la corda d’oro primo passo – by Hrittwik Barua

আ্যনিমে : la corda d’oro primo passo (Kiniro no Corda: Primo Passo)

জনরা : কমেডি , ড্রামা , ম্যাজিক , মিউজিক ।

প্রথম দেখা আ্যনিমেগুলার মধ্যে একটা হওয়ায় এই আ্যনিমের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে । কাহিনী মোটামুটি মানের হলেও অসাধারণ সব ক্লাসিকাল মিউজিক পিসগুলোর কারণে আ্যনিমেটা বেশি ভালো লাগে । Schubert, Chopin, Boccherini, Kreisler, Pachelbel, and Paganini মতো ক্লাসিকাল মিউজিকের মায়েস্ত্রোদের মিউজিক পিসগুলা শুনে আপনি মুগ্ধ হবেনই । যদিও আমি মিউজিকের কিছুই বুঝি না কিন্তু শুনতে ভালো লাগে । মূলত এই আ্যনিমেটা দেখার পরই ইউটিউবে সার্চ করে কিছু ক্লাসিকাল মিউজিক শুনছি ।

গল্প : সেইসো একাডেমির জেনারেল ও মিউজিক ডিপার্টমেন্টের মধ্যে জেনারেল ডিপার্টমেন্টের ছাত্রী হিনো কাহোকো যে আগে কখনোই কোন মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজায়নি । একদিন স্কুলে পৌছাতে দেরী হয়ে যাওয়ায় স্কুল প্রাঙ্গনে হঠাৎ করেই দেখতে পায় মিউজিক ফেইরি লিলি যাকে কিনা কাহোকো ছাড়া আর কেউই দেখতে পায় না । এইখান থেকেই মূলত কাহিনী শুরু হয় । লিলির কারণে স্কুলের ট্র্যাডিশনাল মিউজিক কম্পিটিশানে জেনারেল ডিপার্টমেন্ট থেকে একমাত্র নাম যায় কাহোকোর। যেহেতু কাহোকো কোন মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারে না সে লিলির থেকে একটা ম্যাজিকাল ভায়োলিন পায় যেটা কিনা একমাত্র সেই বাজাতে পারবে যে আসলে বিশ্বাস করে সে ভায়োলিন বাজাতে পারবে । এভাবেই কম্পিটিশানের প্রস্তুতি আর কম্পিটিটরদের নিয়ে কাহিনী আগাতে থাকে । ক্যারেক্টার ডেভেলাপমেন্ট গুলো ভালো লাগছে । যদিও বেশ রোমান্টিক কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন রোমান্টিক জুটি দেখায় না । কাহোকো আসলে কাকে পছন্দ করে সেটা রহস্যই থাকে । ব্যাপারটা একটু অস্বস্তিকর হলেও মজাই লাগে ।

মিউজিক : মিউজিক নিয়ে আসলে আর কিছুই বলার নাই । মিউজিক কম্পিটিশান নিয়ে যেহেতু আ্যনিমেটা আপনি অসাধারণ সব মিউজিক শুনবেন । ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দারুণ ।

আমার পার্সোনাল ফেভারিট আভে মারিয়ার লিঙ্ক দিলাম এখানে : https://www.youtube.com/watch?v=EQYyNGJEsMo

ম্যাল রেটিং : ৭.৮
আমার রেটিং : ৭.৫