এটি। ২০১৫ সালের অন্যতম underrated সিরিজ এবং mainstream আনিমের ভিড়ে হারিয়ে যাওয়ায় এক নাম, যা বছরের সেরা আনিমেগুলির সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে।
+ Adult Medical Drama
+ Good background music with amazing opening and ending songs
Similar Anime: Monster, Rainbow: Nisha Rokubou no Shichinin
Recommendation: Must Watch
#17
Junketsu no Maria [Maria the Virgin Witch]
Genre: Comedy, Fantasy, Historical, Magic, Seinen
Episodes: 12
Airing Season: Winter 2015
Story: Completed Story
শুধু নাম শুনেই নাক শিটকে উঠতে দেখেছি অনেকের। নাম দেখে সবার কল্পনায় হয়তো যেই ছবিটা আগে ভেশে উঠবে তা হল moe ও ecchi জিনিসে ভরা কোন কিছু। তবে আসলে গল্পটি একদমই অন্যধরণের। মধ্যযুগীয় ফ্রান্সের শতবছরের যুদ্ধের সময়ের এক শক্তিশালী উইচ মারিয়া। মানুষে মানুষে মারামারি, যুদ্ধ, আর দুঃখকষ্ট সহ্য করতে পারে না সে, তাই যেকোনভাবেই হোক এগিয়ে এসে যুদ্ধ থামিয়ে দিবে সে। আর এতে করে যুদ্ধ হওয়া দেশগুলির মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। এদিকে নিজের শক্তি ব্যবহার করে মানুষদের কাজে বাধা দেবার কারণে এঞ্জেলদের তোপের মুখেও পরে যায় মারিয়া। এমন সময়ে Archangel Michael এক কঠিন নিয়ম করে দেয় মারিয়ার জন্যে, কুমারীত্ব হারাবার সাথে সাথে মারিয়া তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে, হয়ে যাবে সাধারণ এক মানুষ।
সেইনেন গল্প হিসাবে বেশ চমৎকার একটি গল্প, এবং কুমারীত্ব হারাবার বিষয়টি গল্পে থাকবার কারণে কিছু এডাল্ট থিম আছে গল্পে, কিন্তু এরপরেও তেমন কোন এচ্চি দৃশ্য নেই। বছরের আরেকটি underrated এবং mainstream আনিমের ছোবলে হারিয়ে যাওয়া ভাল সিরিজগুলির একটি।
+ Beautiful background art, character design
+ Romantic story
+ Beautiful background music
Similar Anime: Nanatsu no Taizai, Spice and Wolf
Recommendation: Must Try
#16
Gangsta.
Genre: Action, Drama, Seinen
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season only with Cliffhanger Ending
মাফিয়া সংক্রান্ত গল্প হবার কারণে এই সিরিজ নিয়ে বেশ ভাল আগ্রহ ছিল এবার। কাহিনী বেশ আগ্রহ জাগানোর মত হতে থাকলেও মাঝের দিকে গল্পের তেজ একটু কমে গিয়েছিল। তবে শেষের দিকে এসে সেই ব্যাপারটি কাটিয়ে উঠতে থাকে… এবং ভয়াবহ ক্লিফহ্যাঙ্গার এন্ডিং দিয়ে সিরিজট শেষ হয়। পরের সিজনের জন্যে অনেক বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করলেও ২টি খারাপ সংবাদ- ১। যে স্টুডিও এটি নিয়ে এসেছে [Manglobe] সেটি দেউলিয়া হয়ে গিয়েছে। অবস্থা এত খারাপ যে সিরিজটির ব্লুরে মুক্তির তারিখও অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে দিয়েছে। ২। মাঙ্গাকা অসুস্থ থাকবার কারণে খুব বেশিদূর না আগানো মাঙ্গাটি হায়াটাসে ছিল বেশ অনেকদিন। অসমাপ্ত কাহিনীর ২য় সিজন যদি এসেও থাকে, বেশ লম্বা বিরতি নিয়েই আসতে হবে।
+ Mafia story
+ Action Scenes
+ One of the best opening songs of the year, along with a beautiful ending song
– Slow paced story
Similar Anime: Baccano!, Black Lagoon, Samurai Champloo
Recommendation: Must Try
#15
Shigatsu wa Kimi no Uso [Your Lie in April]
Genre: Drama, Music, Romance, School, Shounen
Episodes: 22
Airing Season: Fall 2014 – Winter 2015
Story: Completed Story
২০১৪ এর শেষের দিকে এসে শুরু হওয়া সিরিজটি নিয়ে তীব্র ক্রেজ ছিল এর দর্শকদের মধ্যে। এক দুঃখজনক ঘটনার কারণে নিখুঁত পিয়ানোশিল্পী আরিমা মানসিকভাবে এতই বিপর্যস্ত হয়ে পরে যে নিজে পিয়ানো বাজাতে গেলে কখনই তার সুর শুনতে পায় না। একদিন তার জীবনে কাওরি নামের এক প্রাণচঞ্চল ও সদা হাসিখুশি ভায়োলিনিস্ট আসে, যার আগমন তার জীবনকে বদলে দেয়। কাওরির প্রেরণায় আরিমা মানসিকভাবে সুস্থ হয়ে উঠে, নিজের বাজানো সুর যেন আবার শুনার ক্ষমতা ফেরত পায়। তবে সবকিছু ছাপিয়েও সিরিজটি অনেক বেশি করে মনে দাগ কেটে রাখে একটি ছোট্ট মিথ্যার কারণে, এপ্রিলের সেই ছোট্ট “মিথ্যা”।
রোমান্টিক গল্প আমার নিজের কাছে তেমন পছন্দের না হলেও এই গল্পটিতে ব্যাপারটি বেশ সুন্দর করে ফুটে উঠে দুই মিউজিশিয়ানের বোঝাপড়া, একজনের অন্যজনকে তুলে ধরা দিয়ে। সিরিজটির শেষ পর্ব ২০১৫ সালেরই শুধু নয়, বরং সর্বকালের সকল আনিমের মধ্যে অসাধারণ চমৎকার মুহুর্তগুলির অন্যতম একটি মুহুর্ত উপহার দিয়ে উঠে। এই এক শেষ পর্বই সিরিজটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে আমার কাছে।
+ Beautiful use of Classical music
+ Heart-stopping last episode
– Inappropriate use of slapstick comedy
Similar Anime: Nodame Cantabile, Sakamichi no Apollon
Recommendation: Must Watch
#14
Ore Monogatari!! [My Love Story!!]
Genre: Comedy, Romance, Shoujo
Episodes: 24
Airing Season: Spring 2015 – Summer 2015
Story: 1st Season
বিশালদেহী তাকেও গৌদার মনটা যেন সোনার পাতে মোড়ানো, যেকারও সাহায্যের জন্যে নিজেকে উজাড় করে দিতে পারে – স্কুলের সকল ছেলেদের একদম আদর্শ একজন! অন্যদিকে রয়েছে মাকোতো সুনাকাওয়া, মেয়েদের স্বপ্নের রাজপুত্র। এই দুইজন ছোটবেলার বন্ধু, এবং গরিলার মত শরীরের তাকেওর ভাগ্যে এমনিতেই ভালবাসা জুটে না [মেয়েরা সবাই তাকে দেখলেই ভয়ে পালিয়ে যায়], আর সাথে সুনাকাওয়া সারাক্ষণ থাকাতে ভালবাসা জুটার সম্ভাবনা আরও কমে যায়। একদিন ট্রেনে এক মেয়েকে লাঞ্ছিত হবার হাত থেকে রক্ষা করার পর তাকে দেখেও গৌদা প্রেমে পরে যায়। কিন্তু সারাজীবন যা ঘটে আসে যে তার পছন্দের মেয়ে পরে সুনাকাওয়ার প্রেমে পরে যায়, এমনটাই আবার ভেবে বসে। ঠিক করে নেয় ইয়ামাতো রিনকো নামের মেয়েটি যেন সুনাকাওয়ার মন জিতে নিতে পারে তার জন্যে নিজেকে উজাড় করে দিয়ে সাহায্য করবে।
Madhouse-এর এই সিরিজটি বছরের অন্যতম সেরা রোমান্টিক সিরিজ আমার মতে, বিশেষ করে এই ৩জনের interactionগুলি অনেক বেশি উপভোগ্য। শৌজো আনিমেগুলির মধ্যে আমার কাছে অনেক বেশি প্রিয় হয়ে থাকবে এই সিরিজটি। আবার Madhouse নিয়ে এসেছে বলে একটা ভয়ও আছে, ২য় সিজন হয়তো আসবে না। তাছাড়া মাঙ্গার বিক্রয় ভাল যাচ্ছে না। সব মিলিয়ে ২য় সিজনের আশায় হয়তো গুড়েবালিই থাকবে।
+ Cute and Funny Romantic Story
+ Light-Hearted Story
Similar Anime: Gekkan Shoujo Nozaki-kun, Lovely★Complex, Kimi no Todoke
Recommendation: Must Watch
#13
Kiseijuu: Sei no Kakuritsu [Parasyte -the maxim-]
Genre: Action, Drama, Horror, Psychological, Sci-Fi, Seinen
Episodes: 24
Airing Season: Fall 2014 – Winter 2015
Story: Completed Story
আরেকটি Madhouse এর আনিমে থাকছে এবার, ২০১৪-২০১৫ তে এয়ার হওয়া অন্যতম হাইপ পাওয়া সিরিজ প্যারাসাইট –দ্যা ম্যাক্সিম-। এক রাত্রবেলায় পোকার মত অনেক এলিয়েন পৃথিবীতে আসে, যাদের উদ্দেশ্য কোন প্রাণীর [সাধারণত মানুষ] দেহে প্রবেশ করে তাদের মস্তিষ্ক দখল করে নিবে। “প্যারাসাইট” নাম দেওয়া এই এলিয়েনরা একের পর এক অনেক মানুষের শরীরের দখল নেয়, এরকমই এক এলিয়েন এসে শিনিচি নামের এক ছেলের মস্তিষ্কে ঢুকবার চেষ্টা করে। কিন্তু ছোট কিছু অঘটনের কারণে শেষ পর্যন্ত ডান হাতই দখলে নিতে পারে। অন্যান্য প্যারাসাইটদের মত মস্তিষ্ক দখলে নিতে পারে না বলে এই ক্ষেত্রে শিনিচি নিজেও বেঁচে থাকতে পারে, আর ডান হাত দখলে নেওয়া প্যারাসাইটও তার সাথে সমঝোতায় আসে। মিগি [অর্থাত ডান] নাম দেয় তাকে শিনিচি। অন্যান্য প্যারাসাইটে আসক্তরা হয়ে উঠে মানুষখেকো, আর এদিকে শিনিচি-মিগি এগিয়ে আসে এদেরকে থামিয়ে দিতে, নাহলে মানবসভ্যতাই পরে যাবে ধ্বংসের মুখে!
এই সিরিজটি দেখতে গেলে অবশ্যই একটা জিনিস অনুরোধ করবো, এটাকে “Action” সিরিজ হিসাবে না নিয়ে বরং “Psychological, Horror” সিরিজ হিসাবে ধরে নিয়ে দেখবেন। Action সিরিজ ভেবে দেখতে বসলে বেশ হতাশ হতে পারেন। আর বেশ চমৎকার এই সিরিজের আরেকটি ব্যাপার যা চোখে পরেছে, এতে ক্যারেক্টার ডেভলপমেন্ট অনেক বেশি পরিমাণে রয়েছে, কিন্তু তার প্রতিদান যেন ঠিক দিয়ে উঠতে পারে নি। শিনিচি আর মিগির এই কম্বিনেশনের ক্যারেক্টার ডেভলপমেন্ট একদম শেষ পর্ব পর্যন্ত হয়েই যেতে থাকে যেন, কিন্তু এর সঠিক ফলাফল যেন আর দেখা হয়ে উঠবে না। তবে সবমিলিয়ে বেশ লোমহর্শক এক গল্প, এবং অবশ্যই উপভোগ্য।
+ Psychological and Horror Element
+/- Dubstep Music
– Irritating Lead Female Character
Similar Anime: Tokyo Ghoul, Shingeki no Kyojin, Shiki, Deadman Wonderland
Recommendation: Must Watch
#12
Ansatsu Kyoushitsu [Assassination Classroom]
Genre: Action, Comedy, School, Shounen
Episodes: 22
Airing Season: Winter 2015 – Spring 2015
Story: 1st Season, 2nd Season to air in January 2016
এক অদ্ভুত প্রাণি চাঁদকে ধ্বংস করে দেবার পর জানিয়ে দেয় যে পৃথিবীকেও ধ্বংস করে দিবে, যদি না এক নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে হত্যা করতে পারে। সমস্যা হল, অদ্ভুত এই প্রাণি অসম্ভব রকমের দ্রুত চলাফেরা করতে পারে, Mach 20 স্পিডে চলাফেরা তার কাছে কোন ব্যাপারই না। এই প্রাণিকে থামাবার দায়িত্ব পরে Kunugigaoka Middle School-এর 3-E ক্লাসের ছেলেমেয়েদের উপর। এর প্রধাণ কারণ অদ্ভুত সেই প্রাণি ঘোষণা দেয় সে এই ক্লাসের টিচার হিসাবে সময় কাটাবে যতদিন না সে পৃথিবী ধ্বংস করে। তাকে থামাবার জন্যে ছেলেমেয়েরা উঠেপড়ে লাগে, কিন্তু একটা বড় সমস্যা – এ যে তাদের দেখা এখন পর্যন্ত সেরা শিক্ষক!
সিরিজটি একই সাথে কমেডি হিসাবেও যেমন ভাল, তেমনই ভাল একশন সিরিজ হিসাবেও। পুরা সিরিজটি অনেক মজা নিয়ে উপভোগ করতে পেরেছি। ২য় সিজনের জন্যে অধীর আগ্রহে আছি।
+ Action Scenes
+ Comedy Scenes
Similar Anime: Great Teacher Onizuka, Denpa Kyoushi, Gintama
Recommendation: Must Watch
#11
Himouto! Umaru-chan [My Two-Faced Little Sister]
Genre: Comedy, School, Slice of Life
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 1st Season
দমফাটানো হাসির সিরিজ হিসাবে এটা অসম্ভব ভাল কিছু হয়েছে আসলেই! উমারু এমনই এক চরিত্র যে কিনা একইসাথে বছরের সেরা কিংবা সবচেয়ে খারাপ চরিত্র পাবার দাবীদার! যেই মেয়ে ক্লাসের সেরা ছাত্রী শুধু পড়াশুনাতেই না, বরং খেলাধুলা, আচার-আচরণ আর সবদিক থেকে সবার আইডল চরিত্র হিসাবে সবার কাছে পরিচিত, সে বাসায় আসার সাথে যেন নিজের খোলস ছেড়ে বের হয়ে আসে তার আসল রূপে। সারাদিন গেম, মুভি, আনিমে, মাঙ্গা, জাঙ্ক ফুড, কোলা – এসব নিয়েই পরে থাকে। ভাইয়ের কোন কাজে সাহায্য করা তো দূরে থাক, জ্বালিয়ে মারে তাকে। প্রচন্ড আলসে আর বাচ্চাস্বরূপ আচরণ দেখে তার বড় ভাই ভেবেই উঠে না এই মেয়ে কিভাবে অন্যদের কাছে আদর্শ এক মানুষ হিসাবে সবার মুখে মুখে প্রশংসার পাত্র হয়ে ঘুরে বেড়ায়।
বছরের সেরা কমেডি সিরিজগুলির একটি। দেখবো কি দেখবো না এমন চিন্তা থাকলে ঝেড়ে ফেলুন, মন হাল্কা করতে সিরিজটির আসলেই জুড়ি নেই! সেই সাথে এর স্পেশাল পর্বগুলিও দেখে নিতে পারেন, ব্লুরে ভার্শনের সাথে বের হওয়া একেকটি স্পেশাল পর্বও হাসির কিছু মুহুর্ত উপহার দিবে।
+ Comedy aspects
+ Umaru
Similar Anime: OreImo, WataMote, Lucky☆Star
Recommendation: Must Watch
#10
Charlotte
Genre: Drama, School, Super Power
Episodes: 13
Airing Season: Summer 2015
Story: Completed
ইয়ু ওতোসাকার এক বিশেষ ক্ষমতা আছে, ৫ সেকেন্ডের জন্যে সে যেকোন মানুষের মন ও শরীরের পুরা দখলে নিয়ে নিতে পারে। এই ক্ষমতা সে বিভিন্ন personal gain-এর জন্যে ব্যবহার করতে থাকে। একদিন নাও তোমোরি নামের এক মেয়ে তার এই ক্ষমতার ব্যাপারটা ধরে নিতে পারে এবং কোণঠাসা করে তাকে আর তার ছোট বোনকে নিজেদের স্কুলে ভর্তি হতে বাধ্য করে। এই স্কুলের বিশেষত্ব হল যেসব অল্পবয়স্কদের এরকম বিশেষ ক্ষমতা আছে তাদেরকে এই স্কুল বিভিন্ন গভার্নমেন্ট ফ্যাসিলিটি থেকে রক্ষা করবে যারা তাদের এইসব ক্ষমতা নিজেদের প্রয়োজনে অপব্যবহারের জন্যে মুখিয়ে থাকে। তোমোরি, ইয়ু আর তার সাথের বন্ধুবান্ধব মিলে এরকম অল্পবয়স্ক সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারীদের খুঁজে বের করতে থাকে, এবং ধীরে ধীরে তারা আবিষ্কার করতে থাকে এসব ক্ষমতার পিছের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।
ক্ল্যানাড, অ্যাঞ্জেল বিটস-খ্যাত জুন মায়েদার অরিজিনাল গল্প নিয়ে তৈরি এই সিরিজ, এ কারণে অনেকেরই সিরিজটা নিয়ে আগ্রহ ছিল প্রচুর। তার অন্য কোন কাজ আমার দেখা হয় নি বলে তেমন কোন expectation নিয়ে দেখি নি, কিন্তু কিছুদূর দেখার পরেই গল্পটা একদম জেঁকে বসেছিল। গল্পের synopsis শুনেই অনেকটা X-Men এর ভাব পাওয়া যায়, তবে সেরকম কিছু না হলেও সব মিলিয়ে বেশ ভাল ছিল। একদম শেষের দিকে গিয়ে গল্পের মোড় একদম ঘুরে যায়, কাহিনীর ব্যাপ্তি exponentially ছড়িয়ে পরে, যেটা একেকজনের একেকরকম লাগতে পারে, তবে আমি বেশ ভালই উপভোগ করেছি।
+ Background music
+/- Last third of the story
Similar Anime: Angel Beats!, Yamada-kun to 7-nin no Majo
Recommendation: Must Try
#9
Arslan Senki [The Heroic Legend of Arslan]
Genre: Action, Adventure, Drama, Fantasy, Historical, Supernatural
Episodes: 25
Airing Season: Spring 2015 – Summer 2015
Story: 1st Season, 2nd Season to air in 2016
১৪ বছরের আরস্লান ঠিক রাজা হবার মত ভাবগাম্ভির্য নিয়ে চলে না, বরং বেশ হাসিখুশি মনের উৎফুল্ল একজন রাজপুত্র। কিন্তু তার জীবনের প্রথম যুদ্ধে অংশগ্রহণের সময়ে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা দেখে উঠে, আর তার কাঁধেই নিজ রাজ্য পুনর্দখলের দায়িত্ব চলে আসে।
Yoshiki Tanaka ও Yoshikata Amano-এর Arslan Senki নোভেলের উপর ভিত্তি করে জনপ্রিয় মাঙ্গাকা Himoru Arawaka (Full Metal Alchemist) এর নতুন করে নিয়ে আসা মাঙ্গার উপর ভিত্তি করেই সিরিজটি নির্মিত। ক্যারেক্টার আর্টস্টাইল তাই FMA এর অনেক চরিত্রদের সাথে খুব বেশি করে মিলে যায় একারণে। কিন্তু এটুকু বাদ দিলে সব মিলিয়ে এই হিস্টোরিকাল গল্পটি বছরের সবচেয়ে উপভোগ্য গল্পগুলির মধ্যে অন্যতম ছিল।
+ Action scenes
+ Historical story
Similar Anime: Akatsuki no Yona, Kingdom, Fullmetal Alchemist, Fullmetal Alchemist Brotherhood
Recommendation: Must Watch
#8
Shokugeki no Souma [Food Wars! Shokugeki no Soma]
Genre: Ecchi, School, Shounen
Episodes: 24
Airing Season: Spring 2015 – Summer 2015
Story: 1st Season, 2nd Season declared
ছোটকাল থেকেই বাবার সাথে থেকে নিজেদের রেস্তোরাঁ চালাতো সৌমা। বাবার কাছ থেকে শিখতে থাকার ফলে অল্প বয়সেই তার রান্নার ধরণ, কৌশল, নৈপুণ্য বেশ উচ্চপর্যায়ের। সবসময়ে স্বপ্ন দেখতো একদিন নিজের ফ্যামিলি রেস্তোরাঁর হেড-শেফ হবে। একদিন হঠাত তাকে অবাক করে দিয়ে তার বাবা জানালো সেই রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিবে এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নিজের দক্ষতা পরীক্ষা করবে বা আরও বাড়িয়ে তুলবে। এ কারণে সৌমাকে পাঠিয়ে দেয় Tootsuki Culinary Academy নামক এক অভিজাত রন্ধনশিল্পের স্কুলে যেখানে মোটে ১০ শতাংশ শিক্ষার্থী গ্র্যাজুয়েট করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানটি বিভিন্ন Food Wars-এর জন্যে মহাবিখ্যাত, যেখানে শিক্ষার্থিরা একে অন্যের বিপক্ষে উত্তেজনাকর সব রান্নাবান্নার যুদ্ধে ঝাপিয়ে পরে।
শৌনেন ক্যাটাগরির অন্তর্ভুক্ত বলে সব শৌনেন কাহিনীর মতই এখানেও নায়ককে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে দেখা যায়। একারণে গল্প কিছুদূর যাবার পরেই predictable হয়ে উঠে কাহিনী। নায়ককে হয়তো খুব ভাল রান্না করতে হবে, খারাপ করলেই বিপদ, একদম গল্প এখানেই শেষ… অতএব বুঝাই যায় কী হতে যাচ্ছে। তবে এটুকু predictable ব্যাপার বাদ দিলে জমজমাট এক কাহিনীই উপহার দিয়েছে Shokugeki no Souma, রান্নাবান্নার মুহুর্তগুলি এত বেশি সুন্দর ছিল যে প্রত্যেক পর্ব দেখার পর ক্ষুধা বেড়ে যেতে থাকে। কয়েক পর্ব দেখার পর উঠে কিছু না খেলে শান্তি লাগবে না! আর আরেকটি দেখার মত ব্যাপার হল নায়কের রান্না করা খাবার খেয়ে একেকজনের রিএকশন। আর কিছু বাদ দিলেও শুধু এই রিএকশনের জন্যেই সিরিজটা ecchi ট্যাগ পেয়ে যায়। Overall সিরিজটি অবশ্যই দেখার মত, বিশেষ করে রান্না সংক্রান্ত গল্প এমনিতেই খুবই rare জিনিস, সেখানে এটি সিরিজ হিসাবেও দুর্দান্ত।
+ All the cooking related stuffs
+ Foods
+/- After-food reactions
Similar Anime: Yakitate!! Japan, Koufuku Graffiti, Toriko
Recommendation: Must Watch
#7
Kekkai Sensen [Blood Blockade Battlefront]
Genre: Action, Fantasy, Shounen, Super Power, Supernatural, Vampire
Episodes: 12
Airing Season: Spring 2015
Story: 1st Season
New York-এ অদ্ভুত এক ঘটনার মাধ্যমে পৃথিবী এবং অন্য আরেক দুনিয়ার মাঝে এক সংযোগ তৈরি হয়ে গিয়েছে, এবং বছরের পর বছর ধরে এই অবস্থা থাকাতে দুই দুনিয়ার মানুষের মধ্যে একটা বেশ ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন সুপারন্যাচারাল ঘটনা ঘটতে দেখা যাওয়া এই শহরে রয়েছে Libra নামের এক secret organization, যা মূলত সুপারপাওয়ার আছে এমন কিছু মানুষের এক দল, এই দুই পৃথিবীর মধ্যে একটা ভাল সম্পর্ক বজায় রাখার জন্যে সারাক্ষণই লড়ে যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা।
বছরের অন্যতম সেরা আনিমের মধ্যে এটা অবশ্যই সবার লিস্টে থাকার মত। এর অ্যাকশন দৃশ্য, এনিমেশন, আর্টওয়ার্ক, ভয়েস অ্যাক্টিং, সাউন্ডট্র্যাক, ওপেনিং-এন্ডিং গান — সবকিছুই দুর্দান্ত ছিল! Libra-এর মেম্বারদের প্রাণচাঞ্চল্যকর একেকটা মুহুর্ত ছিল ভীষণ উপভোগ্য! সিরিজটা দেখার সময়ে বাকানো-এর কথা সবচেয়ে বেশি মনে পরছিল। এই মুহুর্তে ২য় সিজন আসার সম্ভাবনা নিয়ে কোনরকমের খবর নেই, তবে অবশ্যই আসা উচিৎ।
+ Animation, Artwork
+ Background music
+ Comedy elements
Similar Anime: Baccano!, Cowboy Bebop, Trigun
Recommendation: Must Watch
লিস্টে 6th Place নাই, কারণ পর পর দুইটা সিরিজ 5th Place-এ Tie করেছে আমার কাছে]
#5 [Tie]
One Punch Man
Genre: Action, Comedy, Parody, Sci-Fi, Seinen, Super Power, Supernatural
Episodes: 12
Airing Season: Fall 2015
Story: 1st Season
কোন একটা সিরিজ যে খুব বেশি সিরিয়াস না হয়েই বা গভীরভাবে ভাবানোর মত কিছু না হয়েই দুর্দান্ত কিছু হয়ে উঠতে পারে তার চমৎকার উদাহরণ One Punch Man! সিরিজটা কি Overhyped? – হ্যাঁ, ওভারহাইপড। সিরিজটাকে তারপরেও এত উপরে রাখার মত? – হ্যাঁ, ওভেরহাইপড হলেও উপরে রাখার মত। ওভারহাইপড কথার অর্থ এই না যে জিনিস খারাপ। সিরিজটাকে এত উপরে রাখছি তার কারণগুলিও বলি তাহলে শুনুন-
একটা সিরিজে একই সাথে চমৎকার একশন, খুবই সিরিয়াস ভান নিয়ে রাখার পরেই দুর্দান্ত কমেডি, বছরে আমার দেখা সবচেয়ে বেশি চোখ-ধাঁধানো এনিমেশনের মধ্যে অন্যতম, perfect character themeসহ মানানসই background music, মারমার কাটকাট একশন দৃশ্য – কী নেই এখানে! সবরকমের সুপারহিরো গল্পের প্যারোডি হিসাবে তৈরি হয়েই যে একটা সিরিজ এত জনপ্রিয় হতে পারে, তা এই সিরিজ নিয়ে সবার পাগলামি দেখলেই বুঝা যায়। গ্রুপের পোলে কোন ক্যাটাগরিতে ভোট হচ্ছে তা না দেখেই সবাই One Punch Man নাম দেখা মাত্র ভোট দিচ্ছে! তবে এটা ঠিক, বছরের সবচেয়ে বড় বিনোদনের মধ্যে এটার নাম অবশ্যই নিতে হবে।
+ Action scenes
+ Amazing animation works
+ Background music
+ Comedy elements
Similar Anime: Gintama, any other anime with superhero/superpower/supernatural-power theme
Recommendation: Must Watch
#5 [Tie]
Death Parade
Genre: Game, Mystery, Psychological
Episodes: 12
Airing Season: Winter 2015
Story: 1st Season
আনিমে মিরাইয়ের এক প্রোজেক্ট Death Billiards-এর সাফল্যের কারণেই সিরিজটা আসা সম্ভব হয়েছে। সিরিজটির কাহিনী খুবই স্বাভাবিক, মৃত্যুর পর Heaven/Hell-এর কোথায় ঠাই হবে তা ঠিক করার জন্যেই মানুষদের আত্মা পাঠানো হয় একটি Bar-এ। দুইজন করে এই Bar-এ প্রবেশ করে, কিন্তু প্রবেশ করবার সময়ে তাদের স্মৃতিশক্তি সব বন্ধ করে রাখা হয়, তাই মানুষ দুইজন মনে রাখতে পারে না যে তারা আসলে মারা গিয়েছে। Bar-এ তাদের একজনকে আরেকজনের বিপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করার করতে হয়, আর সেই খেলার বিচারক থাকে Bar-এর বার্টেন্ডার ডেকিম। খেলায় জিতলে বা হারলে কী হবে তা জানানো হয় না, আর খেলা আগানোর সাথে সাথে তাদের স্মৃতির চুম্বক অংশ খুলে দেওয়া হয়। একে একে পুরা খেলা শেষ হবার সময়ে তাদের স্মৃতিশক্তি পুরাপুরি ফিরিয়ে দেওয়া হয় এবং তারা বুঝতে পারে যে তারা আসলে মৃত। “জীবন-মরণের” খেলা চলবার সময়ে তাদের চারিত্রিক দিকগুলি ফুটে উঠে আর এ থেকেই ঠিক করা হয় পরকালে তাদের কোন জায়গায় স্থান হবে।
সিরিজটি বছরের অন্যতম সেরা সাইকোলজিকাল আনিমে ছিল। কে ভাল কে খারাপ, কে স্বর্গে যাবে কে নরকে – এরকম টানটান উত্তেজনা মাঝেমধ্যেই পাওয়া যায় এপিসোডিক গল্পগুলিতে, তারপরেও পিছনে পিছনে সমান তালে নিজস্ব একটি গল্প আগাতে থাকে। Open-ended গল্প বলে বেশ সহজেই এর আরও sequel আনা সম্ভব, এবং সিরিজটির ২য় সিজন আসলে ব্যাপারটা চমৎকার হবে আসলে।
+ Background artwork
+ Background music
+ Psychological elements
Similar Anime: Death Note, Jigoku Shoujo, Colorful (Movie)
Recommendation: Must Watch
#4
Fate/stay night: Unlimited Blade Works 2nd Season
Genre: Action, Fantasy, Magic, Shounen, Supernatural
Episodes: 13
Airing Season: Spring 2015
Story: 2nd Season
Fate/stay night-এর কথা নতুন করে বলার আসলে কিছুই নেই। Unlimited Blade Works সিরিজটির ১ম সিজনের pacing নিয়ে অনেক প্রশ্ন উঠার পর ২য় সিজনে ব্যাপারটা পুরাপুরি না হলেও অনেকাংশে ঠিক করে নেওয়া হয়। Fate সিরিজের সবচেয়ে বড় দিক হল idealism-এর ব্যাপারগুলি, একেকজনের একেক মতামত এবং তার প্রয়োগ। একবার দেখায় বা একবার জানার পরেও গল্পের অনেককিছুই দর্শকদের চোখের আড়ালে থেকে যায়, কয়েকবার দেখার পরেই বুঝা যায় ছোটখাট দিকগুলি শুরু থেকেই subtleভাবে বুঝানো হয়ে এসেছে।
এনিমেশন কোয়ালিটির দিক থেকে সিরিজটি নতুন স্ট্যান্ডার্ড যেন ঠিক করে দিয়েছে, আর ufotable এই সিরিজের মাধ্যমে নিজেদের আরও উচ্চতায় নিয়ে গিয়েছে। Fate/Zero-র মিউজিক কম্পোজার ইয়ুকি কাজিউরার এই সিরিজে না থাকাটা কোন সমস্যা তো করে-ই নাই, বরং অল্প অভিগ্যতার হিদেয়ুকি ফুকাসাওয়াও প্রমাণ করে দিয়েছে তাকে এই সিরিজের জন্যে বাছাই করাটা একটুও ভুল ছিল না। Ambient আর Mystery থিম চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, অরিজিনাল VN-এর কিছু নামকরা মিউজিকের আনিমে ভার্শনগুলি মানানসইভাবেই তৈরি করতে পেরেছে।
+ Mind-blowing animation and artworks
+ Action sequences
+ Background music
Similar Anime: Kara no Kyoukai (Movies)
Recommendation: Must Watch
শেষ ৩টি স্থান ঘোষণা করবার আগে থাকছে Blind Suggestions, এখানে বছরের জনপ্রিয় কিছু সিরিজের নাম বলে যাচ্ছি যেগুলি আমার নিজের দেখা হয়ে উঠেনি, তবে জনপ্রিয়তার বিচারে বছরের সেরা আনিমে লিস্টে নাম থাকার মত:
# Akatsuki no Yona
Genre: Action, Adventure, Comedy, Fantasy, Romance, Shoujo
Episodes: 24
# Durarara!!x2 [Shou+Ten]
Genre: Action, Mystery, Supernatural
Episodes: 12+12
# Noragami Aragoto
Genre: Action, Adventure, Shounen, Supernatural
Episodes: 13
# Overlord
Genre: Action, Adventure, Fantasy, Game, Supernatural
Episodes: 13
# Owarimonogatari
Genre: Comedy, Mystery, Supernatural
Episodes: 12
# Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru. Zoku
Genre: Comedy, Romance, School
Episodes: 13
#3
Non Non Biyori Repeat
Genre: Comedy, School, Seinen, Slice of Life
Episodes: 12
Airing Season: Summer 2015
Story: 2nd Season
Light-hearted আনিমেগুলির মধ্যে সবার উপরে যেসব সিরিজ আছে, তাদেরই একটি Non Non Biyori-এর ২য় সিজন এটি। যদিও ঠিক ২য় সিজন না এবারেরটা, বরং প্রথম সিজনের বিভিন্ন পর্বের মাঝের মাঝের ঘটনা এগুলি, অর্থাৎ নামটা একদম ঠিকমতই বুঝিয়ে দিচ্ছে কেমন সব কাহিনী থাকছে এই সিজনে। আবার সিরিজটিকে এভাবে ধরে নেওয়া যায়, প্রথম সিজনের কাহিনী অন্য আরেক approach নিয়ে দেখলে কেমন দেখা যায়। তাই প্রথম সিজন দেখে না থাকলেও এটা দেখা যাবে ইচ্ছা করলে [যদিও ব্যাপারটা কোনভাবেই suggested নয়, কারণ এই প্যারাগ্রাফের প্রথম বাক্যেই উল্লেখ করা হয়েছে]।
শহরের জীবনের তুলনায় গ্রাম্য জীবন কতটা আলাদা হতে পারে তার এক চমৎকার উদাহরণ এই সিরিজে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ড আর্টওয়ার্কের সৌন্দর্য্য চোখ জুড়াবে, আর শান্তস্থির মিউজিকগুলা মনকে একদম হালকা করে দিবে। সেই সাথে রয়েছে মুখে আকর্ণ হাসি এনে দেবার মত কমেডি, এবং প্রায় সব কমেডি আনিমেতে প্রায় common জিনিস হয়ে যাওয়া slapstick comedy নয়, বরং সত্যিকারের বাস্তব জীবনের কমেডি মুহুর্ত।
যেকোন পরিস্থিতিতে মনকে relax করে দেবার ক্ষমতা রাখা এই সিরিজ আমার ২০১৫ সালের আমার আনিমেলিস্টের সেরাদের সেরা সিরিজগুলির মধ্যে অবশ্যই থাকছে। স্লাইস অভ লাইফ গল্প যদি পছন্দ হয়ে থাকে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে সিরিজটি দেখে ফেলুন। প্রথম সিজন আগে দেখে নিলে আরও বেশি মজা পাবেন এ নিয়ে কোন সন্দেহ নাই।
+ Light-hearted moments
+ Background Artwork
+ Relaxing music
+ Comedy elements
+ Renge Miyauchi
Similar Anime: Barakamon, Gochuumon wa Usagi Desu ka?, Kiniro Mosaic
Recommendation: MUST MUST Watch
#2
JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders 2nd Season (Egypt Arc)
Genre: Action, Adventure, Shounen
Episodes: 24
Airing Season: Winter 2015 – Spring 2015
Story: 2nd Season of 3rd Part, Sequel (Next Part) to air in April 2016
গ্রুপে জোজোর পোস্টের বন্যা বইয়ে দেবার কারণে নতুন করে এই সিরিজ নিয়ে আমার পক্ষ থেকে হয়তো কিছু বলার নেই, তারপরেও যারা নতুন তাদের জন্যে সিরিজটির ব্যাপারে ছোট্ট কথা – JoJo’s Bizarre Adventure হল, ঠিক যেমনটা নাম দিয়ে বুঝানো হয়েছে একদম তাই – জোজোদের অদ্ভুতুরে সব অ্যাডভেঞ্চার কাহিনী। জোস্টার পরিবারের সব সদস্যদের বংশ পরম্পরায় একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েই আসতে হয়। এদের সবার ডাকনামই জোজো [নামের সংক্ষিপ্ত রূপ থেকে জোজো হয়ে যায় সবার নাম], আর গল্পের বিস্তার পুরা দুনিয়াজুড়ে! ১ম জোজোর গল্প ছিল ১৯ শতকের ইংল্যান্ডে, ২য় জোজোর গল্প এমেরিকায়, ৩য় জোজোর গল্প জাপান থেকে শুরু হয়ে অর্ধেক পৃথিবী ঘুরে এসে শেষ হয় মিশরে। আরও অনেক জোজো আছে, তবে এবারের আনিমে সিরিজটা ছিল ৩য় জোজোর অ্যাডভেঞ্চারের দ্বিতীয় অর্ধেকের গল্প। আনিমের আর্টওয়ার্ক “আনিমে” ধরণের না একদমই, বরং ওয়েস্টার্ন কার্টুনের মতন।
কী একশন, কী কমেডি, কী পোজ – সবকিছুতেই এই সিরিজটা over-the-top! তবে সেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়, এবং মজার কথা হল সিরিজটা কিছুদূর দেখলে তখন মনে হয় এরকম over-the-top ব্যাপার স্যাপারই সবচেয়ে ভাল মানিয়ে যায়। ৮০-এর দশক থেকে শুরু হওয়া মাঙ্গার উপর ভিত্তি করে এই আনিমে, আর মাঙ্গা এখনও দোর্দন্ড প্রতাপে চলছেই। বিশাল long-running shounen মাঙ্গাগুলির ক্ষেত্রে যেখানে দেখা যায় বছরের পর বছর ধরে চলবার কারণে কাহিনীর মান কমতে থাকে, সেখানে জোজোর ক্ষেত্রে উলটা ঘটনা। এক পার্টের চাইতে পরের পার্ট আরও বেশি চমক নিয়ে আসে, হয় আরও বেশি জনপ্রিয়।
আনিমের ইতিহাসের সবচেয়ে আইকনিক ভিলেইনদের একজন রয়েছে এই সিরিজের Big Bad হিসাবে, যার সুপারন্যাচারাল ক্ষমতার ব্যাপারটা এতই বেশি জনপ্রিয় হয় যে এটি নিয়ে ক্রেজ সারা দুনিয়াজুড়ে লক্ষণীয়। তার বিপক্ষে থাকছে আনিমে জগতের অন্য আরেক বড় নামকরা নায়ক। ভাবছেন মাত্র এই ২০১৪-২০১৫ সালের সিরিজের নায়ক-ভিলেইন এত নামকরা হয়ে আসছে কেন আগ থেকেই? কারণ সিরিজটির কয়েকটি অংশ নিয়ে OVA হিসাবে ৯০-এর দশকে আনিমে ছিল। কিন্তু সেবার খাপছাড়াভাবে তৈরি হয়েছিল সিরিজটি। ২০১২ সাল থেকে একদম গল্পের ১ম পার্ট থেকেই আনিমে শুরু হয়েছে, আসছে সামনের এপ্রিল মাসে আসবে ৪র্থ পার্টের আনিমে।
সবশেষে সিরিজটির ব্যাপারে বলবো, আনিমেটি নিয়ে বাংলাদেশে কথাবার্তা কম হয় বলে ভাববেন না সিরিজটি ফেলে দেবার মত। একটু নেট ঘাটলে দেখতে পারবেন সিরিজটি নিয়ে বাংলাদেশের বাইরে এত মাতামাতি কেন, আর সিরিজটি দেখলে নিজেই কারণটি বুঝতে পারবেন। কোন boring মুহুর্ত নাই, শুধু point to point গল্প। একশন গল্প যদি ভাল লেগে থাকে, এই সিরিজ কোনভাবেই মিস দেবার মত নয়।
+ Action scenes, Innovative battle strategies
+ Amazing soundtracks
+ Comedy elements
+ Stands
+ DIO
Similar Anime: Hokuto no Ken, Sakigake!! Otokojuku, Berserk
Recommendation: MUST MUST Watch
#1
Shirobako
Genre: Comedy, Drama
Episodes: 24
Airing Season: Fall 2014 – Winter 2015
Story: 1st Season
এবং অবশেষে থাকছে আমার কাছে ২০১৫ সালের AotY শিরোবাকো। ২০১৪-২০১৫ সালের সবচেয়ে memorable সিরিজগুলার মধ্যে এটা একদম উপরে থাকবে। সোজা কথায় সিরিজটি হল আনিমে বানানোর পিছনের মানুষদের দিয়ে আনিমে। আমরা কোন আনিমে সিরিজ দেখতে গেলে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, এমনকি ছোটছোট ব্যাপারগুলি নিয়েও রেহাই দেই না। কোন সিরিজ খারাপ হলে বলাবলি শুরু করে দেই কেন সিরিজটা এমন হল, এর পিছনের মানুষেরা কেন ব্যাপারটা ঠিকমত করে নাই। আবার সিরিজ মোটামুটি ভাল হলে বা খুব ভাল হলে তো একদম তাদের কথা প্রায় ভুলেই যাই। কিন্তু আসলে তাদের জীবনটা কেমন, কিরকম খাটুনি দিতে হয় তাদের, কী কী সব সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয় তাদের – এত সব প্রশ্নের উত্তর নিয়ে বেশ চমৎকারভাবে সিরিজটি উপস্থাপন করে দেয় একেকটা আনিমে তৈরির পিছের মানুষদের সব struggle-এর ব্যাপারগুলি।
পাঁচ তরুণী তাদের স্কুল জীবন শেষ করার আগে প্রতিজ্ঞা করেছিল ভবিষ্যতে একত্রিত হয়ে তাদের পছন্দের আনিমে নির্মান করবে। সেই অনুযায়ী যে যে তার নিজের স্কিল অনুযায়ী আনিমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্যে উঠেপরে লাগে, এবং একইসাথে দেখতে পায় আনিমে ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জনের পথ কতটা কঠিন! হাড়ভাঙ্গা খাটুনি ও শত বাধাবিপত্তি পাড়ি দিয়ে এগিয়ে যাবার গল্পই দেখানো হয়েছে শিরোবাকোতে।
সিরিজটি দেখার সময়ে প্রথম অর্ধেক যেমনই লাগুক, দেখা না থামিয়ে বরং চালিয়ে যান। প্রথম অর্ধেক মোটামুটি ভাল হলেও দিতীয় অর্ধেক সিরিজটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। যত বেশিই প্রশংসা করি না কেন, কম হয়ে যাবে আসলে। সিরিজটিতে কিছু চমক আছে, যেমন বাস্তব জীবনের নামকরা কয়েকজন ভয়েস এক্টর, এনিমেটর, আনিমে ডিরেক্টরকে এখানে দেখানো হয় তাদের নিজ নিজ চরিত্রেই, শুধু কপিরাইটের কারণে নাম সামান্য পরিবর্তন করে দেওয়া হয়।
সবশেষে শিরোবাকো নিয়ে বলতে গেলে বলবো, এটি দেখার সময়ে শুধু মুগ্ধ হয়ে গিয়েছি! সিরিজটি আমার personal all-time favorite আনিমের লিস্টে টপ ১০-এর মধ্যে থাকবে।
+ Mind-blowing animation and artworks
+ Action sequences
+ Background music
Similar Anime: Bakuman, Sore ga Seiyuu!, Hanasaku Iroha
Recommendation: MUST MUST Watch
এরই সাথে শেষ হল আমার ২০১৫ সালের Top Anime & Recommendation, যেখানে আমার পছন্দের ৩০টি আনিমে recommend করেছি। ৩০টি আনিমের নাম উল্লেখ করে থাকলেও বছরটিতে “Memorable” কিছু বা অনেক বছর পর পিছে ফিরিয়ে তাকালে বলবার মত সিরিজ তেমন বেশি ছিল না। হাতেগোনা কয়েকটি সিরিজ বাদে এই বছরে তেমন উচ্চমানের সিরিজ খুব বেশি ছিল না। ২০১৬ সাল আরও বেশি ভাল কিছু সিরিজ নিয়ে আসবে আমাদের জন্যে এরকম আশা নিয়েই বিদায় নিচ্ছি।
Best Action Anime (2014) – Fate/Stay Night: Unlimited Blade Works
২০১৪ সালে কিন্তু তেমন একটা শীত পড়েনি,কেন জানেন তো ?? ভাবছেন গ্লোবাল ওয়ার্মিং, গ্রীন হাউস গ্যাসের জন্য?? উহু। এ বছরেই বের হয়েছে Fate/stay night: Unlimited Bladeworks, এবং JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders. এই দুটি নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন ঠান্ডা লাগার কোন চান্স-ই ছিলনা। বেশ প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে, সকলের থেকে এক ধাপ এগিয়ে ছিল এ বছরের একশন এনিমের বিজয়ী ”Fate/stay night:Unlimited bladeworks’ ‘ইউফোটাবল এর চোখ ধাধানো মন মাতানো দৃষ্টি নন্দন এনিমেশনের সাথে আর্চার সেইবার এর মত চরিত্র, আইডোলজি, একশন সিন এর সাথে ম্যাজিক সোর্ড ফাইট, সাস্পেন্স, ড্রামা সব কিছুর শত ভাগ ক্যামিস্ট্রি এর ফলাফল এই ফেট স্টে নাইটঃআনলিমিটেড ব্লেড ওয়ার্ক্স। সাথে JoJo’s Bizarre Adventure: Stardust Crusaders ও কিন্তু কম জায়না। এডভেঞ্চার,সুপারন্যাচারিলিটি,মাথা নস্ট একশন সিন ফ্যানসার্ভিস এবং পুরো সিরিজ জুড়ে নানা চেহারার নানা ক্ষমতার স্টান্ড আর সাথে জোজোর ম্যানলিনেস ছিল চোখে পড়ার মত। হাড্ডা হাড্ডি লড়াইয়ে জোজোকে পিছে ফেলে অবশ্য জয়ী ফেট স্টে নাইট। ২০১৪ সালের সেরা একশন এনিমে ”Fate/stay night:Unlimited bladeworks”কে জানাই অভিনন্দন।
এফ এ সি ৫৮
রান্ডম টপিক
সিকাডা[蜩, 茅蜩, ひぐらし]
আনিমেতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে শোনা যায় “বিজবিজবিজ্জজ্জজ”। এটা হল সিকাডার ডাক। সিকাডা আছে অনেক প্রজাতির, এর মধ্যে জাপানে যেটা বেশি পাওয়া যায়, তার বৈজ্ঞানিক নাম Tanna japonensis, বিস্তারিত : http://en.wikipedia.org/wiki/Tanna_japonensis
এই লিঙ্কে গেলে ২ ঘণ্টা ধরে সিকাডার ডাক শুনতে পারবেন। http://www.youtube.com/watch?v=eE-_kNWJXNw
আনিমে সাজেশন
তাতাকাউ শিশো:দ্য বুক অব বান্তোরা [Tatakau Shisho:The Book of Bantorra]
“মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়”? কিন্তু এই আনিমে অনুসারে মানুষ মরে গেলে বই হয়ে যায়, আর তাদেরকে সংরক্ষনের জন্য থাকে যোদ্ধা গ্রন্থাগারিকের দল!
কেন দেখবেনঃ দারুন সব ফাইটিং সিকোয়েন্স, টানটান উত্তেজনাপূর্ণ কাহিনী, এবং হামিউতস মেসেতা।
কেন দেখবেন নাঃ কাহিনী একটু অধারাবাহিক মনে হতে পারে, আর ফিনিশিংটা উদ্ভট গোছের।
ম্যাল রেটিং: ৭.৪৩
আমার রেটিং ৮
মাঙ্গা সাজেশন
জোজো’স বিজার এডভেঞ্চার পার্ট ৭:স্টীল বল রান [JoJo’s Bizarre Adventure Part 7:Steel Ball Run]
যখন “মন্দ কাজ করা যায় সুলভে”, আর তা করেন স্বয়ং ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট, ঘটনা কেমন দাঁড়াবে? চিন্তা করতে কষ্ট হচ্ছে?
আমিই বলে দিচ্ছি, এর পরিণতি হবে পুরো উত্তর আমেরিকা জুড়ে এক ঘোড়দৌড়, যেমনটি আর কেউ দেখেনি, দেখবে না পরেও আর।
এতে অংশগ্রহণকারী কারা?
ভাগ্যদেবীকে হাতের মুঠোয় পোরা পোকোলোকো, প্রাচ্যদেশীয় প্রবীন নরিস্কে, আদিবাসী স্যান্ডম্যান, আরব দেশ থেকে আসা আব্দুল, জিনিয়াস ব্রিটিশ জকি ডিয়েগো ব্র্যান্ডো, রহস্যময় তরুণ জাইরো জেপেলি, আর খোঁড়া এক ওয়াশড আপ জকি জনি জোস্টারসহ কয়েক হাজার প্রতিযোগী! মরুতে উঠল প্রবল ঝড়, ডাইনোসর আসল তেড়ে, অজানা সব শত্রুর আক্রমণ প্রতিনিয়ত। আর এসব কিছুর পিছনেই উদ্দেশ্য কিনা ২০০০ বছরের পুরনো এক কঙ্কাল হাতানো?! ঘোড়ার পিঠে জিন চড়ান ভালমত, শক্ত হাতে ধরুন লাগাম। এ এমন এক যাত্রা, যার হবে এক হাই ভোল্টেজ সমাপ্তি!
কেন পড়বেনঃ কাহিনী সম্পূর্ণ স্ট্যান্ডএলোণ, আগের ৬ কাহিনীর সাথে কোন সম্পর্ক নেই। আরাকি নতুন করে নিজেকে ভেঙে আবার গড়েছেন। সব স্ট্যান্ড এখন আর আগের মত হিউমানয়েড নেই, তাদের সবার নামও সঙ্গীতের সাথে জড়িত নয়। অনেক বেশি ভারসেটাইল তারা, এবং লড়াইয়ে স্ট্যান্ডএর তুলনায় স্ট্যান্ডইউজারের অংশগ্রহন বেশি। মাঙ্গাতে পাশ্চাত্যের পটভূমিতে এমন টানটান কাহিনীর অবতারণা করা, এ মনে হয় এক আরাকির পক্ষেই সম্ভব। কোথাও ঠেকে যাবার জো নেই, কাহিনী পানসে হয়নি কোথাও।
কেন পড়বেন না: কোন কারণ নেই, না পড়া মানে মিস করা।
ম্যাল রেটিং: ৮.৯১[ম্যালে ১৩ নাম্বার]
আমার রেটিং ১০
বি.দ্র.: ইউনাইটেড স্টেটস মানে ইউনাইটেড স্টেটস অব ফ্রিডম না, ইউনাইটেড স্টেটস অব ভ্যালেনটাইন
হাতানো?