Behind the Voices – 20

 

Shimazaki Nobunaga

অনেক সেইয়ূই বলে “ঠাণ্ডা মেজাজের অথবা চুপচাপ চরিত্রের কণ্ঠ দেওয়া বেশ সহজ কাজ, কোন ব্যাপার না” । তবে এই ধরণের চরিত্র তুলে ধরতেও যে এক ধরণের আলাদা দক্ষত্যা লাগে তা দেখিয়েছেন শিমাজাকি নোবুনাগা । অনেক ধরণের চরিত্র করলেও সাধারণত চুপচাপ স্বভাবের চরিত্রগুলো অসাধারণভাবে তুলে ধরার জন্যই তার খ্যাতি মূলত ।

তার কণ্ঠ অভিনয় শুরু ২০০৯ থেকে, যদিও সে বছর মাত্র একটা রোল পায় সে । ২০১২ থেকে শুরু হয় তার সফলতা, সে বছর ৪ টা রোল পায় তিনি যার মধ্যে ২টা মূল চরিত্র এবং আরেকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ চরিত্র । এর বছরগুলো থেকেই সে কম-বেশি ভালো রোল পেতে থাকে । তার সবচেয়ে জনপ্রিয় রোলগুলো হল হারু (Free!), ইজুমি শিনিচি (Parasyte), ফুরুয়া (Ace of Diamond) এবং শিদৌ ইৎসুকা (Date a Live) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল হারু (Free!), সাকুরাই (Kuroko no Basket), সৌজি (Ore, Twintails ni Narimasu) এবং ফুরুয়া (Ace of Diamond) । Ace of Diamond, Free!, Nijiro Days এই আনিমেগুলোর এন্ডিং তিনি আনিমেগুলোর বাকি সেইয়ূদের সাথে গেয়েছেন এবং Tari Tari আনিমেটিতে একটা ইন্সার্ট সং তার গাওয়া ।

তার জন্ম ৬ ডিসেম্বর, ১৯৮৮। সামনে আরও ভালো ভালো রোল পাবেন তিনি সেই আশায় রইলাম।

Shimazaki Nobunaga

 

Kishio Daisuke

কিশিয়ো দাইস্কের তার পুরো ক্যারিয়ার জুরে সব ধাঁচের রোলই অসাধারণভাবে তুলে ধরেছেন কম-বেশি । কিন্তু তিনি সাধারণত প্লে-বয় স্বভাবের অথবা সুদর্শন পুরুষ এসকল চরিত্রগুলোতে কাজ করার জন্যই বেশ পরিচিত । তার কণ্ঠ বলার স্বরের মাঝেই একরকম কেমন জানি আলাদা ভাব আছে ।

তার কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেক ১৯৯৬ সালে এবং তার সবচেয়ে জনপ্রিয় রোল হল Vampire Knight-এর কানামে কুরান । সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তার শৌজো এবং রিভার্স হারেম আনিমের রোলগুলো দিয়েই । তবে অন্য জনরার আনিমেগুলোতেও তার বেশ ব্যতিক্রমি চরিত্র আছে যেমন ক্রাউযার-সানের সাধারণ ভার্শন (Detroit Metal City), ইতাকু (Nurarihyon no Mago), আওনো সুকুনে (Rosario + Vampire) ।

আমার মতে তার সেরা রোল হল নেগিশি (Detroit Metal City), চরিত্রটিকে সাধারণত ভয়ঙ্কর ব্যক্তিত্বেই ( ক্রাউজার-সামা ) চিনে থাকি আমরা তবে তার সাধারণ সেই হাস্যকর ব্যক্তিত্ব যেভাবে তুলে ধরেছে কিশিয়ো দাইস্কে, কাজটা বেশ অসাধারণ ছিল । এছাড়া তার আরও কিছু রোল আমার বেশ পছন্দের সেগুলো হল ইমাদোরি (School Rumble), ইতাকু (Nurarihyon no Mago), নাৎসুমে (Beelzebub), কুরামা (Kamisama Hajimemashitae), হাওয়ার্ড লিঙ্ক (D.Gray-Man), যাজি (Tegami Bachi) ।

তিনি La Corda D’Oro, Kamisama Hajimemashita, Shounen Hollywood, Rosario + Vampire, Cluster Edge, Diabolik Lovers এই আনিমেগুলোতে উইনিটের সাথে ওপেনিং/এন্ডিং অথবা তার চরিত্রের হওয়ে ইন্সার্ট সংগুলো গেয়েছেন ।

তার জন্ম ২৮ মার্চ, ১৯৭৪ । আজ কাল আর নতুন করে কোন রোল করেন না তিনি আর তিনি ভেটেরান সেইয়ূ হিসেবেই পরিচিত এখন সবার কাছে । তিনি এখন নতুন কণ্ঠ অভিনেতাদের কাছে রোল-মডেল ।

Kishio Daisuke

 

Ishihara Kaori

ম্যাজাই আনিমেটি যারা দেখেছেন তাদের নিশ্চই আলাদিন চরিত্রটির কণ্ঠ বেশ কিউট লেগেছেন, এরকম একটা কণ্ঠের নৈপুণ্যতার কারণেই সবচেয়ে বেশি পরিচিত হল ইশিহারা কাওরি । তার কণ্ঠে তীক্ষ্ণ টান রয়েছে এবং বেশির ভাগ সময়ই পার্শ চরিত্রের রোল করে থাকলেও, যে কয়টা করেছেন ওর মাঝেই নানা রকম চরিত্রই ছিল ।

তার কণ্ঠ অভিনয়ের জগতে অভিষেক ২০১০ সালে এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আলাদিন(Magi) চরিত্রটি দিয়েই । আলাদিন বাদে তার আরেকটি উল্লেখযোগ্য রোল হল তানিগাওয়া কান্না (Ano Natsu de Matteiru) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল সাকুরাদা কানাদে (Joukamachi no Dandelion), আলাদিন (Magi) এবং রোজালি (Cross Ange) ।

তার গানের ক্যারিয়ারের এক বড় অংশ ‘YuiKaori’ এই সেইয়ূ ইউনিটটি যার আরেক মেম্বার ওগুরা ইয়ুই । YuiKaori-র অংশ হয়ে তিনি Joukamachi no Dandelion-এর ওপেনিং এবং Kiss x Sis-এর এন্ডিং গেয়েছেন । Kono Naka ni Hitori, Imouto ga Iru! এবং Rinne no Lagrange এই দুইটি আনিমের এন্ডিং তিনি গেয়েছিলেন এবং আরেকটি সেইয়ূ গ্রুপ Stylips-এর মেম্বারও ছিলেন তিনি যাদের হয়ে তিনি Highschool DXD-এর এন্ডিং এবং Saki:Episode of Side-A-এর ওপেনিম গেয়েছিলেন । তিনি Stylips-এর হয়ে একটা এবং YuiKaori-এর হয়ে তিনটা অ্যালবাম এই পর্যন্ত রিলিজ করেছেন ।

তার জন্ম ৬ আগস্ট, ১৯৯৩ । তার কণ্ঠটা বেশ কিউট, তার আরো রোল পাওয়া দরকার ।

Ishihara Kaori

 

Ogura Yui

ললি জিনিশটা এখন আনিমের চরিত্রগুলোর মাঝে একটা আলাদা আইকন হয়ে দারিয়েছে, এই কথা সবাই মানে । এই চরিত্রগুলোর কথা-বার্তার ধরণই অনেক সময় সাধারণ চরিত্রগুলোর তুলনায় আলাদা হয়, আর এদের আনিমের মাঝে দেখা না পাওয়ায় আজ-কাল বিরল একটা বিষয় । এই ধরণের চরিত্র নির্ভুলভাবে তুলে ধরায় যাদের দক্ষ হিসেবে গণ্য করা হয়, তাদের একজন ওগুরা ইয়ুই । তার কণ্ঠটা বেশ নরম, অনেকটা হিদাকা রিনার কণ্ঠের মতই শুনাবে । সুধু কণ্ঠ দিয়ে নয়, তার ললি চরিত্রগুলো তুলে ধরার দক্ষতা দিয়েও অনেকে তাকে হিদাকা রিনার সাথে তুলনা করেন । “হিদাকা রিনা কে ?”, তিনি হল এমন একজন যাকে ধরা হয় যে ললি চরিত্রগুলো সবচেয়ে ভালো করে তুলে ধরতে পারেন এমন এক কণ্ঠ-অভিনেত্রী । তবে আজ-কাল আনিমেগুলোতে মিনাসে ইনোরি তার নাম-ডাক সব কেড়ে নিয়ে যাচ্ছে ।

তার কণ্ঠ অভিনেত্রী হিসেবে অভিষেক ২০০৯ সালে । এরপর বেশ কিছু আনিমেতে মূল চরিত্র হিসেবে রোল করে তিনি পরিচিতি পেয়েছেন, যেমন আলিস (Kamisama no Memochou), সুৎসুকাকুশি সুকিকো (Hentai Ouji to Warawanai Neko) । তার কণ্ঠটা আমার কাছে বেশ কিউট লাগে এবং তার করা পছন্দের রোলগুলো হল কোকোনা (Yama no Susume), হিনাতা (Ro-Kyu-Bu), ফুসে মিদোরি (Black Bullet), আথেনা (Campione!), সাকুরাদা হিকারি (Joukamachi no Dandelion) এবং ক্রিস (Cross Ange) ।

তার গানের ক্যারিয়ারের এক বড় অংশ ‘YuiKaori’ এই সেইয়ূ ইউনিটটি যার আরেক মেম্বার ইশিহারা কাওরি । YuiKaori-র অংশ হয়ে তিনি Joukamachi no Dandelion-এর ওপেনিং এবং Kiss x Sis-এর এন্ডিং গেয়েছেন । Aquarion Evol, Campione, Oreimo 2, Unbreakable Machine Doll, Saikin Imouto no Yousu ga Chotto Okashiinda ga, Ro-Kyu-Bu!, Seiken Tsukai no World Break এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং/ইন্সার্ট সং-এ তার কণ্ঠ ছিল । তিনি আরেকটি সেইয়ূ গ্রুপ Stylips-এর মেম্বারও ছিলেন এবং ইশিহারা কাওরির সঙ্গে একসাথেই Stylips ত্যাগ করেছিলেন, তাদের হয়ে তিনি Highschool DXD-এর এন্ডিং এবং Saki:Episode of Side-A-এর ওপেনিম গেয়েছিলেন । তিনি Stylips-এর হয়ে একটা এবং YuiKaori-এর হয়ে তিনটা অ্যালবাম এই পর্যন্ত রিলিজ করেছেন ।

তার জন্ম ১৫ আগস্ট, ১৯৯৫ । তার সবচেয়ে বড় পরিচিতি কিন্তু সেইয়ূ নয় বরং আইডল হিসেবে । আজকাল ললি চরিত্রগুলোর কণ্ঠ-অভিনয়ে দক্ষ এরকম সব কণ্ঠ-অভিনেত্রীদের পরিমান বেড়ে যাচ্ছে, ওগুরা ইয়ুই এবং তাদের মাঝে রোল পাওয়ার রেসটা দেখতে বেশ ইন্টারেস্টিং হবে ।

Ogura Yui

Comments