Behind the Voices – 24

 

Morita Masakazu

‘Quality over quantity’ কথাটা হয়তো মোরিতা মাসাকাজুর জন্য খুব ভালোভাবেই প্রযোজ্য । রোলের সংখ্যা অত বেশি একটা নয় তবে যে কয়টা রোল আছে, বেশির ভাগই ‘solid’ রোল, দর্শকদের মনে থাকবে এমন সব চরিত্র । সুধু তাই নয়, তার সবচেয়ে জনপ্রিয় রোল আনিমে জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র, ইচিগো কুরোসাকি ।

তার কণ্ঠটা কিছুটা খসখসে এবং অনেকটা ‘Rough and Tough’ ভাইব আছে । তার বেশির ভাগ চরিত্রগুলোও তেমন । এছাড়াও একেবারে ঠাণ্ডা কিংবা অনেক লাজুক অথবা কিছুটা প্লায়াহ স্বভাবের চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি । আনিমেতে সেইয়ু হিসেবে তার অভিষেক ২০০১ সালে এবং ২০০৭ সালে একেবারে প্রথম Seiyu Awards-এ “Best Rookie Actor” খেতাবটা জিতেছিলেন ইচিগো চরিত্রটির জন্যই । ব্যক্তিগত জীবনেও তার টিটে কুবোর সাথে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে । যদিও তার সেইয়ু হিসেবেই এখন পরিচিতি তাও তার ক্যারিয়ার শুরু হয়ে ছিল একজন ‘Motion Capture Actor’ হিসেবে এবং সেটা তাও তার কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেকের অনেক আগে, ১৯৯৫ সালে ।

তার চরিত্রগুলোর মাঝে ইচিগো-ই সব স্পটলাইট কেড়ে নেয় কিন্তু এই একটা চরিত্র ছাড়াও তার আরও অনেক উল্লেখ করার মত অসাধারণ চরিত্র আছে । হিরামারু সেন্সেই (Bakuman), শিন (Kingdom), কিজা (Akatsuki no Yona), মায়েদা কেইজি (Sengoku Basara), সাতৌ তোশিয়া (Major) এই চরিত্রগুলোরও কণ্ঠ অভিনেতা তিনি । তার পছন্দের রোলগুলো হল হিরামারু সেন্সেই (Bakuman), ইচিগো (Bleach), কিজা (Akatsuki no Yona), মায়েদা কেইজি (Sengoku Basara), মিশাকুজি ইয়ুকারি (K:Return of Kings) এবং তানবা (Ace of Diamond) ।

গানের সাথে তার একেবারে সম্পর্ক নেই বললেই চলে । তাও Bleach: Memories in the Rain এবং Kiniro no Corda এই দুই জায়গায় এন্ডিং এবং Miracle☆Train: Oedo-sen e Youkoso-এর ওপেনিং আনিমের কয়েকজন সেইয়ুদের সাথে গেয়েছিলেন তিনি ।

তার জন্ম ২১ অক্টোবর, ১৯৭২ । তার রোল তুলনামুলক কম হলেও একজন কণ্ঠ অভিনেতা হিসেবে দক্ষতার হিসেবে কোন অংশেই কম নয় তিনি । আমার মতে তার আরও আরও রোল দরকার ।

Morita Masakazu

Hikasa Youko

জাপানি আনিমে ইন্ডাস্ট্রির সবচেয়ে আবেদনময়ী কণ্ঠের কণ্ঠ অভিনেত্রীর কোন তালিকা যদি করা হয় তাহলে ইয়োকো হিকাসার নাম সেরা ৩-এ থাকবেই এবং যদি এই তালিকায় কে ১ নং সেটা ঠিক করতে বলা হয় তাহলেও অনেকের মতেই সেই স্থানের প্রাপ্য হিকাসা ইয়োকো যদিও ইতৌ শিজুকার পক্ষেও অনেক সমর্থন যাবে । সাধারণত বেশ ম্যাচিউর চার্ম সম্পন্য, কিছুটা ধীর-স্থির স্বভাবের চরিত্রের কণ্ঠ দিয়ে থাকেন তিনি, সুনদেরে চরিত্রও সে বেশ ভালোভাবেই এক্জিকিউট করতে পারেন তিনি ।

তার কণ্ঠ-অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা জাগে Sailor Moon আনিমেটি দেখার পর থেকে । আনিমে চরিত্রের কণ্ঠ অভিনেত্রী হিসেবে তার অভিষেক ২০০৭ সালে Sketchbook ~full color’S~ আনিমেটির এক চরিত্র দিয়ে । সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় আকিয়ামা মিও (K-On!) এবং রিয়াস গ্রেমোরি (Highschool DXD) এই দুইটা চরিত্র দিয়ে । এছাড়া তার এচ্চি-হারেমের চরিত্রগুলোও তাকে বেশ ভালো পরিমাণ জনপ্রিয়তা এনে দিয়েছে । তার আরও কিছু জনপ্রিয় রোল হল এমি ইয়ুসা (Hataraku Maou-sama), হৌকি শিনোনোনো (Infinite Stratos), সেরাফিম (Kore wa Zombie desu ka?), কিরিগিরি কিয়োকো (Danganronpa), স্টেফানি ডোরা (No Game No Life), আমাকুসা শিনো (Seitokai Yakuindomo) । তার করা পছন্দের রোলগুলো হল এমি ইয়ুসা (Hataraku Maou-sama), হৌকি শিনোনোনো (Infinite Stratos), আকিয়ামা মিও (K-On!) , সেরাফিম (Kore wa Zombie desu ka?), রিয়াস গ্রেমোরি (Highschool DXD), কিরিগিরি কিয়োকো (Danganronpa), স্টেফানি ডোরা (No Game No Life), আমাকুসা শিনো (Seitokai Yakuindomo), ক্যাভেনডিশ ডিয়ানা (Little Witch Academia), পিয়েনা (Rokka no Yuusha), হানা (Seikon no Qwaser), ইজুমি নে-সান (Working!!), সাকি (Ro-Kyu-Bu!), ইয়ুকিনোকৌজি নোবারা (Inu x Boku SS) এবং কায়েদে (Yama no Susume) ।

একজন কণ্ঠ অভিনেত্রীর পাশাপাশি একজন গায়িকা হিসেবেও বেশ ভালো নাম আছে তার । তার এক জনপ্রিয় গান হল ‘ Utsukushiki Zankoku Na Sekai’ (https://goo.gl/aef18I), Shingeki no Kyojin-এর এন্ডিং গানটির সাথে হয়তো অনেকেরই পরিচয় আছে যদিও সে আনিমেটায় কোন চরিত্রের কণ্ঠ দেয়নি । এই পর্যন্ত এককভাবে ৪টি সিঙ্গেল এবং ২টি অ্যালবাম বের করেছেন তিনি । ৪টি সিঙ্গেলই আনিমেতে ব্যবহৃত হয়েছে (SnK ED 1, Ace of Diamond ED 1, Hal theme song, Z/X Ignition OP) । HTT-এর একজন ছিলেন তিনি । এছাড়া Ginga Kikoutai Majestic Prince, Gokujo.: Gokurakuin Joshikou Ryou Monogatari, Hayate no Gotoku! Cuties, High School DxD, Inu x Boku SS, Infinite Stratos, Kanojo ga Flag wo Oraretara, Kore wa Zombie desu ka?, Ro-Kyu-Bu, Rokka no Yuusha, Senki Zesshou Symphogear, Yama no Susume এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং-এও তার কণ্ঠ ছিল ।

তার জন্ম ১৬ জুলাই, ১৯৮৫ । গত বছরের ডিসেম্বর সে ঘোষনা দিয়েছেন সে বিবাহিত । বলা যেতে পারে গত দশকে ইয়ুকিনো সাৎসুকির স্পটটাই এখন সে দখল করে রেখেছে । এখনকার প্রায় বেশির ভাগ নামকরা আনিমেগুলোতে তার রোল থাকে, তাই হইতো আনিমেতে অনেকেরই শুনা পরিচিত কণ্ঠগুলোর মাঝে তার কণ্ঠ একটি । একজন কণ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ এবং সামনে তার আরও আরও রোল দেখবো এটাই স্বাভাবিক ।

Hikasa Youko

Behind the Voices – 23

 

Matsuoka Yoshitsugu

হারেম আনিমের ভক্ত হয়ে থাকলে মাৎসুয়োকা ইয়োশিৎসুগুর নামটা হয়তো অপরিচিত নয় আপনার কাছে। ২০১৩ থেকে এর পরের বছরগুলোর যতগুলো নামকরা হারেম-এচ্চি আনিমে রিলিজ পেয়েছে প্রায় সবগুলোতেই মূল চরিত্র কিংবা পার্শ চরিত্রের রোল পেয়েছেন তিনি। এছাড়া আজকাল overpowered মূল চরিত্রদের কণ্ঠেও তাকে বেশির ভাগ সময় পাওয়া যায়। অনেকগুলো হারেম আনিমের মূল চরিত্রের রোলের জন্য অনেক ভক্তদের মাঝে তিনি ‘সুগু সুগু’ নামটি বাদে ‘Harem King’ হিসেবেও পরিচিত। তার কণ্ঠটা ম্যানলি নয় বরং বেশ বয়িশ একটা টোন এবং তাই তার প্রায় সবগুলো চরিত্রই কিশোর। তার কণ্ঠ অভিনয়ের সবচেয়ে আইকোনিক দিক হল সে বেশ অদ্ভুট একটা স্বরে বেশ ভালোভাবেই চিল্লাচিল্লি করতে পারে যা শুনতেও বেশ মজা লাগে।

মাৎসুয়োকার সেইয়ূ হওয়ার পেছনে অনুপ্রেরণা যিনি সে হল ইশিদা আকিরা । ইশিদা আকিরার নাম হয়তো অনেকেই শুনেছেন গারা, যারযিস ব্রেক, কাৎসুরা কোতারো এই রোলগুলোর জন্য বেশ পরিচিত । মাৎসুয়োকা ইয়োশিৎসুগুর কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেক ২০০৯ সালে Eden of the East আনিমেটির এক পার্শ চরিত্র দিয়ে । কিন্তু তার খ্যাতি অর্জন করতে অপেক্ষা করতে হয় ২০১১ পর্যন্ত, সে বছর Kamisama no Memochou-এর ফুজিশিমা নারুমি রোলটা দিয়ে । ঠিক তার পরের বছর Sword Art Online আনিমেটির মূল চরিত্র কিরিতো দিয়েই সবচেয়ে পরিচিতি অর্জন করেন তিনি । এরপর আস্তে আস্তে একজন খ্যাতিমান কণ্ঠ অভিনেতা হয়ে উঠেন তিনি । একাধিক আনিমের ক্যাস্টিং-এ দেখা গিয়েছে সে মূল চরিত্র থাকলে সাধারণত সে আনিমের নায়িকার সেইয়ূ কায়ানো আই থাকে ।

কম বেশি প্রায় সবরকম চরিত্রের কণ্ঠ দেওয়ারই খ্যআতি আছে মাৎসুয়োকা ইয়োশিৎসুগু । কিরিতোর পাশাপাশি তার নামকরা রোলগুলো হল ইয়ুকিহিরা সৌমা (Shokugeki no Souma), সোরা (NGNL), লাবক (Akame ga Kill!), সোরাতা (Sakurasou no Pet na Kanojo), তোমোয়া আকি(Saekano), ইচিজৌ মাসাকি (Mahouka Koukou no Rettousei), ক্রানেল বেল (Danmachi), আলেক্সিস টিটাস (Magi), আইতো ইয়ূকি (Mangaka-san to Assistan-san), কুসানাগি গোদৌ (Campione!) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল ইয়ুকিহিরা সৌমা (Shokugeki no Souma), লাবক (Akame ga Kill!), সোরাতা (Sakurasou no Pet na Kanojo), আইতো ইয়ূকি (Mangaka-san to Assistan-san), ইয়ুকিমুরা তোরু (Aoharu x Kikanjuu), ওয়াতাসে আওবা (Buddy Complex), ইচিজৌ মাসাকি (Mahouka Koukou no Rettousei), ইকেজাওয়া মাসাওমি (Love Lab) এবং চিফ (Denki-gai no Honya-san) ।

এখন পর্যন্ত সে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত নয় । তবে Ace of Diamond, Aoharu x Kikanjuu, Nijiiro Days, Makai Ouji: Devils and Realist, Nijiiro Days, Super Lovers এই আনিমেগুলোর কাস্টের বাকি সদশ্যদের সাথে ওপেনিং/এন্ডিং গেয়েছেন ।

তার জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৮৬ । ২০১২ সালে 6th seiyu awards-এ Best New Actor এবং ২০১৬ সালে 10th seiyu awards-এ Best Lead Actor খেতাব পেয়েছেন তিনি। সে বেশ লাজুক স্বভাবের এবং প্রথম প্রথম ইন্টারভিয়ুগুলোর সময় সে ক্যামেরার দিকে সামনা-সামনি তাকাতেই বেশ লাজুক বোধ করতো । নোবুনাগা শিমাজাকি এবং তাৎসুহিসা সুজুকির বেশ ভালো বন্ধু তিনি । তার কণ্ঠ অভিনয় বেশ অসাধারণ এবং এখন বেশ ভালো পরিমাণের রোলই পাচ্ছেন তিনি । আশা করি ভবিষ্যৎেও সে এই ধারাবাহিকতা ধরে রাখবে ।

Matsuoka Yoshitsugu

 

Satomi Satou

সাতোমি সাতৌ সাধারণত ঠাণ্ডা স্বভাবের চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য বেশ পরিচিত । কিন্তু তার সবচেয়ে জনপ্রিয় রোল তাইনাকা রিৎসু (K-On!) তার সাধারণ গোছের চরিত্রগুলোর তুলোনায় ঠিক উল্টো । এমনকি চরিত্রটার ক্ষেত্রে সে যেই কণ্ঠটা ব্যবহার করেছে তা একেবারে তার সাধারণ কণ্ঠের সাথে মিলে না । ভক্তদের মাঝে ‘sugar’ হিসেবেও পরিচিত, যেহেতু সাতৌ (砂糖) শব্দটির অর্থ চিনি, যদিও তার নামের কানজিটা হল 佐藤 যা চিনির কানজির এক নয় । তার কণ্ঠটাও তার নামের মতই মিষ্টি ।

কণ্ঠ অভিনেত্রী হিসেবে তার অভিষেক ২০০৭ সালে । সে মূলত সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে তাইনাকা রিৎসু রোলটা দিয়েই । তবে তার আরও কিছু জনপ্রিয় রোল আছে যেগুলো হল চিতান্দা এরু (Hyouka), ওয়েন্ডি মারভেল (Fairy Tail), শিবাতা মিজুকি (Mahouka Koukou no Rettosei), শিচিজৌ আরিয়া (Setokai no Yakuindomo), তাকাহাশি চিয়াকি (SKET Dance), তামুরা মানামি (Oreimo) এবং চিয়া (Gochiusa) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল রিৎসু (K-On!), চিয়া (Gochiusa), চিতান্দা (Hyouka), শিবাতা মিজুকি (Mahouka), সুমোরি হারুকা (Denki-gai no Honya-san) কারাসুমা সাকুরা (Kiniro Mozaic) এবং কানজাকি ইয়ুকিকো (Ansatsu Kyoushitsu) ।

তার মিউজিক ক্যারিয়ার মূলত ‘character song’ অথবা ওপেনিং-এন্ডিং এর মাঝেই সীমিত । এগুলো বাদে সুধু তার Kisty নামক এই ইউনিটের অংশ হয়ে সুধু একটি সিঙ্গেল আছে । এককভাবে সে Oreimo-এর প্রথম সিজনের ৬ষ্ঠ পর্বের এন্ডিং ‘Megami’ গানটা, Girlfriend (Kari) আনিমেটির এন্ডিং ‘Hareru Kanaa’, Seitokai Yakuindomo*-এর এন্ডিং ‘Mirai Night’, Waremete আনিমেটির ওপেনিং ‘Le jour’ এই গানগুলো গেয়েছেন এবং কায়ানো আইয়ের সাথে হিয়োকার ২টি এন্ডিং গেয়েছেন । আর Ansatsu Kyoushitsu, Fairy Tail, Golden Time, K-On!, Shoujo-tachi wa Kouya wo Mezasu এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং কাস্টের বাকি সদশ্যদের সাথে গেয়েছেন ।

২ দিন আগেই তার ৩০তম জন্মদিন ছিল (৮ মে, ১৯৮৬) । ব্যক্তিগত জীবনে ইয়োকো হিকাসার সাথে বেশ ভালো বন্ধুত্ব আছে তার । তার কণ্ঠ অভিনয় অসাধারণ, সামনে তার আরো রোল পাবো সেই আগ্রহে রইলাম ।

Satomi Satou

Behind the Voices – 22

 

Hirakawa Daisuke

আনিমে জগতের সবচেয়ে কুখ্যাত চরিত্রগুলোর একজন হল School Days-এর প্রধাণ চরিত্র মাকোতো এবং এই চরিত্রের কণ্ঠের পিছনে যে কাজ করেছেন সে হল হিরাকাওয়া দাইস্কে । সাধারণত হিরাকাওয়া দাইস্কে তার আনিমের রোলগুলোর তুলনায় বরং হলিউড এবং কোরিয়ান মুভিগুলোর জাপানি ডাব ভার্শনের রোলগুলোর জন্য পরিচিত বেশি । ওর্ল্যান্ডো ব্লূমের সব জনপ্রিয় রোলগুলো এবং মার্ভেল ইউনিভার্স-এর লোকির জাপানি ডাবে কণ্ঠ দিয়েছেন তিনি ।

তার কণ্ঠটা বেশ গম্ভীর এবং সাধারণত সিরিয়াস স্বভাবের চরিত্রের রোলই বেশি করে । মাকোতো বাদে তার আরও জনপ্রিয় রোলগুলো হল রিয়ুগাজাকি রেই (Free!), নাওকি ইরিয়ে (Itazura na Kiss), কাকিয়োইন নোরিয়াকি (JJBASC) । আমার কাছে তার সবচেয়ে পছন্দের রোল কাকিয়োইন (JJBA) এছাড়া রেই (Free!), আকাবা হায়াতো (ES 21) , রেন হাকুয়ূ (Magi) , মুনেয়াকিরা ইয়াগিয়ু (Samurai Girls) , তানাকা সেন্সেই (Ao Haru Ride), সেনবনজাকুরা (Bleach), নোরিকি (Kyoukai Senjou no Horizon) । তিনি Assassin’s Creed Syndicate-এর প্রধাণ চরিত্র জাকব ফ্রায়ের কণ্ঠও দিয়েছেন, গেমটির জাপানি ডাবে আর কি । তিনি Brothers Conflict, Free!, Dance with Devils, Prince of Stride এই আনিমেগুলোর এন্ডিং সেই আনিমেগুলোর সেইয়ূ ইউনিটের সাথে এবং Omamori Himari-র শেষ পর্বের এন্ডিং”Sakamichi no Hate” গানটা নিজে গেয়েছেন ।

তার জন্ম ৪ জুন, ১৯৭৩ । TV আনিমেতে তার কণ্ঠ দেওয়া শুরু ২০০৩ সাল থেকে । তার নাম নিয়ে একটি মজার ব্যাপার হল, তার নামের সাথে নামিকাওয়া দাইস্কের নাম ওনেকেই গোলমাল করে ফেলে কেননা দুইজনের নামের মাঝে মাত্র একটা কান্জির পার্থক্য । JJBASC-এর আমার সবচেয়ে পছন্দের চরিত্রের কণ্ঠ অভিনেতা তিনি, তার আরও রোল সামনে দেখবো তা অবশ্যই আশা করি ।

Hirakawa Daisuke

 

Kotobuki Minako

কোতোবুকি নামটা শুনলেই সবার আগে যে চরিত্রটার কথা মনে আসে সে হল K-On-এর কোতোবুকি সুমুগি, মজার ব্যাপার হল চরিত্রটির কণ্ঠ দিয়েছেন যিনি তার নামটাও চরিত্রটির নামের সাথে ব্যপক মিল কেননা দুইজনেরই ফ্যামিলি নেম কোতোবুকি । তিনি সাধারণত ওজৌ-সামা গোছের চরিত্রদেরই কণ্ঠ দিয়ে থাকেন তবে কিছু বয়িশ চরিত্র করেও ভালো নাম কুড়িয়েছেন তিনি । সে তার কানসাই অ্যাক্সেন্টের জন্যও বেশ পরিচিত এবং অনেকের মতেই শিরাইশি রিয়োকোর পরে তিনি এই অ্যাক্সেন্টে কথা বলে এমন সব চরিত্র নির্ভুলভাবে তুলে ধরতে পারেন ।

তার ক্যারিয়ার শুরু হয় একজন অভিনেত্রী হিসেবে ২০০৫ সালে ‘Hibi’ নামক এই লাইভ-অ্যাকশন ফিল্মটি দিয়ে । তবে তার পরের বছরই তিনি Red Garden নামক আনিমেটিতে তার প্রথম কণ্ঠ অভিনয়ের রোল পায় । ২০০৬ সালে অভিষেক হলেও কণ্ঠ অভিনয়ের জগতে তার সফলতা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ৩ বছর । ২০০৯ সালে সে তার প্রথম বড় মাপের রোল পায় এবং সেটা K-On!-এর মুগি । মুগি বাদেও তার বাকি উল্লেখযোগ্য রোলগুলো হল নেকোমি নাবেশিমা (Medaka Box), মিৎসুকো কঙ্গো (Index/Railgun), কারিনা লাইল (Tiger & Bunny), মিজুকি কানজাকি (Aikatsu), আসুকা তানাকা (Hibike Euphonium), ভিভিয়ান (Nanatsu no Taizai) এবং নাৎসু তাকাসাকি (Baby Steps) । সাধারণত আকি তোয়োসাকির সাথে সে বেশির ভাগ সময় একই আনিমেতেই কাজ করে, যদিও Sphere-এর বাকি সদশ্যদের সাথেও তার একই আনিমেতে ভালো পরিমাণ রোল আছে । বেশ কিছু আনিমে মুভি এবং লাইভ অ্যাকশন মুভিতেও তার রোল আছে । এছাড়া How to Train your Dragon মুভিটির জাপানি ডাবে তিনি অ্যাস্ট্রিডের কণ্ঠও দিয়েছিলেন । তার করা আমার পছন্দের রোলগুলো হল মুগি (K-On!), নাৎসুমি (Natsu-iro Kiseki), তাচিবানা গিন (Kyoukai Senjou no Horizon), নেকোমি সেনপাই (Medaka Box), হিকিওতানি ইতো (Punchline), ইয়ূকো নিশি (A-Channel), তোকুগাওয়া সেন (Samurai Girls) এবং দাইদাই (Otome Youkai Zakuro) ।

HTT-এর বাকি সব মেম্বারদের মত তারও গানের ক্যারিয়ার শুরু ২০০৯ সালে K-On!-এর ওপেনিং ‘Kagayake Girls’ গানটা দিয়ে । এরপর তিনি এখন পর্যন্ত এককভাবে ১০ টি সিঙ্গেল এবং ২টি অ্যালবাম বের করেছেন । Sphere-এর হয়ে ৪টি অ্যালবাম এবং ১৮টি সিঙ্গেল । Sphere-এর গানগুলো বাদে সে A-Channel!, Samurai Girls, Chuu-Bra! এই আনিমেগুলোর এন্ডিং-এ তার কণ্ঠ ছিল, আনিমেগুলোর কাস্টের বাকি সেইয়ূদের সাথে ।

তার জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৯১ । তার এবং মাৎসুওকা ইয়োশিৎসুগুর জন্মদিন একই দিনেই কিন্তু সে ৫ (মিনাকো) বছরের ছোট । Sphere গ্রুপটির সর্ব কনিষ্ঠ সদশ্য হলেও তার আচারণ বেশ পরিপক্ব এবং বলা হয় যে ব্যক্তিগত জীবনে সে নাকি অনেক সার্কাস্টিক একজন মানুষ । তার কণ্ঠ-অভিনয় খুবই অসাধারণ । তার যত রোল পাওয়া দরকার সে তুলনায় কম রোলই পেয়েছেন তিনি, সামনে আরও রোল পাবে এই আশা রইলো ।

Kotobuki Minako

Behind the Voices – 21

 

Okamoto Nobuhiko

ওকামোতো নোবুহিকো সাধারণত একটু গরম মেজাজের আর চিল্লাচিল্লি করে এরকম চরিত্র অথবা একেবারে ঠাণ্ডা স্বভাবের নাহলে বেশ ভাব মারে এরকম চরিত্রগুলোর কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত । A Certain Magical Index আনিমেটায় অ্যাক্সেলারেটর চরিত্রটি দিয়ে তিনি সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন, Third Seiyuu Awards-এ Best New Actor Award এবং Fifth Seiyuu Awards-এ Best Supporting Actor এই দুইটা অ্যাওয়ার্ডেই অন্য কয়েকটা চরিত্রের পাশাপাশি এই চরিত্রটার জন্যে মনোনীত হয়েছিলেন ।

তার কণ্ঠ-অভিনায়ক হিসেবে অভিষেক ২০০৬ সালে এবং সেই বছরেই তার প্রথম মেজর রোল পেয়ে যান, Ghost Hunt আনিমেটিতে জন ব্রাউন চরিত্রটি । তার সবচেয়ে জনপ্রিয় রোলগুলো হল উসুই তাকুমি (Maid-Sama), ওকুমুরা রিন (Blue Exorcist), নিজুমা এইজি (Bakuman) এবং আকাবানে কার্মা (Assasination Classroom) । আমার কাছে তার কণ্ঠ দেওয়া পছন্দের রোলগুলো হল কার্মা (Assassination Classroom), উসুই (Maid-Sama), মিকোশিবা (Gekkan Shoujo Nozak-kun), নিজুমা এইজি (Bakuman), রিন (Blue Exorcist), কোমিনাতো রিয়োস্কে (Ace of Diamond), হিসায়া মিকি (Beelzebub), কুরোকিবা (Shokugeki no Souma), মিজুকি (Kamisama Hajimemashitae), ওগামি রেই (Code Breaker), নিশিনয়া (Haikyuu!), অন্দৌ জুলাই (Inou Battle wa Nichijou-kei no Naka de) এবং শিন-আহ (Akatsuki no Yona) ।

কণ্ঠ-অভিনয়ের পাশাপাশি তিনি একজন গায়কও । তার মিউজিক ক্যারিয়ার শুরু ২০১২ সাল থেকে, Acchi Kocchi আনিমেটির ওপেনিং দিয়ে । যদিও সেটায় তার সাথে ওকুবো রুমি, নাবাতামে হিতোমি, আসানুমা শিনতারো এবং ফুকুহারা কাওরি এই ৪ জন সেইয়ূও কণ্ঠ দিয়েছিলেন । Brothers Conflict, Assassination Classroom, Pretty Rhythm, Aoi Sekai no Chuushin de এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং সে গেয়েছিলেন তবে অন্য সেইয়ূদের সাথে মিলে । তার পুরো ক্যারিয়ার নিজের ব্যক্তিগতভাবে গাওয়া গান এখন পর্যন্ত একটাই, “Shunkan Beat” নামক এই গানটি ।

তার জন্ম ২৪ অক্টোবর, ১৯৮৬ । অত্যন্ত ভালো কণ্ঠ অভিনয় করেন তিনি এবং সামনে আরো বেশি রোল পাবেন এ কথা নিঃসন্দেহে বলা যায় ।

Okamoto Nobuhiko

 

Toyosaki Aki

‘হিরাসাওয়া ইয়ুই’ এই নামটা যারা রেগুলার আনিমে দর্শক তাদের কাছে নিশ্চয়ই পরিচিত একটি নাম । মোয়ে আনিমের জগৎে অন্যতম জনপ্রিয় একটি চরিত্র তিনি এবং তার কণ্ঠ দেওয়ার জন্যই সবচেয়ে বেশি পরিচিত তোয়োসাকি আকি । তার কণ্ঠটা বেশ হাই পিচ্ড অনেকটা এবং সে নিজেই তার স্কুল জীবনে নিজের স্বরটা কেন জানি অপছন্দ করতেন । সাধারণত সহজ-সরল স্বভাবের চরিত্রদেরই কণ্ঠ দিয়ে থাকেন তিনি কিন্তু কিছু অন্য গোছের চরিত্রের কণ্ঠ দিয়েও বেশ সফলতা পেয়েছেন তিনি ।

তার সবচেয়ে জনপ্রিয় এবং সফল রোল ছিল ইয়ুই, এই রোলটা আর Kanamemo আনিমেটির কানা নাকামাচি এই দুইটি রোলের জন্যে তিনি 4th seiyuu awards-এ “Best New Actress” হিসেবে জিতেছিলেন তিনি । এছাড়া তিনি 5th Seiyu Awards-এ “Best Lead Actress” এবং “Best Personality” এই দুই অ্যাওয়ার্ড জিতেছিলেন, এখানেও সে মূলত ইয়ুই চরিত্রটির জন্য জিতেছিলেন । তার আরও কিছু জনপ্রিয় রোল হল কুনিয়েদা আয়োই (Beelzebub), কুরোকামি মেদাকা (Medaka Box), কোফুকু (Noragami) এবং মোমো (To-Love-Ru) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল হিরাসাওয়া ইয়ুই (K-On!), কুনিয়েদা আয়োই (Beelzebub), চিহায়া মেগুমি (Servant x Service), কন (Tokyo Ravens), কুরোকামি মেদাকা (Medaka Box), ওতোহিমে(Ookami-san to Shichinin no Nakamatachi), ইয়োরি(Kokoro Connect), উইহারু(Index/Railgun), কোফুকু (Noragami), ওগিনোমে মোমোকা (Mawaru Penguindrum), নাগাসে জুন(Kami nomi zo Shiru Sekai), রিঙ্কো(Natsuiro Kiseki) এবং মোমো (To-Love-Ru) ।

তার মিউজিক ক্যারিয়ার শুরু হয় K-On!-এর ওপেনিং এবং এন্ডিং গাওয়ার মাধ্যমেই । ঠিক একই বছর (২০০৯), সে এবং আরও ৩ জন সেইয়ূ মিলে Sphere নামক এই আইডল গ্রুপটি খুলেন এবং এর প্রথম গানটি রিলিজ হয় ২০০৯ সালের এপ্রিল মাসেই এবং গানটির নাম ছিল “Future Stream” । Sphere-এ তার পাশাপাশি বাকি ৩ জন মেম্বার হল কোতোবুকি মিনাকো, তাকাগাকি আয়াহি এবং তোমাৎসু হারুকা । তাদেরকে একসাথে অনেক আনিমের কাস্টেই পাওয়া গিয়েছে এবং K-On! আনিমেটিতেও তোয়োসাকি আকির পাশাপাশি ছিল কোতোবুকি মিনাকো যিনি মুগির কণ্ঠ দিয়েছিলেন । তার প্রথম সোলো সিঙ্গেলটিও রিলিজ পায় ২০০৯ সাল, love your life নামক এই গানটি । Sphere-এর হয়ে ১৮টি সিঙ্গেল এবং ৫টি অ্যালবাম, HTT-এর হয়ে দুইটি এবং ব্যক্তিগতভাবে ১৩টি সিঙ্গেল এবং ৩টি অ্যালবাম । গ্রুপ অথবা ব্যক্তিগত সব মিলিয়ে তার Bakuman s3, Cat Planet Cuties, D-Frag, Demon King Daimao, Hanasaku Iroha, Hatsukoi Limited, K-On!, Kanamemo, Koiken, Ken to Mahou to Gakuen Mono s2, Medaka Box, Ryuugajou Nanana no Maizoukin, Natsuiro Kiseki, Seikon no Qwaser, The Sacred Blacksmith, Servant x Service, Shugo Chara, Shinryaku Ika Musume s2, Otome Youkai Zakuro, Sora no Manami, Kami-nomi zo Shiru Sekai s2 এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং/ইন্সার্ট সং গেয়েছিলেন ।

তার জন্ম ২৮ অক্টোবর, ১৯৮৬। কণ্ঠ অভিনেত্রী হিসেবে অভিষেক তার ২০০৭ সালে, Kenkou Zenrakei Suieibu Umishou-এর আমুরো নিনাগাওয়া এবং Shugo Chara!-এর সু এই ২ চরিত্র দিয়ে। ব্যক্তিগত জীবনে তিনি কানায়ে ইতৌর বেশ ঘনিষ্ঠ বান্ধবী এবং বেশ কয়েকটা আনিমেতেই তাদের একত্রে রোল ছিল। তার কণ্ঠটা আমার কাছে খুব কিউট লাগে এবং খুব সহজেই ধরতে পারি। আমি প্রথম প্রথম যখন কিছু সেইয়ূদের চেনা শুরু করি তখনকার দিকের অন্যতম প্রিয়দের মধ্যে একজন ছিলেন তিনি, এখনও আছেন । সে সামনে আরো ভালো রোল পাবে তা আশা।

Toyosaki Aki

Behind the Voices – 20

 

Shimazaki Nobunaga

অনেক সেইয়ূই বলে “ঠাণ্ডা মেজাজের অথবা চুপচাপ চরিত্রের কণ্ঠ দেওয়া বেশ সহজ কাজ, কোন ব্যাপার না” । তবে এই ধরণের চরিত্র তুলে ধরতেও যে এক ধরণের আলাদা দক্ষত্যা লাগে তা দেখিয়েছেন শিমাজাকি নোবুনাগা । অনেক ধরণের চরিত্র করলেও সাধারণত চুপচাপ স্বভাবের চরিত্রগুলো অসাধারণভাবে তুলে ধরার জন্যই তার খ্যাতি মূলত ।

তার কণ্ঠ অভিনয় শুরু ২০০৯ থেকে, যদিও সে বছর মাত্র একটা রোল পায় সে । ২০১২ থেকে শুরু হয় তার সফলতা, সে বছর ৪ টা রোল পায় তিনি যার মধ্যে ২টা মূল চরিত্র এবং আরেকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ চরিত্র । এর বছরগুলো থেকেই সে কম-বেশি ভালো রোল পেতে থাকে । তার সবচেয়ে জনপ্রিয় রোলগুলো হল হারু (Free!), ইজুমি শিনিচি (Parasyte), ফুরুয়া (Ace of Diamond) এবং শিদৌ ইৎসুকা (Date a Live) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল হারু (Free!), সাকুরাই (Kuroko no Basket), সৌজি (Ore, Twintails ni Narimasu) এবং ফুরুয়া (Ace of Diamond) । Ace of Diamond, Free!, Nijiro Days এই আনিমেগুলোর এন্ডিং তিনি আনিমেগুলোর বাকি সেইয়ূদের সাথে গেয়েছেন এবং Tari Tari আনিমেটিতে একটা ইন্সার্ট সং তার গাওয়া ।

তার জন্ম ৬ ডিসেম্বর, ১৯৮৮। সামনে আরও ভালো ভালো রোল পাবেন তিনি সেই আশায় রইলাম।

Shimazaki Nobunaga

 

Kishio Daisuke

কিশিয়ো দাইস্কের তার পুরো ক্যারিয়ার জুরে সব ধাঁচের রোলই অসাধারণভাবে তুলে ধরেছেন কম-বেশি । কিন্তু তিনি সাধারণত প্লে-বয় স্বভাবের অথবা সুদর্শন পুরুষ এসকল চরিত্রগুলোতে কাজ করার জন্যই বেশ পরিচিত । তার কণ্ঠ বলার স্বরের মাঝেই একরকম কেমন জানি আলাদা ভাব আছে ।

তার কণ্ঠ অভিনেতা হিসেবে অভিষেক ১৯৯৬ সালে এবং তার সবচেয়ে জনপ্রিয় রোল হল Vampire Knight-এর কানামে কুরান । সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তার শৌজো এবং রিভার্স হারেম আনিমের রোলগুলো দিয়েই । তবে অন্য জনরার আনিমেগুলোতেও তার বেশ ব্যতিক্রমি চরিত্র আছে যেমন ক্রাউযার-সানের সাধারণ ভার্শন (Detroit Metal City), ইতাকু (Nurarihyon no Mago), আওনো সুকুনে (Rosario + Vampire) ।

আমার মতে তার সেরা রোল হল নেগিশি (Detroit Metal City), চরিত্রটিকে সাধারণত ভয়ঙ্কর ব্যক্তিত্বেই ( ক্রাউজার-সামা ) চিনে থাকি আমরা তবে তার সাধারণ সেই হাস্যকর ব্যক্তিত্ব যেভাবে তুলে ধরেছে কিশিয়ো দাইস্কে, কাজটা বেশ অসাধারণ ছিল । এছাড়া তার আরও কিছু রোল আমার বেশ পছন্দের সেগুলো হল ইমাদোরি (School Rumble), ইতাকু (Nurarihyon no Mago), নাৎসুমে (Beelzebub), কুরামা (Kamisama Hajimemashitae), হাওয়ার্ড লিঙ্ক (D.Gray-Man), যাজি (Tegami Bachi) ।

তিনি La Corda D’Oro, Kamisama Hajimemashita, Shounen Hollywood, Rosario + Vampire, Cluster Edge, Diabolik Lovers এই আনিমেগুলোতে উইনিটের সাথে ওপেনিং/এন্ডিং অথবা তার চরিত্রের হওয়ে ইন্সার্ট সংগুলো গেয়েছেন ।

তার জন্ম ২৮ মার্চ, ১৯৭৪ । আজ কাল আর নতুন করে কোন রোল করেন না তিনি আর তিনি ভেটেরান সেইয়ূ হিসেবেই পরিচিত এখন সবার কাছে । তিনি এখন নতুন কণ্ঠ অভিনেতাদের কাছে রোল-মডেল ।

Kishio Daisuke

 

Ishihara Kaori

ম্যাজাই আনিমেটি যারা দেখেছেন তাদের নিশ্চই আলাদিন চরিত্রটির কণ্ঠ বেশ কিউট লেগেছেন, এরকম একটা কণ্ঠের নৈপুণ্যতার কারণেই সবচেয়ে বেশি পরিচিত হল ইশিহারা কাওরি । তার কণ্ঠে তীক্ষ্ণ টান রয়েছে এবং বেশির ভাগ সময়ই পার্শ চরিত্রের রোল করে থাকলেও, যে কয়টা করেছেন ওর মাঝেই নানা রকম চরিত্রই ছিল ।

তার কণ্ঠ অভিনয়ের জগতে অভিষেক ২০১০ সালে এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আলাদিন(Magi) চরিত্রটি দিয়েই । আলাদিন বাদে তার আরেকটি উল্লেখযোগ্য রোল হল তানিগাওয়া কান্না (Ano Natsu de Matteiru) । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল সাকুরাদা কানাদে (Joukamachi no Dandelion), আলাদিন (Magi) এবং রোজালি (Cross Ange) ।

তার গানের ক্যারিয়ারের এক বড় অংশ ‘YuiKaori’ এই সেইয়ূ ইউনিটটি যার আরেক মেম্বার ওগুরা ইয়ুই । YuiKaori-র অংশ হয়ে তিনি Joukamachi no Dandelion-এর ওপেনিং এবং Kiss x Sis-এর এন্ডিং গেয়েছেন । Kono Naka ni Hitori, Imouto ga Iru! এবং Rinne no Lagrange এই দুইটি আনিমের এন্ডিং তিনি গেয়েছিলেন এবং আরেকটি সেইয়ূ গ্রুপ Stylips-এর মেম্বারও ছিলেন তিনি যাদের হয়ে তিনি Highschool DXD-এর এন্ডিং এবং Saki:Episode of Side-A-এর ওপেনিম গেয়েছিলেন । তিনি Stylips-এর হয়ে একটা এবং YuiKaori-এর হয়ে তিনটা অ্যালবাম এই পর্যন্ত রিলিজ করেছেন ।

তার জন্ম ৬ আগস্ট, ১৯৯৩ । তার কণ্ঠটা বেশ কিউট, তার আরো রোল পাওয়া দরকার ।

Ishihara Kaori

 

Ogura Yui

ললি জিনিশটা এখন আনিমের চরিত্রগুলোর মাঝে একটা আলাদা আইকন হয়ে দারিয়েছে, এই কথা সবাই মানে । এই চরিত্রগুলোর কথা-বার্তার ধরণই অনেক সময় সাধারণ চরিত্রগুলোর তুলনায় আলাদা হয়, আর এদের আনিমের মাঝে দেখা না পাওয়ায় আজ-কাল বিরল একটা বিষয় । এই ধরণের চরিত্র নির্ভুলভাবে তুলে ধরায় যাদের দক্ষ হিসেবে গণ্য করা হয়, তাদের একজন ওগুরা ইয়ুই । তার কণ্ঠটা বেশ নরম, অনেকটা হিদাকা রিনার কণ্ঠের মতই শুনাবে । সুধু কণ্ঠ দিয়ে নয়, তার ললি চরিত্রগুলো তুলে ধরার দক্ষতা দিয়েও অনেকে তাকে হিদাকা রিনার সাথে তুলনা করেন । “হিদাকা রিনা কে ?”, তিনি হল এমন একজন যাকে ধরা হয় যে ললি চরিত্রগুলো সবচেয়ে ভালো করে তুলে ধরতে পারেন এমন এক কণ্ঠ-অভিনেত্রী । তবে আজ-কাল আনিমেগুলোতে মিনাসে ইনোরি তার নাম-ডাক সব কেড়ে নিয়ে যাচ্ছে ।

তার কণ্ঠ অভিনেত্রী হিসেবে অভিষেক ২০০৯ সালে । এরপর বেশ কিছু আনিমেতে মূল চরিত্র হিসেবে রোল করে তিনি পরিচিতি পেয়েছেন, যেমন আলিস (Kamisama no Memochou), সুৎসুকাকুশি সুকিকো (Hentai Ouji to Warawanai Neko) । তার কণ্ঠটা আমার কাছে বেশ কিউট লাগে এবং তার করা পছন্দের রোলগুলো হল কোকোনা (Yama no Susume), হিনাতা (Ro-Kyu-Bu), ফুসে মিদোরি (Black Bullet), আথেনা (Campione!), সাকুরাদা হিকারি (Joukamachi no Dandelion) এবং ক্রিস (Cross Ange) ।

তার গানের ক্যারিয়ারের এক বড় অংশ ‘YuiKaori’ এই সেইয়ূ ইউনিটটি যার আরেক মেম্বার ইশিহারা কাওরি । YuiKaori-র অংশ হয়ে তিনি Joukamachi no Dandelion-এর ওপেনিং এবং Kiss x Sis-এর এন্ডিং গেয়েছেন । Aquarion Evol, Campione, Oreimo 2, Unbreakable Machine Doll, Saikin Imouto no Yousu ga Chotto Okashiinda ga, Ro-Kyu-Bu!, Seiken Tsukai no World Break এই আনিমেগুলোর ওপেনিং/এন্ডিং/ইন্সার্ট সং-এ তার কণ্ঠ ছিল । তিনি আরেকটি সেইয়ূ গ্রুপ Stylips-এর মেম্বারও ছিলেন এবং ইশিহারা কাওরির সঙ্গে একসাথেই Stylips ত্যাগ করেছিলেন, তাদের হয়ে তিনি Highschool DXD-এর এন্ডিং এবং Saki:Episode of Side-A-এর ওপেনিম গেয়েছিলেন । তিনি Stylips-এর হয়ে একটা এবং YuiKaori-এর হয়ে তিনটা অ্যালবাম এই পর্যন্ত রিলিজ করেছেন ।

তার জন্ম ১৫ আগস্ট, ১৯৯৫ । তার সবচেয়ে বড় পরিচিতি কিন্তু সেইয়ূ নয় বরং আইডল হিসেবে । আজকাল ললি চরিত্রগুলোর কণ্ঠ-অভিনয়ে দক্ষ এরকম সব কণ্ঠ-অভিনেত্রীদের পরিমান বেড়ে যাচ্ছে, ওগুরা ইয়ুই এবং তাদের মাঝে রোল পাওয়ার রেসটা দেখতে বেশ ইন্টারেস্টিং হবে ।

Ogura Yui

Behind the Voices – 19

 

Yonaga Tsubasa

ইয়োনাগা সুবাসা সাধারণত ছোট ছেলে অথবা কিশোর এরকম চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য ব্যপকভাবে পরিচিত । তার কণ্ঠতেই আলাদা একটা বাচ্চাদের মত টান আছে এবং এর জন্যেই এরকম চরিত্রের কণ্ঠ দেওয়ায় তার এত দক্ষতা । তার ট্র্যাপ চরিত্রেরও কণ্ঠ দেওয়ার খ্যাতি আছে । তবে ইয়োনাগা সুবাসা কিন্তু অনেক পরিচিত কণ্ঠ অভিনেতাদের তুলনায় বয়সে বড় ।

ইয়োনাগা সুবাসা সবচেয়ে বেশি পরিচিত তার Free! আনিমেটিতে নাগিসা চরিত্রটির জন্য । তবে এছাড়া তার আরও বেশ কিছু চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য পরিচিতি আছে, চরিত্রগুলো হল Cardfight Vanguard!-এর সেন্দৌ আইচি, Ookiku Furikabutte-এর রেন মিহাশি, Chihayafuru-এর ডেস্কতোমু এবং Arcana Familia-এর নোভা । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল Yowamushi Pedal-এর মানামি, Tasogare Otome x Amnesia-এর তেইচি নিয়া, Free!-এর নাগিসা Chihayafuru-এর ডেস্কতোমু এবং Donten ni Warau-এর চূতারৌ ।

তিনি এখনও মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকেন নাই । তবে Free!, Arcana Familia এবং Yowamushi Pedal এই আনিমেগুলোর কাস্টের সঙ্গে দলীয়ভাবে আনিমেগুলোর কয়েকটি এন্ডিং গেয়েছেন ।

তার জন্ম জানুয়ারি ১৫, ১৯৮৪ এবং সেইয়ূ ইয়ুকা নিশিগাকির সঙ্গে তিনি বিবাহিত । তার কণ্ঠ অভিনয়ের কাজ বেশ ভালোই লাগে, তাই সামনে তার আরো ভালো ভালো রোল দেখবো এ নিয়ে আশাবাদী ।

Yonaga Tsubasa

 

Tanaka Rie

তানাকা রিয়ে তার আবেদনময়ী কণ্ঠের জন্য ভক্তদের সবচেয়ে বেশি পরিচিত । একসময় প্রতি সিজনেই ভালো পরিমাণ রোল পেলেও আজকাল তার রোল একেবারেই নেই । তবে একজন দক্ষ কণ্ঠ অভিনেত্রীর ভাবমূর্তি সে আগেই গরে নিয়েছেন ।

তার সবচেয়ে জনপ্রিয় রোলগুলো হল Mobile Suit Gundam Seed-র ল্যাকাস ক্লাইন, Chobbits-র চি এবং ফ্রেয়া, Hayate no Gotoku-র মারিয়া, Rozen Maiden-র সুইগিন্তৌ । কিছু আনিমেতে একাধিক রোলও দিয়েছেন তিনি, তার এক উদাহরণ হল Katekyo Hitman Reborn! । এই আনিমেটিতে মূলত বিয়াঙ্কির কণ্ঠ দিলে পাশাপাশি হিবার্ড এবং উরির কিউট কণ্ঠও সে দিয়েছে । এছাড়া কুকুর এবং বিড়াল পালার জন্যও তার খ্যাতি আছে । তার অনেক রোলই আমার বেশ পছন্দ । আনিমে ইন্ডাস্ট্রির সাথে সে জড়িত ১৯৯৭ সাল থেকে । হাইস্কুল শেষ করার পরপরই, সে টোকিয়োর এক নামকরা আনিমেশন কম্পানির সাথে কাজ করে এবং তার কিছু চরিত্রের গানের রোলটাও সে নেয় ।

তবে সবচেয়ে পছন্দের রোল হল ৩ টা Katekyo Hitman Reborn!-এর বিয়াঙ্কি, Girls und Panzer-এর নিশিযুমি মাহো এবং Hayate the Combat Butler-এর মারিয়া । এছাড়া Chobbits-এর চি এবং Tears to Tiara-এর ওক্টাভিয়া এই দুইটা রোলও বেশ পছন্দ ।

অনেক আনিমের ইন্সার্ট সং, ওপেনিং এবং এন্ডিং গেয়েছেন তিনি । তবে এমনে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে তিনি তেমন একটা সাফল্য পায় নাই । সে এই পর্যন্ত 24 Wishes এবং Garnet নামক এই দুইটা অ্যালবাম বের করেছেন । এছাড়া তিনি Steel Angels নামক এক গায়িকাদের গ্রুপের সদশ্য, যার বাকি দুইজন সদশ্য এনোমোতো আৎসুকো এবং কুরাতা মাসায়ো এই দুইজন সেইয়ূ ।

তার জন্ম ৩ জানুয়ারি, ১৯৭৯ এবং কণ্ঠ অভিনেতা কৌইচি ইয়ামাদেরার সঙ্গে বিবাহিত । তিনি একজন অসাধারণ কণ্ঠ অভিনেত্রী এবং অনেক নতুন তাকে রোল-মডেল হিসেবে দেখে ।

Tanaka Rie

Behind the Voices – Special Episode 01

 

Akasaki Chinatsu

আকাসাকি চিনাৎসুর অভিষেক কায়ানো আই, মায়া উচিদা এবং তানেদা রিসা তাদের সঙ্গে প্রায় কাছাকাছি সময়েই। রোলের পরিমাণ তুলনা করলে তাদের তুলনায় অনেক পিছিয়ে আকাসাকি চিনাৎসু। তাদের তুলনায় নাম-ডাকও তেমন নেই । তবে চিনাৎসুর কিছু কিছু সলিড রোল আছে যার মাঝে তিনি নিজের সেরাটা দিয়েই পার্ফম করেছে এবং এমনভাবে তুলে ধরেছে যে সেই চরিত্রটি তার চেয়ে আর কেউ ভালোভাবে তুলে ধরতে পারবে না। অন্তত এই রোলগুলোর জন্য আকাসাকি প্রশংসনীয়।

তার সেরা রোলগুলো হল Shokugeki no Souma-র অ্যালিস নাকিরি এবং Chuunibyou demo Koi ga Shitai-র নিবুতানি শিঙ্কা। তার করা রোলগুলোর মাঝে আমার সবচেয়ে পছন্দ Love Lab-এর মাকি নাৎসুয়ো। চরিত্রটা তার চেয়ে সুন্দর করে তুলে ধরতে পারবে না আর কেউ, অন্তত আমার তা মনে হয়। এছাড়া Oreshura-র হারুসাকি চিওয়া এবং Gingitsune-র ইকেগামি ইয়ুমি এই দুটো রোল বেশ পছন্দের সাথে Shokugeki no Souma-র অ্যালিস নাকিরি এবং Chuunibyou demo Koi ga Shitai-র নিবুতানি শিঙ্কা তো আছেই।

মিউজিক ইন্ডাস্ট্রির সাথে তেমনভাবে জড়িত নয়। তবে Chuunibyou demo Koi ga Shitai, Fantasia Doll এবং Oreshura-র ওপেনিং/এন্ডিং সেই আনিমেগুলোর কাস্টের সাথে গেয়েছেন।

তার জন্ম August 10, 1987। এতদিন পর্যন্ত খুব বেশি একটা ক্ষ্যাতি না থাকলেও আজ-কাল বেশ নামডাক শুনা যাচ্ছে তার।

Akasaki Chinatsu

 

Takamori Natsumi

তাকামোরি নাৎসুমি এমন একজন সেইয়ূ যার নামডাক একেবারেই নেই বললে চলে । তার মাত্র হাতেগোনা কয়েকটা মানুষ মনে রাখবে এরকম রোল আছে আর খুব কমই এমন সব রোল পান তিনি। তবে তার যে কয়টা চরিত্র চিনি ওর থেকে যাচাই করলে বেশ ভালো কণ্ঠ অভিনয়ই করেন তিনি সাথে তার কণ্ঠটা কিছুটা ব্যতিক্রমী।

তার জনপ্রীয় রোলগুলো হল Another-র মিসাকি মেই, Sakurasou no Pet na Kanojo-র কামিগুসা মিসাকি এবং Highschool DXD-র সৌনা সিট্রি। অথচ এই তিনটা চরিত্রের স্বভাব তিন রকম, আনিমে ৩টি দেখা থাকলেই বুঝতে পারবেন কি বুঝাইসি। তার সবচেয়ে পছন্দের রোল আমার Sakurasou no Pet na Kanojo-র কামিগুসা মিসাকি আর ১ পর্বের জন্য হলেও SKET Dance-এ মিসাকি নামের চরিত্রটিও আমার বেশ ভালো লেগেছে (এই মহিলা কয়টা মিসাকি করে, মাত্তাকু) সাথে Highschool DXD-র সৌনা সিট্রি রোলটাও ভালো লাগসে। Jojo’s Bizzare Adventures: Stardust Crusaders-এর কোন এক পর্বে পলনারেফের সাথে কিছুখনের জন্য জৌতারোও ছোট হয়ে যায় তখন সেই পিচ্চি জৌতারোর কণ্ঠও দিয়েছিলেন তিনি, তবে জৌতারোর আসল সেইয়ূ হল ওনো দাইস্কে। Girls und Panzer-এর মুভিতেও তার একটি রোল আছে, St.Gloriana-এর নতুন সদশ্য রোজ হিপ (Blu-ray বাইর হইয়া গেসে নেটে এখনো আসে না কেন)।

Sakurasou no Pet na Kanojo, Houkago no Pleiades, Denki ga Honya-san, Pretty Rhythm এই আনিমেগুলোর ওপেনিং অথবা এন্ডিংয়ে তার কণ্ঠ ছিল। তার জন্ম February 14, 1987। সব মিলিয়ে ভালো কণ্ঠ-অভিনেত্রী, সামনে তার আরও রোল দেখতে চাই।

Takamori Natsumi

Behind the Voices – 18

Osaka Ryota - Iguchi Yuka
ওসাকা রিয়োতা

কামিয়া হিরোশি, ওনো দাইসকে এদের এখনকার সেইয়ূদের মাঝে আইকন হিসেবে ধরা হয় । হয়তো আরও ৪-৫ বছর পরে তাদের মত আইকন হয়ে উঠতে পারেন, এরকম একজন ওসাকা রিয়োতা । ২০১১-তে তার অভিষেক এবং একাধিক ভালো চরিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পান তিনি ২০১২ থেকেই । ওসাকা রিয়োতার কণ্ঠটা বেশ সাধারণ, অনেকটা কিশোরদের মত। তার বেশিরভাগ চরিত্রগুলোও এই বয়সী, তাই তিনি কণ্ঠটা এত অসাধাণভাবে মিশিয়ে নিতে পারেন যে আলাদা করে তার কণ্ঠ ধরাটা বেশ কঠিন।

২০১২-এর ফল সিজনে তিনি প্রথম কোন আনিমেতে মূল চরিত্রের কণ্ঠ দেওয়ার সুযোগ পান, চরিত্রটি ছিল হিমেনোকৌজি আকিতো (OniAi) । এরপর ২০১৩-তে বেশ ভালো ভালো চরিত্রের রোল পান, যেমন মাও সাদাও (Hataraku Maou-sama), ভালি লুসিফার (High School DXD s2), স্ট্যাজ চার্লি ব্লাড (Blood Lad), সাওয়ামুরা এইজুন (Ace of Diamond) , তোকিশিমা হারুতো (Kakumeiki Valvrave), কিদৌ এইতা (Oreshura), ইসাকি কানামে (Nagi no Asukara) এবং স্ফিনটাস (Magi s2) । সে বছর জোজোতেও একটি রোল ছিল তার- মার্ক; চরিত্রটি স্ট্রোহাইমের অধীনে এক নাৎজি সৈনিক ছিল। মাত্র ১ অথবা ২ পর্ব স্ক্রিন-টাইম পান তিনি। ৩ বছরেরও কম সময়ে তিনি নিজেকে প্রফেশনাল কণ্ঠ অভিনেতাদের কাতারে নিয়ে গিয়েছেন, এত দ্রুতগতিতে সফলতা খুব কম কণ্ঠ অভিনেতাই পেয়েছেন। তিনি মাও সাদাও (Hataraku Maou-sama), যেন ওয়াস্তালিয়া (Akagami no Shirayuki hime), ইয়ামাদা রিয়ূ (Yamada-kun and the 7 witches) এবং নাগাতে তানিকাজে (Sidonia no Kishi) এই চরিত্রগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত।

Ohsaka Ryota 1
তার যে রোলটি আমার সর্বপ্রথমে ভাল লাগে সেটি হল Blood Lad-এর স্ট্যাজ, যদিও তখন তাকে চিনতামই না। তার প্রথম সন্ধান পাই কাতৌ কিরি চরিত্রটি দিয়ে । SKET Dance বেশ প্রিয় একটি আনিমে আমার, তাই ওটার কাস্ট নিয়ে আনিমেটি দেখার সময় কম বেশি ঘাটাঘাটি করেছিলাম। তখন থেকে ওসাকা রিয়োতাকে চিনি। এটি ২০১৪ এর মাঝের দিকের কথা, তখনও তিনি তেমন একটা জনপ্রিয় ছিলেন না। তার বাকি পছন্দের রোলগুলো হল মাও সাদাও (Hataraku Maou-sama), তোকিশিমা হারুতো (Kakumeiki Valvrave), ওয়াতারি রিয়োতা (Shigatsu wa Kimi no Uso), মায়ুজুমি চিহিরো (Kuroko no Basket), তাচিবানা সুগানে (Gatchaman Crowds), কিদৌ এইতা (OreShura), লুসিফার ভালি (Highschool DXD), মুরাকামি রিয়ৌতা (Brynhildr in the Darkness) এবং সাসাহারা সৌহেই (Tonari no Kaibutsu-kun) । আর তার Ace of Diamond-এ সাওয়ামুরা চরিত্রটিতে দেওয়া কণ্ঠটা একটুও ভালো লাগেনি, বেশ চিল্লাপাল্লা করে কান ব্যাথা করে দেয়, তবে চরিত্রটির সাথে মানিয়েছে।

তিনি শুধু কণ্ঠ অভিনয়ের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, তবে Ace of Diamond-এর কয়েকটা এন্ডিং Shounen Hollywood এবং Assassination Classroom এই দুই আনিমের ওপেনিং-এ আনিমেগুলোর নিজস্ব কাস্টদের নিয়ে তৈরি ইউনিটের সঙ্গে গাওয়া গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ।

তার জন্ম ২য় আগস্ট, ১৯৮৬ । ২০১৫-তে অনুষ্ঠিত ‘9th Seiyuu Awards’-এ তিনি Best Male Newcomer অ্যাওয়ার্ডটি জিতেছেন । গত কয়েক বছরের মত এই বছরও তিনি বেশ ভালো পরিমাণ রোল পেয়েছেন এই পর্যন্ত । সামনে যে আরও বড় মাপের কণ্ঠ অভিনেতা হবেন তিনি, বিষয়টা বেশ সুস্পষ্ট ।

Ohsaka Ryota 2
ইগুচি ইয়ুকা

ইগুচি ইয়ুকা সাধারণত বেশ চঞ্চল স্বভাবের ইমোতৌ টাইপের চরিত্র অথবা ললিদের কণ্ঠের জন্যই বেশ পরিচিত । তবে যে ধাঁচের চরিত্র করাতেই সে শুধু দক্ষ তা কিন্তু নয়, বরং এর বিপরীত ধাঁচের চরিত্রদের কণ্ঠ দিয়েও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন ইগুচি ইয়ুকা, এর এক ভালো উদাহরণ ছিল Girls und Panzer-এর রেইযেই মাকো । সোজা কথায় কম বেশি সবরকম চরিত্র করা আছে উনার । তার কণ্ঠটা বেশ হাই পিচের এবং ওর উপর চিল্লাচিল্লি করে এমন সব চরিত্র করলে অনেক সময় তার কণ্ঠটায় বেশ মাথা ধরে, যে কারণে তার প্রতি অনেকের নেতিবাচক মতামতও রয়েছে । তবে আমার কাছে বেশ অসাধারণ কণ্ঠ অভিনেত্রীদের একজন তিনি ।
কণ্ঠ অভিনয়ের সাথে তার পরিচয় ২০০৩ থেকে । সে বছর তিনি G.G.F-এর জন্য অডিশনে জিতেছিলেন । এটা একটা গেমারদের মাস্কট চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য অডিশন ছিল, সেখানে সাফায়ার রোলটির অধীনে ছিলেন তিনি । একই বছরে Di Gi Charat Nyo!-এর উসাদা আকারি চরিত্রটি দিয়ে তার আনিমেতে কণ্ঠ অভিনয়ের অভিষেক । তখন থেকেই গোতৌ সাওরির সাথে তার পরিচয় এবং তার সাথে মিলে airyth নামক এক ভয়েস অ্যাক্টিং ইউনিটও ছিল তাদের । G.G.F ভেঙ্গে যায় ২০০৬-এ এবং তখন থেকেই Office Osawa এজেন্সিটির সদস্য তিনি । ৬ষ্ঠ ‘Seiyuu Awards’-এ ‘Best Personality’ অ্যাওয়ার্ডটি তিনি জিতেছিলেন । সে সবচেয়ে বেশি যে দুইটি চরিত্রের কণ্ঠ দেওয়ার জন্য পরিচিত তা হল ইনডেক্স (To aru Majutsu no Index) এবং সুকিহি (Monogatari Series) ।
ইগুচি ইয়ুকাকে সাধারণত ৩ রকম চরিত্রে কণ্ঠ অভিনয় করতে দেখা যায় । তিনি চঞ্চল স্বভাবের চরিত্রগুলোতে বেশ উচ্চ স্বরে, কিছু টমবয়িশ চরিত্রগুলোতে বেশ উদ্ধত স্বরে এবং চুপচাপ ঠাণ্ডা স্বভাবের চরিত্রগুলোর ক্ষেত্রে বেশ নীরব স্বরে অভিনয় করেন। কেন যেন চরিত্রগুলোর সঠিক প্রতিচ্ছবিটা তিনি বেশ অসাধারণভাবেই তুলে ধরতে পারেন । তার যে রোলটা সবার আগে পছন্দ হয় তা হল তাকায়ামা মারিয়া (Haganai) এবং উসামি হানি (SKET Dance) । ঠিক এই চরিত্রর সেইয়ূকে তা দেখতে গিয়েই তার সন্ধান পাই । এরপর তার আরও অনেক রোল পছন্দ হয়েছে যেগুলো হল রেইজেই মাকো (Girls und Panzer), কাগা (KanColle), কোনোয়ে সুবারু (Mayo Chiki!), সুকিহি (Monogatari Series), সাঙ্গু মিৎসুবা (Owari no Seraph), কুরোসাকি মেয়া (To-Love-Ru:Darkness) এবং আয়োই (Yama no Susume) ।
Iguchi Yuka 1
কণ্ঠ অভিনেত্রীর পাশাপাশি একজন গায়িকাও । Index, Danmachi, Nisemonogatari, Ro-Kyu-Bu, Haganai, Girls und Panzer, Symphogear, Tamayura, Strike the Blood, Yama no Susume, KanColle, Kami nomi zo Shiru Sekai, Valkyre Drive এ আনিমেগুলার ওপেনিং/এন্ডিং/ইন্সার্ট সং তিনি স্বতন্ত্রভাবে অথবা উইনিটের সঙ্গে গেয়েছেন । তার গাওয়া দুটি পছন্দের ‘Strike my Soul’ (https://goo.gl/QpGPAv ) এবং ‘Kaga Misaki’ ( https://goo.gl/ajqN3H )। এছাড়া মোনোগাতারি সিরিজের সবচেয়ে আলোচিত ওপেনিং ‘Platinum Disco’ ( https://goo.gl/XrBBmA ) কিন্তু তার গাওয়া । তার গানগুলো বেশ সুন্দর, শুনে দেখতে পারুন ।
ইগুচা ইয়ুকা এখনকার আইকোনিক কণ্ঠ অভিনেত্রীদের একজন । তার সামনে যে আরও ভালো ভালো চরিত্র দেখতে সেটুকু তো বলাই যায় ।
Iguchi Yuka 2

Behind the Voices – 17

নাকাই কাযুয়া

নাকাই কাযুয়া স্বীকৃত ভেটেরান কণ্ঠ অভিনেতাদের একজন । তার কণ্ঠটা বেশ ইউনিক এবং কিছুটা অ্যাগ্রেসিভ কিন্তু বেশ ম্যানলি শোনায় । সাধারণত মূল চরিত্রের প্রতিদ্বন্দ্বী এমন সব চরিত্রের কণ্ঠ দিয়েই বেশ পরিচিত উনি ।

শৌনেন আনিমের জগৎের দুইজন বড় চরিত্র হল এক টুকরার রোরোনোয়া জোরো এবং গিন্তামার হিজিকাতা, এই দুই চরিত্রের জন্যই তার ৮০% খ্যাতি । এই দুইজনের জন্যই তিনি 5th Seiyu Awards-এ ‘Best Supporting Actor’-এর খেতাবটা জিতেছিলেন । কিন্তু তারপরও সামুরাই চাম্পলূর মূগেন রোলটার জন্যও তার একগাদা ভক্ত আছে । ১৯৯৬ সালে After War Gundam X-এ উইট্জ সৌ চরিত্রটি দিয়ে তার অভিষেক । তার প্রথম বড় রোল হল ওয়ান পিসের রোরোনোয়া জোরো এবং সে এই একটি রোল থেকেই সে আস্তে আস্তে ভালো সব চরিত্রের রোল পেতে থাকেন তিনি । তার ভক্তদের মাঝে এক বড় রকমের বিতর্ক রয়েছে, তা হল জোরো নাকি হিজিকাতা কোনটা সেরা রোল তা নিয়ে । আমার মতামত দিতে হলে বলবো, Samurai Champloo-র মুগেন আর Sengoku Basara-র দাতে মাসামুনে ।মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কোন সম্পর্কই নেই তার খালি Ixion Saga-র ওপেনিংটায় কণ্ঠ দিয়েছিলেন ।

Kazuya Nakai 1

আমার কাছে তার যে রোলগুলো বেশ পছন্দের তা হল Samurai Champloo-র মুগেন, Chihayafuru-র রেট্রো, Sengoku Basara-র দাতে মাসামুনে, Kuroko no Basket-র ইমায়োশি, xxxHOLiC-র দৌমেকি, Tegami Bachi-র জিগি পেপ্পার, Ao no Exorcist-র সুগুরো রিয়ূজি ।

তার জন্ম নভেম্বর 25, 1967 । এ বছরে Joker Game আনিমেটিতে ফুকুমোতো চরিত্রটির কণ্ঠ দিবেন । নাকাই কাযুয়া যে একজন দক্ষ এবং অভিঙ্গ কণ্ঠ অভিনেতা তা সবায় মানতে রাজি ।

Kazuya Nakai 2

 

উয়েসাকা সুমিরে

উয়েসাকা সুমিরে অনেকটা নতুন কণ্ঠ অভিনেত্রীদের কাতারেই পরে । যদিও ২০১১ থেকে কণ্ঠ অভিনয় করেন কিন্তু তুলনামূলক রোল অনেক কম । যদিও এই সিজনে তার ৫ টা রোল, যা অনেক অভিজ্ঞ সেইয়ূদের তুলনায় বেশি ।

উয়েসাকা সুমিরে প্রথমে সবার নজরে আসেন Chuunibyou demo Koi ga Shitai আনিমেটার দেকোমোরি রোলটা দিয়ে । দেকোমোরি চরিত্রটি বেশ মজার ছিল, আর তার এই ‘ডেস ডেস’-এর কারণে লোকজন তাকে আরও বেশি করে মনে রাখবে, এর আসল প্রশংসার প্রাপ্য তো সে-ই যে তার কণ্ঠ দিয়েছেন । তার পরেও বেশ কিছু রোল করেছেন কিন্তু দেকোমোরির মত আনিমে ভক্তদের মাঝে অতটা আলোরোন তৈরি করতে পারেনি, যদিও কাঙ্কোলের ফুবুকি রোলটা পেরেছে কিছুটা । আমার কাছে তার পছন্দের রোলগুলো হল চুনিবিয়োর দেকোমোরি, কাঙ্কোলের হিরয়ূ এবং গার্ল্স উন্ড পান্জারের নোন্না ।

তাকে লোকজন বিশেষ করে চেনে তার সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার প্রতি গভির টান সাথে রাশিয়ান ভাষার উপর দক্ষতার জন্য । সে রাশিয়ার ইতিহাশ, মিলিটারি, সাহিত্য এবং চারুকলার বিশাল ভক্ত । আনিমেতেও কয়েকটি রাশিয়ান চরিত্রের কণ্ঠ দিয়েছেন তিনি । এছাড়া তিনি কিন্তু আনিমেতেও রাশিয়ান চরিত্রদের কণ্ঠ দিয়েছেন । এদের মধ্যে আছে Girls und Panzer-এর নোন্না এবং The IdolM@ster-এর আনাস্টাসিয়া । তার আনিমের মাঝে রাশিয়ান শুনতে চাইলে https://goo.gl/fOQIhMএই ক্লিপটার ঠিক ৩:৪০ মিনিটে চলে যান তাহলেই দেখতে শুনতে । চরিত্র না চিনতে পারলে বলে রাখি কালো চুলের মেয়েটার কণ্ঠ সুমিরের । ক্লিপটা পুরাটাও দেখতে পারুন কেননা আর কয়েক দিন পর মুভিটার ব্লুরে আসছে আর এটা অনেক উপভোগ করার মত একটা সিরিজই । তবে এই গার্লস উন্ড পান্জারের ফিল্ম দেখার আগে ১২ পর্বের আনিমেটা দেখা আবশ্যক । যাই হোক, এবার প্রশঙ্গে আসি । এই মহিলার রাশিয়া সম্পর্কে অনেক আগ্রহ কেননা আপাতত তিনি Sophia University-তে ‘Department of Russian Studies’-এ ‘রেড আর্মির ইতিহাশের’ উপরই কোর্স করছেন একটা । এ সম্পর্কে আরও বেশি জানতে ইচ্ছে করলে এই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন http://goo.gl/u7rsyS । রাশিয়ানের পাশাপাশি ইংরেজি এবং চাইনিজেও তার দক্ষতা আছে । তার রাশিয়ার প্রতি আলাদা টানটা খানিকটা উপলবদ্ধি করতে পারি, দেশটির ফোক গানগুলো আসলেই সুন্দর (যদিও আমার জাপানের প্রতি টান বেশি 😛 )

Sumire Uesaka 1

উয়েসাকা একজন জে-পপ তারকাও । উয়েসাকার মিউজিক এবং সেইয়ূ ক্যারিয়ারের সব কাজ এক নজরে দেখে আসতে এই লিঙ্কে যেতে পারুন http://goo.gl/JlCnQ3 । উয়েসাকার গানগুলোর এক বিশেষ ক্ষ্যতি আছে তা হল গানগুলো বেশ উদ্ভট হয়, কথাটা আসলেই সত্য । সুমিরে Genshiken, Ore Twin Tails ni Narimasu, IDOLM@STER Cindrella Girls s2, Chuunibyou demo Koi ga Shitai, Muromi-san, Nobunagun, Shimoneta, Show by Rock আনিমের ওপেনিং/এন্ডিংগুলোতে একক নাহলে দলিয়ভাবে গেয়েছেন ।

মহিলার আনিমেতে কণ্ঠ দেওয়া ছাড়াও আনিমের প্রতি এক আলাদা টান আছে । তিনি বিশেষ করে জোজো এবং গলগো ১৩-এর ভক্ত । এছাড়া সুমিরের সবচেয়ে প্রিয় ট্যাঙ্ক BT-5 । তার জন্ম ১৯ ডিসেম্বর, ১৯৯১ । উয়েসাকা সুমিরে সামনে যে সামনে বেশ বড় একজন কণ্ঠ-অভিনেত্রী হবেন তা বেশ পরিষ্কার । এখন পর্যন্ত সুমিরের অত একটা রোল দেখা হয়নি কিন্তু সামনে যে প্রতি সিজনেই তার একাধিক রোল দেখবো , তা বুঝা যাচ্ছে ।

Sumire Uesaka 2

Behind the Voices – 16

 

এগুচি তাকুয়া

এগুচি তাকুয়া এমন একজন সেইয়ূ যার রোল প্রায় সিংহভাগ সেইয়ূদের তুলনায় কম তবে তার কিছু কিছু রোল আছে যা হয়তো অনেক আনিমে ফ্যানের কাছেই সবসময় এক্সেপশনাল লাগবে । তার কণ্ঠটা ঠিক সাধারণ ধাঁচের কিন্তু তার ভেতর রয়েছে একটা এক্সেপশনাল টান । প্রায় সব ধরণের রোল করেছেন, যা করেছেন ওর মাঝে । সাধারণত কিশোর বয়সী চরিত্রদেরই কণ্ঠ দিয়ে থাকেন তিনি ।

এগুচি তাকুয়ার ৩ টি রোল বেশ বহুলভাবে স্বীকৃত । এর মাঝে সবচেয়ে বেশি ভক্ত পেয়েছেন যে চরিত্রের জন্য তা হিকিগায়া হাচিমান । আনিমে জগতে এক্সেপশনাল চরিত্রগুলোর একজন তিনি এবং তার ভক্তও কম না, অনেকেই অনেকভাবে তাকে অনুসরণ করে । তবে যাই হোক, চরিত্রটির কথা বলার ধরণ বেশ আলাদা রকম এবং প্রত্যেক কথার সাথে ব্যবহৃত কণ্ঠটাও । এমন এক অসাধারণ এক রোলের জন্য তো প্রশংসারই প্রাপ্য তিনি । হিকিগায়ার পর তার আরেকটি এক্সেপশনাল রোল যাকে বলা হয়ে থাকে সে ওরে মোনোগাতারির গৌদা তাকেয়ো । আনিমেটি আমার দেখা নেই তাই জানি না পুরা সিরিজ যুরে কেমন করেছে তবে তার কম্পাইলেশন রোল্স এর এক ভিডিওতে যা দেখেছিলাম ওখানে বাকি রোলগুলার কণ্ঠ অভিনয়ের তুলনায় আসলেই আলাদা রকমের ছিল এই চরিত্রটি । আর বাকি রোলটি হল গসিকের কুজৌ, আনিমেটার বেশ সুনাম আছে তো বটেই এর সাথে ভিকটোরিকার মত এক চরিত্রের জন্য সঠিক এক মেইন লিড দরকার ছিল তা নিঃসন্দেহে কুজৌ এবং এই রোলটির এক নির্ভুল কণ্ঠ দিয়ে এভাবে বাস্তবায়ন করার জন্য এগুচি তাকুয়ার কৃতিত্ব তো আছেই । কুরোকো নো বাস্কেটে কণ্ঠ দেওয়া তার কোগানেই শিন্জি চরিত্রটাও বেশ পরিচিত সবার কাছে, কিন্তু কণ্ঠের চেয়ে এখানে তার চেহারার সফলতাই বেশি :3 ।

Eguchi Takuya 1

 

তার করা প্রধান চরিত্রের রোল যেগুলা দেখেছি সবই মোটামোটি ভালো লেগেছে । এদের মাঝে সবচেয়ে প্রিয় রোলটা হল Gosick-এর কুজৌ কাযুয়া, তার করা সবচেয়ে প্রিয় রোলটাও এটি । এর ‘ভিক্টোরিকাআআআআআ’ ডাকটা শুনতেই অনেক ভাল্লাগতো । এছাড়া Oda Nobuna no Yabou-এর সাগারা, Inu x Boku SS-এর ওয়াতানুকি, Campione-এর ডনি সালভাটোরে, Kuroko no Basket-এর কোগানেই শিন্জি এই রোলগুলো বেশ প্রিয় সাথে Oregairu-এর হিকিগায়া হাচিমান তো আছেই ।

তার গাওয়া Inu x Boku-তে ওয়াতানুকির এন্ডিংটা আমার বেশ প্রিয় । Ixion Saga-এর ওপেনিং এবং Prince of Stride, Rainbow Days, Devils and Realists এই ৩ টা আনিমের এন্ডিংয়ে তার কণ্ঠ আছে । এছাড়া কিমুরা রিয়োহেই এবং সুবাসা ইয়োনাগার সাথে মিলে তাদের এক মিউজিক গ্রুপও আছে যার নাম ‘Trignal’ ।

তার জন্ম ২২ মার্চ, ১৯৮৭ । তার উচ্চতাও সাধারণ জাপানিদের তুলনায় বেশ লম্বা ( ৬ ফিট ১ ) । তার কণ্ঠ অভিনয় বরাবরই ভালো লাগে, সামনে আরো রোল পাবো তার তা অবশ্যই কামনা করি ।

Eguchi Takuya 2

 

উচিদা মায়া

উচিদা মায়া সুধু একজন কণ্ঠ অভিনেত্রীই নয় এর পাশাপাশি একজন অভিনেত্রী, গায়িকা, মডেল এবং গ্র্যাভিয়ুর মডেল । সে গত বছরে সবচেয়ে বেশি রোল করার ক্রেডিট কিন্তু তার, যদি এই সিজনে রোল মাত্র ২টা । সাধারণত অত আলাদা রকম টান নেই তার গলায়, বেশ সাধারণ কণ্ঠেই প্রায় সব ধরনের চরিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন তার রোলগুলি ।
২০১০ সালে তিনি কণ্ঠ অভিনয়ের জগতে তার প্রবেশ, তার হাইস্কুল গ্র্যাজুয়েশন (২০০৯) এর পরপরই । ২০১২ সালে সাঙ্কারেয়া আনিমেটিতে মূল চরিত্র রেয়ার রোল করে তিনি প্রথম বারের মত খ্যাতি অর্জন করে । এবং তার পরপরই তাকানাশি রিক্কার রোল করে তার নাম উঠে যায় । এখন পর্যন্ত সেটা তার সবচেয়ে জনপ্রিয় রোল । ২০১৩ থেকে আস্তে আস্তে ভালো পরিমান রোল পেতে থাকেন তিনি এবং গত বছর এসে সেই বছরের সবচেয়ে বেশি রোল করেছে । তার বাকি জনপ্রিয় রোলগুলো হল ইকি হিয়োরি ( Noragami ), ইরিনা শিদৌ ( Highschool DXD ), ইচিনোসে হাজিমে ( Highschool DXD ), নিশিমোরি ইয়ুসা ( Charlotte ), ইয়োশিয়োকা ফুতাবা ( Ao Haru Ride ) এবং আলুকা যলডিক (Hunter x Hunter )।

Uchida Maaya 1

তার করা অনেক রোলই আমার বেশ পছন্দের । তার প্রিয় রোলগুলো হল Chuunibyou demo Koi ga Shitai-এর তাকানাশি রিক্কা, Highschool DXD-এর ইরিনা শিদৌ, Sankarea-এর রেয়া সাঙ্কা, Hunter x Hunter-এর আলুকা, Gate-এর কুরেবায়াশি শিনো, Noragami-এর হিয়োরি, Shokugeki no Souma-এর ইয়োশিনো ইয়ুকি এবং Gochuumon wa Usagi desu ka-এর শারো । এছাড়া Gatchaman Crowds-এর ইচিনোসে হাজিমে, Vividred Operation-এর কুরোকি রেই এবং Rail Wars-এর কৌমে হারুকা এই ৩টি রোলও ভালো ছিল ।

কণ্ঠ অভিনয়ের পাশাপাশি J-pop এর জগতেও অ্যাক্টিভ তিনি । এ পর্যন্ত ৩ টি সিঙ্গেল্স-এর পাশাপাশি রিলিজ করেছেন একটি অ্যালবাম । Akuma no Riddle, Ai Mai Mi, Ore Twin tails ni narimasu, IDOLM@STER Cinderella Girls (TV 2), Gochuumon wa Usagi Desu Ka, Robot Girls Z এই আনিমেগুলোর ওপেনিং এবং Chaos Dragon, Etotama, Gatchaman Crowds, Seiken Tsukai no World Break, Chuunibyou demo Koi ga Shitai! আনিমেগুলোর এন্ডিং, ব্যক্তিগতভাবে নাহলে কোন গ্রুপের সাথে গেয়েছেন । আরও কিছু আনিমেতে ইন্সার্ট সং তিনি গেয়েছেন । তার গাওয়া সৌশৌ ইনোসেন্স [ https://goo.gl/lpz5dj] এবং ইন্সাইড আইডেন্টিটি [https://goo.gl/tWe5Qn] ( তার পাশাপাশি উয়েসাকা সুমিরে, আকাসাকি চিনাৎসু এবং কুমিন সেনপাইয়ের সেইয়ূও ছিল ) এ দুটো গান আমার বেশ পছন্দের ।

তার জন্ম ২৭ ডিসেম্বর, ১৯৮৯ । এত কিছুর পাশাপাশি তিনি কিন্তু একজন নারুটো ভক্ত । কণ্ঠ অভিনয় তার অসাধারণ এবং সামনের বছরগুলোতে যে মূলধারার কণ্ঠ অভিনেত্রিগুলোর একজন হবে তা খুব সহজেই বলা যায় ।

Uchida Maaya 2