ইফ ইউ লাইকড ‘Mahou Shoujo Madoka★Magica’ ইউ মে অলসো লাইক ‘Yuuki Yuuna wa Yuusha de Aru’
বাংলায় এনিমে নিয়ে আড্ডার কমিউনিটি
ইফ ইউ লাইকড ‘Mahou Shoujo Madoka★Magica’ ইউ মে অলসো লাইক ‘Yuuki Yuuna wa Yuusha de Aru’
ইফ ইউ লাইকড ‘Working!!’ ইউ মে অলসো লাইক ‘Servant x Service’
Grisaia no Kajitsu (গ্রিসাইয়া নো কাজিতসু)
English: Le Fruit de la Grisaia
Synonyms: The Fruit of Grisaia
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=rta5-jcNgvA)]
“In this world, when you face forward, that’s the future. When you look back, it’s a memory. And if you clip a part of it out, that becomes a story.”- Kazami Yuuji.
সেইসব মানুষদের কি হয় যারা তাদের পরিস্থিতির শিকার হয়েই অন্যদের থেকে একটু আলাদা?
তারা তাদের উপর চাপিয়ে দেয়া বোঝা নিয়েই সারাজীবন কাটাতে বাধ্য হয় নাকি তারাও পেতে পারে মুক্তির সন্ধান? অন্যদের থেকে আলাদা এমনই ৬ জনকে নিয়েই Grisaia no Kajitsu এর কাহিনি যারা তাদের পরিস্থিতির শিকার হয়েই একই ছাদের নিচে পড়তে আসে।
স্টোরি/ কাহিনিঃ (৮.৫/১০)
কাহিনি এর শুরু হয় Kazami Yuuji এর Mihama Academy তে ট্রান্সফার করার মাধ্যমে। পুরো স্কুলে মাত্র ৫ জন মেয়ে আর Yuuji ই একমাত্র ছেলে। ১ম এপিসোড থেকেই এই অ্যানিমের জনরা সাইকোলজিক্যাল হওয়ার আবহ পাওয়া যায়। এই অ্যানিমের কাহিনি প্রধানত মেয়েগুলোর ব্যাকস্টোরি নিয়ে যার প্রতিটা কাহিনি ই সাইকোলোজিক্যাল আর কষ্টের। ৫ জনের ৫ টা আর্ক, প্রতিটা ২-৩ এপিসোডের। ৫ টা মেয়ে; কেন তারা এইরকম আর Yuuji এর তাদের সাহায্য করে তাদের অতীত জীবন থেকে মুক্ত করার চেষ্টা নিয়েই পুরো কাহিনি। ৫ জনের ৫ টা রুট এডাপ্ট করেছে এই ১৩ এপিসোড এ। যদিও VN এর তুলনায় কাহিনিগুলো বেশ রাশড ছিলো তাও দেখতে আর বুঝতে খারাপ লাগে না। কাহিনিতে হিউমার, ফ্যানসার্ভিস, সিরিয়াসনেস বেশ ভালোভাবেই মেইনটেইন করা হয়েছে।
আর্টঃ (৮.৫/১০)
8bit এর করা অ্যানিমেশন বেশ ভালো আর হাই কোয়ালিটির ছিলো, কাহিনির ডার্ক সাইডগুলো বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। ক্যারেক্টার ডিসাইন অনেকটা পরিচিত মনে হতে পারে কারণ Monogatari series এর ক্যারেক্টার ডিসাইনার Akio Watanabe এর করা। ভিএন এর সাথে অ্যানিমেই এর ক্যারেক্টার আর ব্যাকগ্রাউন্ড দৃশ্যগুলোর মিল থাকার জন্য দেখতে ভালোই লেগেছে।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=XpGBzWvcNTI)]
সাউন্ডঃ (৯/১০)
Junpei Fujita এর করা Grisaia no Kajitsu এর OST গুলো অনেক ভালো আর সবচাইতে ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউসিক এর ব্যাবহারগুলো। OST গুলো VN এর টাই ইউস করেছে কিন্তু বেশ ভালোভাবেই প্রতিটা মুহূর্তকে ফুটিয়ে তুলেছে। কমেডি এর জায়গায় কমেডিক আর সাসপেন্স এর জায়গায় সাসপেন্স ইনডিউস করা OST গুলো দৃশগুলোকে আরো ইনটেন্স করে তুলেছে। Maon Kurosaki এর গাওয়া Opening song টা বেশ ভালো ছিলো, গানের লিরিক্স টাও গানের সাথে মিশে যেন সবার ব্যাকস্টোরিটাই তুলে ধরেছে (https://www.youtube.com/watch?v=bTOIl8Uwotw). আলাদা ফিমেইল ক্যারেক্টারদের আর্ক শেষে তাদের ED থাকেলেও কমন Ending song টাই সবচাইতে ভালো লেগেছিলো (https://www.youtube.com/watch?v=cs1L9FUbsBI), এই এন্ডিং সং এর চিবি ক্যারেক্টারগুলো একটু বেশই কিউট।
ক্যারেক্টারঃ (৯/১০)
Grisaia no Kajitsu এর সবগুলো ক্যারেক্টারই ইন্টারেস্টিং আর মনে রাখার মত। Onee-san টাইপ ক্যারেক্টার Amane Suou, Tsundere-blonde ক্যারেক্টার Michiru Matsushima, loli ক্যারেক্টার Makina Irisu, Maid ক্যারেক্টার Sachi Komine, Kuudere ক্যারেক্টার Yumiko Sakaki আর Stoic ক্যারেক্টার Yuuji Kazami. প্রতিটা ক্যারেক্টারই টাইপ দেখে জেনেরিক মনে হতে পারে কিন্তু একেকজনের ব্যাকস্টোরি একেকটা ক্যারেক্টারকে মেমোরেবল করে তুলে। Makina এর করা পারভার্টেড জোকগুলো, Sachi এর করা কমেন্টগুলো, Yuuji আর Yumiko এর বলা philosophical কথাগুলো মনে রাখার মতো।
এঞ্জয়মেন্টঃ (৮.৫/১০)
৫ টা আর্ক অনেকটা রাশড হওয়ায় কাহিনির ফ্লো একটু কম মনে হলেও দেখতে বোরড লাগে না। ঠিক জায়গায় OST এর ব্যাবহার আর অ্যানিমেশন ভালো হওয়ার জন্য দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। Amane এর আর্কটাই বেশ ভালোভাবে এডাপ্ট করা হয়েছে ৪ এপিসোড নিয়ে আর এই আর্কটাই সবচেয়ে বেশি এক্সাইটিং আর এঞ্জয়েবল ছিলো।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=EPPOK-sJBfM)]
ওভারঅলঃ (৮/১০)
Front Wing visual novel কোম্পানির প্রোডিউস করা Griasaia no Kajitsu ভিসুয়াল নভেল থেকে এডাপ্ট করা অ্যানিমেই Grisaia no Kajitsu. এই অ্যানিমেই দেখার সময়ই একটা কথা চিন্তা হতে থাকে যে প্রায় ৫০+ ঘন্টার visual novel মাত্র ২৩ মিনিটের ১৩ টা এপিসোডে কেন এডাপ্ট হচ্ছে?! কিন্তু visual novel টা না পড়েও অ্যানিমেই টা দেখতে খুব বেশি খারাপ লাগে না বরং অ্যানিমেই টা দেখেই visual novel টা পড়ার আগ্রহ বেড়ে যায়। হারেম, সাইকোলজিক্যাল জনরার অ্যানিমেই হলেও সবকিছু মিলিয়ে Grisaia no Kajitsu বেশ ইন্টারেস্টিং একটা অ্যানিমেই।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=jqniKQJCvfQ)]
Non Non Biyori (নন নন বিয়োরি)
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=iYEaitHu1T4)]
আপনার জীবন কি অনেক স্ট্রেসফুল? অনেক কিছু নিয়ে চিন্তিত আর মনের শান্তি নাই? Non Non Biyori দেখতে বসে যান কিছুক্ষণের মধ্যেই সব চিন্তা ভাবনা নাই হয়ে যাবে আর আপনার মন এক অন্যরকম পরিপূর্ণতায় আর স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যাবে। Non Non Biyori তার সাধারন প্লট, আর্ট, সাউন্ডট্র্যাক, আর হাল্কা মজার ঘটনাগুলো দিয়েই আপনাকে অন্য এক আবহ আর পরিবেশে নিয়ে যাবে।
স্টোরি/ কাহিনিঃ (৮.৫/১০)
নন নন বিয়োরি এর কাহিনি খুবই সাধারণ। Hotaru এর বাবার কাজের কারণে Hotaru তার পুরো পরিবারের সাথে গ্রামে ট্রান্সফার করে। সে যেই স্কুল এ যায় সেখানে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রী একই শ্রেণীকক্ষে একসাথে ক্লাস করে আর সেই পুরা স্কুল এ মাত্র এই ৫ জন ছাত্র-ছাত্রী আর একজন শিক্ষক ছাড়া আর কেউ নেই। Hotaru আর তার স্কুলে পরিচিত হওয়া ৩ জনের সাথেই নিত্যদিনের কাজকর্ম নিয়ে নন নন বিয়োরি এর কাহিনি। কাহিনি অনেকটা এপিসোডিক আর কোন ধরণের টুইস্ট নেই। আর প্রতি এপিসোড এ এদের ইন্টার্যাকশন আর ছোট-খাট মজার, হাসির আর হার্ট মেল্টিং গল্প দিয়েই কাহিনি আর সেটিংস এর বিল্ড-আপ। কাহিনিগুলো লাইট টোনের আর আর এইসব কাহিনি ই আপনার মধ্যে বিভিন্নরকম ইমোশোনের সৃষ্টি করবে।
আর্টঃ (১০/১০)
Non Non Biyori এর সবচাইতে বেশি ভালো দিক হচ্ছে এর আর্ট। গ্রামের প্রত্যেকটা দৃশ্যই অসাধারণ আর শ্বাসরুদ্ধকর। সবুজ এ ভরপুর প্রতিটা দৃশ্যই এতটাই প্রাণবন্ত যে শুধু দৃশ্যগুলার দিকেই একটানা তাকিয়ে থাকতে ইচ্ছা করে। গ্রামের দৃশ্যগুলো দেখতে এতটাই সুথিং যে দেখলে মন ঠাণ্ডা হয়ে যায়। Silver Link এর করা অ্যানিমেশন এর জন্যই আর্ট এতটা সুন্দর লেগেছে, যেটাকে সিনারিপর্ণ বললেও ভুল হবে না। একই সাথে ক্যারেক্টার ডিসাইন ও বেশ ভালো আর ব্যাকগ্রাউন্ড এর সাথে ভালোভাবেই মানিয়ে গেছে। সব ঋতু কেই খুব ভালোভাবে অ্যানিমেট করেছে আর রাতের আকাশ, সূর্যোদয়, সূর্যাস্ত তো আছেই।
[শুনতে থাকুন (https://soundcloud.com/tasogarekeshiki/26-natsu-yasumi)]
সাউন্ডঃ (৮.৫/১০)
নন নন বিয়োরি এর সুথিং ব্যাকগ্রাউন্ড এর সাথে সুথিং সাউন্ডট্র্যাকগুলো খুব ভালোভাবে মানিয়ে গেছে আর সাউন্ডট্র্যাকগুলোর জন্যই নন নন বিয়োরি এর প্রশান্ত আবহ টা আরো ভালোভাবে ফুটে উঠেছে। হালকা মুড এর এই সাউন্ডট্র্যাকগুলো এমনিতে শুনতে যতটা প্রশান্তিকর আর প্রাণবন্ত তা কাহিনি এর সাথে মিলে প্রতিটা মুহূর্তকে আরও বেশি প্রশান্তিকর আর প্রাণবন্তময় করে তুলে। ওপেনিং আর এন্ডিং সং টাও বেশ ভালো। nano.RIPE এর গাওয়া ওপেনিং সং টা যেমন অনেকটা প্লে-ফুল আবহ তুলে ধরে[https://www.youtube.com/watch?v=dXQPjubIHJI] তেমনি মেইন ৪ ক্যারেক্টার এর ভয়েস এক্টরদের গাওয়া এন্ডিং সং টাও ক্যারেক্টারদের ইনোসেন্ট দিক টা তুলে ধরে। এন্ডিং সং টা অনেক এডোরেবল। [https://www.youtube.com/watch?v=dXQPjubIHJI]
ক্যারেক্টারঃ (৮/১০)
নন নন বিয়োরি এর ক্যারেক্টারগুলো ডিসেন্ট। Hotaru শহর থেকে আশা ভালো মেয়ে, গ্রামের দুই বোন Komari আর Natsumi আর সবচাইতে ছোট Renge. প্রতিটা ক্যারেক্টার ই ইউনিক আর ইন্টারেস্টিং। ক্যারেক্টারদের মাঝে ইন্টারেকশনের মাধ্যমেই ক্যারেক্টার ডেভলপমেন্ট হয়। Natsumi এর Komari সেনপাই এর জন্য বাড়তি অ্যাফেকশন, এমনকি সাইড ক্যারেক্টার দাগাশিয়া (সুইট শপ অওনার) এর সাথে Renge এর মজার কথাবার্তা, বাইরে থেকে দাদিবাড়িতে গ্রীষ্মের ছুটিতে আশা Honoka এর সাথে Renge এর ঘুরেবেড়ানো এইসব ছোটখাট জিনিস ও মনে রাখার মত। এইসব ইন্টার্যাকশন এতটাই কিউট যে এমনিতেই ‘Aweee…’ বলে ফেলতে হয়।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=vwxeYwdL_9A)]
এঞ্জয়মেন্টঃ (১০/১০)
Non Non Biyori এর প্রতিটা কাহিনি ই এর সাউন্ডট্র্যাক আর প্রাণবন্ত দৃশ্যের জন্য অনেক বেশি সুথিং হয়ে উঠে। আর একবার ভালো লাগলে একটানা না দেখে উঠতে ইচ্ছা করে না। কাহিনি এর ফ্লো এতটাই ভালো যে যদিও সব নিত্যদিনের সাধারণ কাহিনি তবুও দেখতে বোরিং লাগে না, বারবার দেখলেও মন এ একই প্রশান্তি লাগে।
ওভারঅলঃ (৯/১০)
এককথায় বলতে গেলে Non Non Biyori আমার দেখা সবচাইতে সুথিং অ্যানিমেই আর Slice of Life genre এর অন্যতম শ্রেষ্ঠ অ্যানিমেই। অশান্ত মন এর জন্য এই অ্যানিমেই টা ওষুধ হিসেবে কাজ করে। রিল্যাক্স করার জন্য আর মন ঠাণ্ডা করার জন্য এর মত আর অ্যানিমেই কমই আছে। সবকিছু মিলিয়ে Non Non Biyori slice of life জনরা এর মাস্টারপিস আর ডিফাইনিং টাইটেল।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=46OcuKblgGE)]
ইফ ইউ লাইকড ‘Shiki’ ইউ মে অলসো লাইক ‘Higurashi no Naku Koro ni’
আপনার কাছে ‘Shiki’ ভালো লাগলে ‘Higurashi no Naku Koro ni’ ও ভালো লাগতে পারে
কারণ-
‘Shiki’ ও ‘Higurashi no Naku Koro ni’ এর মধ্যে মিল-
* দুইটা অ্যানিমেই এর কাহিনি ই একটা ছোট শান্ত গ্রামে ঘটে। * একই আবহ আর পরিবেশ।
* সুপারন্যাচারাল মার্ডার মিস্টেরি নিয়ে কাহিনি।
* অনেক গোরি আর ভায়োলেন্ট সিন আছে।
* মেইন মেইল ক্যারেক্টার শহর থেকে গ্রামে ট্রান্সফার হয়ে আসার পর ই কাহিনি শুরু হয়।
* ক্যারেক্টারদের মধ্যে মিল।
* গা ছমছমে আবহ সৃষ্টি করা ব্যাকগ্রাউন্ড মিউসিক।
* এক বিশেষ ধরণের ‘অসুখ/রোগ’ যা সবার মধ্যে ছড়িয়ে পড়ে তা কাহিনির অনেকটা মূল বিষয়।
* ‘অসুখ/রোগ’ যা গ্রামের সবাই ‘অভিশাপ’ বলে মনে করে।
* মিস্টেরি, সুপারন্যাচারাল, হরর, থ্রিলার জনরার।
‘Shiki’ ও ‘Higurashi no Naku Koro ni’ এর মধ্যে অমিল-
* Shiki তে ভ্যাম্পায়ার আছে যা Higurashi তে নাই।
* Shiki এর ২য় সিসন নাই কিন্তু Higurashi এর ২য় সিসন আছে এবং ২ সিসন মিলেই কাহিনি পূর্ণতা পায়।
* Higurshi তে সাইকোলজিক্যাল অংশ Shiki এর চাইতে বেশি।
* Higurshi তে হালকা স্ল্যাপস্টিক কমেডি আছে যা Shiki তে একেবারেই কম।
* Shiki, Higurashi no Naku Koro ni এর ৪ বছর পরে রিলিস পেয়েছে তাই Shiki এর অ্যানিমেশন Higurashi no Naku Koro ni এর চেয়ে ভালো।
ইফ ইউ লাইকড ‘Mars of Destruction’ ইউ মে অলসো লাইক ‘Tenkuu Danzai Skelter+Heaven‘
আপনার কাছে ‘Mars of Destruction‘ ভালো লাগলে ‘Tenkuu Danzai Skelter+Heaven‘ ও ভালো লাগতে পারে
কারণ-
‘Mars of Destruction‘ ও ‘Tenkuu Danzai Skelter+Heaven‘ এর মধ্যে মিল-
* দুইটাই ১ এপিসোড এর OVA.
* সেইম স্টুডিও, Idea Factory, এর করা।
* Director Yoshiteru Satou.
* সেইম জনরার। সাই-ফাই।
* 19 minutes of pure awesomeness.
* এলিয়েনদের হাত থেকে পৃথিবীকে বাচানো নিয়ে কাহিনি।
‘Mars of Destruction‘ ও ‘Tenkuu Danzai Skelter+Heaven‘ এর মধ্যে অমিল-
* ‘Mars of Destruction’ ও ‘Tenkuu Danzai Skelter+Heaven’ এর স্ক্রিপ্টরাইটার ভিন্ন।
* ‘Tenkuu Danzai Skelter+Heaven’ এর Script আর Screenplay ও Director Yoshiteru Satou এর করা।
ইফ ইউ লাইকড ‘Angel Beats!’ ইউ মে অলসো লাইক ‘Little Busters! & Little Busters!: Refrain‘
আপনার কাছে ‘Angel Beats!‘ ভালো লাগলে ‘Little Busters! & Little Busters!: Refrain‘ ও ভালো লাগতে পারে
কারণ-
‘Angel Beats!‘ ও ‘Little Busters! & Little Busters!: Refrain‘ এর মধ্যে মিল-
* Key visual novel studio এর করা।* স্ক্রিপ্টরাইটার Jun Maeda.
* সেইম জনরার। Comedy, Drama,School, Supernatural.
* অনেকটা সিমিলার কনসেপ্ট।
* ক্যারেক্টারদের মিল।
* স্কুলে বন্ধুরা মিলে মজা করার লাইটহার্টেড কমেডি এর মাঝেই ইমোশোনাল কাহিনি + বেইসবল + Feels.
* সাউন্ডট্র্যাক বেশ ভালো।
* ভালো ভিসুয়াল।
* মেইন ক্যারেক্টার এর মিল। অন্যদের তাদের জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে।
* ড্রামাটিক, স্যাড আর অনেক বেশি ইমোশোনাল।
* ফানি র্যান্ডম এন্ড ব্যাটল সিন।
* ক্যারেক্টার সেন্ট্রিক প্লট।
* সেইম ভাইব আর এনভায়রোমেন্ট।
‘Angel Beats!’ ও ‘Little Busters! & Little Busters!: Refrain‘ এর মধ্যে অমিল-
* Little Busters! & Little Busters!: Refrain ভিসুয়াল নভেল থেকে এডাপ্ট করা। Angel Beats! এর ভিসুয়াল নভেল অ্যানিমেই এর অনেক পরে (মাত্র কয়েকদিন আগে) রিলিস পেয়েছে।
* Little Busters! এর পুরা কাহিনি ২ সিসন মিলে।
* একটাতে এন্ডিং স্যাটিসফাইং।
Natsume Yuujinchou (নাতসুমে ইউজিনচো)
English: Natsume’s Book of Friends
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=Jpmb-X12HG8)
অনেক ছোটবেলা থেকেই টিনেজেড Natsume Takashi (নাতসুমে তাকাশি) ইয়োকাই (জাপানে ইয়োকাই হচ্ছে ভূত, প্রেত) দেখতে পায়। বাবা-মা হারা নাতসুমে এই কথা সবার কাছ থেকে গোপন রাখে। অনেক আত্মীয়ের বাসা-বাসায় থেকে অবশেষে নাতসুমে যখন তার বাবা-মার এর এক ভালো আত্মীয়ের বাসায় স্থায়ীভাবে থাকতে শুরু করে সেখানে সে তার দাদির রেখে যাওয়া একটা বই পায় যেখানে অনেক ইয়োকাই এর নাম লেখা। স্পিরিচুয়াল শক্তির অধিকারি নাতসুমের দাদি নাতসুমে রেইকো এইসব ইয়োকাই দের হারিয়ে তাদের আনুগত্যের প্রমাণ হিসেবে তাদের নাম এই বই এ রেখে দিয়েছিল। এই বই পাওয়ার পর থেকে তার কাছে একে একে সব ইয়োকাই রা আসতে থাকে তাদের নাম ফেরত নিতে। এমনই এক ইয়োকাই এর কাছে থেকে পালানোর সময় তার দেখা হয় এক শক্তিশালী ফক্স স্পিরিট “মাদারা” এর সাথে। ঘটনাক্রমে তার বডিগার্ড মাদারা এর সাথে নাতসুমে এর সব ইয়োকাইদের নাম ফিরিয়ে দেয়ার যাত্রা শুরু হয় ।
স্টোরি/ কাহিনিঃ (১০/১০)
“Thank you…for not growing to hate humans.”
নাতসুমে ইউজিনচো এর কাহিনি এপিসোডিক। প্রতি পর্বে একটা করে নতুন ইয়োকাই আসে নাতসুমে এর কাছ থেকে তার নাম নিতে আর তাদের নাম ফিরিয়ে দেয়ার মধ্যে দিয়েই কাহিনি নাতসুমে ইউজিনচো এর। শুধু নাম ফিরিয়ে দেয়াই না, মাঝে মাঝে বিভিন্ন ইয়োকাই রা বিভিন্ন অনুরোধ নিয়ে আসে নাতসুমে এর কাছে আর নাতসুমে তাদের সাহায্য না করে ফিরিয়ে দিতেও পারে না।
নাতসুমে ইউজিনচো মানুষ-মানুষের, মানুষ-ইয়োকাই দের বন্ড এর উপর জোর দেয়। এই সিরিস এর প্রতিটা কাহিনি ই ইউনিক আর গভীর অর্থ বহন করে। মানুষ কেন ইয়োকাই দের প্রতি টান অনুভব করে, ইয়োকাই রা কেন মানুষদের প্রতি টান অনুভব করে সবকিছুই এইখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আর প্রতিটা ইয়োকাই এর নাম ফিরিয়ে দেয়ার সময় তাদের নাম নেয়ার সময়কার স্মৃতি নাতসুমে দেখতে পায় যার প্রতিটা অংশই খুব ইমোশোনাল। প্রতিটা গল্প শেষেই মন একটু খারাপ হয়ে গেলেও একটা উষ্ণ অনুভূতি থেকে যায় যেই কারণে পিছে ফিরে বার বার গল্পটা মনে করতে ইচ্ছা করে।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=xrbfAU2UZqI)]
আর্টঃ (১০/১০)
নাতসুমে ইউজিনচো এর আর্ট খুবই সুন্দর। কান্ট্রিসাইড এ কাহিনির সেটআপ হওয়ায় প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি। আর এই দৃশ্যগুলো আর্ট আর অ্যানিমেশন এর সৌন্দর্যের কারণে অনেক ভালোভাবে ফুটে উঠেছে। প্রতিটা কাহিনি এর আর্ট খুবই ভালোভাবে মানিয়ে গেছে। গাছ-গাছালি, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসা, মাঠ-ঘাট সবই এত ভালভাবে মানিয়ে গেছে যে একেকটা এপিসোড দেখলেই মন ঠাণ্ডা হয়ে যায়।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=aD3AVIsBaSs)]
সাউন্ডঃ (১০/১০)
নাতসুমে ইউজিনচো এর অন্যতম মনে রাখার মত বিষয় হচ্ছে এর সাউন্ডট্র্যাক। নাতসুমে ইউজিনচো এর OP (https://www.youtube.com/watch?v=FDbfgSlSw58) আর ED টা অনেক বেশি সুন্দর, বিশেষ করে ED টা (https://www.youtube.com/watch?v=55hO1nR0b-I), ED টা আমার অনেক বেশি পছন্দের, অনেক পিসফুল একটা গান, শুনলে মন একবারে শান্ত হয়ে যায়। নাতসুমে ইউজিনচো এর প্রতিটা কাহিনি এর আবহ এর সাথে এর সাউন্ডট্র্যাকগুলো অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে গেছে যেটা অ্যানিমে দেখার অনুভুতিটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=pFMZ0xTmNcY)]
ক্যারেক্টারঃ (৯/১০)
নাতসুমে ইউজিনচো ইউনিক, ইন্টারেস্টিং আর মেমোরেবল ক্যারেক্টার দিয়ে পরিপূর্ণ। নাতসুমে এর যত ইয়োকাই এর দেখা হয় তারা সবাই ইউনিক, শুধু তাদের পারসোনালিটি না এমনকি তাদের কাহিনিগুলাও মেমোরেবল, হার্ট ওয়ার্মিং, তাদের সমস্যাগুলাও খুব ভালোভাবে চিন্তা করা। নাতসুমে এর পাওয়ার এর জন্য সে অনেকটা সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল, সেই আবার সবাইকে বিশ্বাস করতে শিখে। মাদারা যে কিনা শুধু বইটা নেয়ার জন্যই নাতসুমে এর সাথে থাকে সে ও একসময় বই এর চেয়ে বেশি নাতসুমে এর জন্যই কেয়ার করতে শুরু করে। বেশিরভাগ ক্যারেক্টার ই যদিও এক পর্বের বেশি থাকে না তাও বেশ কয়েকটা ক্যারেক্টার অন্য এপিসোডগুলাতেও আসে আর এদের সাথে নাতসুমে এর সম্পর্ক আরও ভালভাবে ফুটে উঠে।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=l_95XcbjgU8)]
এঞ্জয়মেন্টঃ (১০/১০)
নাতসুমে ইউজিনচো এর প্রতিটা কাহিনি ই দেখতে বেশ মজার, ২০ মিনিট এর কাহিনি কখন শেষ হয়ে যাবে টের ই পাওয়া যাবে না। আর এরই সাথে ইউনিক ক্যারেক্টার, অসাধারণ সাউন্ডট্র্যাক, আর ইন্টারেস্টিং স্টোরি দেখতে বোর লাগবে না কখনই। প্রতিটা এপিসোড এমন একটা ভাইব আছে যে একটা এপিসোড দেখলেই মনে এক অন্য ধরনের শান্তি চলে আসে। বিকালে বাইরে বসে এই সিরিস দেখার সাথে অন্য কোন অনুভুতির তুলনাই হয় না।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=EJolEPJzxaA)]
ওভারঅলঃ (১০/১০)
এককথায় বলতে গেলে নাতসুমে ইউজিনচো সিরিসটা মাস্টারপিস। এই সিরিসটা দেখে এই সিরিসটার প্রেমে না পড়াটা অসম্ভব। অনেক ইমোশোনাল ইউনিক কাহিনি একই সুতায় গাথা এই সিরিস টাতে। এই সিরিস এর প্রতিটা সাইড ই আমাকে অবাক করেছে, কখনই হতাশ করেনি। সুপারন্যাচারাল স্লাইস আভ লাইফ হিসেবে এই অ্যানিমেই টা আরেকটা মাস্টারপিস।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=NgKRd8ATy_U)]
MAL র্যাঙ্কিংঃ ১২০
MAL রেটিংঃ ৮.৪৫
আমার রেটিংঃ ১০
Natsume Yuujinchou সিরিস এর ক্রোনোলোজি (ধারাবাহিকতা)ঃ
1. Natsume Yuujinchou (Jul 8, 2008 to Sep 30, 2008) MAL Rank #120 [13 episodes]
2.Zoku Natsume Yuujinchou (Jan 6, 2009 to Mar 31, 2009) MAL Rank #46 [13 episodes]
3. Natsume Yuujinchou San (Jul 5, 2011 to Sep 27, 2011) MAL Rank #42 [13 episodes]
4. Natsume Yuujinchou Shi (Jan 3, 2012 to Mar 27, 2012) MAL Rank #28 [13 episodes]
5. Natsume Yuujinchou: Itsuka Yuki no Hi ni (Feb 1, 2014) MAL Rank #131 [1 episode]
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=mLOOUz3LWfA
https://www.youtube.com/watch?v=v1eLNNmOvmw
https://www.youtube.com/watch?v=xikpxunpvv4
https://www.youtube.com/watch?v=suLGzcL9eNs)]
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=ZlbxNeOmjEE)]
Mushishi (মুশিশি)
“মুশি”; এই পৃথিবীতে জীবনের প্রাথমিক রুপ। এদের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা। মুশি বিভিন্ন রঙ আর বিভিন্ন গঠনের হতে পারে, আর এদের মধ্যে অনেক মুশি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা তৈরি করতে পারে। রংধনু সৃষ্টি, রোগ হিসেবে থাকা, কাউকে নকল করা, পরজীবী হিসেবে বাস করা এইরকম আরও অনেক কিছুই করতে পারে মুশি। সবাই মুশি দেখতে পারে না, যারা দেখতে পারে তারা হচ্ছে মুশিশি। এমনই এক মুশিশি হচ্ছে গিনকো। মুশিদের অস্তিত্ব আর মুশি আরও ভালোভাবে বুঝার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মুশিশি গিনকো।
স্টোরি/ কাহিনিঃ (৯/১০)
মুশিশি এর কাহিনি এপিসোডিক। মুশিশি গিনকো বিভিন্ন জায়গায় ভ্রমন করে। মুশিরা মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে প্রতি পর্বে মুশি সংঘটিত কোন ঘটনার মুখোমুখি হয় গিনকো আর মুশিশি হিসেবে সেইসব ঘটনার সমাধান করে সে। প্রতি পর্বে একেকটা ইউনিক আর খুবই সুন্দর ঘটনার উৎপত্তি হয় আর এইসব ঘটনার মাঝেই মাঝে মাঝে লুকিয়ে থাকে অর্থবহুল আর শিক্ষণীয় বিষয়।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=hmIeGkRe0CI)]
আর্টঃ (৯/১০)
মুশিশি এর আর্ট অসাধারণ, কাহিনি এর সাথে একেবারেই মিলে যায়। মুশিশি এর আর্ট এ অনেকটা পুরানো দিনের আর গ্রামের আবহ আছে। মুশিশি এর প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ, ব্রেথটেকিং, গরজিয়াস। কিন্তু গিনকো ছাড়া প্রায় সব ক্যারেক্টার এর ডিসাইন প্রায় একই রকম। কিন্তু এইটাও কাহিনি এপিসোডিক হওয়ায় তেমন একটা প্রভাব ফেলে না।
অ্যালবামঃ http://imgur.com/a/UjXGH
সাউন্ডঃ (১০/১০)
মুশিশি এর সবচেয়ে বেশি অসাধারণ ক্ষেত্র হচ্ছে এর সাউন্ড। কাহিনি এর সাথে সাউন্ড এর মিল অসাধারণ। রহস্য (https://www.youtube.com/watch?v=puLnIQ-plR8), সাস্পেন্স (https://www.youtube.com/watch?v=z_GIPWwASIU) যেকোনো অবস্থার জন্য পারফেক্ট সাউন্ড আছে মুশিশি তে। মুশিশি এর ওপেনিং (https://www.youtube.com/watch?v=AapZE-LHUdI) আর এন্ডিং সং (https://www.youtube.com/watch?v=r2e7yFbDuWM) দুইটাও অসাধারণ রকমের ভালো। মুশিশি এর সাউন্ডট্র্যাক শুনলে যে কারো মন ঠান্ডা হয়ে যেতে বাধ্য। মুশিশি এর সাউন্ডট্র্যাক যে কতটা অসাধারণ তা শুধু বলে বুঝানো সম্ভব না।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=9Z8nzhKYU2w)]
ক্যারেক্টারঃ (৮/১০)
মুশিশি এর অন্যতম আকর্ষণ এর প্রধান ক্যারেক্টার গিনকো। গিনকো এর ক্যারেক্টার অনেকটা মোনোটোন মনে হতে পারে কিন্তু গিনকো যেভাবে একাত্মতা নিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করে তা দেখে বুঝা যায় যে গিনকো ক্যারেক্টার টা আসলে কতটা অসাম। কাহিনি এপিসোডিক হওয়ায় প্রতি এপিসোড এ নতুন ক্যারেক্টার আসে কিন্তু ক্যারেক্টারগুলার কাহিনি এতটাই ইউনিক যে প্রতিটা ক্যারেক্টার মনে রাখার মতো। গিনকো শুধু যেই ডাক্তার এর সাথে পরিচিত সে ছাড়া আর কোন ক্যারেক্টার ই একবারের বেশি কোনো এপিসোড এ আসে না।
এঞ্জয়মেন্টঃ (১০/১০)
প্রতিটা কাহিনি ই ইউনিক, অ্যানিমেশন আর সাউন্ড উপভোগ্য হওয়ায় পুরা সিরিস টা ই খুব এঞ্জয়এবল। প্রতিটা এপিসোড ই খুব সুথিং, কাহিনি স্লো পেসড। প্রতিটা এপিসোড ই মনে রাখার মত। একটা এপিসোড দেখে আরেকটা এপিসোড অনেকদিন পরে দেখলেও মজা কমে যায় না, কিন্তু প্রত্যেকটা কাহিনি ই এত মজার আর ইন্টারেস্টিং যে পুরা সিরিস না শেষ করে উঠতে ইচ্ছা হবে না।
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=8CFdDzJaZw8)]
ওভারঅলঃ (১০/১০)
পুরা সিরিসটা এক কথায় বলতে গেলে মাস্টারপিস। মুশিশি এর কাহিনি, সাউন্ডট্র্যাক, প্রাকৃতিক দৃশ্যগুলোর এনিমেশন অসাধারণ। এইটা এমন একটা অ্যানিমেই যেইটা না দেখা মানেই অনেককিছু মিস করা আর এটা দেখে কখনও মনে হবে না যে সময় অপচয় হয়েছে। সবকিছু মিলিয়ে মুশিশি অ্যানিমেই এর জগতে অন্যতম মাস্টারপিস।
MAL র্যাঙ্কিংঃ ২৩
MAL রেটিংঃ ৮.৮১
আমার রেটিংঃ ১০
Mushishi সিরিস এর ক্রোনোলোজি (ধারাবাহিকতা)ঃ
1. Mushishi (Oct 23, 2005 to Jun 19, 2006) MAL Rank #23
2. Mushishi Special: Hihamukage (Jan 4, 2014) MAL Rank #48
3. Mushishi Zoku Shou (Apr 5, 2014 to Jun 21, 2014) MAL Rank #22
4. Mushishi Zoku Shou Special (Aug 20, 2014) MAL Rank #104
5. Mushishi Zoku Shou 2nd Season (Oct 19, 2014 to [ongoing]) Rank #19
[শুনতে থাকুন (https://www.youtube.com/watch?v=84XVtCTeBUg
https://www.youtube.com/watch?v=0-Kv2ZHgRJY
https://www.youtube.com/watch?v=chSW6_I9qpI)]
ইফ ইউ লাইকড ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.‘ ইউ মে অলসো লাইক ‘Hyouka‘
আপনার কাছে ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.‘ ভালো লাগলে ‘Hyouka‘ ও ভালো লাগতে পারে
কারণ-
‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.‘ ও ‘Hyouka‘ এর মধ্যে মিল-
* মেইন ক্যারেক্টার এর ভাইব অনেকটা সেইম। এন্টিসোশাল, ইন্ট্রোভার্ট, গ্রাম্পি আর লিথার্জিক।
* মেইন মেইল ক্যারেক্টার ক্লাবে বাধ্য হয়ে জয়েন করে।
* সেইম জনরার। হাইস্কুল, স্লাইস আভ লাইফ।
* কমেডি আর রোমান্স এর কিছু ভাইব আছে।
* ক্লাবে বিভিন্ন মানুষ এর রিকুয়েস্ট আসে আর তা সমাধান করতে নিয়েই মেইন ক্যারেক্টার অন্যদের লাইফে জড়িয়ে পড়ে যা পরে ড্রামাটিকাল অবস্থার সৃষ্টি করে।
* মেইন মেইল ক্যারেক্টারদের জীবনের প্রতি ফিলোসফিকাল দৃষ্টিভঙ্গি।
* দুইটা অ্যানিমেই ই লাইট নভেল এডাপশন।
‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.‘ ও ‘Hyouka‘ এর মধ্যে অমিল-
* ‘Hyouka’ মিস্টেরি জনরার কিন্তু ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.’ তে তেমন মিস্টেরি এলিমেন্ট নাই।
* ‘Yahari Ore no Seishun Love Comedy wa Machigatteiru.’ তে রোমান্টিক এলিমেন্ট তুলনামূলক বেশি।
* ‘Hyouka’ এর অ্যানিমেশন তুলনামূলক ভালো।