Sakib’s Hidden Gems – Episode #54

আনিমে: Memories
জানরা: সাইফাই, হরর, কমেডি, ড্রামা
এপিসোড সংখ্যা: ৩
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/1462/Memories
 
নব্বইয়ের দশকে নির্মিত এই anthology সিরিজটা তিনটি ভিন্ন স্বাদের ছোটগল্প মিলিয়ে মুভি আকারে পরিবেশিত হয়েছে। এটির সাথে যুক্ত ছিলেন সাতোশি কন ও কাতসুহিরো ওতোমো প্রমুখ সৃষ্টিশীল ব্যক্তি। প্রায় পৌনে দুঘণ্টার এই ফিল্মটি থিমের দিক দিয়ে যেমন মুখরোচক, তেমনি এর আরটিস্টিক ভ্যালুও বলার মতো। তিনটি গল্প নিয়ে আলাদা করে আলোচনা না করলেই নয়।
 
১। Magnetic Rose
দূর ভবিষ্যতে একদল ভ্রাম্যমাণ নভোচারী মহাকাশে ভাসতে থাকা বর্জ্য অপসারণ করতে গিয়ে এক উদ্ভট জায়গার সন্ধান পায়, যেখানে বাস্তব ও পরাবাস্তব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সাতোশি কনের তুখোড় প্রতিভার স্বাক্ষর এটি। মিউজিক ও আর্ট ডিরেকশনের জোরে অসাধারণ ভৌতিক ও রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্ট হয়েছে এতে, যা দর্শককে শেষ পর্যন্ত বসে থাকতে বাধ্য করে।
 
২। Stink Bomb
জাপানের এক জৈব রাসায়নিক গবেষণাগার থেকে অত্যন্ত গোপনীয় জৈব হাতিয়ার লোকসম্মুখে চলে আসার ঝুঁকি তৈরি হয়। এ ঝুঁকি সামলাতে ও সম্ভাব্য জৈব দুর্যোগ এড়াতে জাপান সরকার কী করে তা-ই লেখকের বস্তুনিষ্ঠ ভাবনায় তীক্ষ্ণ শ্লেষের সাথে পরিবেশিত হয়েছে। গল্পের থিম ও এর মনকাড়া মিউজিক আপনাকে বিশুদ্ধ বিনোদন দিবে।
 
৩। Cannon Fodder
এই গল্পে সম্পূর্ণ সামরিক শাসন নিয়ন্ত্রিত এক সমাজ কল্পনা করা হয়েছে, যেখানে প্রতিটি মানুষ কেবল অস্ত্র বানানো বা অস্ত্র ছোঁড়ার সাথে জড়িত। ভিন্ন স্বাদের আর্টস্টাইল দ্বারা সাহসীভাবে মানব সমাজের মূর্খতাকে বিদ্রূপাত্মক ভঙ্গিমায় দেখানো হয়েছে এখানে।
 
ভিন্ন স্বাদের সৃষ্টিশীল কাজের সন্ধানে থাকলে এই ফিল্মটি নির্দ্বিধায় দেখে ফেলুন।
 

Sakib’s Hidden Gems – Episode #53

আনিমে: High Score Girl

জানরা: রোমান্স, গেইম, সেইনেন, কমেডি
এপিসোড সংখ্যা: ১২ + ৩ + ৯
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/21877/High_Score_Girl

সময়টা নব্বইয়ের দশক। গেমিং ইন্ডাস্ট্রি তরতরিয়ে বেড়ে উঠছে। পাড়ায় পাড়ায় গেম সেন্টার গড়ে উঠছে, যেখানে পয়সা খরচ করে কিশোর ও তরুণ বয়সীরা গেম খেলার স্বাদ নিচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে একই গেমের নানা নতুন সংস্করণ আসছে।

এমতাবস্থায় আমরা দেখতে পাই প্রাইমারি স্কুলপড়ুয়া আমাদের গল্পের নায়ক ইয়াগুচি-কে। লেখাপড়া বা বন্ধুদের সাথে মেলামেশার চাইতে গেম খেলার দিকেই তার আসক্তি বেশি। একমাত্র গেম খেলার জগতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। একদিন সে গেম সেন্টারে তারই বয়সী এক মেয়ে প্লেয়ারের খোঁজ পায় ও ওর খেলার প্রতিভা দেখে খুবই আশ্চর্য হয়।

এই মেয়েটি হল গল্পের নায়িকা ওনো। সে খুব বড়লোক পরিবারের মেয়ে। পরিবারের অতিরিক্ত শাসন ও শৃঙ্খলে অতিষ্ঠ হয়ে সে মাঝেসাঝে গেম সেন্টারে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। শিশুকাল থেকেই তার সমবয়সীদের সাথে মেলামেশার সুযোগ না পাওয়ায় কারণেই হয়তো সে একেবারেই চুপচাপ থাকে। ইয়াগুচি আর ওনোর মাঝে একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় আর ওরা একে অপরকে আরো এগিয়ে নিয়ে যেতে থাকে। সময়ের সাথে সাথে ওদের সম্পর্কের উত্থান-পতন-পরিবর্তন হতে থাকে।

এদিকে সময় এগিয়ে যায়। রঙ্গমঞ্চে হিদাকা নামের আরেকটি মেয়ের আবির্ভাব হয়। ইয়াগুচির প্রভাবে সেও গেমিং-এর জগতে প্রবেশ করে। এই তিনজনের মিথস্ক্রিয়ার মাধ্যমে কাহিনী এগিয়ে যায় আর ওরাও বড় হয়ে উঠতে থাকে।

গল্পের সবচাইতে আকর্ষণীয় দিক হলো এর চরিত্রগুলি। খুব যত্নের সাথে লেখক ওদের ফুটিয়ে তুলেছেন যাতে ওদের ব্যাকগ্রাউন্ড আর চিন্তাচেতনা আমরা বুঝতে পারি। গল্পের পার্শ্বচরিত্রগুলিও বেশ সুগঠিত আর গল্প এগিয়ে নেওয়ায় ও প্রয়োজনে হাস্যরস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গল্পের নায়কের ক্যারেক্টার প্রোগ্রেশন আর গল্পের সমাপ্তি এনে দেয় অনির্বচনীয় তৃপ্তি।

গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে আগ্রহ থাকলে বা নস্টালজিক হতে চাইলে এই আনিমেটি দেখবেন। সত্যিকার অর্থেই একটি উৎকৃষ্ট মানের রোমকম দেখতে চাইলে এই আনিমেটি দেখবেন। গল্পের শুরুর কয় এপিসোড দেখতে অসুবিধা হতে পারে – এনিমেশন স্টাইল খাপছাড়া লাগতে পারে – তবুও পুরোটা শেষ করার মেন্টালিটি নিয়ে দেখুন। আশা করি আপনার পছন্দের তালিকায় স্থান পাবে।

 

Sakib’s Hidden Gems – Episode #52

আনিমে: Hakumei to Mikochi (Hakumei and Mikochi)

জানরা: স্লাইস অফ লাইফ, ফ্যান্টাসি
এপিসোড সংখ্যা: ১২ + ১
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/36094/Hakumei_to_Mikochi
 
কিউট পিচ্চি কিছু লিলিপুটদের নিয়ে এই আনিমের গল্প। গল্পের প্রধান চরিত্র হলো কাপড় সেলাই, রান্না ও অন্যান্য নানা কাজে পারদর্শী মিকোচি আর ছটফটে ও হাসিখুশি হাকুমেই নামের দুইটি মেয়ে। মাকানাতা নামের মফস্বল এলাকার একটি গাছের কোটরে তাদের বাড়ি। মজা ও আবেগ মিশানো ওদের নিত্যদিনের জীবন ও খুনসুটি নিয়েই গল্পের বুনন।
 
গল্পের প্রতিটি চরিত্রকেই পছন্দ হয়ে যায়। ওদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সুন্দর করে ফুটে ওঠে আর ওদের একান্ত আপন বোধ হয়। এছাড়া প্রকৃতিঘেঁষা ওদের নৈমিত্তিক জীবনাচরণ দেখে দারুণ একটা প্রশান্তি কাজ করে। তার সাথে মনোরম ভিজুয়াল ও সাউন্ড একটি রিল্যাক্সিং অভিজ্ঞতা দেয়।
 
ধীরলয়ের ও প্রশান্তিকর একটি এপিসোডিক আনিমের খোঁজে থাকলে এটি বেছে নিতে পারেন। মাঝেমধ্যে এক দুইটি এপিসোড দেখলে তা আপনাদের কর্মক্লান্ত জীবনের ফাঁকে টনিক হিসেবে কাজ করবে আশা করছি।
 

Sakib’s Hidden Gems – Episode #51

আনিমে: Shirokuma Cafe (Polar Bear Cafe)

জানরা: স্লাইস অফ লাইফ, কমেডি, জোসেই
এপিসোড সংখ্যা: ৫০
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/12815/Shirokuma_Cafe
 
জাপানের কোন এক শহরতলীতে আছে “শিরোকুমা কাফে” নামের একটি চা-নাস্তা খাওয়ার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মালিক কিন্তু কোন মানুষ নয়, বরং একটি শ্বেতভল্লুক! সকালে কাজে যাওয়ার আগে বা কাজ শেষে অবসাদ দূর করতে মানুষ আর জন্তু-জানোয়ার উভয়ের কাছেই এই ক্যাফেটি জনপ্রিয়। ক্যাফেতে কাজ করে সুন্দরী ও মিশুকে সাসাকো আপা। আর ক্যাফের নিয়মিত খদ্দেরের মধ্যে আছে বোকাসোকা কিউট পান্ডা এবং ব্যঙ্গে আর ব্যর্থ প্রেমে পারদর্শী পেঙ্গুইন। এছাড়াও আছে লামা, কচ্ছপ, স্লথ, আরো অনেক পশুপাখি। এছাড়া আছে শিরোকুমার বন্ধু গ্রিজলি ভালুক। এদের মজাদার দিনকাল নিয়েই এই স্লো ও রিল্যাক্সিং এনিমেটি বানানো হয়েছে।
 
আনিমের কমেডি অংশটুকু বিশেষ করে নজর কাড়ে। মুলত স্ল্যাপস্টিক কমেডি ঘরানার এই হাস্যরসে অনেক বাস্তব জীবনের ও বুদ্ধিদীপ্ত বিষয়ের মিশেল থাকায় বেশ ফ্রেশ আর উপভোগ্য হয়। ভয়েস কাস্টে বেশ কয়েকটি পরিচিত নাম খুঁজে পাবেন। এছাড়া আর্টস্টাইল ভালো, পর্ব শুরু বা শেষের গানগুলো উপভোগ্য, কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তও আছে। চরিত্রগুলিকে anthropomorphize করা হলেও ওদের জান্তব বৈশিষ্ট্যগুলি থেকে গিয়েছে। ইউনিক বৈশিষ্ট্যের চরিত্রগুলির দু-তিনটেকে পছন্দ হয়ে গেলে আপনি এটাতে হুকড হয়ে যাবেন আশা করি।
 
ধীরলয়ের কমেডির মুডে থাকলে এইটে ট্রাই করে দেখার প্রস্তাব রইল।
 

Sakib’s Hidden Gems – Episode #50

আনিমে: Tenkuu no Escaflowne (The Vision of Escaflowne)

জানরা: এডভেঞ্চার, ফ্যান্টাসি, রোমান্স, মেকা, সাইকোলজিকাল
এপিসোড সংখ্যা: ২৬
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/182/Tenkuu_no_Escaflowne
 
গল্পের নায়িকা হাইস্কুল পড়ুয়া ছাত্রী কানযাকি হিতোমি। সে তার ভালোবাসার পাত্রকে কনফেস করার মুহূর্তে জাদুবলে চলে যায় পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী Gaea নামক এক জগতে। সেখানে প্রকাশিত হয় তার এক আশ্চর্য ক্ষমতা – সে ভবিষ্যতে কী ঘটবে তার কিছু খন্ডচিত্র দেখতে পায় (premonition) আর তীব্র মনোনিবেশ করলে অজানা জিনিসের সন্ধান পায়। তার এই এবিলিটির কথা টের পেয়ে সাম্রাজ্যবাদী Zaibach এর রাজা ওকে নিয়ে যেতে চায়। এতে অলরেডি চলমান Fanel আর Zaibach রাজ্যের মধ্যে যুদ্ধ আরো প্রকট আকার ধারণ করে। এরই মধ্যে হিতোমি পার্শ্ববর্তী Asturia রাজ্যের নাইট এলেনের প্রতি দুর্বলতা অনুভব করে। ফানেল আর তার বন্ধু রাষ্ট্রগুলি কি পারবে Zaibach রাজার আগ্রাসনকে ঠেকাতে? হিতোমি কি পারবে ওর ভালোবাসার মানুষকে নিজের হৃদয়ের কথা জানাতে? ও কি পারবে নিজের জগতে ফিরে যেতে?
 
নব্বই-এর দশকের ট্র্যাডিশনাল আর্টস্টাইল এতে রক্ষিত হয়েছে। বেশ এস্থেটিক বলা যায়। চরিত্রগুলির বৈশিষ্ট্য বেশ নিপুনভাবে ফুটে উঠেছে। তাদের মনের অন্তর্দ্বন্দ্বগুলি তুলে ধরা হয়েছে বেশ বাস্তবিকভাবে। ক্লাসিক ঘরানার বৈচিত্র্যপূর্ণ ওএসটি আনিমেটিকে আরো উপভোগ্য করেছে। Mecha গুলোর ডিজাইন আর ফাইটগুলিও ভালোই বলা চলে। তবে সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে নায়িকার মানসিক বিকাশ ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বেশ ম্যাচিওর ধাঁচের প্রেমের বহুভুজ।
 
যারা পুরোনো যুগের আনিমে পছন্দ করেন বা ফ্যান্টাসি জগতে ড্রামা খুঁজছেন তাদের হাই প্রায়োরিটি তালিকায় এটা জায়গা করে নেবার যোগ্যতা রাখে বলে আমি মনে করি।
 
 

Sakib’s Hidden Gems – Episode #49

আনিমে: Ristorante Paradiso

জানরা: স্লাইস অফ লাইফ, ড্রামা, জোসেই, রোমান্স
এপিসোড সংখ্যা: ১১
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/5984/Ristorante_Paradiso
 
গল্পের মূল চরিত্র নিকোলেত্তা নামের প্রায় মধ্য বিশের ঘরের একটি মেয়ে। গল্পের শুরুতে সে ছোটবেলায় তাকে ছেড়ে চলে যাওয়া মায়ের খোঁজে ইতালির রোম নগরীতে আসে। ওর মা সেখানকার “রেস্তোরেন্তে দেল অরসো” নামের এক হোটেলের মালিকের সাথে ঘরকন্না করছে। ওর মার শখ অনুযায়ী ওখানকার প্রত্যেক স্টাফ হলো মধ্যবয়স্ক বা তারো বেশি বয়সের চশমা-আঁটা পুরুষ। ওর মা ওকে ওর বান্ধবির মেয়ে হিসাবে পরিচয় দেয় আর কিছুদিন সেখানে থেকে যেতে বলে। চাকুরির সন্ধানে থাকা নিকোলেত্তা ওর রান্নার আগ্রহের কারণে ওই হোটেলের শিক্ষানবিশ রাঁধুনি হিসেবে যোগদান করে। একই সাথে হোটেলের হেড ওয়েইটার
মাঝবয়েসি ডিভোর্সি ক্লাউডিওর উপর ওর দুর্বলতা এসে পড়ে। শুরু হয় নিকোলেত্তার এই নতুন শহরে ও একই সাথে ক্লাউডিওর হৃদয়ে নিজের জায়গা করে নেবার চেষ্টা।
 
আনিমের পুরোটা জুড়ে একটা শান্ত স্নিগ্ধতা আছে। কোন তাড়াহুড়ো নেই। নিকোলেত্তা আর ক্লাউডিওর উপরে বেশি ফোকাস থাকলেও আস্তে আস্তে অন্যান্য স্টাফ আর চরিত্রদেরও ফুটিয়ে তোলা হয়েছে। ম্যাচিওর স্বাদের এই আনিমেতে কিছু জীবনধর্মী ইস্যু উঠে এসেছে, সবই মূলত নরনারীর সম্পর্ক সংক্রান্ত।
 
ভিজুয়াল একই সাথে সিমপ্লিস্টিক আর স্টাইলিশও। গল্পের মুডের সাথে বেশ মিলে গেছে। ক্লাসিক ঘরানার ওএসটি একে এনে দিয়েছে আভিজাত্য। আর গল্প এসে ঠেকেছে এক তৃপ্তিদায়ক পরিসমাপ্তিতে।
 
কিছুটা স্লো কিন্তু ম্যাচিওর স্বাদের বাস্তবিক কাহিনিওয়ালা কিছুর সন্ধানে থাকলে এটা চেখে দেখতে পারেন। কিছুটা ওপেন মাইন্ডেড হয়ে দেখতে পারলে ভালো লাগবে আশা করি। একই লেখিকার ACCA 13-ku আর House of Five Leaves দেখার প্রস্তাব রইল। এই দুটিকে নিয়েই আগে লিখেছি।
 

Sakib’s Hidden Gems – Episode #48 [Movie Special]

Giovanni no Shima
https://myanimelist.net/anime/19115/Giovanni_no_Shima
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর জাপান এই কাহিনীর প্রেক্ষাপট। রাশিয়ার দখলকৃত শাখালিন (জাপানী ভাষায় কারাফুতো) দ্বীপে বসবাসকারী কিছু অভাগা জাপানী ও তাদের সাথে রাশিয়ানদের বিনিবনা নিয়ে এই গল্প এগিয়েছে। গল্পের কিছু রোমান্টিক দিক ফোরসড লাগলেও হিস্টরিকাল আনিমে ভক্তদের এটা দেখা উচিত।
 
Shikioriori
https://myanimelist.net/anime/37396/Shikioriori
 
কমিকস ওয়েভ স্টুডিওর চোখধাঁধানো ভিজুয়াল আর হৃদয় ছুঁয়ে যাওয়া কয়েকটি ছোটগল্পের মিলনে এই মুভিটি। সবাই দেখবেন কিন্তু।
 
Omoide Poroporo
https://myanimelist.net/anime/1029/Omoide_Poroporo
 
আমার ফেভারিট মুভি এটা। এই মুভিতে স্টুডিও ঘিবলি তাদের চিরাচরিত হাসিখুশি ফ্যান্টাসি থেকে সরে এসে বেশ ম্যাচিওর থিমের, পুরোই বাস্তব ও জীবনধর্মী কিছু বানিয়ে দেখিয়েছে। গল্পের চরিত্রায়ন, ম্যাসেজ, আর এন্ডিংটা এক্কেবারে নিখুঁত। অবশ্যই অবশ্যই দেখবেন।
 
Kaijuu no Kodomo
https://myanimelist.net/anime/5655/Kaijuu_no_Kodomo
 
অত্যন্ত নান্দনিক ভিজুয়াল এইটার। মনে হবে যেন ডকুমেন্টারি ফিল্ম দেখছেন। গল্পটা একটু ডীপ। পুরো সৃষ্টিজগতের রহস্য আর মহাবিশ্বের সাথে মানুষের যোগটা কোথায় – এটাই এই আনিমের আলোচ্য বিষয়। এটা সবার ভালো লাগবেনা। তবে এই বর্ণনা পড়ে যদি দেখতে ইচ্ছে করে তো অবশ্যই দেখবেন।
 
Flanders no Inu
https://myanimelist.net/anime/2623/Flanders_no_Inu_Movie
 
গ্রেভ অফ ফায়ারফ্লাইজ দেখে যেরকম কষ্ট লাগে, এইটা দেখেও সেইরকম কষ্ট লাগে। ইতালির ফ্লোরেন্স শহরের এক গরিব দুর্ভাগা বালক আর তার সাথী কুকুরের মর্মান্তিক জীবনকাহিনী এটা। দুঃখের কিছু দেখার মুড আসলে দেইখেন।
 
Steamboy
https://myanimelist.net/anime/565/Steamboy
 
স্টিমপাঙ্ক, ছিমছাম ভিজুয়াল, আর জুলভার্নের থিমওয়ালা সাইফাই ভালো লাগলে এইটাও খুব এঞ্জয় করবেন আপনারা। বেশ গতিময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে এটি দেখলে।
 
Kaguya-hime no Monogatari
https://myanimelist.net/anime/16664/Kaguya-hime_no_Monogatari
 
আর্টস্টাইলের দিক দিয়ে এটি একটি অনন্য ঘিবলি মুভি। শিশুতোষ রুপকথা এখানে প্রাণ পেয়েছে নান্দনিক স্কেচবুক ধাঁচের আর্টে। গল্পটাও খুব সুন্দর আর শিক্ষণীয়।
 
Pom Poko
https://myanimelist.net/anime/1030/Heisei_Tanuki_Gassen_Ponpoko
 
আমার মতে এটা ঘিবলি মুভির মধ্যে প্রচুর আন্ডাররেটেড। উপর থেকে দেখলে বাচ্চাদের জন্য উপযোগী ফ্যান্টাসি মনে হলেও এই গল্পের কিন্তু বেশ শিক্ষণীয় অন্তর্নিহিত ম্যাসেজ আছে। বেশ ইমোশনাল ও হৃদয়স্পর্শী এই মুভিটি সবাই দেখবেন।
 
Colorful
https://myanimelist.net/anime/8142/Colorful_Movie
 
বেশ জীবনধর্মী ও শিক্ষামুলক একটি গল্প। একটি কিশোর কী কারণে আত্মহত্যা করতে পারে আর কী করে একটি আপাত বিষাদময় জীবনকেও সুখী ও সুন্দর করে তোলা যায় – তা এই মুভিতে তুলে ধরা হয়েছে।
 
Kono Sekai no Katasumi ni
https://myanimelist.net/anime/15227/Kono_Sekai_no_Katasumi_ni
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে একটি জাপানী পবিবারের কাহিনী এটি। যুদ্ধের ভয়াবহ দিক ও তা থেকে মানুষের উঠে দাঁড়ানোর আরেকটি যুদ্ধ এই মুভিতে শক্তিশালী লেখনীর দ্বারা ফুটে উঠেছে কোন রাখঢাক ছাড়াই। আর্টও নয়নাভিরাম।
 

Sakib’s Hidden Gems – Episode #47

আনিমে: Fushigi no Umi no Nadia (Nadia: Secret of Blue Water)

জানরা: এডভেঞ্চার, সাইফাই, মিস্টেরি, রোমান্স, হিস্টোরিকাল
এপিসোড সংখ্যা: ৩৯ (কিছু স্কিপ করার মত এপিসোড আছে)
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/1251/Fushigi_no_Umi_no_Nadia
 
ঘটনার শুরু ১৮৮৯ সালের ফ্রান্সে। Jean নামের একটি বিজ্ঞানমনস্ক কিশোর ছেলের সাথে হঠাত দেখা হয় সার্কাসের দলের এক কিশোরী নাদিয়া-র সাথে। নাদিয়ার কাছে আছে একটি রহস্যময় রত্ন “ব্লু ওয়াটার”, যার জন্যে তিনজন লোক ওকে ধাওয়া করছিল। ঘটনাচক্রে Jean ওর সদ্য আবিষ্কৃত প্লেনের সাহায্যে ওকে বাঁচায়। নিজের হারানো বাবার সন্ধানে থাকা Jean আর নিজের মাতৃভূমির সন্ধানে থাকা নাদিয়ার ভাগ্য একসাথে জড়িয়ে যায়। ওরা অংশ নেয় নটিলাস নামের এক অত্যাশ্চর্য ডুবোজাহাজের ক্রু হিসেবে পৃথিবীকে রক্ষার অভিযানে! কীভাবে হল এটা? জানতে আনিমেটি দেখবেন।
 
আনিমেটিতে সর্বত্র পাবেন পুরনো দিনের অডিওভিজুয়াল এস্থেটিক। গল্পের বেশিরভাগ অংশ জুড়েই কোন ফাঁকফোকর নেই। ছোটবড় সব প্রশ্নের জবাব দিয়েছে। চরিত্রগুলি রিয়েলিস্টিক ও খুব যত্নের সাথে ফুটিয়ে তোলা হয়েছে। ওদের সংলাপগুলি ও ইন্টারেকশন গুলি যেমন মজাদার, তেমনি রিলেটেবল।
 
গল্পটিতে Jules Verne এর কয়েকটি গল্পের ছায়া রয়েছে। এছাড়া বাইবেল আর Ancient Aliens থিওরির উল্লেখ আছে। সব মিলিয়ে খুব জমজমাট সাসপেন্স পাবেন। এভাঞ্জেলিওন খ্যাত হিদেয়াকি আন্নো এইটি পরিচালনা করেছেন। তাই সব বয়সের জন্যে উপযোগী এই আনিমেটি চেখেই দেখুন না।
 
[বিঃ দ্রঃ আনিমেটির এক পর্যায়ে একটি খারাপ মানের আর্ক আছে, যা না দেখাই ভালো। এই লিঙ্কে বিস্তারিত পাবেন:  https://myanimelist.net/forum/?topicid=402151#msg13345267]
 

Sakib’s Hidden Gems – Episode #46

আনিমে: Aoi Bungaku Series

জানরা: সেইনেন, ড্রামা, হিস্টোরিকাল, সাইকোলজিকাল
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/7193/Aoi_Bungaku_Series
 
“They are evergreen (Aoi), because they are masterpieces.”
 
বিখ্যাত ডিরেক্টর তেতসুরো আরাকির নেতৃত্বে তখনকার জমকালো ম্যাডহাউজ স্টুডিওর আনিমে এটি। কয়েকটি জাপানী ক্লাসিকাল উপন্যাসকে আধার করে আনিমেটি বানানো হয়েছে। একেকটি গল্প একেক স্বাদের, আর গল্পের সাথে সমন্বয় করে একেক রকম আর্টস্টাইল আর মিউজিক ব্যবহৃত হয়েছে। ভিজুয়াল, মিউজিক, ভয়েস, ক্যারাকটার ডিজাইন (ডিজাইনার টিমে ব্লিচের মাঙ্গাকাও ছিলেন) – আনিমেটির সর্বত্র আপনি পাবেন যত্নের ছোঁয়া।
 
আনিমেটিতে নিম্নোক্ত ছয়টি বই এডাপ্ট করা হয়েছেঃ
১। দাজাই ওসামু রচিত No Longer Human
২। সাকাগুচি আঙ্গো রচিত In the Forest, under the Cherry Blossoms in Full Bloom
৩। নাতসুমে সৌসেকি রচিত Kokoro
৪। দাজাই ওসামু রচিত Run, Melos!
৫। আকুতাগাওয়া রিউনোস্কে রচিত The Spider’s Thread
৬। আকুতাগাওয়া রিউনোস্কে রচিত Hell Screen
 
প্রতিটি গল্পই আপনাকে ভাবাবে। ম্যাচিওর গল্পের ভক্তরা অবশ্যই এটি দেখবেন। আর দেখার পরে পূর্ণ রসাস্বাদনের জন্য আসল বইগুলি পড়ে দেখতে পারেন। প্রথম পর্বে ন্যারেটরের উক্তিটি দিয়ে শেষ করছি।
 
“In this country, there are literary works said to be masterpieces. But aren’t there many people who feel like they don’t relate to these works? To the younger generation, these are just old stories. To the older generation, these are stories they were forced to read long ago. If you were to pick up one of them once again, you’d be in for a surprise. Seeing the main characters worry, grieve and act reminds us of ourselves. Furthermore, they remind us that our days are filled with pain and life. Something we tend to forget about.”
 
তথ্যসুত্রঃ https://thevaultpublication.com/2014/12/13/masterpieces-hence-evergreen-aoi-bungaku-review/
 

Sakib’s Hidden Gems – Episode #45

আনিমে: Uchouten Kazoku (The Eccentric Family)

জানরা: স্লাইস অফ লাইফ, ড্রামা, ফ্যান্টাসি
এপিসোড সংখ্যা: ১৩ + ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/57789/Uchouten_Kazoku
 
আনিমেটির ঘটনাস্থল জাপানের ঐতিহ্যবাহী কিয়োতো শহর। সেখানে মানুষের সাথে সহাবস্থান করছে জাপানী উপকথা থেকে উঠে আসা দুই জীব – তানুকি আর তেঙ্গু। এখানকার তানুকিরা নিজের আকৃতি বদল করতে পারে। তাই তারা সাধারণ তানুকির মত না থেকে মানুষের মধ্যে মিশে থেকে নিজেদের জীবনটাকে আরও রোমাঞ্চে ভরপুর করতে চায়। ঐ শহরের তানুকিদের সাবেক নেতা শিমোগামো সৌইচিরৌর চার ছেলে ও বৌকে নিয়েই গল্পটি আবর্তিত হয়। গল্পের মূল চরিত্র হল তিন নম্বর ছেলে ইয়াসাবুরো। মানুষের মাঝে ওর আর ওর পরিবারের ঘটনাবহুল জীবনযাত্রা নিয়েই কাহিনী।
 
এটি মূলত সংলাপনির্ভর ফ্যামিলি ড্রামা। “তাতামি গ্যালাক্সি”-র রচয়িতা তোমিহিকো মরিমি জাপানের চিরাচরিত উপকথাকে আশ্রয় করে গল্পটি লিখেছেন। কিয়োতো শহরের গলিঘুপচি আর সংস্কৃতি এই গল্পে প্রাণ পেয়েছে। আনিমেটির আর্টস্টাইল বেশ অভিনব আর সুন্দর। প্রথম সিজনের শুরুর গানটির কথাগুলি বেশ মনোমুগ্ধকর। দ্বিতীয় সিজনের শেষের গানটিরও জবাব নেই।
 
তানুকিদের ভারমুক্ত ও রোমাঞ্চে ভরপুর জীবনযাত্রা দেখে নিজের মন হালকা করতে চাইলে দেখেই ফেলুন না!