Kimetsu no Yaiba / Demon Slayer [সাজেশন] — Kazi Rafi

Kimetsu no Yaiba

গল্পের নামঃ কিমেতসু নো ইয়্যাইবা ( ডিম্যান স্লেয়ার)

শ্রেষ্ঠাংশেঃ কয়লা বিক্রেতা তাঞ্জিরো কামাদো, তাঞ্জিরোর আদরের ছোট বোন নেযুকো, পিশাচদেব মাইকেল জ্যাকশন ওরফে মুযান কিবুতশুশি ও প্রমুখ।

কাহিনিঃ কয়লা বেঁচে মোটামোটি দিন চলে যাচ্ছিল তাঞ্জিরো ও তার পরিবারের। কিন্তু কোন পিশাচের জানি ক্যাড়া উঠসিল, সহ্য হইচ্চিল নাহ তাঞ্জিরোর পরিবারের সুখ দেখতে, এক রাত্রে এসে খতম করে দিয়ে গেল পুরো পরিবারকে। ওহ আচ্ছা, তাঞ্জিরো সেদিন আবার কোন এক গ্রামে গেছে কয়লা বেঁচতে, এসে দেখে এই হৃদয়বিদারক পরিস্থিতি। এদিকে পুরো পরিবার ইন্তেকাল করলেও দেখা যায় তাঞ্জিরোর ছোট বোন নেযুকো, মৃত্যুর পরিবর্তে পিশাচ এ পরিণত হইছে কিন্তু এখানেও আবার আরেক জিলাপির প্যাঁচ, বেঁচে থাকা বড় ভাইয়ের প্রতি মায়ার টান আর পরিবারের মর্মান্তিক পরিনাম ভুলতে নাহ পেরে পিশাচ হয়েও কিছুটা মনুষ্যত্ব নিজের মধ্যে ধরে রাখতে পারছে; আচ্চা বড়ই ভাল কথা। এদিকে তাঞ্জিরোর তখন মাথা খারাপ অবস্থা, পরিবার হারায়ে এই বোনরে নিয়ে কেমনে কি করবে কিছুই বুঝতে পারতেছে নাহ। পরে, পিশাচ নিধন করে বেড়ায় এমন এক কোম্পানির বড় ভাইয়ের রেফারেন্সে, পিশাচঘাতক পদে চাকুরী নেয় তাঞ্জিরো। সেইখানেই সেই বড় ভাইয়েরই প্রাক্তন বসের কাছে তাঞ্জিরো জানতে পারে যে ওর পরিবার আর নেযুকোর এই পরিণতির পিছে হাত থাকার ষোলআনা সম্ভাবনা আছে পিশাচদেব মাইকেল জ্যাকশন ও তার কোম্পানির। সাথে সাথে তাঞ্জিরো ঠিক করে ফালায় ওর ‘Aim in Life’- বোনের রোগ সারায় তুলার অ্যান্টিবায়োটিক খুজে বের করতে হবে, আর মাইকেল জ্যাকসন ও তার কোম্পানিকে ব্যাবসায়ে লাল বাত্তি দেখানোর ব্যাবস্থা করবে। এই মূলমন্ত্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে চাকুরী শুরু করে তাঞ্জিরো। একি টীমে পরে আরও দুইজন সহকর্মী যোগ দেয় তাঞ্জিরোর সাথে।

তো এই হইল এই গল্পের কাহিনী। আর এইটা এনিমেতে রুপ দেবার দায়িত্ব নিছে ফেট সিরিজ ভাঙ্গায় খাওয়া Studio Ufotable. কুনো একটা ফেট যদি দেখে থাকেন, তাইলে নিশ্চয় বুঝতেই পারতেছেন অতিযত্ন সহকারে পুরো এনিমেটা বানাচ্ছে Ufotable. ব্যাকগ্রাউন্ড সিনসিনারি, অ্যাকশন সিক্যুয়েন্স থেকে শুরু করে সাউন্ডট্র্যাক বলেন, সব কিছুই এতো নিখুঁত, দেখলে চোখ, কান, দিল সব জুড়ায়ে যাবে। এখন কথা হচ্ছে Ufotable হঠাৎ শৌনেন জাম্প সিরিজের দিকে হাত বাড়াইল কেন? সোজাসাপ্টা উত্তর হচ্ছে এই মাঙ্গার ঐতিহাসিক পটভূমি, কাহিনী, মাঙ্গার ইউনিক আর্টস্টাইল সবকিছু বিবেচনা করে স্টুডিয়োর মনে হইছে এই সিরিজ তাদের সাথে যায়। আরও সোজা উত্তর হচ্ছে- এখন মোটামোটি সব নামকরা স্টুডিও যখন একটা/ দুইটা করে শৌনেন জাম্পের সিরিজ বাগায় নিচ্ছে তখন Ufotable এর মতন বনেদি স্টুডিওই বা কেন পিছায়ে থাকবে? সারাজীবন গেম বেসড এনিমে বানায়লে চলবে? অন্যদিকেও তো একটু মনোযোগ দেওয়া লাগে মাঝেমধ্যে, আর তাছাড়া শৌনেন জাম্পের একটা সিরিজের মাধ্যমে চারিপাশ থেকে বিভিন্ন পন্থায় ট্যাকা আসতেই থাকে, এগুলা কি মিস করা যায়?
যাইহোক, কথা হচ্ছে আপনি যদি শৌনেনভক্ত হয়ে থাকেন, শুরু করে দেন এটা দেখা, কারন দিনশেষে নেযুকো Best Girl!!

রিভিউ কন্টেস্ট এন্ট্রি [২০১৫] #৪০: GOTH — Kazi Rafi

মাঙ্গা- GOTH
জন্রা- সাইকোলজিক্যাল থ্রিলার, হরর।
মাঙ্গাকা- Otsuichi
Art- Kenji Ooiwa
চ্যাপ্টার- 5
স্ট্যাটাস- কমপ্লিট

আপাতদৃষ্টিতে ইতসুকি কামিয়ামা বেশ হাসিখুশি, বন্ধুত্বপূর্ণ স্বভাবের মনে হলেও  ছোটবেলা থেকেই সে আর দশটা সাধারণ ছেলের থেকে সম্পুর্ণ আলাদা। তাই, প্রথম যেদিন ক্লাসের সবচেয়ে চুপচাপ,‌ নিঃসঙ্গ মেয়েটি, ইয়োরো মরিনোর ডান হাতের কব্জির কাঁটা দাগটা চোখে পরে কামিয়ামার, সেদিন থেকেই ওর মনে জেঁকে বসে এক সুপ্ত বাসনা, যেভাবেই হোক তাঁর পেতে হবে মরিনোর ডান হাতটি! অন্যদিকে, সেই সময়ে পুরা শহরে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলিং এর ঘটনা! জনসাধারণের মনে প্রচণ্ড ভীতির সৃষ্টি করে অজ্ঞাত অপরাধীর অপহৃত ব্যক্তিদের কব্জিহীন লাশের দেখা মিলতে লাগলো একের পর এক!! এদিকে হঠাৎ করেই একদিন, রীতিমত অপ্রত্যাশিতভাবেই কামিয়ামার সামনে হাজির হয়ে যায় এক সুবর্ণ সুযোগ! সেই সুযোগ এর সদ্ব্যবহার করতেই প্ল্যান মাফিক কাজে নেমে পরল কামিয়ামা। অবশেষে সে পেতে চলেছে তাঁর কাঙ্ক্ষিত, মরিনোর ডান হাতটি!

বলছি মাঙ্গা GOTH এর কথা! ৪টি সংযুক্ত কাহিনী (৫টি চ্যাপ্টার) নিয়ে রচিত এই ছোট্ট মাঙ্গাটি গড়ে উঠেছে হাই স্কুল পড়ুয়া দুই চরিত্র কামিয়ামা ইতসুকি এবং ইয়োরো মরিনোকে ঘিরে! হাসিখুশি, বন্ধুত্বসুলভ ও অমায়িকতার মুখোশে ঢাকা কামিয়ামা আদতে প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন এবং নিষ্ঠুর প্রকৃতির, যার মনের গভীরে লুকিয়ে আছে এক সুপ্ত বাসনা, অন্যদিকে কমনীয় চেহারার ইতসুকি বেশ চুপচাপ ও নিঃসঙ্গ স্বভাবের, যার কারনে নেই কোন বন্ধুবান্ধবও। বেশীরভাগ সময় একাকি বই পড়ে সময় কাটায়। তাঁর এই আবেগহীন আচার আচরনের পেছনে রয়েছে এক অন্ধকার অতীত যা তাকে মাঝেমধ্যেই তাড়া করে ফেরে! কিন্তু এই দুজনের ভিতরেই রয়েছে একটি বিশেষ মিল! মাত্র একটি বিষয়, যা নিয়ে তাদের দুইজনের ভিতরেই কাজ করে একধরনের প্রচণ্ড মোহ, যা এই দুজনকে অমোঘ নিয়তির মতন কাছে টেনে এনে গেঁথেছে এক সুতোয়, আর তা হল- মৃত্যু! এর প্রচণ্ড আকর্ষণে তারা একত্রিত হয়ে  সমাধান করতে থাকে তাদের আশপাশে ঘটতে  থাকা বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য!

মজার কথা হচ্ছে, প্রতিটি গল্পে কেইস সমাধান করে অপরাধীকে হাজতে প্রেরণের চেয়ে বরং এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিভিন্ন কারণসমূহ, ভিক্টিম ও হত্যাকারীর মধ্যকার যোগসূত্র, তাদের অতীত জীবনের কথা এবং মাঙ্গার মূল দুই চরিত্রের নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের চেষ্টা কাহিনীর অন্যসব রেখার সঙ্গে একসঙ্গে কীভাবে এসে মিলিত হয় তাইই এই মাঙ্গার মূল উপাদ্যে হিসেবে পরিবেশন করেছেন মাঙ্গাকা!

মাঙ্গার আর্ট ভিন্ন একজনের করা যা বেশ চমৎকার এবং স্পষ্ট, প্রত্যেকটি দৃশ্যপট আলাদা করে নির্ণয় করে যায়। কাহিনীর সঙ্গে মিল রেখে, শিল্পী প্রতিটি গল্পে একটি বেশ ভৌতিক এবং বিষণ্ণতার ছোঁয়া ফুটিয়ে তুলেছে সার্থকতার সঙ্গে!

সবশেষে এইটাই বলব যে, মানবসম্প্রদায়ের সবচেয়ে অন্ধকারাছন্ন বৈশিষ্ট্যের জাজ্বল্যমান উদাহরণই লেখক তাঁর এই সাইকলজিকাল-থ্রিলার ঘরানার মাঙ্গা GOTH এর মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপন করেছেন! এই জন্রার ভক্তরা চাইলেই দ্রুত পড়ে শেষ করতে পারবেন এই ছোট্ট সিরিজটি! আশাকরি এটি আপনাদের হতাশ করবে নাহ! ধন্যবাদ!

40 GOTH Manga

Gamaran মাঙ্গা রিভিউ — Kazi Rafi

1

নাম- Gamaran
মাঙ্গাকা- Nakamaru Yousuke
জনরা- Action, historical, martial art, shounen
চ্যাপ্টার- ১৯৪ (সমাপ্ত)

উনাবারা রাজ্যের দাইমাও তাঁর ৩১ সন্তানের মধ্যে থেকে উত্তরাধিকারী নির্বাচনের লক্ষ্যে আয়োজন করে এক বিশাল মার্শাল আর্ট টুর্নামেন্টের, যেখানে এই ৩১ প্রার্থীর হয়ে লড়বে তাদের বাছাই করা ৩১টি স্টাইলের যোদ্ধা।
এবং পরবর্তীতে পরাক্রমশালী দুই মার্শাল আর্ট স্কুলের মধ্যে একেবারে অল আউট যুদ্ধ, প্রতিশোধ এবং একের পর এক বিশ্বাসঘাতকতা নিয়ে গড়ে উঠেছে অ্যাকশন, মার্শাল আর্ট নির্ভর ব্যাটেল মাঙ্গা Gamaran এর কাহিনী।

2

প্লাস পয়েন্টঃ

>সিম্পেল এবং ফাস্ট পেসড কাহিনী, বিশাল লেভেলের কোন প্যাচঘোচ নাই।
>পুরো মাঙ্গা আগাগোড়া বিরতিহীন একটার পর একটা দমবন্ধ করা, চরম উত্তেজনাকর সব ফাইট দিয়ে ভরা! একবার একটা ফাইটের মধ্যে আপনি ঢুকে যেতে পারলে কখন যে সময় উড়ে যাবে আপনি টেরও পাবেন নাহ।
>গামারান প্রচুর পরিমাণে ব্যাডঅ্যাস সব চরিত্রে পরিপুর্ণ। বিশেষ করে যখন সেনগকু আয়োরি, কাশিতারৌর মতন অতিরিক্ত অস্থির চরিত্রের আগমন ঘটবে, তখন কাকে ছেড়ে আপনি কাকে সাপোর্ট করবেন তাঁর কোন কূল কিনারাই করতে পাবেন নাহ।
>ফাইটে বৈচিত্র্য আনার জন্য প্রত্যেকটা চরিত্রের রয়েছে নিজস্ব মার্শাল আর্ট স্টাইল এবং নিজস্ব হাতিয়ার, এবং একেজনের হাতিয়ার একজনের থেকে সম্পুর্ণ আলাদা, যার ফলে পুরো মিডেল এডো সময়কালের সবধরনের অস্ত্রশস্ত্রের ব্যপারে আপনাদের একটা ছোটখাটো ডিগ্রী হয়ে যাবে। কি নাই এই মাঙ্গায়- হরেক রকমের লাঠি, তীর, চেইন, নুনচাকু, কানাবো, তেতসুবেন, সামুরাই সওার্ড, স্পিয়ার ইত্যাদি থেকে শুরু করে আরও বৈচিত্র্যময়, নাম নাহ জানা সব হাতিয়ারের সঙ্গে পরিচিত হবেন গামারানের মাধ্যমে।
>কমপ্লিটেড মাঙ্গা, মাত্র ১৯৪টি চ্যাপ্টার। একবার পড়া শুরু করলে শেষ করতে বেশী সময় লাগবে নাহ।

3

মাইনাস পয়েন্টঃ

>সম্ভবত ক্যানসেল হয়ে যাওয়ায় এন্ডিং কিছুটা রাশড, যা পাঠকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে.
>অতিরিক্ত পরিমাণে অপ্রয়োজনীয় পার্শ্ব চরিত্র, যাদের বেশীরভাগই ওয়ান ডাইমেনশনাল, নিষ্প্রভ, যারা কেউই বেশীদিন মনে রাখার মতন নাহ!

আপনি যদি ব্যাটেল মাঙ্গা, নন-স্টপ এপিক ফাইট এবং ব্যাডঅ্যাস চরিত্র, এইসব সৌনেন এলিমেন্টের ভক্ত হয়ে থাকেন তাহলে এই মাঙ্গাটি সম্পুর্ন আপনার জন্যই। তো আর দেরি নাহ করে প্রথম চ্যাপ্টার শুরু করে দিন।

4

Corpse Part: Tortured Sould anime suggestion by Kazi Rafi

রাত ১টার পরে, রুমের দরজা ভিড়িয়ে, বাতি নিভিয়ে, কানে হেডফোন লাগিয়ে দেখার মতন ৪ পর্বের দম ফাটানো হাসির আর বুদ্ধিদীপ্ত কৌতুকে ভরপুর এক এনিমে Corpse Part: Tortured Soul. এইযে নাম শুনে আপনি হতভম্ব হয়ে গেলেন, এনিমের নির্মাতারা ঠিক এইটাই আশা করছে আপনার পক্ষ থেকে। কিভাবে একটা কমেডি এনিমের নাম এরকম উদ্ভট আর কিছুটা ভীতিকর হতে পারে এই প্রশ্ন নিয়ে আপনি এনিমেটি দেখা শুরু করবেন, এইটাই তাদের মূল লক্ষ্য কারন এই ৪ পর্ব ধরে এই বিষয়টি নিয়েই এই এনিমের কাহিনিটি মূলত গড়ে উঠেছে। এনিমের কাহিনী নিয়ে আর বেশী কথা বাড়ালাম নাহ, কিন্তু একটা কথা নাহ বলে পারছি নাহ, যদিও এটি মূলত খুবই হালকা মেজাজের একটি এনিমে কিন্তু প্রতি পর্বে রয়েছে বেশ গতি আর টুইস্ট যা আপনি অনেক কাছ থেকেও প্রেডিক্ট করতে পারবেন নাহ। 
ওহ হ্যাঁ, বলতে একদমই ভুলে গেছি, এই এনিমে The Association of Japanese Animations (AJA) দ্বারা ‘Kid-Friendly’ সার্টিফাইড, সো গ্রুপে বাচ্চা কাচ্চা কেও থেকে থাকে এই এনিমে তাদেরো দেখার আমন্ত্রন রইল। আর অন্যরা, আপনারা আর সময় নষ্ট নাহ করে নামিয়ে দেখে ফেলুন ভয়াবহ হাসির এই এনিমেটি !!!

Seitokoi Yakuindomo- An anime review by Kazi Rafi

Seitokoi Yakuindomo: নোংরা রসিকতাকে শৈল্পিক স্তরে নিয়ে যাওয়া এক দুষ্টু দলের গল্প !!

পর্ব- ১৩+৮টি অভিএ
জনরা- কমেডি, স্কুল, শউনেন
প্রযোজক- GoHands (K-Anime এবং ongoing Copellion এর নির্মাতা প্রতিষ্ঠান )

কাহিনি সংক্ষেপ- তাকাতোশি সুদা, অতি সম্প্রতি গার্লস হাই-স্কুল থেকে কো-এডে রূপান্তরিত হওয়া ঔসাই একাডেমী তে নবীন হিসেবে যোগদান করে, নিজ বাসার খুব কাছে হওয়ায় এবং কাহিনীর ফেরে প্রথম দিনেই দেখা হয়ে যায় স্কুলের স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট আমাকুসা সিনো, সেক্রেটারি সিচিজোউ আরিয়া এবং কোষাধ্যক্ষ হাগিমুরা সুযুর সঙ্গে! একথায় ওকথায় হঠাৎ করে কাউন্সিল প্রেসিডেন্ট, নতুন ভর্তি হওয়া সব ছেলেদের প্রতিনিধি হিসেবে তাকাতোশির অনুমুতির তোয়াক্কা নাহ করে, একরকম জোরপূর্বক ভাবেই তাকে ঔসাই একাডেমী স্টুডেন্ট কাওউসিলের ভাইস প্রেসিডেন্ট বানানর সিদ্ধান্ত নেয় এবং সেই একি মুহূর্তে তাকাতোশি আবিস্কার করে যে প্রেসিডেন্ট আমাকুসা আসলে অতি নোংরা রসিকতা করায় বিরাট ওস্তাদ এবং সেক্রেটারি আরিয়া অতি নম্র, ভদ্র ও কিছুটা বোকা সোকা ধরনের হওয়ার পরেও সে আসলে এক বিশাল মাপের পারভার্ট। স্টুডেন্ট কাওউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে প্রথম প্রথম কিছুটা অনিহা প্রকাশ করলেও ধীরে ধীরে এদের সঙ্গে ভালভাবেই মানিয়ে নেয় এবং এদের সঙ্গে কাজ করার অনিহাও তাকাতশির কেটে যায়। মূলত, স্কুলে এই কাওউন্সিল মেম্বারদের প্রতিদিনকার কার্যকলাপ ও নানান মজার ও হাস্যকর ঘটনা ও রীতিমতো অসময়ের ভুল বুঝাবুঝির সব ঘটনা ঘিরেই সেইতোকাই ইয়াকুইন্দমোর কাহিনী গড়ে উঠেছে !

রিভিউ- Shonen মাঙ্গার উপর নির্মিত, সামনের জানুয়ারিতে দ্বিতীয় সিজন বের হবে, সেই উপলক্ষে Seitokai Yakuindomo নামিয়ে দেখে ফেললাম ! যেহেতু দ্বিতীয় সিজন বের হচ্ছে তাই বেশ প্রত্যাশা নিয়ে দেখতে বসছিলাম, কিন্তু এনিমের শেষে এসেও সেই প্রত্যাশার বেশ কিছুটা অপূর্ণ রয়ে গেছে !! হতাশার মূল কারন হচ্ছে এই এনিমের কোন গুরুত্বপূর্ণ স্টোরিলাইন বা কাহিনী অনুসরন করার মতন কোন প্লট নেই। প্রতিটা পর্বই একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা, একটা পর্বের কাহিনী অন্য কোন পর্বের উপর নির্ভর করে নাহ, এর বাইরে তো মান্ধদার আমল থেকে শুরু হওয়া সেই গৎবাঁধা সমুদ্র সৈকতে ছুটি কাটানোর পর্ব, ফেস্টিভ্যাল পর্ব ইত্যাদি তো আছেই যা মাঝেমদ্ধেই দর্শকদের এনিমেটা দেখার প্রতি নিরুৎসাহিত করতে পারে এবং অনেকেই এটা সময়ের অপচয় মনে করতে পারে।

এটার পাশাপাশি আরও যে বিষয়টি দর্শকদের এই এনিমে দেখার প্রতি একরকম বিশাল বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু আবার একি সঙ্গে যা হচ্ছে এই এনিমের সবচেয়ে বড় অস্ত্র, যার উপর ভিত্তি করেই এই সিরিজটি গড়ে উঠেছে, যা এই এনিমের সিংহভাগ কাহিনীই দখল করে আছে- তা হল এর অতিরিক্ত পরিমাণের সেক্স বিষয়ক নোংরা জোক আর রীতিমতো বেকায়দা সময়ে ঘটা ভুলবুঝাবুঝির ঘটনা! এনিমের প্রতিটা কথোপকথনের প্রতিটা লাইনেই, নোংরা কিছু ইঙ্গিতকারী, দ্বৈত অর্থ বহনকারী সেক্সুয়াল জোক থাকবেই যার কখনই কোন হেরফের হয়নাহ! এবং এইখানেই একটা বিশাল কিন্তু আছে! প্রথম প্রথম হয়তো ব্যপারটা বেশ মজার এবং রসাত্মক মনে হবে এবং আপনি সেইসব কথোপকথোন শুনে হাসবেনও কিন্তু একটা পর্যায়ে গিয়ে, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এই প্লটপয়েন্ট টাই অতিরিক্ত পরিমানের ব্যাবহারের ফলে বেশ রসকষহীন, একঘেয়ে হয়ে উঠে যারফলে অতি দ্রুতই আপনি জোকগুলো বলুন কিংবা এনিমের মজার মুহুর্তগুলির কথাই বলুন, আপনি তা ভুলে যাবেন, ১৩টা পর্বের প্রতিটা সেগমেন্টের প্রতিটা মুহূর্তে যদি এই জোকগুলো ব্যাপক পরিমাণে ব্যাবহার করা হয় তাইলে মনের গভীরে বা মাথায় এই ধরনের মুহুরতগুলার প্রভাব বা মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে পেতে একসময় হারিয়ে যায়! এবং একবার সমস্যাটি এই শুরু হলে এর থেকে বের হয়ে আসা বেশ দুষ্কর হয়ে উঠে, সেইতোকাই ইয়াকুইন্দমোও এর ব্যাতিক্রম নয়।

এইবার আসি এনিমে চরিত্রদের প্রসঙ্গে, এই সিরিজের আরেকটি ব্যার্থ দিক। তিন মেইন মেয়ে চরিত্রদের মধ্যে দুইজনেই হচ্ছে পারভার্ট এবং নোংরা জোক করায় পারদর্শী এবং আরেকজন, হাগিমুরা সুজুর হচ্ছে নিজের উচ্চতা নিয়ে ইস্যু আছে, আর মেইন ছেলে চরিত্র, তাকাতোশির একমাত্র কাজ হচ্ছে তাদের ‘straight man’ এর দায়িত্ব পালন করা; খুব সহজ কথায় বলতে গেলে ৪ মেইন চরিত্রের ২জনের কাজ নোংরা জোক বা নোংরা কোন বিষয় নিয়ে মজা করা বা নোংরা কিছু ইঙ্গিত করা আর বাকি ২জনের কাজ হচ্ছে পারভার্ট দুইজনের মুখ সামলায় রাখা, এছাড়া এদের আর কোন কাজ নাই। এদের ব্যাপারে শুধু একটাই নতুন জিনিস উল্লেখ করার মতন আছে আর তা হচ্ছে, এইখানে ছেলেদের পরিবর্তে মেয়েরা নোংরা রসিকতা করতে অভ্যস্ত। এছাড়া সেইতোকাই ইয়াকুইন্দমোর মেইন চরিত্রদের ব্যাপারে বলার মতন আর বিশেষ কিছুই নেই, যার কারন হচ্ছে, এটির নির্দিষ্ট কোন উদ্দেশ্য অর্জন করার মতন কোন লক্ষ্য নেই বলে এর চরিত্রদেরও কোন প্রকার অগ্রগতি হওয়ারও কোন সুযোগ নেই!! যেটি আমার মতে এই এনিমের আরেক নেতিবাচক দিক এবং আমার হতাশার আরেক কারন !

অ্যানিমেশন ও সাউন্ড- K-Anime, Coppelion এর নির্মাতা প্রতিষ্ঠান GoHands তাদের ব্যানারে নির্মিত সেইতোকাই ইয়াকুইন্দমোতেও তাদের অতি উচ্চমানের অপূর্ব অ্যানিমেশন কোয়ালিটির ধারা বেশ গৌরবের সঙ্গে বজায় রেখেছে! কিন্তু অন্যদিকে এর ওপেনিং, এন্ডিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অপ্রত্যাশিতরকম অতি সাধারনমানের যা এই অস্থির অ্যানিমেশনের সঙ্গেই পুরাই বেখাপ্পা লাগে, যেটা বেশ দুঃখজনকরকম এক ব্যার্থতা Go Hands এর!

শেষ কথা- Seitokai Yakuindomo হচ্ছে একদমই হালকা মেজাজের আপনার গম্ভির, বিষণ্ণ সময়ে দেখার মতন এক উৎকৃষ্ট এনিমে! কিন্তু হ্যাঁ, সেই সাথে আমি এটাও সাবধান করে রাখছি যে সেক্স বিষয়ক অতি নোংরা রসিকতায় যাদের অরুচি আছে, এই এনিমে তাদের জন্য নহে, কারন এতে সেক্স বিষয়ক প্রচুর পরিমানের অত্যন্ত নোংরা, আপত্তিকর সব টার্ম রীতিমতো অবলীলায় ব্যাবহার করা হয়েছে যা অনেকের মোটেও পছন্দ নাও হইতে পারে! কিন্তু এই সিরিজ যদি আপনার পাতেরই হয়ে থাকে তাইলে ১৩টা পর্ব শেষ হওয়ার পড়ে ৮টা অভিএ দেখতে ভুলবেন নাহ কারন এনিমের সরাসরি সিকুয়েল এই অভিএ গুলোও কিন্তু মাঙ্গার চ্যাপ্টারের উপরেই ভিত্তি করে বানানো।

Similar Anime- Lucky Star

 

544907_10200725357047340_418375712_n

 

 

GINTAMA: ROAD TO YOROZUYA GIN-CHAN – কেন গিনতামা নাহ দেখাটা বিরাট ভুল হবে by Kazi Rafi

Gintama, এই এনিমের নাম কমবেশি আমরা সবাই শুনছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে খুব কম মানুষেরই এই এনিমেটা পুরাপুরি দেখা হয়ে উঠছে, এর পিছনে আছে বহু কারন- অধিক সংখ্যক পর্ব, এই এতগুলা পর্ব দেখার সময় সংকট, বিগ ৩ সহ অন্যান্য পপুলার সউনেন বা ইত্যাদি জেনারের সিরিজের আড়ালে চাপা পরে যাওয়া, এছাড়া আরও বড় একটা কারন হচ্ছে মানুষের মনের ভ্রান্ত ধারণা যে এটি শুধুই একটি গ্যাগ এনিমে যার কোন মেইন স্টোরিলাইন নেই, যেটা অনেকেরই গিনতামা দেখার প্রতি এতো অনাগ্রহের কারন!!! এবং এইখানেই সবাই বিরাট ভুলটা করছে !!! আমি আমার এই পোস্টে যারা এখনো গিনতামা দেখেনি তাদেরকে খুবই সংক্ষেপে একটা ধারণা দেওয়ার অপপ্রয়াশ চালাবো !

Q. Gintama কি?

A. গিনতামা হচ্ছে ২৬৫ পর্বের একটি গ্যাগ কমেডি, প্যারডিমার্কা শউনেন এনিমে !

Q. Gintama’র কাহিনী কি ?

A. সবার সুবিধার্থে কাহিনিসংক্ষেপ ইংরেজিতে দেওয়া হল-
“Gintama revolves around a fictional Edo period in which aliens called Amanto have taken over and are living among the Edo people. The Edo people initially tried to get rid of the Amanto, but failed; the Amanto placing a ban on carrying swords in public. The story revolves around three characters; Sakata Gintoki, a white-haired sweets-loving samurai, Shimura Shinpachi, a teenage samurai novice, and Kagura, a super-powerful alien girl who has lost her home. The three starts a business called the Yorozuya (lit. “We Do Everything”) in which they help people do everything and anything. The series basically follows the misadventures of the three main characters as they fight all sorts of crazy situations and meet a lot of people along the way, form friendships, bonds and even ruin a few days here and there.”

জি হ্যাঁ, গিনতামার ইউনিভার্সটা ঠিক এরকমই উদ্ভট আর আজগুবি যেখানে ফিউডাল জাপানে সামুরাই আর এলিনেরা একসঙ্গে পাশাপাশি বসবাস করে ! এ যেন অনেকটা বিখ্যাত স্টার ওয়ারস আর আমাদের রুরউনি কেনশিন আকা সামুরাই এক্স এর এক মিশ্রিত জগাখিচুড়ি !!!!

Q. Gintamaর মূল চরিত্র দের পাশাপাশি উল্লেখযোগ্য আর কারাকারা আছে?

A. গিনতোকি, সিনপাচি আর কাগুরার উপরের কাহিনিসংক্ষেপে যে চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে তার বাইরে আর কিছু এখন বললাম নাহ, কারন তারা এই সিরিজের মূল চরিত্র হওয়ার কারনে তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদেরকে ঘিরে অনেক গুলো আর্ক গড়ে উঠেছে যার ব্যাপারে এখন বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। এদের পাশাপাশি গিনতামায় রয়েছে অন্যান্য আরও বিশাল সংখ্যক চরিত্র, যাদের প্রত্যেকের রয়েছে তাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যাকগ্রাউন্ড যাদের মধ্যে কারুর কারুর আবার রয়েছে এক অন্ধকার ইতিহাস, গিনতামার মেইন চরিত্র সমেত ! এই সব চরিত্রদের নিয়ে লিখতে বসলে আমার এই লেখা আর কখনোই শেষ হবে নাহ, কিন্তু তারপরেও এই বিশাল চরিত্রদের রেঞ্জের মধ্যে থেকে কয়েকজনের কথা উল্লেখ নাহ করলেই নয়, যেমন স্পেশাল মিলিটারি পুলিস ফোর্স Shinsengumi’র সেকেন্ড ইন কমান্ড, Demonic(রূপকার অর্থে) ভাইস ক্যাপ্টেন Hijikata Toshiro; ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন ‘The Sadistic Prince’ Okita Sougo; Shinsegumi’র হেড, ‘স্টকার’ Isao Kondo; গিনতোকির বাড়িওয়ালী Terada Ayano ওরফে Otose-San; সিনপাচির বড় বোন Shimura Tae ওরফে Otae-Chan; গিনতোকির বন্ধু, বর্তমান সরকারবিরোধী চরমপন্থি দলের নেতা Katsura Kotaro, কাতসুরার পোষা এলিয়েন বন্ধু এলিযাবেথ; গিনতোকি এবং কাতসুরার প্রাক্তন বন্ধু এবং বর্তমানে সিরিজের অন্যতম মূল ভিলেন, আরেক বিদ্রোহী ও চরমম্পন্থি দলের নেতা Takasugi Shinsuke, যার আসল লক্ষ্য হচ্ছে ফিউডাল জাপানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তাকাসুগির পাশাপাশি সিরিজে আরও জনা কয়েক ভিলেন আছে কিন্তু আপাতত স্পয়লারজনিত কারনে তাদের প্রসঙ্গে গেলাম না ।

Q. কেন Gintama দেখবেন ?

A. কেন এই সিরিজটি আপনি দেখবেন তা জানতে হলে আগে আপনাকে নিজেকে কিছু স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আপনি কি সউনিন জেনারের ভক্ত ? আপনার অতি প্রিয় এনিমের তালিকায় কি Naruto, One Piece, Bleach, Fairy Tail, Rurouni Kenshin, Katekyo Hitman Reborn সহ অন্যান্য জনপ্রিয় সউনিন জেনারের এনিমেগুলি আছে ? আপনি কি হাসতে হাসতে চোখ, নাক, মুখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতন কমেডি (সঙ্গে প্যারডি তো আছেই) এনিমের পাড়ভক্ত ? কমেডির সঙ্গে আপনার জন্য কি দম বন্ধ করা মার মার কাট কাট অ্যাকশন জেনারে এনিমে হলে আরও ভালো হয় ? আপনি কি একজন বিশিষ্ট পারভার্ট ??? আপনি কি মানুষজনদের নোংরা জোক বলে মজা পান ? অথবা আপনি কি আপনার মনকে একদম গভীর পর্যন্ত নাড়া দিবে এমন করিয়ান-ড্রামা, সিনেমা or ক্ল্যান্ড টাইপ ইমোশনাল এনিমে এদিক সেদিক খুজে বেরাচ্ছেন ??? এই সব প্রশ্নের একটারও যদি উত্তর আপনার হ্যাঁ হয়ে থাকে, তাইলে এইমুহুরতে আমি আপনাকে এই লেখাটা পড়া বাদ দিয়ে গিনতামা দেখা শুরু করে দিতে উপদেশ দিবো !! আর যদি আপনার কাছে ডাউনলোড করা নাহ থাকে তাহলে এখনই তা করা শুরু করে দিন আর একমুহূর্ত সময় নষ্ট নাহ করে।

Q. কেন Gintama দেখবেন নাহ ?

A. যদিও গিনতামার মতো এনিমে কারুর নাহ দেখার মতো কোনই কারন নাই, কিন্তু তারপরেও ২৬৫ পর্বের এনিমে দেখার মতন যাদের সময় বা ধৈর্য নেই, এই এনিমে তাদের জন্য নাহ !

এবার গিনতামার ব্যপারে কিছু কমন প্রশ্নের উত্তর-

১) গিনতামায় অনেক জাপানিজ কালচারাল এবং ইতিহাস বিষয়ক প্যারডি আছে যা আমি বুঝি নাহ।

উত্তরঃ যখন প্যারডি জোক গুলা করা হয় তখন স্ক্রিনের উপরে আলাদা ভাবে জোকের বিষয়ের রেফারেন্স দিয়ে দেওয়া হয়। তখন চাইলেই গুগল বা উইকি তে গিয়ে ব্যাপারটা বুঝে নিতে পারেন। আমি অন্তত অনেকটা তাই করসি, পরে গিয়ে গুগল ও উইকি তে গিয়ে বাপারটা বুঝে নিছি। যদিও এটা করার আসলে অতটা প্রয়জন হয়নাহ কারন জাপানের যেসব বিষয় নিয়ে গিনতামায় জোক করা হয়েছে তা এই এনিমে জাপানে যে সময়ে প্রচারিতো হয়েছে, মূলত সেই সময়কার চলতি বিসয়বস্তু নিয়েই ছিল, তো এখন তো সেইগুলা বুঝে অতটা লাভ নেই, কিন্তু হ্যাঁ ভয়েস অ্যাক্টরদের অসামান্য পারফরম্যান্সের কল্যাণে জোকটি আপনি বুঝতে নাহ পারলেও তার মজা থেকে একবিন্দুও বঞ্চিত হবেন নাহ, কারন প্রতিটা ভয়েস অ্যাক্টর এতটাই অস্থির কাজ এই এনিমেতে দেখইয়েছে। এখানে আমি গিনতামার সেইঊ দের ব্যাপারে একটি রিভিউ সাইটের কথা হুবু তুলে ধরছি আপনাদের জন্য-
“Particular props need to be given to the Seiyuu (Voice Actors) as they work exceptionally hard to make the anime interesting. At times they have nothing more than a still image, with their voices alone to carry the entire show on their shoulders. And carry the burden they do, and do a very good job.”

২) গিনতামায় ভালো অ্যাকশন তো দূরে থাকুক নারুটো, ব্লিচ, ওয়ান পিসের মতন কোন মেজর স্টরিলাইন/প্লটই নাই।

উত্তরঃ এই চিন্তা করে আপনি গিনতামা না দেখলে আপনার এনিমে দেখার লাইফে সবচেয়ে বড় ভুলটা করবেন। এটির গ্যাগ কমেডি এনিমে ছদ্মবেশের আড়ালে বেশ অনেকগুলি গুরুত্বপূর্ণ কাহিনী ধীরে ধীরে গড়ে উঠেছে এবং উঠছে যা একটি বিশাল মেজর স্টরিলাইনের অংশ এবং জি হ্যাঁ, এই সব ‘গুরুত্বপূর্ণ’ কাহিনীগুলা নিয়েই গড়ে উঠেছে গিনতামার বিভিন্ন Serious Arc!! মেজর স্টরিলাইনের অংশ নয় এমন প্লট নিয়েও সিরিয়াস আর্ক আছে গিনতামায় আপ্নাদের সুবিদার্থে ! আর অ্যাকশন ?? অনেক ‘নামকরা’ ব্যাটেল এনিমের চেয়ো দম বন্ধ করা অস্থিররকমের দুর্দান্ত সব অ্যাকশন আপনি গিনতামার প্রতিটা সিরিয়াস আর্কে তো পাবেনই সেই সাথে এমনে অনেক সময়েও অনেক নরমাল পর্বেও দেখবেন !!! আর একেকটা ফাইটের ফ্লুয়িড এনিমেশন দেখলেই বুঝা যায় সেইগুলার পিছনে Sunrise কি পরিমান টাকা ঢালছে ! দেখুন গিনতামার অ্যাকশনের ব্যাপারে রিভিউয়ার দের কি বলার আছে-
“One thing to note from are the fight scenes which were animated brilliantly. We won’t see things like ‘magical powers’ and ‘super shot’ and stuffs. Of cause, we won’t see mountains or landscapes getting destroyed in a single blow either. Instead, we see very realistic fight scenes which make us feel the pain and impact of each blows and is another good point of this series.”

“Moreover, the serious arcs in the series consistently enjoy top-notched animation; the fight scenes are especially well-animated, giving the viewers an epic feel.”

যাইহোক, আশাকরি আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি কেন আপনাদের এই মহাকাব্বিক এনিমেটা মিস করা মোটেও উচিত হবে নাহ ! তো, আর দেরি নাহ করে বসে পড়ুন এবং পরিচিত হন এনিমে বিশ্বের এক ও অদ্বিতীয় ট্রল রাজা, নোংরা জোকের উপর ডিগ্রিধারী, ‘The White Demon’ সাকাতা গিনতকি, ও তার আশেপাশে ঘুরঘুর করতে থাকা সব বোকার দলগুলির সাথে এবং তাদের সঙ্গে বেড়িয়ে পড়ুন এক অজানা এদো যুগের রোমাঞ্চকর ও দুঃসাহসিক সব অভিযানে আর সেই সাথে………..হ্যাঁ, আর সেই সাথে গিনতকি, সিনপাচি এবং কাগুরার সাথে একসঙ্গে গলা মিলিয়ে চেচিয়ে উঠুন- “JUST DO IT” !!!!!!!!!

Gintama

Unbreakable Machine Doll: anime review by Kazi Rafi

Unbreakable Machine Doll দেখা শুরু করলাম। ইন্ডাস্ট্রিয়াল যুগে লন্ডন শহর ঘিরে গড়ে উঠা কাহিনী , মিলিটারি আবহ, এত অটোমেশন, আর কলকব্জা নিয়ে ব্যাপার স্যাপার, মূল চরিত্রের বিশেষ পারিবারিক ঘটনা, প্রতিশোধ নেওয়ার বাসনা, (মূল চরিত্রের মধ্য বয়স্ক মহিলা শিক্ষিকা ;)) বড়ই fma/fmab ভাইব পাচ্ছি এনিমেটা থেকে !!!! প্রথম ৫ এপি দেখলাম, মোটামুটি ভালই বলব, Raishin Akabane মূল চরিত্র হিসেবেও মানাসই, আমি বলব ! এখন আসি এনিমের সমস্যাগুলায়- ইয়াইয়া চরিত্রটা ধীরে ধীরে কিছুটা একঘেয়ে এবং বিরক্তিকর হয়ে উঠতেছে তার রাইশিনের প্রতি একদম প্রথম পর্বেই প্রতিষ্ঠিত করে দেওয়া মনোভাব প্রতি পর্বেই ঘুরায় ফিরায়ে বারবার দেখানোর জন্য ( এটা সম্পূর্ণই আমার একান্ত মনোভাব ও মতামত !!! এর সঙ্গে যে সম্মত হতে হবে এমন কোন কথা নাই ) !!! এবার আসি এনিমের এনিমেশনের প্রসঙ্গে, চরিত্রদের ডিজাইনে ‘কালার প্যালেট’ সমগ্রভাবে যে পরিমান উজ্জল দেওয়া হইছে, যার কারনে চরিত্রদের মুখভঙ্গি এক বিন্দুও দেখা যায়না, যেন ‘সেন্সরড’ করে রাখা হইছে !! আর সবশেষে হচ্ছে এনিমের অ্যাকশন CGI !! চোখের জন্য সে যে কি ভয়াবহরকম পীড়াদায়ক তা আর নাইবা বললাম !!! এরচেয়ে বলা যায় টোকিও র‍্যাভেন্স এর cgi ও বহুতগুনে ভালো !

এনিমেটার হিট করার মতো অনেক ভালো ভালো এলিমেন্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছে এর মাত্র ১২ পর্ব বের হবে, অথচ ২৪ পর্ব বানানর মতো উপাদান এদের আছে, যে দুঃখজনক কারনে এনিমেটা হিট করার যত লুকানো অপার সম্ভাবনা আছে তা প্রদর্শনের আগেই শেষ হয়ে যাবে !! বড়ই আফসসের ব্যাপার !!!

 

Ore no Nounai Sentakushi ga, Gakuen Love Comedy wo Zenryoku de Jama Shiteiru: Review by Kazi Rafi

কেও কি Ore no Nounai Sentakushi ga, Gakuen Love Comedy wo Zenryoku de Jama Shiteiru সর্টে Noucome নামের এনিমেটা ফলো করতেছেন ? অস্থির হাসির একটা এনিমে !!! Kanade Amakusa এক জটিল মানসিক ব্যাধি দ্বারা আক্রান্ত, যেখানে আমাকুসার মাথার মধ্যে এক কণ্ঠ তাকে একটি মাল্টিপেল চয়েস প্রশ্ন দেয় এবং সে যে উত্তরটা বেছে নিবে সেইটা বাস্তবে পরিণত হবে বা আমাকুসাকে তা বাস্তবে পরিনত করতে হবে, আর সে এটা না মানলে মাথায় তার প্রচণ্ড ব্যাথা শুরু হবে !!!! এইভাবেই বিভিন্ন হাস্যকর ঘটনার মধ্যে দিয়ে কাহিনী আগিয়ে যায় ! যারা কমেডি আর প্যারোডির ভক্ত তাদের জন্য এই এনিমে অবশ্যক !!! 

একটি উদাহরণ- দুই নং অপশনটি বেচে নিয়েই কিন্তু এভাবেই আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেছেন !!!!!

৪ নং পর্বে যখন God ফোন দিয়ে যে ভঙ্গিতে বলে “Hello Hello Kanade San” শুইনা হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে !!! আর কিযে একেকটা চয়েস !!! লোল !!!!!!! XD আর এতো অস্থির এনিমের মাত্র ১০ এপি আসলেই দুঃখজনক ! ২৪ পর্বের হইলে জোস হইত !!!! আফসোস !!!

 

কুরোকোর ৪র্থ পর্ব: review by Kazi Rafi

কুরোকোর ৪র্থ পর্ব এককথায় পুরা সেরাম অস্থির ছিল !!!! টিম কিরিসাগি ডাইচি সেইরিনের নতুন গেমপ্লে অ্যানালাইয করার জন্য শুতকুর ম্যাচটা ছেড়ে দিলো ( WTF !!!  ) তারপরে ‘Uncrowned Kings’, জেনারেশন অফ মিরাকেলস এর মতো আরেক প্রতিভাসম্পন্ন গ্রুপের ব্যাপারে হালকা পাতলা টিজ ( খাইছে আমারে !!! এক GOM এর খেলোয়াড়রাই সবার অবস্থা খারাপ করে রাখছে এখন আবার আরেক গ্রুপ আসছে ! যারা কিনা আবার GOM এর খেলোয়াড় দের সঙ্গে সমান লেভেলে ফাইট দিতে পারে !! এরচেয়ে অসাম আর কি হইতে পারে ?? ) এরপরে শুরু হইল Seirin vs Shutoku রিম্যাচ !!! ম্যাচ শুরুর ইন্টেন্সিটি লেভেল পুরা চার্টের বাইরে ছিল !!!! টিপ-অফ এ টাই, তাকাওর স্টিল, কুরোকোর এপিক কাউন্টার স্টিল, কাগামির, মিডোরিমার থ্রি পয়ন্টার ব্লক, সবই ছিল মাথা নষ্ট করার মতন !!!!!!! 
কিন্তু এই পর্বের আসল আকর্ষণ ছিল কিরিসাগি ডাইচির ক্যাপ্টেন, অন্যতম Uncrowned Kings, কিওশি তেপ্পেই এর প্রাক্তন সতীর্থ, ‘Bad Boy’ Hanamiya Makoto !!!!!! আপাতত, এখনো একজন রহস্যময় চরিত্র এই হানামিয়া, except that এ হচ্ছে কিয়োশির পুরা উলটা, অসৎ একজন খেলোয়াড় ! আর সবচেয়ে জোস জিনিস যেটা সেটা হলো, এর ভয়েস এক্টর হচ্ছে Fukuyama Jun, যে Lelouch এরও ভয়েস এক্টর ( বস প্লেয়ারদের জন্য বস seiyuuই দরকার !!!!!  )

[ শয়তানি হাসি, শয়তানি দৃষ্টি, খুবই অশনি সংকেত দিতাছে !!!!!! ]

Yowamushi Pedal: review by Kazi Rafi

♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!!  উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই  Hime hime….♪♪
♪ HIME HIME HIME, SUKI SUKI DAISUKI HIME, HIME ♪ গানটা মাথা থেইকা বাইরই করতে পারতেছিনা !!! এই ফলে শুরু হওয়া নতুন এনিমে Yowamushi Pedal মাত্র তিনটা পর্ব বের হইছে কিন্তু এরিমদ্ধে  বাইসাইকেল সম্বন্ধে এতো কিছু শিখছি যে ইচ্ছা করতেছে নিজেও একটা কিনে বাইর হয়ে পড়ি !!!! জটিল একটা এনিমে এই Yowamushi Pedal। আর এর মেন ক্যারেকটার সাকামিচি একদমই সরল কিন্তু একইসাথে অস্থির একটা পোলা, খুবই ভালো পাইছি এরে !! ফলে নতুন শুরু হওয়া সিরিজ গুলার মধ্যে এইটা সবচেয়ে প্রিয় এখন !!!! ওহ আর এইটা ৩৮ পর্বের এনিমে !!!!! ^_^ উইন্টার অথবা সামারে নতুন কোন ভালো এনিমে বাইর না হইলেও চিন্তা নাই ! এইটাই যথেষ্ট !! যারা এখনও এইটা দেখেন নাই, দেখা শুরু করে দেন শিগগিরই :D Hime hime....♪♪