ঘোষণাঃ “আসন্ন ঈদ উপলক্ষে গ্রুপে এক চমকপ্রদ প্রতিযোগিতার সিধান্ত নিয়েছেন অ্যাডমিন আসিফ। এবং উনার সঙ্গে সায় দিয়েছেন বাকি অ্যাডমিন প্যানেল। এইবারের প্রতিযোগিতা, কে কত এনিম নিয়ে জানে বা পারে তা নিয়ে নয়, বরং কার শৈল্পিক রুচি কেমন সেই প্রতিযোগিতা। গ্রুপের সবাই এই প্রতিযোগিতায় নির্দ্বিধায় অংশগ্রহন করতে পারবে এতে কোন সন্দেহ নেই।
অংশগ্রহনের জন্য যা করতে হবে সেটা হচ্ছে, নিজের পছন্দের এনিম ওয়ালপেপার বা আর্ট বা নিজের হাতের ছবি আপ দিলেই হবে ।শুধু ছবির এক কোনায় একটু স্পষ্ট করে লিখতে হবে ‘এনিমেখর’ বা ‘animekhor’
যার ছবিতে সবচেয়ে বেশী লাইক পড়বে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, বিজয়ী একের অধিক হবে, তবে কতজন হবে তা রেসপন্স দেখে পরবর্তীতিতে সিধান্ত নেওয়া হবে 🙂
পুরস্কারঃঈদের দিন হতে ৭দিন করে করে, বিজয়ীদের ছবি গ্রুপের কভার ফটো হিসেবে দেওয়া হবে 🙂
সীমাবদ্ধতাঃ ‘একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টা ছবি দিতে পারবে (সেটা একই এনিমেরও হতে পারবে বা ৫টা ভিন্ন এনিমেরও হতে পারবে”
কন্টেস্টের সব এন্ট্রিঃ