ইসেকাই জন্রা জাপানে বেশ জনপ্রিয়। এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে ট্রান্সফার যেখানে সবকিছু RPG স্টাইলে। লেভেল আপ হওয়া, ডিমন লর্ডের বিপক্ষে বা শয়তান রাজার বিরুদ্ধে যুদ্ধ। তবে এই জন্রা কিছুটা একই রকম রিপিটেড কাহিনী ভর্তি যেমন মেইন ক্যারেক্টার ওভারপাওয়ার্ড, ফট করে ৫-১০ টা মেয়ে নিয়ে হারেম বানিয়ে ফেলা বা ক্লিয়ার কোন গোল না থাকা। এর মধ্যে এন্টিহিরো টাইপ কাহিনী থাকলেও পুরো শয়তান বা ডিমনিক পার্স্পেক্টিভ থেকে কাহিনী একদম নেই। আর সেটার অভাবই পুরন করেছে ওভারলর্ড। মেইন নায়ক ওভারপাওয়ার্ড কিন্তু সে ফট করে জিরো থেকে হিরো হয়নি। আর সে গেমের দুনিয়ায় প্রবেশ করেছে ওভারলর্ড হিসেবে, কোন হিরো হিসেবে না, এবং একজন ওভারলর্ডের যে উপায়ে দুনিয়া দখল করা উচিত সেভাবেই সে ওয়ার্ল্ড ডমিনেশন এর দিকে আগাচ্ছে।
এনিমে আর নভেলে বিস্তর ফারাক। এনিমে আমার অনেক ভালো লেগেছে! নাহলে আমি কখনোই কোন লাইট নভেল পড়িনি। কিন্তু ওভারলর্ড দেখে ওয়েট করতে না পেরে নভেল পড়া শুরু করে দিয়েছি। এটা আমার পড়া প্রথম ও একমাত্র লাইট নভেল। নভেল অনেক ডিটেইল। যে সিন এনিমেতে ২ বা ৫ সেকেন্ড দেখায় তা নভেলে ৫ পেইজে বলা। অনেক ডিটেইল বাদও দিয়েছে। এইখানে প্রায় প্রত্যেকটা ক্যারেকটার ডিটেইলের সাথে গড়া হয়েছে। নচ্ছার ভিলেনে বা ছোট ক্যারেক্টারেরও ব্যাকস্টোরি দেওয়া আছে। কমেডি, রোমান্সও আছে। তো যারা ওভারলর্ড এনিমে পছন্দ করেছেন তারা নভেল পড়া ধুরু করে দিন।
Kono Subarashii Sekai ni Shukufuku wo! [লাইট নোভেল রিভিউ] — তৌফিক সরকার
Kono Subarashii Sekai ni Shukufuku wo! /Give Blessings to This Wonderful World!
জনরা- ফ্যান্টাসি, কমেডি, অ্যাডভেঞ্চার
মোট ভলিউম- ১৩
সাতৌ কাজুমা পারফেক্ট হিকিমোরি। হিকিমোরি হচ্ছে নিজের রুমে সারাদিন বসে কম্পিউটার গেম, অ্যানিমে ও সিনেমার মাঝে ডুবে থাকা। খুব কমই ঘর থেকে বের হয় হিকিমোরিরা। কিন্তু কাজুমা একদিন বাসা থেকে বের হলো, তবে এক ফেভারিট গেম কেনার জন্য। বিপত্তি বাধে সেখানেই, গেম কিনে ফিরে আসার সময় সে দেখে এক স্কুল পড়ুয়া মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক ট্রাকের ছায়া এগিয়ে আসছে মেয়েটার দিকে। মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়, আর আবিষ্কার করে অন্য এক জায়গায়। সেখানে এক সুন্দরী মেয়ে বসে ছিল তার অপেক্ষায়।
সুন্দরী মেয়েটি ছিল পানির দেবী আকুয়া। তার কাজ হলো জাপান থেকে মৃত লোকদের স্বর্গে নাইলে অন্য আরেক দুনিয়ায় পাঠানো। আর ভালো কথা, কাজুমা কিন্তু ট্রাকের চাপায় পড়ে মারা যায়নি। মারা গেছে ট্রাক্টরের কারণে। কিন্তু সেটাও ওকে চাপা দেয়নি, সময়মত থেমে যায়। কিন্তু ট্রাক্টরকে ট্রাক মনে করে সে হার্ট অ্যাটাক করে, আর মরার আগে নিজের প্যান্ট ভেজাতে ভুল করে না!
আকুয়া এটা নিয়ে হাসাহাসি করে, কাজুমা যায় রেগে। তাকে বলা হয় যে সে প্যারালাল এক ফ্যান্টাসি দুনিয়ায় যেতে পারবে যেখানে ডেমন কিং আছে, এবং তার চ্যালা-পুলা মানুষদের উপর বারবার আক্রমণ করছে। তাদের রক্ষা করতে হবে। ডেমন কিং-কে পরাজিত করার জন্য সে নিজের ইচ্ছেমত যেকোনো নিতে পারবে, সেটা অস্ত্র কিংবা অসীম ক্ষমতা, যেকোনো কিছু। কাজুমা এক পায়ে খাড়া। কিন্তু দেবী আকুয়ার তাচ্ছিল্য সে সহ্য করতে পারল না। তাই সে দেবীকে নিয়েই ফ্যান্টাসির মাটিতে নামল। আর দেবী আকুয়া তো বাকহারা।
কাজুমা মনে করেছিল আকুয়া যেহেতু দেবী, সেই কাজুমার অর্ধেকের বেশি কাজ করে দিবে। কিন্তু বিধিবাম, দেবী কোনো কাজের না, অলস আর নারসিসিস্ট টাইপের। আর ফ্যান্টাসি দুনিয়ার হিরো হবার যোগ্যতা নেই কাজুমার। সবচেয়ে নিচু লেভেলের অ্যাডভেঞ্চারার হতে হলো তাকে। তার দলে যোগ দিল আরো দুটো মেয়ে, প্রতিভাবান জাদুকর মেগুমিন, যে কিনা বিস্ফোরণের জাদু ছাড়া আর কোনো জাদুতে আগ্রহী না। আর ডার্কনেস, হাজার ধাক্কা সহ্য করতে পারলেও শত্রুর গায়ে ফুলে টোকা মারতে পারে না, আর মেয়েটা প্রচুর পরিমানে masochist।
এই অদ্ভুত টিম নিয়ে কাজুমা কীভাবে ডেমন কিং ও তার চ্যালা-পুলাদের সামলাবে?
তবে আরেকটা কথা বলি, কাজুমা কিন্তু দুধে ধোঁয়া তুলসী পাতা না। শত্রুর সামনে দুই নাম্বারী, চালিয়াতি করতে তার মন বিন্দুমাত্র কাঁপে না। তাছাড়া সাথীদের ঢাল বানিয়ে নিজেকে রক্ষা করতেও দ্বিধা করে না, তবে বিপদে পড়লে তাদের আবার ঠিকই রক্ষা করে। সাথে সে প্রচুর পরিমাণে অলস আর পার্ভাট স্বভাবের।
আর ভাবেই এগিয়ে যায় তাদের অ্যাডভেঞ্চার। আর তাদের অ্যাডভেঞ্চারের মাধ্যমে এগিয়ে যায় কোনোসুবা সিরিজ।
এখন আপনি যদি ইংরেজী কোনো সিরিজ পড়তে চান, কিন্তু সেটা সহজ ভাষায়। আর হাসতে চান দম ফাটিয়ে। তাহলে আমি আপনাকে এটা রেকমেন্ড করব। এই সিরিজটা লেখাই হয়েছে আপনাকে হাসানোর জন্য। কখনো কাজুমার কীর্তিকালাপে, কখনো মেগুমিনের পাগলামি, কখনো আকুয়ার বোকামি, কখনো ডার্কনেসের নিজের চাহিদা(!) এর উপর সঁপে পড়তে দেখে আপনি নির্দ্বিধায় হাসবেন। পড়ে আরো কিছু মজার চরিত্র আসে, প্রাক্তন ডেমন কিং দলের সদস্য ও লিচ (আনডেড জাদুকর) উইজ যে কিনা এক ম্যাজিকশপ খুলেছে কিন্তু লসের মুখে আছে। আরেক ডেমন কিং দলে সদস্য ভানির, যার একমাত্র লক্ষ্য মানুষকে ধোঁকা দিয়ে মজা করা। মেগুমিনের সহজ সরল বান্ধবী (কাজুমার ভাষায় একমাত্র স্বাভাবিক মেয়ে) ইয়ুনইয়ুন। ডার্কনেসের বান্ধবী, ও বিখ্যাত চোর ক্রিস। সাথে আছে কাজুমার তলোয়ার চুনচুনমারু (নাম মেগুমিনের দেয়া), মেগুমিনের অদ্ভুত বিড়াল চমুস্কে, আর আকুয়ার তথাকথিত ড্রাগন কিন্তু অন্যের চোখে বাচ্চা মুরগী এম্পায়ার যেল (সে অনেক পড়ে আসে)।
এখন কেন এই নভেল সিরিজ পড়বেন? আগেই বলেছি দম ফাটিয়ে হাসার জন্য। বইয়ের প্রতিটি পরতে পরতে হাসির এলিমেন্ট ঢুকানো আছে যা আপনাকে হাসিয়ে ছাড়বে। আর প্রচুর সহজবোধ্য করে জাপানি থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। ডেমন কিং দলের সাথে মারামারি করা সময় কাজুমা ও তার দলের পাগলামি পড়লে তো হাসাহাসি খাবেন। আর ওদের পাগলামির একটু বর্ণনা যদি দিই তাহলে গল্পের কিছুটা স্পয়লার হয়ে যাবে। তাই দিলাম না। এছাড়া এটার অ্যানিমে সিরিজও আছে। সেটাও কিন্তু কম হাসির না, ভয়েস আর্টিস্টরা খুব যত্নের সাথে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। কিন্তু অ্যানিমে চারটা নভেল অ্যাডাপ্ট করেছে, সেখানে মোট নভেলের পরিমাণ ১৩টা, তাই আমি বলব প্রথম থেকেই পড়া শুরু করে দিন। মজা শতভাগ উসুল হবে।
Mushoku Tensei [লাইট নোভেল/ওয়েব নোভেল রিভিউ] — তৌফিক সরকার
মুসোকো তেনসাই: ইসসেকাই জনরার এক গল্প
বর্তমানে জাপানির লাইট নভেলে যে ধরনের গল্প রাজ্যত্ব করেছে, সেটা হচ্ছে ইসসেকাই বা অন্য জগতকে নিয়ে গল্প। যেখানে সিরিজের মূল নায়ক তার জগত ছেড়ে অন্য আরেক জগতে চলে গিয়েছে এবং সেখানে খারাপদের বিরুদ্ধের যুদ্ধে নেমেছে।
এর আগে যারা লাইট নভেল সম্পর্কে জানেননা তাদের একটা হালকা ধারণা দিয়ে রাখি। লাইট নভেল হচ্ছে জাপানি ইয়াং অ্যাডাল্ট ফিকশন। মূলত কিশোর-কিশোরীদের কেন্দ্র করে এই নভেল লেখা হয়। নভেলের পরিধি থাকে ৪০,০০০ হাজার থেকে ৫০,০০০ হাজার শব্দের মধ্যে, অবশ্য এরচেয়ে বেশি শব্দের উপন্যাসও হয়ে থাকে।
আর লাইট নভেলগুলো মূলত ফ্যান্টাসি জনরার হয়ে থাকে (জাপানিরা আবার ফ্যান্টাসির চরম ভক্ত)। অবশ্য সামাজিক জীবন, সাই-ফাই জনরার কিছু লাইট নভেলও আছে। সেগুলোর আলোচনা পরে হবে। এখন মুসোকো তেনসাই সিরিজ নিয়ে কথা হয়ে যাক—
কাহিনী সংক্ষেপ:
উপন্যাসের কাহিনী শুরু হয় এক জাপানি ওতাকু নীট নিয়ে (ওতাকু মানে গীক, জাপানে যারা অ্যানিমে, লাইট নভেল, মাঙ্গা নিয়ে পড়ে থাকে তাদের ওতাকু বলে। আর নীট [NEET] No Education, Earn & Training সহজ কথায় ঘরে বসে থাকা লোকদের নীট বলে থাকে)। সে তার মৃত বাবা-মা অন্ত্যষ্টোক্রিয়ায় না অংশগ্রহণ করে নিজের রুমে বসে পর্ন দেখছিল। এর ক্ষিপ্ত হয় তার ভাই-বোনেরা। নায়ককে মেরে-ধুরে তাকে ঘর থেকে বের করে দেয়।
রাস্তায় নামার পর নায়ক তার ভুল বুঝতে পারে। রাস্তার পাশে দাঁড়িয়ে আক্ষেপ করতে থাকে তার ভুলগুলো নিয়ে, কিন্তু কিছু করার থাকেনা তার। ঠিক সেইসময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তর্ক করছিল তিন কিশোর-কিশোরী, আর একটা ট্রাক তাদের দিয়ে ধেয়ে আসছে, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। তিন কিশোর-কিশোরীদের ট্রাক চাপার হাত থেকে বাঁচাতে গিয়ে সে পড়ে যায় ট্রাকের নিচে…
নায়ক মনে করেছিল এখানেই তার কাহিনী শেষ, কিন্তু না— সে চোখ খুলে দেখতে পারে সে একজন মহিলার কোলে। সদ্য ভূমিষ্ঠ হয়েছে সে। বুঝতে পারে শুরু হয়েছে তার নতুন জীবন।
নায়ক যে জগতে জন্ম নিয়েছে সেটা ছিল জাদুর জগত, যেটা কিনা শুধু ফ্যান্টাসি উপন্যাসের পাওয়া যায়। যেখানে সাধারণ মানুষের জাদুর ক্ষমতা আছে, আছে ডেমন জাতি থেকে শুরু করে ডেমি হিউম্যান জাতি। আর সেই জগত মাত্র কয়েকশ বছর আগে বিশাল যুদ্ধ থেকে ফিরে এসেছে, এবং শান্তির সাথে বসবাস করছে।
সেই জগতে নায়কের নাম হয় রুডিয়াস, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন উপাখ্যান।
ছোট বেলা থেকেই রুডিয়াসের জাদুর প্রতিভা বের হয়, খুশি হয় তার বাবা-মা। জাদুর শিক্ষকের জন্য আবেদন জানায় তারা। এর আগে রুডিয়াসের বাবা-মার সম্পর্কে একটু আলোকপাত করি, দুজনই সম্ভ্রান্ত পরিবার থেকে থেকে এসেছে, রুডিয়াসের বাবা পল গ্রে-র্যাটের পরিবার ছিল রাজার কাছের লোক এবং সম্রাজ্যের প্রভাবশালী পরিবার, আর মা জেনিথ ছিলেন অন্যরাজ্যে এক প্রভাবশালী ল্যাটেরিয়া পরিবারে মেয়ে যারা কিনা পোপের (খৃষ্টিয় ধর্মের আদলে হলে সম্পূর্ন আলাদা ব্যাপার এটা।) কাছাকাছির লোক ছিল। তারা পালিয়ে বিয়ে করায় পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পলের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাহায্যে পল দূরে ছোট এক গ্রামের জমিদারি পায়।
এক জাদুকর আসে, রুডিয়াসকে জাদু শেখানো জন্যে। নাম রক্সি, জাতি ডেমন। ডেমন জাতির হওয়ার কারণের রুডিয়াসের বাবা-মা প্রথম ইতস্তত করলেও রাজী হয় তারা। কারণ রক্সি যে জাতির ডেমন ছিল, তারা ছিল ছোট-খাট আর নিরীহ ধরনের।
রুডিয়াস পেয়ে গেলো তার জাদুর শিক্ষক, আসলে শিক্ষিকা। ছোট খাট ডেমন এই রক্সির সাথে রুডিয়াসের সম্পর্ক খুব ভালো হয়ে যায়, এবং ভালো বন্ধুত্বে পরিণত হয়। যখন রুডিয়াসের বছর পাঁচ তখন রক্সির জানা যত জাদু ছিল সে তার শিখে ফেলে। রক্সি তখন বুঝতে পারে তার জাদুর জ্ঞান এখনো অনেক সীমিত, সে বেরিয়ে পড়ে ভ্রমণে। যাওয়ার আগে পরামর্শ দিয়ে যায় যে রক্সির পড়া জাদুর বিশ্ববিদ্যালয়তে রুডিয়াস যেন অবশ্যই ভর্তি হয়।
তারপরে ঘটে যায় আরেক ঘটনা, রুডিয়াসের বাবা পল, জেনিথের সাথে সাথে চাকরানী লিলিয়াকে অন্তসত্ত্বা করে ফেলে, ফলে পরিবারের মধ্যে ভাঙ্গন আসতে শুরু করে। আগের জীবনের ঘটনার কথা মনে পড়ে যায়, কিভাবে তার পরিবারে মধ্যে দূরত্ব চলে আসে এমং সেটা কত কষ্টের, রুডিয়াস নিজেই এই ভাঙ্গন থামায় এবং জানায় যে লিলিথকে মা হিসেবে নিতে সমস্যা নেই তার। জেনিথকেও মেনে নিতে বলে সে। পরিবারে ভাঙন থামে, দুই বোনের ভাই হয় সে।
এরপর পরিচয় এক মেয়ের সাথে, নাম সিলফিট্টে সংক্ষেপে সিলফি। হাফ এল্ভস আর হালফ ডেমিহিউম্যান আর মানুষের সংমিশ্রণ সে। তার সাথে বন্ধুত্ব হয় এবং সেটা বন্ধুত্বের একটু বেশিতে গড়ায়। রুডিয়াস তার বাবার কাছে দাবী করে যে সে আর সিলফি মিলে জাদুর বিশ্ববিদ্যালয়ে যাবে। কিন্তু ছোট জমিদার হিসেবে রুডির বাবার ক্ষমতা ছিল একজনকে পড়ানোর। পল তখন জানায় যে, সে শুধু রুডিয়াস মানে রুডির খরচ দেয়ার সামর্থ্য আছে, সিলফির নেই। যদি চায় তাহলে নিজ থেকে খরচ আনতে হবে। রাজী হয় রুডি। বাবা তাকে পাঠিয়ে দিয়ে সে চাচাতো ভাইয়ের কাছে, সেখানের পরিচয় হয় এরিস গ্রে-র্যাট নামের এক এটম বোম মেয়ের সাথে।
প্রথম দিনই এরিসের হাতে ধোলাইখুড়ি হয় রুডির । কিন্তু রুডির চালাকি আর সাহসীকতার কারণে এরিসের সাথে বন্ধুত্ব হয়ে যায়, সেটা আবার বন্ধুত্বের চেয়ের একটু বেশি (মেয়েদের পিছনে ছোক ছোক করার স্বভাব সে তার বাপ পলের কাছে থেকেই পেয়েছে)!
সবকিছুই চলছিল ভালোভাবে, হঠাৎ ঘটে যায় এক দূর্ঘটনা। বিশাল এক টেলিপোর্ট ইন্সিডেন্ট ঘটে যায়। হয়ে যায় সবকিছু এলোমেলো। রুডি নিজেকে আবিষ্কার করে ডেমন কন্টিনেন্টে তার সাথে শুধু এরিস। স্বপ্নে দেখা দেয় হিতোগামি (বাংলা বললে মানব দেবতা) নামের এক রহস্যময় দেবতা। সে পরামর্শ দেয়, রুইজার্ড নামের ডেমনের সাথে থাকতে সেই নাকি তাদের ডেমন কন্টিনেন্ট থেকে মানুষের কন্টিনেন্টে পাঠাতে সাহায্য করবে। কিন্তু রুইজার্ড হচ্ছে সাপ্রাডিয়া জাতির ডেমন, যারা কিনা কুখ্যাত। শুরুতেই রুডিয়াস সন্দেহ করে বসে হিতোগামিকে। তারপরেও রুডি রুইজার্ডের সাহায্য নেয়।
ভুল ভাঙ্গে রুডির, রুইজার্ড আসলে দয়ালু প্রকৃতির, তবে সেটা বাচ্চাদের বেলায়। রুডি, এরিস আর রুইজার্ড মিলে ডেমন কন্টিনেন্ট থেকে যাত্রা শুরু করে মানব কনিনেন্টের উদ্দ্যেশে। মাঝখানে দিয়ে জানতে পারে রুইজার্ডের অতীত আর দূর্ভাগ্য নিয়ে। সমব্যাথিত হয় রুডি, এরিস আর খুব ভালো বন্ধুত্বে পরিণত হয় তারা।
এর মাঝে হিতোগামি নামের সেই রহস্যময় দেবতা রুডির কাছে বেশ কয়েকবার আসে, তাকে বিভিন্নভাবে সাহায্য করে। কিন্তু দেবতার সন্দেহময় আচরণের কারণে রুডি তাকে বিশ্বাস করতে পারেনা। একসময় তারা এসে পরে মানব কন্টিনেন্টে, দেখা পায় তার বাবা আর নিজ মায়ের পক্ষের ছোট বোন নর্নের, জানতে পারে সেই বিশাল টেলিপোর্টেশোনের কারণে রুডিয়াসের পরিবার আলাদা হয়ে গিয়েছে, মা— জেনিথ, সৎ মা ও বোন— লিলিয়া ও আশিয়া।
হিতোগামির সাহায্য সে তার সৎ মা ও বোনকে খুঁজে পায়। আর এরপরেই চলে যায় এরিস, কারণে সে মনে করে রুডিয়াসের যোগ্য সঙ্গী হবার যোগ্যতা নেই তার। এছাড়া টেলিপোর্টেশন ঘটনার কারণে তারা বাবা-মাও মারা গিয়েছে, এরিস তার তলোয়ার চালানোর শিক্ষিকাকে নিয়ে বের হয়ে পরে অভিযানে যাতে সে রুডিয়াসের যোগ্য সঙ্গী হতে পারে। রুডিয়াসকে না জানিয়েই চলে যায়।
হতাশ হয়ে যায় রুডি। তার বাবা সৎ মা আর বোনকে নিয়ে চলে যায় জেনিথের খোঁজে। আর রুডি একা একা অ্যাডেভাঞ্চারার হিসেবে ঘুরতে থাকে। আবার আসে হিতোগামি, সে পরামর্শ দেয় জাদুর ইউনিভার্সিটিতে যেতে। রুডি তা মেনেই যায়, এতদিনে সে হিতোগামিকে হালকা বিশ্বাস করা শুরু করেছে। সেখানে যায়, অনেক কাহিনীর পর সিলফির সাথে দেখা হয়, তার সাথে বিয়ে হয় রুডির। সুখের সংসার শুরু হয়েছে, বাবা হবে সে তখনই জানতে পারে, তার বাব পল খুঁজে পেয়েছে জেনিথকে। রুডি ছুটে চলে যায়, হিতোগামির সাবধানতা ও হুমকি না গ্রাহ্য করেই।
মাকে উদ্ধার করে, কিন্তু বাবাকে হারায় সে, আর দেখা হয় তার জাদুর শিক্ষিকা রক্সির সাথে। মা জীবিত আছে কিন্তু আশেপাশে জগত সম্পর্কে কোনো ধারণা নেই, বাবাও চলে গেছে না ফেরা দেশে, হতাশ হয়ে পড়ে সে, রক্সি সঙ্গ দেয়। সিলফির অনুমতিতেই রক্সিকে বিয়ে করে রুডি। আবার সুখের জীবনে চলে যায়।
কিন্তু এক ভয়ংকর সত্য জানতে পারে রুডি, হিতোগামি তার বন্ধু সেজে থাকলেও সে আসলে শত্রু। সে চায় রুডির পরিবারকে ধ্বংস করে দিতে। রুডি যখন মরিয়া হয়, তখন হিতোগামি জানায় সে যদি ড্রাগন গড ওরস্ট্রেড কে পরাজিত করতে পারে তাহলে হিতোগামি রুডিয়াসের পরিবারকে ছেড়ে দিবে। কিন্তু ড্রাগন গড ওরস্ট্রেড হচ্ছে পুরো মানব আর ডেমন কন্টিনেন্টে শক্তিশালী। তার সাথে লড়াই করে এই পর্যন্ত কেউ জিততে পারেনি।
এখন রুডিয়াস কি পারবে পুরো ডেমন গড ওরস্ট্রেডকে হারাতে? পারবে হিতোগামির জাল থেকে বের হতে? পারবে তার পরিবারকে বাঁচাতে?
এটা নিয়েই আগায় মুসোকো তেনসাইয়ের কাহিনী।
অনেক বড় হয়ে গিয়েছে তাই না?
আসলেই, কারণে এটা প্রথম ষোল ভলিউমের কাহিনী সংক্ষেপ। আমি যতটুকু পেরেছি স্পয়লার এড়িয়েই লিখেছি, অল্প কিছু যা দিয়েছি সেটা কাহিনীর গুরুত্বপূর্ণতা উল্লেখ করতেই। এবার আসি আলোচনায়।
এই সিরিজ প্রথম প্রকাশ হয় ওয়েবে। সোয়েতসু নামে একটা ওয়েব সাইটে প্রকাশ হয় সিরিজটি (ওই সাইট থেকে অনেক হিট লাইট নভেলও বের হয়েছে এবং সেগুলোর অ্যানিমেও বের হয়েছে)। এরপর সেখান থেকে লাইট নভেল আকারে বের হয়। আই অবশ্য ওয়েব নভেলের প্রেক্ষিতেই আলোচনা করছি।
প্রথমেই আসি কাহিনী সম্পর্কে, প্রথম দিকে একটু কাঁচাভাব থেকেইগিয়েছিল সিরিজের বেলায়, হয়তো লেখকের প্রথমে লেখা বলেই, কিন্তু আস্তে আস্তে লেখকের লেখনীর মাঝে দক্ষতা এসেছে এবং সেটা পাঠক টেনে রাখার মত করেই। আর কাহিনীর প্ল্যানিং দেখলেই আপনি অবাক হবেন, শেষের দিকে এসে মনে হবে— আরে আমি কী আরেকটা কাহিনীর ভূমিকা পড়ছি নাকি? নায়ক কি আরেক নায়কের জন্য সবকিছু তৈরী করে রাখছে নাকি? আর শেষের টুইস্টটা ছিল অসাধারণ।
আর যে জিনিষটা ভালো লেগেছে সেটা হচ্ছে নায়কে চরিত্রের ধীরে ধীরে উন্নতিটা। একদিনের কেউ লিজেন্ড হয় না, অনেক পরিশ্রম আর ত্যাগ তিতিক্ষার পর লিজেন্ড হয় সেটা লেখক নায়কের মাধ্যমেই বুঝিয়েছেন। লেখক নায়ক রুডিকে ধীরে সুস্থেই শক্তিশালী করেছেন, হুট করেই না।
জাপানিজ লাইট নভেলে যেটা দেখা যায়, একটা বইয়ের মধ্যে সব ঝামেলা মিটিয়ে আরেক বইয়ে আরেকটা ঝামেলা নিয়ে আসে। আর লেখক মুসোকো তেনসাইয়ে সেই ঝামেল কীভাবে আসলো, কীভাবে সমাধান হবে সেটা খুব সুন্দর সাবলীল ভাবে দেখিয়েছে এবং সেখানে তাড়াহুড়ো আনেনি যেটা অন্যলাইট নভেল লেখকরে করে থাকেন।
কিছু ব্যাপার খারাপ লেগেছিল, অবশ্য সেতা উল্লেখ করতে নভেলের স্পয়লা হয়ে যায়। তবে যেটা উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে নায়কের বিয়ে— আসলে তিন নায়িকাই ছিল বেস্ট, তবে রক্সি আর এরিসে ব্যাপারে একটু মনোযোগ দিলে ভালো হত, কারণে হুট অনেকদিন পর দেখা হল তারপর হল বিয়ে, এটা মানা যায়নি। সিলফি কিন্তু আবার অনেক সুযোগ পেয়েছে।
এবার আসি চরিত্রের বেলায়, লেখক এখানেও নিজের দক্ষতার সাথে চরিত্রগুলো সাজিয়েছেন, এবং প্রতিটা চরিত্র যাতে পাঠকের মনে ছাপ ফালাতে পারে সেই দিকেও ভালো নজর দিয়েছেন। তবে একটা ব্যাপার খারাপ লেগেছিল সেটা হচ্ছে নায়ক এক নায়িকার সাথে থাকাকালীন বাকী দুই নায়িকার কথা ভুলে গিয়েছিলেন, মাঝে মধ্যে হয়তো মনে করেছেন কিন্তু পরে আবার ভুলে গিয়েছিলেন।
তবে নায়কের চরিত্রের বেলায় যে লেখক অনেক মনোযোগী ছিলেন সেটা পরিষ্কার বুঝা গিয়েছিল। তিনি সাধারণ লাইট নভেল নায়কদের মত হালকা বোকা-সোকা বা সম্পূর্ণ পার্ভাট না বানিয়ে। চালাক চতুর এর সাথে অনেক পার্ভাট বানিয়েছেন। যদিও সে একদিক দিয়ে সৎ ছিল, তিন বউ ছাড়া সে আর কোনো মেয়ের দিকে এগোয়নি, একটু উল্টা-পাল্টা চোখে তাকালেও সে তাদের কাছাকাছি যায়নি, এমনকি এক মেয়ে সিডিউস করার পরেও। এই কারণে তাকে বাহবা দিতে হয়, তাছাড়া বাবা হিসেবে নায়কের তুলনা ছিলনা, নিজের ছেলে মেয়ের জন্যে নিজের প্রাণ বিকিয়ে দেয়ার জন্যে প্রস্তুত ছিল সে।
নায়িকা হিসেবে সিলফির তুলনা হয়না (আমার ফেভারিট সে!)। মহৎ না হলে নিজের স্বামীকে আরো দুইটা বিয়ে করতে দেয় এবং তাদেরকে নিজের বন্ধুর করে মত নেয় (ভাগ্যিস ইন্ডিয়ান সিরিয়াল ছিল না এটা, তাহলে চুলোচুলি লাগিয়ে দিত ডিরেক্টর)। তাছাড়া নায়কের পরিবার মানে,অসুস্থ মা, দুই বোন আর সৎ মায়ের সাথেও মানিয়ে নিয়েছে। যতটুকু পেরেছে রুডিয়াসকে সাহায্য করেছে। এমন মেয়ের কী আর কারো সাথে তুলনা দেয়া যায়!
রক্সি ছিল সব চেয়ে আন্ডার লাইটে। পুরো সিরিজেই সে আন্ডার লাইটে রাখা হয়েছে যেটা তেমন ভালো লাগেনি।
এরিস, প্রথমে তার উপর অনেকেই রাগ করতে পারে। হুট করে চলে যাওয়াতে আরো ক্ষেপে যেতে পারেন অনেকেই। কিন্তু সেই মনে হয় বাকী দুইজনের চেয়ে সে রুডিকে বেশি ভালোবাসতো, মুখে প্রকাশ না করতে পারলেও সে হাতে প্রকাশ করেছিল! আর তার ডেডিকেশন দেখে নায়ক নিজেও অনেক হতবাক হয়েছিল।
এছাড়া আরো অনেক ইন্টারেস্টিং চরিত্র আছে, তাদের নিয়ে কথা-বার্তা বলতে গেলে লেখা আরো বড় হয়ে যাবে। তাই সিরিজটা পড়ে নিয়ে তাদের সম্পর্কে জানালে ভালো হয়।
এবার আসি কেন পড়বেন?
আমার প্রশ্ন হল কেন পড়বেন না? এমন সিরিজ সত্যি কথা বলতে হাতে গোণা কয়েকটা পাবেন। যেটা টিপিকাল পথে চলেও আলাদা একটা ভূমিকা রেখেছে।
লাইট নভেলে এমন কোন নায়ককে পাবেন, যে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ কয়েছে, নিজের পরিবার নিয়ে ব্যস্ত থেকেছে। হাজার রকমে বিপদে ঝাঁপিয়ে পড়েছে শুধু নিজের পরিবারকে রক্ষা করার জন্যে।
রিডার্স ব্লকে আছেন? তাহলে একবার পড়ে দেখেন রিডার্স ব্লকটা কাটে কিনা।
নতুন কিছুর খোঁজে আছেন? তাহলে একবার ধরে দেখেন এটা আপনার তেষ্টা মেটাতে পারে কিনা।
আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই সিরিজ আপনার চাহিদা মেটাতে পারবে। পড়ার পর মনে হবে যাক অনেকদিন পর একটা ভালো কিছু পড়লাম।
আর লেখা বাড়াবো না কারণ অনেক বড় হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই সিরিজ পড়ে অনেক আমোদিত হবেন আপনারা।
ছবিতে:
লাইট নভেলের ভলিউম একের কভার। কভারে পল, জেনিথ, রুডিয়াস, লিলিয়া , রক্সি আর সিলফিট্টে।
ভলিউম তের কভার। কভারে, রুডিয়াস, সিলফিট্টে— কোলে তাদের বাচ্চা, রক্সি, জেনিথ, লিলিয়া, আর দুই ছোট বোন নর্ন আর আশিয়া।
ছবিতে, রুডিয়াস, সাদা চুলের মেয়ে সিলফিট্টে, নীল চুলের মেয়ে রক্সি আর লাল চুলের এরিস।
Owari no Chronicle/The Ending Chronicle [লাইট নোভেল রিভিউ] — তৌফিক সরকার
Owari no Chronicle বা The Ending Chronicle
লেখকঃ Minoru Kawakami
জনরাঃ সাইন্স ফিকশ, ফ্যান্টাসী, একশন,রোমান্স
এই সিরিজ নিয়ে লেখার আগে এর ইউনিভার্স নিয়ে কথা বলি। Owari no Chronicle এর লেখক মিনোরু কাওয়াকামি নিজস্ব একটা ইউনিভার্স তৈরী করেছেন। সেই ইউনিভার্স ছয়টা এরা (era) ভাগে ভাগ করেছেন। সেই ছয়টা এর নিচে দেয়া হলঃ
১) FORTH- সিরিজ নামঃ Rapid-fire King – এর দুটো বই বের হয়েছে (ইংরেজী অনুবাদ হয়নি)।
২) AHEAD- সিরিজ নামঃ Owari no Chronicle – মোট ১৪টা বই বের হয়েছে এবং সম্পূর্ন হয়েছে (সম্পূর্ন ইংরেজী অনুবাদ হয়েছে।)
৩) EDGE- এখনো কোনো বই বের হয়নি।
৪) GENESIS- সিরিজ নামঃ Kyoukai Senjou no Horizon- ২৩ টা বই এবং এখনো চলমান (ইংরেজী অনুবাদ চলছে।) [Owari no Chronicle এর সিক্যুয়েল এটা।]
৫) OBSTACLE- সিরিজ নামঃ Clash of Hexennacht- ৩ টা বই বের হয়েছে এবং চলমান (ইংরেজী অনুবাদ চলছে।)
৬) CITY- CITY সিরিজ নামে পরিচিতি ৭টা ভাগে মোট ১৭ টা বই বের হয়েছে এবং সম্পূর্ন (ইংরেজী অনুবাদ চলছে।)
Owari no Chronicle সিরিজটা AHEAD- era এর মধ্যে অন্তর্গত। এটাকে জাপানের সেরা সাইন্স ফিকশন সিরিজের কাতারে ফেলা হয়, এবং এই সিরিজ বেশ কয়েকটা পুরষ্কারও পেয়েছে।
কাহিনী শুরু একসম ১৯৪৫ সালের দিকে। তখন ২য় বিশ্বযুদ্ধ চলছে, কিন্তু এই বিশ্ব যুদ্ধের আড়ালে আরেকটা যুদ্ধ হয়েছে সেটাকে বলা হয় কনসেপ্ট ওয়ার ( Concept War), যেটা কিনা ইতিহাসের পাতায় লেখায় হয়নি।
এরপর ষাট বছর পর, গল্পের নায়ক সায়ামো মিকোটোর দাদা মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তার জন্যে একটা উইল রেখে গিয়েছেন তিনি। সে উইল জানার জন্যে একটা বিশাল কম্পানী ও রিসার্চ সেন্টার আইএআই( IAI) তে যায় জানতে পারে, পৃথিবী ধ্বংসে কাছাকাছি, কারণ নেগেটিভ কনসেপ্ট এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তার কাজ হচ্ছে এখন অন্যন্যা প্যারালাল ওয়ার্ল্ড থেকে তাদের কনসেপ্ট নিয়ে আসতে হবে, তবে সেটা নেগোসিয়েশন বা সন্ধি করে।
এখন সে কিভাবে অন্যান্য প্যারালাল ওয়ার্ল্ডের সাথে সন্ধি করবে যেখানে তার পূর্বসূরীরা সেই ওয়ার্ল্ডকে ধ্বংস করেছে বলা বাহুল্য সেই পূর্বসূরীদের মধ্যে তারা দাদাও ছিল।
আর এভাবেই Owari no Chronicle এর কাহিনী শুরু।
কাহিনী সংক্ষেপ গুরুগম্ভীর দিয়ে শুরু হলে পুরো কাহিনীতে একশন, রোমান্স আর কমেডিতে ভরপুর। আর প্রতিটা চরিত্রই ইউনিক একেক দিক দিয়ে। তবে সিরিজের মেইন নায়ক সায়ামা মিকোটো ইউনিকের দিক দিয়ে রাজা। তার হ্যালিরিয়াস যুক্তি এবং সেটা দিয়ে যেকোনো বিপদ কাটানোতে তার জুড়ি নেই।
তাছাড়া এই সিরিজের আসলে যে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ন নায়ক কেন্দ্রিক না হওয়াটা। জাপানিজ লাইট নভেলের বেলায় দেখা যায় যে নায়কই সব করে দিচ্ছে, A-Z সব। কিন্তু এই সিরিজে তা নয়, নায়কের সাথে সাথে আরো বেশ কয়েকটা ডিপেন্ডেবল চরিত্র আছে যারা নায়কের সন্ধি স্থাপনায় সাহায্য করেছে, যেখানে সায়ামা একটা সন্ধিতে ব্যস্ত সেখানে তার সঙ্গীরা এই সন্ধিতে যাতে ব্যাঘাত না ঘতে সেটা নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আর লেখক সবার চরিত্র একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের আচার আচরণ, রোমান্স, স্ট্রাগল, সুখ-দুঃখ সব ।উদাহরণ দেয়া যায় তৃতীয় আর্কের বেলায়, মেইন ক্যারেক্টার বাদের, দুই সাইড ক্যারেক্টার (অবশ্য তারা পরের দিকের বেশ ভালো ভূমিকা রাখে) এর রোমান্স ছিল আমার ফেভারিট। খুব কম সময়ের মধ্যে তাদের রোমান্সটা লেখক খুব দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন।
আর রোমান্স যখন আসলোই, তখন নায়ক সায়মা ও নায়িকা শিনজৌ সাদাগিরি রোমান্সটুকু খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন, এমনকি সাদাগিরির সিক্রেট (নভেলের খুব ক্রুশিয়াল পয়েন্ট এটা।) জানার পরেও সায়ামা সাদাগিরিকে গ্রহণ করেছে এবং নভেলের শেষে অফিশিয়ালি কাপোল হয়েছে।
এই সিরিজটা সাইন্স ফিকশন হলেও, এর মধ্যে ফ্যান্টাসীর মিশ্রণ ছিল। এবং লেখক ফ্যান্টাসী ও সাইন্সের মধ্যে জগাখিচুড়ী লাগিয়ে দেয়নি বরং একে অপরের সাথে এত সুন্দরভাবে যোগ করেছে যে সহজে ভ্রু কুঁচকে উঠবে না।
আর কাহিনীর শেষের দিকে টুইস্টটা ছিল মারাত্মক, একদম কল্পনার করা যায়নি এমন কিছু একটা হবে।
তাই যারা সাইন্স ফিকশন পড়তে পছন্দ করেন তারা নির্দ্বিধায় পড়ে ফেলতে পারেন এই সিরিজ।
ছবিতে Owari no Chronicle বইয়ের এক অংশ দেখানো হলো, ডান পাশেরটা Owari no Chronicle এর সব বই আর Kyoukai Senjou no Horizon এর প্রথম ৮ টা বই।
Bungaku shoujo প্রতিক্রিয়া এবং র্যান্ট — Mehedi Hasan Himel
Bungaku shoujo প্রতিক্রিয়া এবং র্যান্ট (কোনো রিভিউ না)
এনিমের উপরঃ
- Bungaku Shoujo Movie
সিরিয়ালওয়াইজ প্রথমে আসে এই মুভি, কোনোহা আর তোহকোর প্রথম পরিচয় থেকে শুরু, তারপর একে একে আসতে থাকে অন্যান্য চরিত্ররা। তোহকো হচ্ছে বুক গার্ল, সহজ কথায় সে বই খায়, বই খাবার মাধ্যমেই সে তার খাবারের প্রয়োজন মেটায়, সাধারণ খাবারের কোন স্বাদ সে নিতে পারে না। আর তার রাইটার হচ্ছে কোনোহা, প্রতিদিন ক্লাসের পর বুক ক্লাবের রুমে তাকে ৩ টি শব্দের উপর ভিত্তি করে ৫০ মিনিটের মধ্যে তোহকোর জন্য খাবার ( 😛 ) তৈরি করতে হয়, আর তোহকো তার পুরাটা খায়, যতই না খারাপ হোক। আর খাবার খাওয়ার সময় যা বর্ণণা দেয় তা আরেক জিনিস।
কোনোহার আরেকটা পরিচয় আছে, ২ বছর আগে সে ছিলো এক নভেল কন্টেস্টের বিজয়ী, মাত্র ১৪ বছর বয়সে সে জয়ী হয় এবং তার নোভেল অন্যতম বেস্ট সেলার হয়। যদিও তার নোভেল লেখার উদ্দেশ্য ছিলো অন্য একটা, তার বাল্যবন্ধু আসাকুরা মিউ এর প্রতি তার অনুভূতির কথা জানানো। যদিও তা তার উপর ব্যাকফায়ার করে। আসাকুরা মিউ এতই মানসিকভাবে নির্যাতিত হয় যে সে আর সহ্য করতে না পারে কোনোহার সামনের তাদের স্কুলের ছাদ থেকে লাফ দেয়। এই ঘটনা কোনোহাকে এতই বিপর্যস্ত করে যে সে এক বছরের জন্য আর ঘর থেকে বের হতে পারে নি।
হাইস্কুলে এসে তার জীবন অনেক চেঞ্জ হয়, বুক ক্লাবে যোগদান করে আর তোহকোর সাহায্যে সে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠে এবং আরেক সহপাঠী নানাসের সাথে ভালোবাসার সম্পর্ক ( -_- ) গড়ে উঠে।
এদিকে তারপর আগমন ঘটে মিউ এর, ২ বছর পর, কোনোহার সুখ ভাঙ্গার এবং কোনোহাকে নিজের করে নিতে সে আপ্রাণ প্রচেষ্টা চালায়, অনেকাংশে সফল ও হয়।
বুঙ্গাকু শৌজো এর প্রতিটা ভলিউম ই একটি নির্দিষ্ট নোভেলকে ঘিরে আবর্তিত হয়, ঐ নোভেলের চরিত্র গুলোর সাথে সিরিজের চরিত্রগুলোর একটা মিল তৈরি করে কাহিনীকে পূর্ণতা দেয়া হয়। এই মুভির ভিত্তি ছিলো কেঞ্জি মিয়াকাওয়ার Night on the Galactic Railroad.
মুভিটার সবচেয়ে ভালো দিক ছিলো এনিমেশন, অসাধারণ এনিমেশন লেগেছে, ভাইব্র্যান্ট ছিলো, তারপর ট্রেনের সিনটা অনেক ভালোভাবে দেখিয়েছে। তারপর সাউন্ডট্র্যাক আর শেষের এন্ডিং সংটা। আর কানাজাওয়ার ভয়েস যা ছিলো <3 , তোহকোর সাথে কীবারে মিলে গিয়েসে, বোনাস হিসেবে ছিলো মিজুকি নানা।
এই মুভির অনেক কিছুই খাঁপছাড়া লাগবে। অনেক কিছুই হঠাৎ করে আনা হয়েছে বা করা হয়েছে, কিছু ব্যাখা যদিও Memoire তে দেয়া হয়েছে তাও আশানূরূপ নয়।
রেটিং: ৬.৫ / ১০
- Bungaku Shoujo Kyou no Oyatsu: Hatsukoi
১৫ মিনিটের একটা অভিএ, মুভির সাথে শুধু একটি কাহিনীরই মিল আছে, এছাড়া তেমন গুরুত্বপূর্ন না, দেখার জন্য দেখা আর কি।
রেটিং: ৬/১০
- Bungaku Shoujo Memoire
৩ পর্বের সিরিজ, ৩ টি পর্ব ৩ জন ভিন্ন নায়িকার উপর। প্রথম পর্ব তোহকো, ২য় পর্ব মিউ আর ৩য় পর্ব নানাসেকে নিয়ে।
মুভির কাহিনী অনেকাংশেই ব্যাখা করেছে পর্বগুলো। তোহকোর যে কোনোহার অতীত জানতো, সে যে তার প্রথম ফ্যান ছিলো, তাকে বুক ক্লাবে যোগদানে বাধ্য করাতে সে নাটকও সাজায় :3 । তার চূড়ান্ত উদ্দেশ্য ছিলো কোনোহাকে আবার নোভেল লিখাতে অনুপ্রাণিত করে এবং সে সার্থক হয়েছিলোও।
তারপর মিউ এর পর্ব। মিউ এর পারিবারিক দূর্দশা ই এখানেই প্রথম প্রকাশ পায়। তার বানোয়াট গল্পের প্রতি একমাত্র কোনোহাই আগ্রহ প্রকাশ করে, সে হয়ে উঠে কোনোহার প্রতি ওভারপ্রটেক্টিভ। কিন্তু যখন কোনোহা তাকে ছাড়িয়ে পুরস্কার জিতে নেয়, তখন সে চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে যায়, শুধুমাত্র কোনোহাকে শাস্তি দেওয়ার জন্য সে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে।
রেটিং: ৭.৫ / ১০
র্যান্ট — নভেলের ভিত্তিতে (স্পয়লার এলার্ট)
প্রথমেই সবচেয়ে বড় ভুলটা হয়েছে মুভি করার সময়। ৮ ভলিউমের একটা সিরিজ। ২-৩ ভলিউম থেকে হয়তোবা শুরু করতে পারতো। নাহ একেবারে পঞ্চম ভলিউম!!!! জীবনেও দেখি নাই, অর্ধেক ম্যাটেরিয়াল পুরো স্কিপ। তাতে যা ক্ষতি হইলো প্রথম দিলের চরিত্রগুলোর। চিয়া ছিলো প্রথম ভলিউমের নায়িকা, তার কোনো ডেভেলপমেন্ট নাই, কিছু উল্লেখ ও করে নাই। অথচ এই হাসিখুশি মেয়েটাই নিজের বয়ফ্রেন্ডকে বুকে ছুরিকাঘাত করেছে, তাও ভরা রাস্তায়, সিরিজের সবচেয়ে টুইস্টেড ক্যারেক্টারগুলোর একটা।
তারপর রিইউতো। সিরিজের অন্যতম মেইন চরিত্র, শেষ ৩ ভলিউমের ভিলেইন আর কোনো উল্লেখই নাই এ ব্যাপারে। তোহকোর বাবা মা র সুইসাইডের পিছনে যে ওর হাত আছে তাও কেউ জানলো না। ও আর মাকি সিরিজের সবচেয়ে অসাধারণ কাপল, ২ জনকে অন্তত একবার সামনাসামনি হইলেও দাঁড় করাইতো এনিমেতে। অনেক আশা ছিলো যে মাকি কে নিয়ে একটা পর্ব কি, কিসের কি। পুরা সিরিজে ৫ মিনিটের বেশি টাইম ই পায় নাই। মাকি যে দৃঢ় মনোবল দেখিয়েছিলো শেষের দিকে, অন্তত একটি পর্ব তার পাওয়া উচিত ছিলো। টাইমলাইন তো এনিমে আগেই ধ্বংস করে দিয়েছে, আর একটু করতো।
সবচেয়ে খারাপ দিক ছিলো মুভির এন্ডিংটা। প্রথমে মিউ এর প্রতি কোনোহার কনফেশন পুরো বাদ। কোনোহা নোভেল এ এটা লিখছিলো যদিও ফাইনাল সিলেকশনে এই অংশ বাদ পড়ে যায়। কিন্তু তোহকো পুরো পার্টটা প্লানেটারিয়মে পরে শোনায়। আর এনিমতে শুধু শেষ ২ টা লাইন মনে হয় দেখালো।
তারপর হলো মুভির এন্ডিং। মুভি ছিলো ভলিউম ৫ এর, এরপর শেষ ৩ মিনিট মানে এণ্ডিং টা আসলো ভলিউম ৮ এর থেকে, এইটা অবিশ্বাস্য। ৩ ভলিউম স্কিপ করে এন্ডিং দেখানো!!!! ওয়াও। আর এই সময় কোনোহার সাথে তোহকোর কোন রিলেশন কি, কেউ কাউকে পছন্দ করার বিন্দুমাত্র চিহ্ন ছিলো না, কোনোহার তখন কোতোবুকির সাথে প্রেম করতেছিলো। পুরাতন ভালবাসাকে অনুভূতির কথা জানিয়ে বর্তমান প্রেমিকাকে ফেলে আরেকজন মেয়ের পিছনে দৌড়ানো। ওয়াও, ৩ ভলিউমের ডেভেলপমেন্ট ৫ মিনিটে বিসর্জন।
Notes./Angel Notes [লাইট নোভেল রিভিউ] — Tahsin Faruque Aninda
Notes./Angel Notes
Author: Kinoko Nasu
Genre: Fantasy, Magic, Supernatural, Apocalyptic World
Chapter: 8
পটভূমি:
সুদূর ভবিষ্যতের কথা, যখন পৃথিবীর মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু এই মৃত গ্রহের বসবাসকারীরা ঠিকই বেঁচে আছে তাদের টেকনোলজির কারণে। মানবজাতি নিজেদের বেঁচে থাকার সুবিধার্থে জেনেটিক টেকনোলজির দ্বারা বিভিন্ন নতুন ধরণের প্রজাতি সৃষ্টি করেছে যারা মানুষ এবং অন্যান্য প্রাণির সংকর [A-rays], সৃষ্টি করেছে আরও উন্নত জাতের মানব প্রজাতি যারা এই দুষিত পরিবেশে ভালভাবে বেঁচে থাকতে পারবে।
কিন্তু মানুষদের আর A-raysদের মধ্যে ভয়াবহ বড় এক যুদ্ধ লাগে, যাতে পুরা মানবজাতির প্রায় ধ্বংস হয়ে যায়, একই সাথে পৃথিবীর বাকি যেটুকু ছিল তার অবস্থাও আরও করুণ হয়ে যায়। কিন্তু যুদ্ধে বিরতি পরে যখন পৃথিবীতে আক্রমণ করে ৮জন Aristoteles, নতুন ধরণের এই শত্রুর উদ্দেশ্য যেন পুরা পৃথিবীর বাকিটুক ধ্বংস করে দেওয়া। পৃথিবীতে বসবাসকারীদের এখন সংগ্রাম এই সকল Aristoteles দের হাত থেকে নিজেদের এবং পৃথিবীতে বাঁচানো।
৮ চ্যাপ্টারের ছোট্ট লাইট নোভেল হলেও এরই মধ্যে নাসু তার যাদু দেখিয়েছে। Kara no Kyoukai-এর মতই এখানেও গল্পের সময়ানুক্রম আগেপিছে করে রাখা হয়েছে, এবং এর কারণে গল্পের আকর্ষণটা আরও অনেক বেড়ে গিয়েছে। তবে গল্পটি পড়তে গেলে একই সাথে গল্পের পাশাপাশি এর ডিকশনারি/এনসাইক্লোপিডিয়া অংশের লেখা পড়তে হবে। মূলত, এই অংশে উল্লেখ করা ব্যাখ্যাগুলি দিয়েই আসলে পুরা ইউনিভার্সটার গঠন তুলে ধরা হয়।
পড়া শুরুর পর প্রথম কিছুক্ষণ ঘটনাক্রম বুঝতে সমস্যা হতে পারে, এবং নোভেলটির অর্ধেক পর্যন্ত না পড়া পর্যন্ত কোনকিছুই ঠিকমত বুঝে উঠা সহজ হবে না। তবে ধৈর্য্য ধরে এটুকু পড়তে পারলে বাকি অংশ বেশ আরামে পড়া যাবে।
চরিত্র:
ছোট গল্পে মূল চরিত্র বলতে রয়েছে ২ জন — Godo এবং V/V. দুইজনের চরিত্রের খুব বেশি ব্যাখ্যা দিতে গেলে স্পয়লার হয়ে যাবে, তবে অল্প কথায় বলতে গেলে বলা যায় কথোপকথন অংশগুলি বাদ দিলে বেশ ভালমত গল্পের সাথে মানিয়ে গিয়েছে। কথোপকথন অংশগুলি খারাপ না, তবে নাসুর জীবনের শুরুর দিকের তাড়াহুড়া করা কাজ বলে কিছুটা নবিশ ছাপ পরেছে সেখানে।
*** *** ***
সমগ্র নাসুভার্সটাকে একটা শেইপ দেবার কাজ করেছে যেই লাইট নোভেল, তা হল এই Notes. বা Angel Notes. যদিও Kara no Kyoukai এর পরে এসেছে, তারপরেও নাসুভার্সের ভিত্তি ঠিক করে দেবার কাজ প্রথম করেছে কিনোকো নাসুর এই লাইট নোভেল। অবশ্য তাই বলে এমন না যে অন্যান্য গল্পগুলি না পড়লে বা সেই ব্যাপারে না জানলে এটা পড়া যাবে না। এমনকি নাসুভার্সের অন্য গল্পগুলির সাথে সামান্যই কমন জিনিস আছে এখানে।
১৯৯৯ সালের এঞ্জেলদের নিয়ে এক দৌজিন Angel Voice লিখবার আমন্ত্রণ পায় নাসু, সেখানে একই সাথে ছিল নাসুর লেখা Notes আর তাকেউচির আঁকা মাঙ্গা clowick canaan-vail. নাসুর জীবনের একদম প্রথম দিকের লেখা গল্পগুলির অন্যতম এটি, এবং দৌজিনে প্রকাশ করার জন্যে তাড়াহুড়া করে লিখতে হয়েছিল, আর সেই ব্যাপার নিয়ে নাসুর হতাশাও দেখা যায় গল্পের আগে তার ছোট্ট ভূমিকাতে। কিন্তু গল্পের পটভূমি, চরিত্র, ব্যাকগ্রাউন্ড, এবং একই সাথে পুরা ইউনিভার্সটার গঠন [যেটা পরে নাসুভার্সের অন্যান্য গল্পের সেটিং তৈরিতে বড় ভূমিকা রাখে] – সবকিছুই বেশ পরিপক্ক কাজ।
WAVE নামের একটি ব্যান্ড Notes উপলক্ষে “AFTER IMAGE” নামের একটি Doujin Orchestral Album বের করেছে, যেটি বেশ জনপ্রিয় হয়েছিল। এটিকে এই নোভেলের Unofficial OST Album হিসাবে ধরে নেওয়া যায়। বিশেষ করে এর থিম মিউজিক শুনলে সন্দেহ হতে পারে যে এটি আসলে শুধুই কি একটি আনঅফিসিয়াল এলবাম, নাকি অফিসিয়াল কোন কিছু!
【WAVE】AFTER IMAGE (C71)【Doujin Orchestral/Vocal Album】
ভবিষ্যতে নতুনভাবে এবং আরও প্রফেশনাল লেখার গঠনে Notes-এর নতুন রিলিজ হবে এমন আশা করছি। তবে এই মুহুর্তে নাসুভার্সের একগাদা কাজ জমে আছে, আর শুধুমাত্র Fate অংশের একের পর এক গল্প নিয়ে Type-Moon আর নাসু যেভাবে মগ্ন হয়ে আছে, তাতে হয়তো আশায় গুড়েবালি হলেও হতে পারে। অন্তত, ufotable-এর দ্বারা এই গল্পের OVA ভার্শন আসুক এইটুক আশা করছি।