আনিমে: Saraiya Goyou (House of Five Leaves)
জানরা: ড্রামা, হিস্টোরিকাল, সেইনেন, সামুরাই
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/7588/Saraiya_Goyou
সামুরাই যুগের কাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্র আকিতসু মাসানোস্কে নামের এক সামুরাই। ও খুব ভালো তলোয়ারবাজ। কিন্তু তবুও ও যারই দেহরক্ষী হতে যায়, সে-ই ওর অত্যন্ত মুখচোরা স্বভাবের জন্য বিরক্ত হয়ে ওকে চাকুরিচ্যুত করে। জীবিকার সন্ধানে হন্যে হয়ে পড়ে মাসানোস্কে শেষে ইয়াইচি নামক এক রহস্যময় লোকের দেহরক্ষী হয়। কিন্তু পরে সে জানতে পারে যে, ইয়াইচি হল Five Leaves নামক এক দুর্বৃত্ত দলের লিডার। ওরা মূলত সমাজের উচ্চস্তরের কিন্তু খারাপ লোকদেরকে টার্গেট করে পয়সা কামায়। কিন্তু সেটা জেনেও মাসানোস্কে ইয়াইচিকে না করতে পারে না, কারণ সে একবার কথা দিয়ে ফেলেছে। এরপর সে Five Leaves দের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
সেটিং ইউনিক হলেও বেশ সোজাসাপ্টা। আসলে গোটা আনিমেটাই সোজাসাপ্টা। একটা শান্ত, স্নিগ্ধ আবেশ পাওয়া যায় এই আনিমেটি দেখলে। ব্যাকগ্রাউন্ড আর্ট খুবই সুন্দর, চোখে লেগে থাকে। চরিত্রগুলিও যেন পরিবেশের সাথে নিপুণভাবে মিশে যায়। সাউন্ড খুবই আরামদায়ক। সামুরাইদের গল্প মানেই যে মারমার কাটকাট নয়, ওদেরকে নিয়েও যে একটি শান্ত ও মধুর পরিবেশ সৃষ্টি করা যায় – তা এই আনিমেটি দেখলে বোঝা যায়।
ধীরলয়ের ও আরটিস্টিক একটি শো-এর অভিজ্ঞতা পেতে চাইলে এটি চেখে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।

