মাঙ্গা রিভিউ: Emerging — আতা-এ রাব্বি আব্দুল্লাহ

মাঙ্গা রিভিউ : Emerging
মাঙ্গাকা : হোকাজোনো মাসাইয়া

দুনিয়াতে যে কত ধরনের হররের ক্ষেত্র আছে তা আর হিসাব করা যায় না । ভূত পেত্নী, সাইকো, নানা ফোবিয়া এমন অনেক কিছু । মাঝখানে বিভিন্ন হরর মুভি বা গল্পের জন্য একটি কমন প্লট ছিল মহামারী রোগ। কোয়ারেনটিন, ওয়ার্ল্ড ওয়ার জি মুভি বা বিখ্যাত প্লেগ উপন্যাসের বিষয় বস্তু ছিল এই মহামারী এবং সত্যি কথা বলতে এটাই সব হরর জেনারের মধ্য সবচেয়ে বাস্তবসম্মত । তো এই মহামারী নিয়ে যে কয়টি ভালো মাঙ্গা লেখা হয়েছে , তার মধ্যে এমার্জিং অন্যতম ।

Emerging 1
কাহিনী: একদিন সুন্দর সকাল দেখে প্রত্যেকদিনের মতোই আপনি কলেজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়লেন । বন্দ্ধুদের সাথে আড্ডা , প্রিয়জনের সাথে দেখা করে আপনার একটা ভালই দিন কাটলো । আপনি বাসায় যাবেন বলে রাস্তার ওপারে দাড়িয়ে আছেন ,হঠাত্‍ করে একজন লোক আপনার পাশে রাস্তায় ছটফট করতে করতে পড় গেলো এবং তার শরীর ফেটে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়লো । দিনটা আপনার বেশ খারাপভাবে শেষ হলো কিন্তু আপনি কি জানেন আপনার ভাগ্যে আরো ভয়াবহ কি অপেক্ষা করছে ।আপনি কি জানতেন সে ব্যাক্তি শরীরে বহন করছে প্রাণঘাতী এবং শরীরে পঁচিয়ে দেওয়া এক ভাইরাস !? ৩দিন যেতে না যেতেই সব হাসপাতালে প্রচুর রোগী ভিড় করতে লাগলো যাদের সবার উপসর্গ একই , এবং তা হলো প্রচন্ড জ্বর , রক্তক্ষরন এবং শরীরের আর্টারী ফুলে যাওয়া ইত্যাদি । তখন তরুন ডাক্তার ওনতেরা ও সেকুগিচি একে প্রথমে ইবোলা ধরে নিয়ে আগাতে থাকে , কিন্তু আসলে কি তাই ? এশিয়ার চিকিত্‍সা ক্ষেত্রে অন্যতম সেরা দেশ আসলে কিসের সম্মুখীন হচ্ছে !? মহামারীর সময় একটি দেশের জনগণ ও সরকার কি পরিস্থিতি হয় ,সে সম্পর্কে বেশ ভালো ধারণা এই মাঙ্গা দিতে পারবে ।

Emerging 2
মাঙ্গার প্লট খুবই কমন হলেও প্রথম দিককার চ্যাপটার গুলো খুবই সাসপেন্স যুক্ত । কিন্তু সবচেয়ে হতাশাজনক হচ্ছে এর এন্ডিং যা খুবই তাড়াহুরা করে শেষ করা হয়েছে । এর কাহিনী আরও ভালো করা যেত এবং এ মাঙ্গা পড়ার সময় অনেকেই হয়তো এর শেষে কি হবে তা আগেই ধরে ফেলতে পারবো । কিন্তু যারা ঠিক বেশি হরর বা ট্র্যাজিক এন্ডিং পছন্দ করে না কিন্তু হরর বা সাসপেন্সের স্বাদ নিতে চায় , তারা মাঙ্গাটি ট্রাই করে দেখলে মন্দ লাগবে না আশা করি !
আমার রেটিং : 7/10

Emerging 3

Comments