Sakib’s Hidden Gems – Episode #41

আনিমে: Giant Killing

জানরা: স্পোর্টস, ড্রামা, সেইনেন
এপিসোড সংখ্যা: ২৬
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/7661/Giant_Killing
 
জাপানিজ সকার লীগের এককালের শক্তিশালী দল ইস্ট টোকিও ইউনাইটেড (ইটিইউ) কয়েক বছর ধরেই খুব বাজে পারফরম্যান্স করে আসছে। প্রথম সারির দল থেকে নিচে নামার দ্বারপ্রান্তে থাকা টিমের ম্যানেজম্যান্ট এক শেষ চেষ্টা হিসেবে তাতসুমি তাকেশি নামের একজনকে ইংল্যান্ড থেকে ধরে এনে ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়। গল্পের নায়ক এই তাতসুমি, ইটিইউ এর প্রাক্তন খেলোয়াড় ছিল। ইটিইউ সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় সে কোন এক কারণে দল ত্যাগ করে ইংল্যান্ডে চলে যায়। এর পর থেকে ইটিইউ আর উঠে দাঁড়াতে পারছে না। শুরুতে তাই দলের অনেক সদস্য আর পুরানো ভক্তরা ওকে মেনে নিতে পারেনি। কিন্তু তাতসুমি ওর অভিনব কোচিং স্টাইল আর ভালো ফলাফলের জোরে ধীরে ধীরে এই অবস্থায় পরিবর্তন আনতে থাকে। তাতসুমির নেতৃত্বে পুনরুজ্জীবিত ইটিইউ একের পর এক লীগের লড়াইয়ে সামনের সারিতে থাকা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে।
 
ভিজুয়াল, সাউন্ড, আর্ট, তথা সবমিলিয়ে প্রোডাকশন কোয়ালিটি বেশি না হলেও আনিমেটির গল্পই এর আকর্ষণ। রিয়ালিস্টিক আনিমেটিতে প্রফেশনাল ফুটবলের জগত সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যায়। প্রতিটা ম্যাচ হয় দারুণ গেম স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। জমজমাট উত্তেজনায় সময় পার হয়ে যায় নিমেষেই।
 
স্পোর্টস আনিমে ভক্তরা এইটা নিশ্চয়ই দেখবেন। আর সামনের গল্প জানতে মাঙ্গাও পড়ে দেখতে পারেন।
 

Giant Killing [Anime Review] — Imamul Kabir Rivu

Giant Killing 1

Anime – Giant Killing
Genre – Sports, Seinen,Drama
Episodes – 26
জায়ান্ট কিলিং বেশির ভাগ স্পোর্টস জনরার আনিমেগুলোর তুলনায় যে দিক থেকে একে উপরে রাখবো তা হল কাহিনীটা বেশ বাস্তবধর্মী । সাধারণত, স্পোর্টস আনিমেগুলো জমজমাট করে তুলে ধরার জন্য সুপারন্যাচুরাল উপাদানের আশ্রয় নেয়, অনেকেই তা নেতিবাচক দিক হিসেবে ধরে নেয় । যদিও আমার এ নিয়ে কোন অভিযোগ নেই । ঠিক তাদের জন্যই আসল স্পোর্টসের উত্তেজনা নিয়ে তৈরি করা হয়েছে এই আনিমেটি মূলত, তবে এ বিষয়ে কিছু দিক থেকে আনিমেটি সফল আবার কিছু দিক থেকে ব্যর্থ ।
কাহিনী মূলত তাৎসুমি তাকেশি চরিত্রটিকে ঘিরে । বেশিরভাগ স্পোর্টসে যেখানে খেলোয়াড়রাই মূল চরিত্র, এখান থেকে আনিমেটা ব্যতিক্রমী । কেননা মূল চরিত্র হল, দলে কোচ যারাই ঠিক ম্যাচটা নিয়ন্ত্রন করে খেলোয়াড়দের নিজেদের দাবার গুটির মত । যাই হোক, তাৎসুমি তাকেশি একজন নামকরা খেলোয়াড় ছিলেন যে কি না এসে জোগ হয় ETU ( East Tokyo United ) নামক এক ছোট দলের ম্যানেজার হিসেবে । তার ঘাড়ের উপর চেপে পরে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব তা হল ETU-কে ঠিক জাপানি লিগের এক ভালো অবস্থান করানোর জন্য । তার এ যাত্রাটাই মূলত তুলে ধরে পুরা আনিমেটিতে ।
আনিমের আর্টটি তেমন আহামরি কিছু নয়, তবে খুব খারাপ যে তাও না । একেবারে অতি সাধারণ মানের । চরিত্রের ডিজাইনটা ঠিক বলব চেহারাগুলো বেশ চোখ্যা করে বানানো নাইলে বেশ গোলগাল করে । তবে যে জিনিশটা খুব একটা চোখে বাঁধবে তা না । আর ইনসার্ট মিউজিকগুলা বেশ দারুন । জমজমাট মুহূর্তগুলো আরও জমজমাট করে তুলে । ওপেনিং-এন্ডিংটা ছিল মোটামোটি, এটা ভালো লাগতেও পারে আবার না-ও পারে বিষয়টা সম্পূর্নভাবে আপনার রুচির উপর নির্ভর করবে জিনিশটা । জাপানির পাশাপাশি জার্মান, পর্তুগিজ এবং ফরাসি ভাষার প্রয়োগ পাবেন আনিমেটাতে অবশ্য তা ব্যবহার করবে সুধু সে জাতির চরিত্ররাই । এ এক ভালো দিক ছিল, অ্যাক্সেন্টটাও সুন্দর ছিল আর সাধারণ আনিমের মত সব জাতিরাই জাপানিতে কথা বলে এই পথ অনুসরন করে নাই । আনিমের প্রথমেই ইংরেজি শুনতে পাবেন তবে বুঝবেন না, সাবটাইটেলের সাহাজ্য নিতে হবে কারণ ইংরিশ ।

Giant Killing 2
এখানে চরিত্র অনেক থাকলেও সে তুলনায় ভালো লাগার মত চরিত্র কম । মূল চরিত্র হিসেবে তাৎসুমি মনে রাখার মত চরিত্র । সবসময় সে অনেক রিলযাক্সড মুডে থাকে । দেখলে মনে হবে যে দলের ব্যপারে তার কোন চিন্তা নেই কিন্তু আসল বিষয় ঠিক উলটো । আর এরকম এক ব্যতিক্রমী চরিত্রকে তুলে ধরার ক্রেডিট সেকি তোমোকাজুর । সেইয়ূ হিসেবে সে যে বেশ অসাধারণ এর পরিচয় তিনি অনেক আগেই দিয়েছেন । আসলে তিনি অহংকারী, সিরিয়াস, অলস, প্রায় সব রকমের চরিত্রের সেরা কণ্ঠটাই দিতে পারেন বেশ সহজেই, তার কণ্ঠ দেওয়া চরিত্রগুলোর লিস্টের দিক তাকালেই বিষয়টা সম্পর্কে এক পরিষ্কার ধারণা হয়ে যাবে আপনার । একটা ফুটবল দলে ১১ জন থাকলেও ETU থেকে সবচেয়ে বেশি স্ক্রিনটাইম পেয়েছে জিনো, সুবাকি, সেরা, কুরোদা এবং মুরাকোশি । কম বেশি ৫ জনকে আপনার বেশ ভালো লাগবে । জিনোর ঠিক ভাব নেওয়া চরিত্রটি নির্ভুলভাবে ওনো দাইস্কে তুলে ধরেছেন । এসাথে সুবাকির মত চরিত্র তুলে ধরাই হল মিজুশিমা তাকাহিরোর সেরা দিক তাই এর কণ্ঠ অভিনয় নিঃসন্দেহে ভালো ছিল । কুরোদার মত চিল্লাপাল্লা করে এমন চরিত্র ইতৌ কেন্তারোকে নির্ভুলভাবে তুলে ধরতে আগেও দেখেছি, এখানেও দেখলাম । ওকিয়ায়ূ রেন্তারোও সুন্দরভাবে মুরাকোশির রোলটা করেছেন । আর সব মিলিয়ে আনিমের সেরা চরিত্রটা ছিল সেরা (Sera, セラ) আমার মতে । তার কণ্ঠতেও কায়ানো তাকেতোশি বেশ ভালো কাজ করেছেন, যদিও এর সম্পর্কে আমার কোন ধারণা নেই । সিরিজে মিলবে আরও ক্লাবের ভক্ত এবং অনেক রকম চরিত্র । ঠিক একটা ক্লাবকে ঘিরে যেরকম চরিত্র থাকে, প্রায় সবারই দেখা পাবেন আনিমেটায় ।
কোন আনিমেই নিঁখুত নয়, সে বিষয় এই আনিমেটির ক্ষেত্রেও প্রযোজ্য । আনিমেটির নেতিবাচক দিকগুলো (আমার কাছে), মূলত পুরা লিগে তাদের যাত্রার কাহিনী নিয়ে হলেও তেমনভাবে ভালো পরিমান স্ক্রিনটাইম পেয়েছে মাত্র ৩টি ম্যাচ । বাকি ম্যাচগুলো অনেকটা পর্বের মাঝেই দেখায় চলে গিয়েছে । পেসিংটা বেশ বেখাপ্পা ছিল, কিছু সময় অধিক তারাতারি কাহিনী আগায় আবার কিছু সময় অনেক ধীর গতিতে । কাহিনী মূলত তাদের জাপান লিগের যাত্রা তুলে ধরা নিয়ে হলেও কাহিনীর সারাংশ হল ‘ ক্লাব প্রথমে খারাপ খেলে, সবায় তাৎসুমির উপর আশা হারায়ে ফেলতে গিয়েও ফেলে না । এরপর ঠিক লিগের মাঝে তাদের এক অসাভাবিক পূর্ণ জাগরম ‘ । অবশ্য এ বিষয়টা নেতিবাচক-ইতিবাচক দুই ভাবেই নেওয়া যায় । শেষমেশ, কাহিনীর সমাপ্তিটা ছিল অসমাপ্ত ।
সবমিলিয়ে ভালো লাগার মত এক আনিমে । ম্যাচগুলোর মাঝে থ্রিল পাবেন । অনেক ভালো আনিমে, দেখে ফেলুন ।
[ সমাপ্তি ]

আমার নিজের স্পোর্টস জনরার মাঝে ইয়োমুশি পেডাল আর গার্লস উন্ড পান্জার (স্পোর্টস ট্যাগ নেই, তবুও এক হিসেবে ধরা যায়), এ দুটো আনিমের পর এটায় সবচেয়ে বেশি থ্রিল পেয়েছি ।

Giant Killing 3

Coffee With Asif (CWA): Sports Corner – পর্ব ২ – Giant Killing By Md Asiful Haque

Giant Killing

এনিম – Giant Killing

রিলেটেড স্পোর্টস – Football/ Soccer
অবস্থা – Completed
টোটাল এপি সংখ্যা – ২৬
রিলেটেড এনিম – Inazuma 11; Captain Tsubasa; Ginga e kickoff; Whistle!, Aoki Densetsu Shoot, Area no kishi Etc.

 স্টোরি লাইন –

East Tokyo United (ETU) – জাপানের টপ ফুটবল লীগে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে কয়েক বছর ধরেই। এই সংগ্রামে অনেকটা জুয়ার চালেই তারা নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয় তাতসুমি তাকেশিকে। তাতসুমি এককালে এই দলেরই স্টার প্লেয়ার ছিল; পরে অবশ্য দল ফেলে বিদেশ পাড়ি দেয়; সেই থেকেই মুলত দলের পতনের শুরু!!! সেই জন্য ভক্তদের কাছে যথেষ্ট অজনপ্রিয় সে; এছাড়াও তার অদ্ভুত জীবন জাপন; কোচিং স্টাইল; চাঁছাছোলা কথাবার্তা – সব মিলিয়ে সে নিজ দলেই বেশ বিরাগভাজন। তার সাম্নের চ্যালেঞ্জ মোটেও সহজ নয়; একটা ভাঙ্গাচোরা; স্পন্সর হারাতে হারাতে বাজেট শূন্যর কোটায় চলে আসা একটা দলকে জাগিয়ে তোলা !!! তাতসুমির পথচলাটা কেমন ছিল; কি করে একটা সাধারণ দল নিয়ে “Giant” টিম গুলোকে একের পর এক “বধ” করে তারই গল্প – giant killing !!!

কেন দেখবেন –

 এই এনিমে আর যা-ই হোক বলে কিক করলে বল থেইকা আগুন বের হয় না !! যারা সুপার পাওয়ার ধরণের শোনেন তাইপ স্পোর্টস এনিম দেখে খানিকটা হতাশ; এই এনিমটা হতে পারে তার জন্য পারফেক্ট রিলিফ !!! একদম বাস্তবধর্মী; প্লেইন স্ট্র্যাটেজিক এনিম !!! আর ম্যানেজারকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয় বলে ফোকাস শুধু প্লেয়ারদের উপরই না; বরং প্লেয়ার; কোচ; ম্যানেজার; টিম ওনার; ফ্যান – সবাইকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখানো হইসে। টিমের মেম্বাররা সবাই এডাল্ট; সুতরাং আরও রিএলিস্টিক ফিল পাওয়া যাবে।

AMV লিঙ্ক –

https://www.youtube.com/watch?v=YMZLj1CrjAI

স্পয়লারের ভয় না করে এইটা দেইখেন; আশা করি দেখার পরার কিছু বলা লাগবে না !!!

 

 

পাব্লিক রিএকশনঃ (ফাহিম বিন সেলিম) –

Started watching Giant Killing. Finally an anime about Football not with Superpowers or about highschool school team, real proffessional Football! Loving it! And the best thing about sports anime are, they are hardly boring and almost every episode ends witha cliffhanger.

আমার রিএকশনঃ 

ফুটবল ভক্ত কাউকে স্পোর্টস এনিমে এডিক্টেড করে দিতে হইলে এইটা হাতে ধরায় দেওয়াই এনাফ !! এর পর নিজ দায়িত্বে অন্য সাজেশনের জন্য মাথা খারাপ করে ফেলবে ইনশাল্লাহ !!!

 

ছায়া অবলম্বনেঃ  

One Outs – রিএলিস্টিক; এডাল্ট প্লেয়ার; স্বল্প দৈর্ঘ্য।

 

Giant Killing ট্রিভিয়াঃ 

 

# ETU এর দুটি ম্যাচ কিট রয়েছে। তাদের মুল জার্সির কালার লাল কালো; away ম্যাচে সাধারণত সাদা জার্সি ব্যাবহার করে থাকে তারা। 

#ETU এর মাস্কট Pakka (১২ নম্বর জার্সি)

# জাতীয় দলে ETU এর একজন খেলোয়াড় রয়েছেন। তিনি akasaki. পজিশন – গোলকিপার (ফিকশনাল ক্যারেক্টার অবশ্যই )

 

– CWA প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার; এনিমখোরে!! আমাদের আর কোথাও কোন শাখা নেই !!! স্পোর্টস এনিম নিয়ে আপনার যে কোন আবদার; আবেদন; আহ্লাদ; হুমকি; জিজ্ঞাসা – সব কিছুই জানাতে পারেন আমাদের; আমরা তার সমাধান দেবার চেষ্টা করব কোন না কোন সময় ইনশাল্লাহ !!! আমাদের সাথেই থাকুন !!!