‘শিকড়ের সন্ধানে’- পর্ব ৩

[ষড়মাত্রার ঋষি (দ্যা সেইজ অব দ্যা সিক্স পাথ)]


বিভিন্ন এনিমেতে বহুল ব্যবহৃত একটা টার্ম, বিশেষত নারুতো’র সবকিছুই কোন না কোনভাবে এই সেইজকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রকুদো সেন্নিনের ছয়রাস্তার (ঠিক ছয় রাস্তা না, ছয় ডিমেনশন) বর্ণনা জাপানিজ মিথলজিতে যতটা না আছে তারচেয়ে বেশি পাওয়া যায় বুদ্ধধর্মের মূলকথায়।

বুদ্ধ ধর্মে মোট দশটি প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলা হয়, একে ডাইমেনশন হিসাবেই চিন্তা করা যায়, মানুষ অতীতের কাজের উপর নির্ভর করে পরজন্মে এর যেকোনটায় যেতে পারে বলে ধারণা করা হয়। তবে এই দশটি পাথ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই বিরাজমান, কারণ বুদ্ধদের বিশ্বাস সষ্ট্রা আমাদের প্রত্যেকের মাঝেই রয়েছেন। এই দশপাথের মধ্যে প্রথম ছয়টি হলো নিম্নস্তরের, এগুলোই সিক্স পাথ নামে পরিচিত, আর বাকি চারটা হলো উচ্চস্তরের, দ্যা ফোর নোবেল ওয়ার্ল্ড…

সিক্স পাথঃ
১) জিগুকোদো- হেল- সবচেয়ে খারাপ আর নিচের পাথ, এর বৈশিষ্ট্য হলো নারকীয় অত্যাচার আর কল্পনাতীত অশুভ…
২) গাকিদো- ক্ষুধার্ত অতৃপ্ত আত্মাদের ডিমেনশন
৩) চিকোশোদো- এনিম্যাল ওয়ার্ল্ড- অজ্ঞতা আর দাসত্বের প্রতিনিধিত্ব করে
৪) আসুরাদো- অসুর, ডিমন কিংবা অপদেবতার ওয়ার্ল্ড- ক্রোধ, হিংসা, যুদ্ধের প্রতিভু
৫) নিনদো- হিউম্যান ওয়ার্ল্ড- এদের মাঝে ভালো খারাপ দুটিই আছে, হাতের কাছে প্রজ্ঞার দরজা পেয়েও স্বার্থের তাগিদে অন্ধ হয়ে থাকে এরা…
৬) তেনদো- দেব-দেবীর পাথ- যদিও এরা আনন্দ আর মহানুভবতার মধ্যে বাস করে, ক্ষমতার আতিশয্য এদের অন্ধ করে দেয়, তাই এরাও সিক্স পাথের সর্বোচ্চ স্তরপর্যন্তই আছে…

ফোর নোবেল ওয়ার্ল্ড হলোঃ
১) জ্ঞানার্জন (Learning)
২) আত্ম উপলব্ধি ( Self Realization)
৩) বোধিসত্ত্বা (Altruism)
৪) বুদ্ধা (Supreme Happiness)
ফোর নোবেল ওয়ার্ল্ডে তারাই যেতে পারে যারা যাবতীয় ক্ষুধা, লালসা, ঘৃণা, হিংসা, ক্রোধ, আনন্দের উর্ধ্বে, এরা মূলতঃ বিভিন্ন শ্রেণীর মঙ্ক বা সেইজ। আমাদের আলোচিত সেইজ অব দ্যা সিক্স পাথ এমনই একজন সেইজ, তার সাথে যে আগায় রিং লাগানো লাঠি থাকে তাকে বলা হয় ‘সাকুজো’ (sounding stuff), মঙ্ক স্টাফ, প্রধানত প্রার্থনার কাজে ব্যবহার করা এই দন্ডের অনেক ধরণের ব্যবহার রয়েছে। বিভিন্ন রিচুয়ালে ব্যবহার করা হতো, আর জাপানিজ মঙ্করা সাকুজো ব্যবহার করত আত্মরক্ষা ও যেকোন ফাইটিং এ।

সাকুজো মূলতঃ তিন ধরণের হয়ে থাকেঃ
১) চার রিং এর- ফোর নোবেল ট্রুথ বুঝায় (দুঃখ, দুঃখের কারণ, পরিত্রান, পরিত্রানের রাস্তা)- সাধারনত নবিশ মঙ্করা এধরণের সাকুজো ব্যবহার করে…
২) ছয় রিং -সিক্স পাথ বুঝায়- বোধিসত্ত্বারা ব্যবহার করে…
৩) ১২ রিং- বুদ্ধা ব্যবহার করে
তাহলে ব্যবহৃত সাকুজোর টাইপের উপর ভিত্তি করে বলা যায় নারুতোর রকুদো সেনিন বোধিসত্ত্বার অধিকারী একজন বোদ্ধ সন্নাসী।


Comments