পরিবেশন করছি “Ima, Soko ni Iru Boku” a.k.a. “Now and Then, Here and There” a.k.a. “এখন এবং তখন, এখানে এবং সেখানে”
[প্রথমতঃ এই এনিমেটা কোন Happy-Happy Going এনিমে নয়।
এবং দ্বিতীয়তঃ এনিমেটা কম বাজেটে করা সত্বেও এনিমেটার পেছনে প্রস্তুতকারকদের গভীর আন্তরিকতা অনুভব করা যায়।]
সাধারন শব্দ দ্বারা কখনো এই এনিমেটাকে বিবৃত করা সম্ভব নয় । কারন, শব্দ বহন করতে পারেনা কন্ঠশিল্পীদের গভীর বেদনার স্বর , আর্ট এবং সুরের কারুকাজ ।
“Ima, Soko ni Iru Boku” ফ্যন্টাসি এবং সায়েন্স-ফিকশানের এক অনন্য মিশ্রন । এখানে মানুষের নিষ্ঠুরতা, হিংসা, পাষবিকতা যেমন দেখানো হয়েছে ; তেমনি এর বিপরীত চিএও দেখিয়েছে । এনিমেটা দেখতে দেখতে হয়ত কখনো আপনি নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলবেন অথবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকবেন উপরের দেয়ালের দিকে । যেন আপনার হাতে তুলে দেয়া হয়েছে একটি অনুভূতির পেয়ালা , আর আপনি চুমুকে চুমুকে পাণ করছেন তার বিভিন্ন রকম স্বাদ ।
গল্পের নায়ক “সূ” (আসলে একজন victim) ঘটনাচক্রে চলে যায় এক ভিন্ন জগতে । যেখানে ভূমি, দিগন্তজোড়া বিস্তৃন পাথুরে আর আকাশ রক্তলাল । যেখানে এক ফোঁটা পানির জন্য মানুষ মানুষকে খূন করতে দ্বিধা বোধ করেনা ।এই রকম অচেনা অসহায় পরিবেশে ও প্রচন্ড অত্যচারের মধ্যও “সূ”কে টিকিয়ে রাখে দুটো জিনিস, বাঁচার প্রবল ইচ্ছা আর একটি প্রতিজ্ঞা ।
অপর দিকে গল্পের নায়িকা “লালা-রু” বহন করে এমন এক ক্ষমতা যা কিনা বাঁচাতে পারে ধ্বংশের পথে চলা এই জগতটাকে । ঘটনাচক্রে “লালা-রু”কে অপহরন করে এক পাগলা ডিকটেটর “লর্ড হামডো” যে কিনা “লালা-রু”র ক্ষমতাকে নিজের স্বার্থসিদ্ধীর জন্য ব্যবহার করতে চায় ।
আর একটি চরিত্রের কথা না বললেই নয়, সে হল “সারা” । মূল দুই চরিত্রের চেয়েও আমাকে বেশী স্পর্স করেছে “সারা” চরিত্রটি । ওর দুর্ভাগ্যের ঘটনা আজ নাহয় নাই বললাম ।
This is one of those anime you really can’t judge from the cover!! প্রত্যেক পরিনীত এনিমে দর্শকের ওয়াচলিস্টে এই এনিমেটা থাকা উচিত ।
ভেটরনস্ রেটিং: ৮