এনিমখোর টপচার্ট ২০১৪

এনিমখোর টপচার্টের ২য় আসর এটি। ২০১৩ সালের শেষের দিকে এসে মাসব্যাপী টপচার্ট নির্বাচনের সাফল্যের পর এবার ২০১৪ সালে এসে নভেম্বর মাস থেকেই শুরু হয় উৎসবমুখর পরিবেশের! পুরা নভেম্বর মাস জুড়ে ২০১৪ সালের বিভিন্ন ধরণের, বিভিন্ন জনরার আনিমে, গান, চরিত্র ইত্যাদি বিভিন্ন সম্ভাব্য ক্যাটাগরির এন্ট্রিদের প্রচারণা চলে। ডিসেম্বরে শুরু হয় ২০১৪ সালের টপচার্ট নির্বাচন। ১৭টি ক্যাটাগরিতে পোল আয়োজনের পর Anime of the Year নির্বাচনের ক্ষেত্রে ২টি প্রিলিমিনারি পোলের আয়োজন করা হয়, যার প্রত্যেকটি থেকে সেরা ৫টি এন্ট্রি নিয়ে ফাইনাল রাউন্ডে ১০টি এন্ট্রির উপর Anime of the Year-এর পোলের আয়োজন করা হয়।
সেই সাথে এবার চমক হিসাবে থাকছে Admins’ Choices! বিভিন্ন নামকরা ওয়েবসাইট ও তাদের টপচার্টের আদলে ও তাদের ধরণের প্রতি সম্মান রেখে, এডমিন প্যানেল থেকে প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা ভোট নিয়ে এডমিনদের চয়েস অনুযায়ী একটি টপচার্ট নির্বাচিত করা হয়েছে। Admins’ Choice লিস্টটিকে ২০১৪ সালের কিছু সেরা আনিমের সাজেশন লিস্ট হিসাবে বেশ সুন্দরভাবে গ্রুপমেম্বারদের জন্যে উপহার হিসাবে তুলে ধরা হল 🙂

গ্রুপমেম্বারদের ভোটের উপর ভিত্তি করে নির্বাচিত Animekhor Top Chart 2014:

এছাড়াও এডমিন প্যানেলের ভোটে আলাদাভাবে তৈরি করা হয়েছে আরেকটি টপচার্ট:

সকল এডমিনকে ধন্যবাদ সুন্দরভাবে পোলগুলি আয়োজন করে টপচার্ট সেলেকশনকে সফল করার জন্যে!

সকল মেম্বারদের ধন্যবাদ নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে শীতের কাপন উপেক্ষা গ্রুপকে বিভিন্ন আনিমের প্রচারণা দিয়ে ও ভোট দিয়ে চাঙ্গা রাখবার জন্যে! 🙂

– এনিমখোর এডমিন প্যানেল