এনিমখোর আর্ট কম্পিটিশন feat. DHAKA Comics [২০১৬]

animekhor art competition dhaka comics 2016

  • ঘোষণাঃ

এনিমখোরের বেশ কিছু বড় বড় কন্টেস্ট হয়ে গেছে বিভিন্ন সময়ে। রিভিউ কন্টেস্ট সবচেয়ে নিকট অতীতের উদাহরণ। এর পরেও একটা বিষয়ে কন্টেস্ট করতে চেয়েও শেষমেশ আমরা করার সাহস করি নি কখনও – Artworks।
অবশেষে সেই সাহসটাও করে ফেলছে এনিমখোর প্রথম “এনিমখোর আর্ট কম্পিটিশন। এবং শুধু সেটুকুতেই শেষ না, আমরা প্রথমবারেই এক ‘টেকনিকাল’ পার্টনারও পেয়ে গেছি। বাংলাদেশের কমিক্স জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠান DHAKA Comics। ঢাকা কমিক্স পার্টনার হয়ে কি লাভ সেটা দেখতে প্রথমেই এক লাফে নিচে Prize অংশটা দেখে আসতে পারেন।

আরেকটা যে কারণে আমরা কন্টেস্ট নিয়ে অনেক কনফিউশনে থাকতাম তা হল কন্টেস্টের থিম। আমরা সবসময়ই চাই অরিজিনাল আর্টওয়ার্ক, ইনোভেশন, এগুলোকে অনুপ্রাণিত করতে। সে কারণেই থিমটাতেও আনতে চেয়েছি একটু বৈচিত্র্য।

  • Theme:

“Mash-ups”

উদাহরণস্বরূপ:
a) এক আনিমের environment এবং অন্য আরেক আনিমের চরিত্র
b) বিভিন্ন আনিমে থেকে একই জাতীয় চরিত্র একত্রে ছবিতে অন্তর্ভুক্ত করা
c) বিভিন্ন আনিমের চরিত্রদের মধ্যে Shipping করে আঁকা ছবি (তবে Yaoi, Yuri shiping-গুলি allowed নয়)
অর্থাৎ একাধিক আনিমের মধ্যে যেকোনধরণের ম্যাশাপ করতে হবে। তবে উপরের ৩টা আইডিয়া থেকেই ম্যাশাপ করতে হবে – এমনটা বাধ্যতামূলক নয়।

  • Rules:

১। শুধুমাত্র ট্রেডিশনাল আর্ট গ্রহণযোগ্য [ডিজিটাল আর্ট গ্রহণযোগ্য নয়]
২। Inking, Coloring [Pencil/Pastle/Poster/Water/Oil Painting], Sketch [Pencil/Charcoal], এগুলার কম্বিনেশন: সব এলাউড
৩। কাগজের ফরম্যাট: A3, A4; Landscape
৪। আঁকা ছবিটি স্ক্যান করে স্ক্যান ভার্শন পাঠাতে হবে। ক্যামেরায় ছবি তুলে পাঠানো গ্রহণযোগ্য নয়।
৫। ছবির একটি কমন থিম থাকলেও অরিজিনাল আর্টওয়ার্ক/ফ্যান-আর্টকে উৎসাহিত করা হচ্ছে। হুবহু নেটে পাওয়া যাওয়া কোন ছবি দেখে কপি-পেস্ট করার বদলে নিজ থেকে নতুনত্ব কিছু নিয়ে আনাটাকে অনেক বেশি উৎসাহিত করা হবে।
৬। ভোটিং-এর ব্যাপারে লাইকের উপর কিছু মার্ক থাকছে, তবে বিচারকদের হাতে বেশিরভাগ পয়েন্ট থাকবে।
৭। একজন কন্টেস্ট্যান্ট সর্বোচ্চ একটা এন্ট্রি পাঠাতে পারবেন।
৮। Bleach, Naruto, One Piece, Dragon Ball, Fairy Tail – এই কয়টি আনিমের চরিত্র বা পরিবেশ বা অন্য কোন element না দেবার জন্যে অনুরোধ করা হচ্ছে। এখান থেকে কোন উপাদান বা চরিত্র রাখা হলে পয়েন্ট কাটা হবে। আনিমে বলতে শুধুমাত্র এই ৫টি আনিমেই নাই পৃথিবীতে, আরও অনেক রকমের অনেক ধরণের আনিমে আছে, সেখান থেকে আপনার আইডিয়া অনুযায়ী ম্যাশাপ করে পাঠিয়ে দিন।

  • Submission:

আপনার আর্টওয়ার্ক স্ক্যান করে হাই রেজোল্যুশন ছবি পাঠিয়ে দিতে হবে animekhor@gmail.com এ। সময়সীমা শেষে আমরা সবগুলো এন্ট্রি ফেসবুক গ্রুপে অ্যালবাম আকারে এবং একই সাথে আমাদের এই ওয়েবসাইটে আপলোড করে দিব সবার দেখার উদ্দেশ্যে।

  • Time Limit:

June 7th, 2016

  • Prize:

১। সামনে প্রকাশিতব্য DHAKA Comics-এর ম্যাগাজিন কমিকBuzz এ ফিচারড হবে প্রথম তিন বিজয়ীর আর্টওয়ার্ক।
২। তিনজনের জন্যই থাকবে বিভিন্ন ড্রয়িং টুলস।