Kuroko no Basuke – আরেকটি classic স্পোর্টস এনিম — লেখক মো আসিফুল হক

জাপানে কিছু অতি মাত্রায় টেলেন্টেড লোক আছে, যারা এনিম বানায় এবং মাঙ্গা লেখে। এরা যে কোন একটা বোরিং টপিক্সরে ধইরা চিন্তার বাইরে ইন্টারেস্টিং বানাইয়া দিতে পারে। kuroko no basuke তারই একটা বড় উদাহরণ।

এই এনিমটা কোন খেলা নিয়া? – বাস্কেটবল। নাম শুইনাই উলটা দিকে দৌড় দিয়েন না। প্রথমে আমিও ভাবসিলাম – আর বাকি সব খেলা না হয় বাদই দিলাম, বাস্কেটবল নিয়া আবার কি বানাইব? কেম্নে সম্ভব? প্রথম পর্ব দেখার পর টানা বাকি ১৮ পর্ব ( এখন পর্যন্ত ১৯ পর্ব নেটে পাইছি) নামাইয়া দেইখা ফালাইলাম। বাকি পর্ব কবে আইব সেই চিন্তা করতেছি এখন।

তউকো একাডেমির পাঁচ জন অসাম বাস্কেটবল প্লেয়ারকে একসাথে “generation of miracles” বলা হয়। তাদের নাম সবার মুখে মুখে। ষষ্ঠ আরেকজন প্লেয়ারের নাম শোনা যায় – কিন্তু বাকি পাঁচ জনের মত না। সে কে, কি রকম – সেই সম্বন্ধে লোকের ধারণা কম।

মিডল স্কুলে সবাই আলাদা আলাদা স্কুলে ভর্তি হয়। সেই ষষ্ঠজন – কুরোকো ভর্তি হয় সেইরিন স্কুলে। সবাই অবাক হয়ে দেখে – তার হাইট, স্টেমিনা, স্পিড, ড্রিব্লিং – যা কিনা বাস্কেটবল খেলার মুল জিনিস – সবই এভারেজের নিচে। তাহলে তার বৈশিষ্ট্য কি? হ্যাঁ, তার বাহাদুরি পাসিংএ । সে “misdirection” ইউজ করে অসাধারণ পাস দেয়। সেই স্কুলে ভর্তি হয় আমেরিকা ফেরত কাগামি। তার লক্ষ্য “generation of miracles” এর সবাইকে পরাজিত করা। কুরোকো প্রমিজ করে কাগামিকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করার।

প্রত্যেক খেলোয়াড়ের আলাদা বৈশিষ্ট্য , আলাদা পাওয়ার, হাই স্পিড গেম, চমৎকার এনিমেশন, এবং সেই সাথে অসাধারণ স্টোরি লাইন – সব মিলে একটা জমজমাট এনিম। আর এখনও এইটার কাহিনী প্রথম দিকে আছে। আশা করাই যায়, সামনে কাহিনী আরও জমবে।

এনিমের কমেডি সাইডটাও ডিসেন্ট। রোমান্টিক সাইড যথাসম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে, যতটুকু আসছে তাও কমেডির ধাঁচে। সো, এনিমটা দেইখা বোর হবার চান্স নাই। :) :) :)

অনলাইনে দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন, আইডিএম থাকলে নামাইয়াও নিতে পারেন। :) :) আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে, কিছু জানতে ও জানাতে চাইলে, কিছু শেয়ার করতে চাইলে যোগ দিতে পারেন এই ফেইসবুক গ্রুপে ।

তো আর দেরি কেন? দেখা শুরু করে দিন এই অসাধারণ এনিমটি। :) :)

হ্যাপি এনিমিং !!!!!

Comments

Leave a Reply