Ayakashi : Japanese Classic Horror রিভিউ — Rahima Jahan Mitu

Ayakashi 3

Ayakashi : Japanese Classic Horror
Episodes – 11
Rating – 8/10

Horror মানে আসলে কি? ভূত-প্রেতাত্মা, খুন, রক্তারক্তি? আমার মনে হয় হরর সেটাই, যখন মানুষের কিছু কাজ ট্রাজেডি সৃষ্টি করে, আর সেটা দেখে আপনার মুখ দিয়ে আপনা-আপনা বেরিয়ে আসবে – “Truly horrific.” এই সিরিজের দ্বিতীয় কাহিনী দেখে সেটাই মনে পড়ে গেল।

Mononoke আমার অত্যন্ত প্রিয় একটি সিরিজ। Ayakashi, Mononoke এর প্রিকুয়েল জেনে আমি এটা আজকে দেখে শেষ করলাম। ১১ টা পর্ব ৩ টা স্টোরি আর্কে ভাগ করা। প্রথম, দ্বিতীয় কাহিনী জাপানিজ ক্লাসিক হরর। ৩য় কাহিনীতে Mononoke এর সেই medicine-seller আছে। ১ম কাহিনী Tenshu Monogatari। এটাকে আসলে আমার কাছে হররের বদলে অনেকটা একটা রোমান্টিক কাহিনীই মনে হয়েছে। ২য় কাহিনী Yotsuya Kaidan। এটা সম্পর্কে প্রথমেই বলেছি। প্রায় দু’শ বছর আগের একটা কাবুকি নাটকের কাহিনী এটি। তবে মূল কাহিনী থেকে এনিমেটি একটু ভিন্ন। ৩য় কাহিনী Bake Neko। Mononoke এর তুলনায় এটাতেই বরং আমি medicine-seller এর চেহারায় বেশি এক্সপ্রেশন দেখতে পেয়েছি। হয়ত এই চরিত্রকে দর্শকদের কাছে আরো বেশি intriguing করে তোলার জন্য পরে Mononoke তে তাকে আগের তুলনায় ভাবলেশহীন দেখানো হয়েছে। অথবা কাহিনীর কারণেও হতে পারে।

Ayakashi 1

Mononke তে আমি বিভিন্ন জায়গায় যে ost শুনেছি এখানেও সেগুলো পেয়েছি। Creepy when creepy, touchy when touchy. Ost আমার কাছে ভাল লেগেছে। ওপেনিং সংটা র‍্যাপ। আমি ঠিক র‍্যাপের ভক্ত না হলেও এটা চলার সময় খারাপ লাগেনি। তবে এন্ডিং সংটা আসলেই ভাল লেগেছে। লিরিকস আহামরি মনে না হলেও ভয়েসটা খুব soothing. Natsume Yuujinchou ১ম সিজনের এন্ডিংটাও এই ধরনের স্টাইলে গাওয়া।

Bake Neko এর আর্ট স্টাইল Mononoke এর। এর আগের পর্বগুলোতে এই ইউনিক স্টাইলটি ব্যবহার করা হয়নি, তবে খারাপ না।

যারা আমার মত Mononoke দেখে শেষ করে এটাকে মিস করছেন তারা নিশ্চিন্তে এই সিরিজ দেখে ফেলতে পারেন, এটা পুরোপুরি Mononoke এর মত না হলেও হতাশ হবে না। আর যারা কোনোটিই দেখেননি তাদের আমি আগে আয়াকাশি দেখে পরে মনোনকে দেখতে সাজেস্ট করব।

কেন দেখবেন এই সিরিজ? সহজ কথা, যদি horrified হতে চান তাহলে দেখুন। আমি অনেক হরর মুভি, এনিমে, হ্যান-ত্যান দেখেছি। ভালগুলো scary, বাকিগুলো boring. একমাত্র এটি এবং Mononoke আমার কাছে horrific মনে হয়েছে।

Ayakashi 2

Comments