Gintama, এই এনিমের নাম কমবেশি আমরা সবাই শুনছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে খুব কম মানুষেরই এই এনিমেটা পুরাপুরি দেখা হয়ে উঠছে, এর পিছনে আছে বহু কারন- অধিক সংখ্যক পর্ব, এই এতগুলা পর্ব দেখার সময় সংকট, বিগ ৩ সহ অন্যান্য পপুলার সউনেন বা ইত্যাদি জেনারের সিরিজের আড়ালে চাপা পরে যাওয়া, এছাড়া আরও বড় একটা কারন হচ্ছে মানুষের মনের ভ্রান্ত ধারণা যে এটি শুধুই একটি গ্যাগ এনিমে যার কোন মেইন স্টোরিলাইন নেই, যেটা অনেকেরই গিনতামা দেখার প্রতি এতো অনাগ্রহের কারন!!! এবং এইখানেই সবাই বিরাট ভুলটা করছে !!! আমি আমার এই পোস্টে যারা এখনো গিনতামা দেখেনি তাদেরকে খুবই সংক্ষেপে একটা ধারণা দেওয়ার অপপ্রয়াশ চালাবো !
Q. Gintama কি?
A. গিনতামা হচ্ছে ২৬৫ পর্বের একটি গ্যাগ কমেডি, প্যারডিমার্কা শউনেন এনিমে !
Q. Gintama’র কাহিনী কি ?
A. সবার সুবিধার্থে কাহিনিসংক্ষেপ ইংরেজিতে দেওয়া হল-
“Gintama revolves around a fictional Edo period in which aliens called Amanto have taken over and are living among the Edo people. The Edo people initially tried to get rid of the Amanto, but failed; the Amanto placing a ban on carrying swords in public. The story revolves around three characters; Sakata Gintoki, a white-haired sweets-loving samurai, Shimura Shinpachi, a teenage samurai novice, and Kagura, a super-powerful alien girl who has lost her home. The three starts a business called the Yorozuya (lit. “We Do Everything”) in which they help people do everything and anything. The series basically follows the misadventures of the three main characters as they fight all sorts of crazy situations and meet a lot of people along the way, form friendships, bonds and even ruin a few days here and there.”
জি হ্যাঁ, গিনতামার ইউনিভার্সটা ঠিক এরকমই উদ্ভট আর আজগুবি যেখানে ফিউডাল জাপানে সামুরাই আর এলিনেরা একসঙ্গে পাশাপাশি বসবাস করে ! এ যেন অনেকটা বিখ্যাত স্টার ওয়ারস আর আমাদের রুরউনি কেনশিন আকা সামুরাই এক্স এর এক মিশ্রিত জগাখিচুড়ি !!!!
Q. Gintamaর মূল চরিত্র দের পাশাপাশি উল্লেখযোগ্য আর কারাকারা আছে?
A. গিনতোকি, সিনপাচি আর কাগুরার উপরের কাহিনিসংক্ষেপে যে চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে তার বাইরে আর কিছু এখন বললাম নাহ, কারন তারা এই সিরিজের মূল চরিত্র হওয়ার কারনে তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদেরকে ঘিরে অনেক গুলো আর্ক গড়ে উঠেছে যার ব্যাপারে এখন বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। এদের পাশাপাশি গিনতামায় রয়েছে অন্যান্য আরও বিশাল সংখ্যক চরিত্র, যাদের প্রত্যেকের রয়েছে তাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যাকগ্রাউন্ড যাদের মধ্যে কারুর কারুর আবার রয়েছে এক অন্ধকার ইতিহাস, গিনতামার মেইন চরিত্র সমেত ! এই সব চরিত্রদের নিয়ে লিখতে বসলে আমার এই লেখা আর কখনোই শেষ হবে নাহ, কিন্তু তারপরেও এই বিশাল চরিত্রদের রেঞ্জের মধ্যে থেকে কয়েকজনের কথা উল্লেখ নাহ করলেই নয়, যেমন স্পেশাল মিলিটারি পুলিস ফোর্স Shinsengumi’র সেকেন্ড ইন কমান্ড, Demonic(রূপকার অর্থে) ভাইস ক্যাপ্টেন Hijikata Toshiro; ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন ‘The Sadistic Prince’ Okita Sougo; Shinsegumi’র হেড, ‘স্টকার’ Isao Kondo; গিনতোকির বাড়িওয়ালী Terada Ayano ওরফে Otose-San; সিনপাচির বড় বোন Shimura Tae ওরফে Otae-Chan; গিনতোকির বন্ধু, বর্তমান সরকারবিরোধী চরমপন্থি দলের নেতা Katsura Kotaro, কাতসুরার পোষা এলিয়েন বন্ধু এলিযাবেথ; গিনতোকি এবং কাতসুরার প্রাক্তন বন্ধু এবং বর্তমানে সিরিজের অন্যতম মূল ভিলেন, আরেক বিদ্রোহী ও চরমম্পন্থি দলের নেতা Takasugi Shinsuke, যার আসল লক্ষ্য হচ্ছে ফিউডাল জাপানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তাকাসুগির পাশাপাশি সিরিজে আরও জনা কয়েক ভিলেন আছে কিন্তু আপাতত স্পয়লারজনিত কারনে তাদের প্রসঙ্গে গেলাম না ।
Q. কেন Gintama দেখবেন ?
A. কেন এই সিরিজটি আপনি দেখবেন তা জানতে হলে আগে আপনাকে নিজেকে কিছু স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আপনি কি সউনিন জেনারের ভক্ত ? আপনার অতি প্রিয় এনিমের তালিকায় কি Naruto, One Piece, Bleach, Fairy Tail, Rurouni Kenshin, Katekyo Hitman Reborn সহ অন্যান্য জনপ্রিয় সউনিন জেনারের এনিমেগুলি আছে ? আপনি কি হাসতে হাসতে চোখ, নাক, মুখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতন কমেডি (সঙ্গে প্যারডি তো আছেই) এনিমের পাড়ভক্ত ? কমেডির সঙ্গে আপনার জন্য কি দম বন্ধ করা মার মার কাট কাট অ্যাকশন জেনারে এনিমে হলে আরও ভালো হয় ? আপনি কি একজন বিশিষ্ট পারভার্ট ??? আপনি কি মানুষজনদের নোংরা জোক বলে মজা পান ? অথবা আপনি কি আপনার মনকে একদম গভীর পর্যন্ত নাড়া দিবে এমন করিয়ান-ড্রামা, সিনেমা or ক্ল্যান্ড টাইপ ইমোশনাল এনিমে এদিক সেদিক খুজে বেরাচ্ছেন ??? এই সব প্রশ্নের একটারও যদি উত্তর আপনার হ্যাঁ হয়ে থাকে, তাইলে এইমুহুরতে আমি আপনাকে এই লেখাটা পড়া বাদ দিয়ে গিনতামা দেখা শুরু করে দিতে উপদেশ দিবো !! আর যদি আপনার কাছে ডাউনলোড করা নাহ থাকে তাহলে এখনই তা করা শুরু করে দিন আর একমুহূর্ত সময় নষ্ট নাহ করে।
Q. কেন Gintama দেখবেন নাহ ?
A. যদিও গিনতামার মতো এনিমে কারুর নাহ দেখার মতো কোনই কারন নাই, কিন্তু তারপরেও ২৬৫ পর্বের এনিমে দেখার মতন যাদের সময় বা ধৈর্য নেই, এই এনিমে তাদের জন্য নাহ !
এবার গিনতামার ব্যপারে কিছু কমন প্রশ্নের উত্তর-
১) গিনতামায় অনেক জাপানিজ কালচারাল এবং ইতিহাস বিষয়ক প্যারডি আছে যা আমি বুঝি নাহ।
উত্তরঃ যখন প্যারডি জোক গুলা করা হয় তখন স্ক্রিনের উপরে আলাদা ভাবে জোকের বিষয়ের রেফারেন্স দিয়ে দেওয়া হয়। তখন চাইলেই গুগল বা উইকি তে গিয়ে ব্যাপারটা বুঝে নিতে পারেন। আমি অন্তত অনেকটা তাই করসি, পরে গিয়ে গুগল ও উইকি তে গিয়ে বাপারটা বুঝে নিছি। যদিও এটা করার আসলে অতটা প্রয়জন হয়নাহ কারন জাপানের যেসব বিষয় নিয়ে গিনতামায় জোক করা হয়েছে তা এই এনিমে জাপানে যে সময়ে প্রচারিতো হয়েছে, মূলত সেই সময়কার চলতি বিসয়বস্তু নিয়েই ছিল, তো এখন তো সেইগুলা বুঝে অতটা লাভ নেই, কিন্তু হ্যাঁ ভয়েস অ্যাক্টরদের অসামান্য পারফরম্যান্সের কল্যাণে জোকটি আপনি বুঝতে নাহ পারলেও তার মজা থেকে একবিন্দুও বঞ্চিত হবেন নাহ, কারন প্রতিটা ভয়েস অ্যাক্টর এতটাই অস্থির কাজ এই এনিমেতে দেখইয়েছে। এখানে আমি গিনতামার সেইঊ দের ব্যাপারে একটি রিভিউ সাইটের কথা হুবু তুলে ধরছি আপনাদের জন্য-
“Particular props need to be given to the Seiyuu (Voice Actors) as they work exceptionally hard to make the anime interesting. At times they have nothing more than a still image, with their voices alone to carry the entire show on their shoulders. And carry the burden they do, and do a very good job.”
২) গিনতামায় ভালো অ্যাকশন তো দূরে থাকুক নারুটো, ব্লিচ, ওয়ান পিসের মতন কোন মেজর স্টরিলাইন/প্লটই নাই।
উত্তরঃ এই চিন্তা করে আপনি গিনতামা না দেখলে আপনার এনিমে দেখার লাইফে সবচেয়ে বড় ভুলটা করবেন। এটির গ্যাগ কমেডি এনিমে ছদ্মবেশের আড়ালে বেশ অনেকগুলি গুরুত্বপূর্ণ কাহিনী ধীরে ধীরে গড়ে উঠেছে এবং উঠছে যা একটি বিশাল মেজর স্টরিলাইনের অংশ এবং জি হ্যাঁ, এই সব ‘গুরুত্বপূর্ণ’ কাহিনীগুলা নিয়েই গড়ে উঠেছে গিনতামার বিভিন্ন Serious Arc!! মেজর স্টরিলাইনের অংশ নয় এমন প্লট নিয়েও সিরিয়াস আর্ক আছে গিনতামায় আপ্নাদের সুবিদার্থে ! আর অ্যাকশন ?? অনেক ‘নামকরা’ ব্যাটেল এনিমের চেয়ো দম বন্ধ করা অস্থিররকমের দুর্দান্ত সব অ্যাকশন আপনি গিনতামার প্রতিটা সিরিয়াস আর্কে তো পাবেনই সেই সাথে এমনে অনেক সময়েও অনেক নরমাল পর্বেও দেখবেন !!! আর একেকটা ফাইটের ফ্লুয়িড এনিমেশন দেখলেই বুঝা যায় সেইগুলার পিছনে Sunrise কি পরিমান টাকা ঢালছে ! দেখুন গিনতামার অ্যাকশনের ব্যাপারে রিভিউয়ার দের কি বলার আছে-
“One thing to note from are the fight scenes which were animated brilliantly. We won’t see things like ‘magical powers’ and ‘super shot’ and stuffs. Of cause, we won’t see mountains or landscapes getting destroyed in a single blow either. Instead, we see very realistic fight scenes which make us feel the pain and impact of each blows and is another good point of this series.”
“Moreover, the serious arcs in the series consistently enjoy top-notched animation; the fight scenes are especially well-animated, giving the viewers an epic feel.”
যাইহোক, আশাকরি আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি কেন আপনাদের এই মহাকাব্বিক এনিমেটা মিস করা মোটেও উচিত হবে নাহ ! তো, আর দেরি নাহ করে বসে পড়ুন এবং পরিচিত হন এনিমে বিশ্বের এক ও অদ্বিতীয় ট্রল রাজা, নোংরা জোকের উপর ডিগ্রিধারী, ‘The White Demon’ সাকাতা গিনতকি, ও তার আশেপাশে ঘুরঘুর করতে থাকা সব বোকার দলগুলির সাথে এবং তাদের সঙ্গে বেড়িয়ে পড়ুন এক অজানা এদো যুগের রোমাঞ্চকর ও দুঃসাহসিক সব অভিযানে আর সেই সাথে………..হ্যাঁ, আর সেই সাথে গিনতকি, সিনপাচি এবং কাগুরার সাথে একসঙ্গে গলা মিলিয়ে চেচিয়ে উঠুন- “JUST DO IT” !!!!!!!!!