ডেথ প্যারেড
এপিসোডঃ ১২
বেক্তিগত রেটিংঃ ৮/১০
জনরাঃ সুপার নেচরাল
মৃত্যু!! মানুষের জীবনের সবচেয়ে বড় ভই যে মৃত্যু সে ব্যাপারে কোন সন্দেহ নেই। অধিকাংশ ধর্ম মতেই মৃত্যুর পর মানুষের গন্তব্বস্থল হল স্বর্গ নাহলে নরক । কিন্তু কিছু ভিন্নতা দেখানোর জন্নই, ডেথ প্যারেড আ্যনিমেটিতে দেখানো হই যে স্বর্গ অথবা নরক বলে আসলে কিছু নেই,আছে কেবল পুনরজন্ম অথবা ধ্বংস । আর মানুষের উপর পরীক্ষা চালিয়ে তাদের পরিনতি সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার জন্নই সৃষ্টি করা হয়েছে ‘ডামির’ অথবা পুতুলের, যাদের আকৃতি মানুষের মতো হলেও তাদের মদ্ধে কোন মানুষিক অনুভূতি নেই । তারা তাদের পরীক্ষাটি নেই দুইজন মানুষকে একি সাথে কোনো একটি খেলা খেলিয়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুশগুলিকে তাদের মৃত্যু সম্পর্কিত সকল সৃতি ভুলিয়ে দেয়া হই ।আর বিশয়টির ফাইদা নিয়েই তাদের উপর সত্তিকার পরীক্ষাটি নেয়া হই। তাদেরকে ইঙ্গিত দেয়া হই যে তারা যদি খেলাটিতে অপর মানুষটির সাথে হেরে যাই তাহলে তারা মারা যাবে। আর স্বাভাবিক ভাবেই কেও মারা যেতে চাই না। তাই তারা খেলাটি গুরুত্ত সহকারে খেলে। বিষয়টিকে আর জটিল বানার জন্য খেলার মাঝখানে হঠাৎ হঠাৎ করে তাদের জীবনের কিছু সৃতি তাদেরকে জোড় করে মনে করিয়ে দেয়া হই, যার ফলে তাদের ভেতরে যে অন্ধকারটি আছে তা বের হয়ে আসতে থাকে। আর মানুষের ভেতরে অবস্থিত এই অন্ধকার এর উপর ভিত্তি করেই আরবিটার (ডামি)রা তাদের সিদ্ধান্তটি নেই। কিন্তু আ্যনিমেটির মুল চরিত্র ডেকিম অন্যান্য আরবিটার দের চেয়ে কিছুটা আলাদা। তার মদ্ধে মানুষিক অনুভূতি আছে এবং সেজন্যই তার চিন্তা ভাবনাই এবং পরিক্ষার সিদ্ধান্তে অন্নান্য আরবিটারদের চেয়ে কিছু ভিন্নতা দেখা যাই। সবকিছু এই ধারা বাধা নিয়মেই চলছিল যতক্ষন না পর্যন্ত কিছু ত্রুটির জন্য এমন একজন মেয়ে(চিয়ুকি) ডেকিম এর কাছে আসে, যার তার যে মৃত্যু হয়েছে সে সম্পর্কে মনে আছে কিন্তু তার মুল জীবনের কোন তথ্য বা সৃতি মনে নেই । তাকে নিয়ে বড় সমস্যাই পরে যাই ডেকিম। কিছুদিন তার সাথে রাখার পরামর্শ দেয় আরবিটারদের দায়িত্তে থাকা ‘নোনা’(যে নিজেও একজন আরবিটার) । কিন্তু একজন মানুষের সাথে থাকতে থাকতে নতুন অনেক বিষয় উপল্বধি করতে পারে ডেকিম। মুলত এই প্লট নিয়েই গড়ে উঠে আ্যনিমেটির কাহিনী।
আ্যানিমেশনঃ ৯/১০ । কোন অভিযোগ নেই। স্টুডিও ম্যাডহাউস থেকে যেরকম প্রত্যাশা ছিল ঠিক সেরকমই চমৎকার আর্ট স্টাইল এবং দৃশে্যর এর দেখা মিলেছে ।
সাউন্ড ট্র্যাকঃ ৮/১০ । শুরুর গানটি ছাড়া উল্লেখ করার মতো আর বেশি কোন গান আ্যনিমেটিতে নেই। কিন্তু শুরুর গানটি যে একাই একশ। কখনও গানটিকে স্কিপ করে এগিয়ে যাওয়ার কথা মাথাই আসে না ।
কাহিনীঃ ৭/১০ । বলে রাখা ভালো, মুল কাহিনীর প্লট ভালো হলেও প্লট এর গতি আমার মতে একটু ধীর। আরেকটি বিষয়, প্রথম কিছু এপিসোডে অপ্রয়োজনীয় কিছু জিনিস দেখানো হই যা শেষে গিয়ে কোন অবদান রাখে না।
সমাপ্তিঃ একটি প্রবাদ আছে ‘শেষ ভালো যার সব ভালো তার’ । এই আনিমে এর খেতরেও এই কথাটি খাটে। আনিমেতির এন্ডিং এক কথাই চমৎকার ছিল।
ডেথ প্যারেড এই বছর এ বের হওয়া সেরা আ্যনিমেগুলির একটি। মাত্র ১২ এপসোড এর এই আ্যনিমেটির আমার সবচেয়ে ভালো লাগা বিষয়গুলি হল এর আর্ট স্টাইল এবং এনিমেশন এর কাজ। এই আ্যনিমেটি সম্পর্কে আমার একমাত্র অভিযোগ হল এটিকে একটি এপিসোডিক আ্যনিমে বানানর সিদ্ধান্ত । শুরু থেকেই প্লট বিষয়ক বিষয়বস্তু নিয়ে বেশি মনোযোগ দিলে আ্যনিমেটি আরও বেশি ভালো হতে পারত ।কিন্তু তারপরও আ্যনিমেটি দেখে যে সবার ভালো লাগবে এই বিষয়ে আমি আশাবাদী।

