Coffee With Asif (CWA): Sports Corner – পর্ব ৩ – Dan Doh!!

Dan Doh 1

এনিম – Dan Doh!!

রিলেটেড স্পোর্টস – Golf
অবস্থা – Completed
টোটাল এপি সংখ্যা – ২৬
রিলেটেড এনিম – None

 

স্টোরি লাইন

তাদামিচি আওবা (ডাকনাম Dan Doh)কে ঘিরেই আবর্তিত হয় সিরিজটি। Dan Doh এবং তার দুই বন্ধু স্কুলের বেসবল টিমের সেরা খেলোয়াড়। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের সাথে একটা ঘটনার পর তারা গলফের জগতের সাথে পরিচিত হয়। শিঞ্জি মিকিয়াসু; একজন সাবেক প্রো গলফার তাদেরকে বেসিক ট্রেনিং দেন। তার বিশ্বাস; একদিন এই ছেলেরা তাকেও ছাড়িয়ে যেতে পারবে। Dan Doh যখন থেকেই প্রতিযোগিতামুলক ইভেন্টগুলোতে অংশ নিতে থাকে ততই তার বন্ধুত্বসুলভ স্পিরিট; নিষ্ঠা; সততা আশেপাশের লোকজনের মধ্য থেকে সেরাটা বের করে আনে এবং তার বন্ধু হতে থাকে !!!

কেন দেখবেন

গলফ নিয়ে আমার মতে এর চেয়ে আনন্দদায়ক উপায়ে কোন সিরিজ বানানো সম্ভব না !!! এই সিরিজ দেখার পর আমি গলফ এর নিয়ম কানুন সমন্ধে অনেক কিছুই জানতে পারসি; তাছাড়া পুরো সিরিজটাই অন্যান্য যে কোন স্পোর্টস এনিম সিরিজের মতনই আনন্দদায়ক। “গলফ মানুষ খেলে ক্যামনে” – জাতীয় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হইলেও এই সিরিজটা দেখাটা আসে।

 

কেন দেখবেন না-

যারা Prince of Tennis দেখেছেন তারা এই এনিমটার সাথে বেশ কিছু বিষয়ে মিল পাবেন। প্রথম বিষয় – কথা নাই বার্তা নাই খুব বেশি জিনিয়াসের আগমন; যেইটা আমার প্রচন্ড বিরক্ত লাগে। ২য় বিষয় হচ্ছে; মাত্র ২৬ পর্ব হওয়ায় ক্যারেক্টারগুলো খুব বেশি ডেভেলপ করতে পারে নি; আমার মতে খুব সহজেই এইটা ৭০+ পর্ব করা যেত। এতে যেটা হয় ক্যারেক্টারগুলোর প্রতি খুব একটা মায়া জন্মায় না। কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব ক্যারেক্টারগুলোর মধ্যে।

 

৩য় বিষয় হচ্ছে স্টরিলাইন বেশ কিছু জায়গা খাপছাড়া। যেমন এক জায়গায় রোমান্টিক করার চেষ্টা করা হয়েছিল। কাহিনী বলে দিচ্ছি না; তবে দেখলেই বুঝবেন জায়গাটা একটু খাপছাড়া মনে হয়েছে; কেন জানি মনে হচ্ছিল কাহিনীতে ওইটার প্রয়োজন ছিল না ।

আরেকটা বিষয় হচ্ছে আবেগের ঘাটতি।

যাদের গলফ নিয়ে আগে থেকে কিছুটা হলেও ধারণা আছে তাদের জন্য সাবধানবাণী-

আপনার যদি আগে থেকেই গলফ সমন্ধে আইডিয়া থাকে বা গলফ খেলোয়াড় হয়ে থাকেন; তবে নিজ রিস্ক নিয়ে দেখবেন। কারণ এই সিরিজে জনাব Dan Doh সাহেব যা করেন তা Tiger woods কেও লজ্জায় ফেলে দিবে; ফান না; সিরিয়াস !!!

 

 

Opening Song: https://www.youtube.com/watch?v=5oPI-5HjuSA

 

আমার রিএকশনঃ 

“২৬ পর্বে আনন্দের সহিত গলফ শিখুন” বিজ্ঞাপন দিতে পারে এই সিরিজটা। খেলার কিছু বেসিক রুলস জানার জন্য এবং খানিকটা আগ্রহ জন্মানোর জন্য পারফেক্ট !!!

 

ছায়া অবলম্বনেঃ  

Prince of tennis – আমি বাম হাতেই এই জগতের সেরা প্লেয়াররে কাইত কইরা ফেলতে পারি; আর ডান হাতে খেলুম কুন দুক্ষে !!!

 

 

– CWA প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার; এনিমখোরে!! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!

 

একটু অন্যরকম একটি স্পোর্টস এনিম – Dan Doh !! লেখক মোঃ আসিফুল হক

২৬ পর্বের এই এনিমটা মাত্র দেখে শেষ করলাম। কাহিনী – গলফ নিয়ে। গলফের নাম শুনেই কপাল কুঁচকে উঠলো তো? উঠারই কথা; আমার দেখামতে যারা গলফ খুব ভাল বোঝেন এবং নিয়মিত খেলেন তারা ছাড়া বাকি প্রায় সবার কাছেই গলফ টপ ৫ বোরিং গেইমের লিস্টে থাকবে। তবে ভয় পাবেন না; জাপানীরা আর যাই করুক; স্পোর্টস এনিম খারাপ বানায় না; যদি খারাপ লেগে থাকে তবে সেটা খেলার দোষ, এনিমের নয়।:) :)

কাহিনি খুবই সহজ সরল। Aoba Tadamichi aka Dandoh বেইসবল খেলোয়াড়, কিছুটা গরীব। একদিন সে জানতে পারে গলফ খেলায় প্রচুর পয়সা; এক টুর্নামেন্টেই সে লাখ টাকা কামাইতে পারবে। এই মোটিভেশনে এবং স্কুলের হেডমাস্টারের অনুপ্রেরণায় সে গলফ খেলায় আগ্রহী হয়। তার জন্মগত বেশ কিছু প্রতিভা ছিল; সেই সুত্রে খুব অল্পদিনেই সে খেলাটায় বেশ পারদর্শী হয়ে ওঠে।

ওভারঅল Dan Doh এনিমটা কেমন লেগেছে? – আমার মতামত – ভালই; খারাপ না। তবে অনেক গুলো জায়গায় অনেকগুলো সমস্যা বা বাজে দিক চোখে পড়েছে। সেগুলো আগে একে একে বলা যাক।

যারা Prince of Tennis দেখেছেন তারা এই এনিমটার সাথে বেশ কিছু বিষয়ে মিল পাবেন। প্রথম বিষয় – কথা নাই বার্তা নাই খুব বেশি জিনিয়াসের আগমন; যেইটা আমার প্রচন্ড বিরক্ত লাগে। ২য় বিষয় হচ্ছে; মাত্র ২৬ পর্ব হওয়ায় ক্যারেক্টারগুলো খুব বেশি ডেভেলপ করতে পারে নি; আমার মতে খুব সহজেই এইটা ৭০+ পর্ব করা যেত। এতে যেটা হয় ক্যারেক্টারগুলোর প্রতি খুব একটা মায়া জন্মায় না। কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব ক্যারেক্টারগুলোর মধ্যে।

৩য় বিষয় হচ্ছে স্টরিলাইন বেশ কিছু জায়গা খাপছাড়া। যেমন এক জায়গায় রোমান্টিক করার চেষ্টা করা হয়েছিল। কাহিনী বলে দিচ্ছি না; তবে দেখলেই বুঝবেন জায়গাটা একটু খাপছাড়া মনে হয়েছে; কেন জানি মনে হচ্ছিল কাহিনীতে ওইটার প্রয়োজন ছিল না ।

আরেকটা বিষয় হচ্ছে আবেগের ঘাটতি। ব্যাপারটা কেমন একটু ব্যাখ্যা করি।ফুটবল, টেনিস এমনকি বক্সিং ( হাজিমে নো ইপ্পো) নিয়েও প্রায় সব স্পোর্টস এনিমেই একটা পার্ট দেখায় যেখানে খুব গরীব কেউ শুধু খেলাটার টানে খেলে যায়। গলফ এম্নিতেই যথেষ্ট ব্যয়বহুল খেলা হওয়ায় ওই রকম কোন পার্ট ছিল না; আর স্পোর্টস এনিমে অইরকম পার্ট না থাকলে কেমন যেন খালি খালি লাগে। B-)B-)

ভাল দিক বলতে আকানো নামে একটা ক্যারেক্টার এর একটা আর্ক আছে; ওইখানে কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। সে একজন প্রো গলফার, তবে বেশ কিছু কারণে তার ক্যারিয়ার ধ্বংসের পথে; ওইখানে তার নবজাগরণ ঘটে। এছাড়া মাঝে Dan Doh এর বাবাকে নিয়ে হালকা টুইস্ট টাইপ কিছু জায়গা আছে; সেটা খুব একটা উল্লেখের বিষয় না অবশ্য।

আর্ট স্টাইল, কাহিনী, সাউন্ড, স্টোরি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট – সবগুলোই মোটামুটি এভারেজ লেভেলের। Over the moon কোন সাইড অবশ্য এই এনিমের নাই।

এখন অবশ্য জিজ্ঞেস করে বসতে পারেন পুরা রিভিউতে শুধু নেগেটিভ ছাড়া একটা পজেটিভ দিক বলেন নাই; দেখুম কেন? ভাল প্রশ্ন। উত্তর হইল, গলফের মত এইরকম একটা বোরিং খেলারেও যে ইন্টারেস্টিং বানাইছে এইটাইতো বহুত। আর সব মিলিয়ে এনিমটা আমার খুব একটা খারাপ লাগে নাই। তবে সেইটা আমার সামনে পরীক্ষা বইলাও হইতে পারে, আমি Die Hard Sports Anime ফ্যান বইলাও হইতে পারে, আবার যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রও হইতে পারে !!!!!