Morita Masakazu
‘Quality over quantity’ কথাটা হয়তো মোরিতা মাসাকাজুর জন্য খুব ভালোভাবেই প্রযোজ্য । রোলের সংখ্যা অত বেশি একটা নয় তবে যে কয়টা রোল আছে, বেশির ভাগই ‘solid’ রোল, দর্শকদের মনে থাকবে এমন সব চরিত্র । সুধু তাই নয়, তার সবচেয়ে জনপ্রিয় রোল আনিমে জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র, ইচিগো কুরোসাকি ।
তার কণ্ঠটা কিছুটা খসখসে এবং অনেকটা ‘Rough and Tough’ ভাইব আছে । তার বেশির ভাগ চরিত্রগুলোও তেমন । এছাড়াও একেবারে ঠাণ্ডা কিংবা অনেক লাজুক অথবা কিছুটা প্লায়াহ স্বভাবের চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি । আনিমেতে সেইয়ু হিসেবে তার অভিষেক ২০০১ সালে এবং ২০০৭ সালে একেবারে প্রথম Seiyu Awards-এ “Best Rookie Actor” খেতাবটা জিতেছিলেন ইচিগো চরিত্রটির জন্যই । ব্যক্তিগত জীবনেও তার টিটে কুবোর সাথে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে । যদিও তার সেইয়ু হিসেবেই এখন পরিচিতি তাও তার ক্যারিয়ার শুরু হয়ে ছিল একজন ‘Motion Capture Actor’ হিসেবে এবং সেটা তাও তার কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেকের অনেক আগে, ১৯৯৫ সালে ।
তার চরিত্রগুলোর মাঝে ইচিগো-ই সব স্পটলাইট কেড়ে নেয় কিন্তু এই একটা চরিত্র ছাড়াও তার আরও অনেক উল্লেখ করার মত অসাধারণ চরিত্র আছে । হিরামারু সেন্সেই (Bakuman), শিন (Kingdom), কিজা (Akatsuki no Yona), মায়েদা কেইজি (Sengoku Basara), সাতৌ তোশিয়া (Major) এই চরিত্রগুলোরও কণ্ঠ অভিনেতা তিনি । তার পছন্দের রোলগুলো হল হিরামারু সেন্সেই (Bakuman), ইচিগো (Bleach), কিজা (Akatsuki no Yona), মায়েদা কেইজি (Sengoku Basara), মিশাকুজি ইয়ুকারি (K:Return of Kings) এবং তানবা (Ace of Diamond) ।
গানের সাথে তার একেবারে সম্পর্ক নেই বললেই চলে । তাও Bleach: Memories in the Rain এবং Kiniro no Corda এই দুই জায়গায় এন্ডিং এবং Miracle☆Train: Oedo-sen e Youkoso-এর ওপেনিং আনিমের কয়েকজন সেইয়ুদের সাথে গেয়েছিলেন তিনি ।
তার জন্ম ২১ অক্টোবর, ১৯৭২ । তার রোল তুলনামুলক কম হলেও একজন কণ্ঠ অভিনেতা হিসেবে দক্ষতার হিসেবে কোন অংশেই কম নয় তিনি । আমার মতে তার আরও আরও রোল দরকার ।
Hikasa Youko
জাপানি আনিমে ইন্ডাস্ট্রির সবচেয়ে আবেদনময়ী কণ্ঠের কণ্ঠ অভিনেত্রীর কোন তালিকা যদি করা হয় তাহলে ইয়োকো হিকাসার নাম সেরা ৩-এ থাকবেই এবং যদি এই তালিকায় কে ১ নং সেটা ঠিক করতে বলা হয় তাহলেও অনেকের মতেই সেই স্থানের প্রাপ্য হিকাসা ইয়োকো যদিও ইতৌ শিজুকার পক্ষেও অনেক সমর্থন যাবে । সাধারণত বেশ ম্যাচিউর চার্ম সম্পন্য, কিছুটা ধীর-স্থির স্বভাবের চরিত্রের কণ্ঠ দিয়ে থাকেন তিনি, সুনদেরে চরিত্রও সে বেশ ভালোভাবেই এক্জিকিউট করতে পারেন তিনি ।
তার কণ্ঠ-অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা জাগে Sailor Moon আনিমেটি দেখার পর থেকে । আনিমে চরিত্রের কণ্ঠ অভিনেত্রী হিসেবে তার অভিষেক ২০০৭ সালে Sketchbook ~full color’S~ আনিমেটির এক চরিত্র দিয়ে । সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় আকিয়ামা মিও (K-On!) এবং রিয়াস গ্রেমোরি (Highschool DXD) এই দুইটা চরিত্র দিয়ে । এছাড়া তার এচ্চি-হারেমের চরিত্রগুলোও তাকে বেশ ভালো পরিমাণ জনপ্রিয়তা এনে দিয়েছে । তার আরও কিছু জনপ্রিয় রোল হল এমি ইয়ুসা (Hataraku Maou-sama), হৌকি শিনোনোনো (Infinite Stratos), সেরাফিম (Kore wa Zombie desu ka?), কিরিগিরি কিয়োকো (Danganronpa), স্টেফানি ডোরা (No Game No Life), আমাকুসা শিনো (Seitokai Yakuindomo) । তার করা পছন্দের রোলগুলো হল এমি ইয়ুসা (Hataraku Maou-sama), হৌকি শিনোনোনো (Infinite Stratos), আকিয়ামা মিও (K-On!) , সেরাফিম (Kore wa Zombie desu ka?), রিয়াস গ্রেমোরি (Highschool DXD), কিরিগিরি কিয়োকো (Danganronpa), স্টেফানি ডোরা (No Game No Life), আমাকুসা শিনো (Seitokai Yakuindomo), ক্যাভেনডিশ ডিয়ানা (Little Witch Academia), পিয়েনা (Rokka no Yuusha), হানা (Seikon no Qwaser), ইজুমি নে-সান (Working!!), সাকি (Ro-Kyu-Bu!), ইয়ুকিনোকৌজি নোবারা (Inu x Boku SS) এবং কায়েদে (Yama no Susume) ।
একজন কণ্ঠ অভিনেত্রীর পাশাপাশি একজন গায়িকা হিসেবেও বেশ ভালো নাম আছে তার । তার এক জনপ্রিয় গান হল ‘ Utsukushiki Zankoku Na Sekai’ (https://goo.gl/aef18I), Shingeki no Kyojin-এর এন্ডিং গানটির সাথে হয়তো অনেকেরই পরিচয় আছে যদিও সে আনিমেটায় কোন চরিত্রের কণ্ঠ দেয়নি । এই পর্যন্ত এককভাবে ৪টি সিঙ্গেল এবং ২টি অ্যালবাম বের করেছেন তিনি । ৪টি সিঙ্গেলই আনিমেতে ব্যবহৃত হয়েছে (SnK ED 1, Ace of Diamond ED 1, Hal theme song, Z/X Ignition OP) । HTT-এর একজন ছিলেন তিনি । এছাড়া Ginga Kikoutai Majestic Prince, Gokujo.: Gokurakuin Joshikou Ryou Monogatari, Hayate no Gotoku! Cuties, High School DxD, Inu x Boku SS, Infinite Stratos, Kanojo ga Flag wo Oraretara, Kore wa Zombie desu ka?, Ro-Kyu-Bu, Rokka no Yuusha, Senki Zesshou Symphogear, Yama no Susume এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং-এও তার কণ্ঠ ছিল ।
তার জন্ম ১৬ জুলাই, ১৯৮৫ । গত বছরের ডিসেম্বর সে ঘোষনা দিয়েছেন সে বিবাহিত । বলা যেতে পারে গত দশকে ইয়ুকিনো সাৎসুকির স্পটটাই এখন সে দখল করে রেখেছে । এখনকার প্রায় বেশির ভাগ নামকরা আনিমেগুলোতে তার রোল থাকে, তাই হইতো আনিমেতে অনেকেরই শুনা পরিচিত কণ্ঠগুলোর মাঝে তার কণ্ঠ একটি । একজন কণ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ এবং সামনে তার আরও আরও রোল দেখবো এটাই স্বাভাবিক ।