আনিমে: Kuuchuu Buranko (Welcome to Irabu’s Office)
জানরা: সাইকোলজিকাল, সেইনেন
এপিসোড সংখ্যা: ১১
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/6774/Kuuchuu_Buranko
শরীরের দিক দিয়ে সুস্থ থাকলেও মনের দিক দিয়ে কয়জনই বা সম্পূর্ণ সুস্থ? আমাদের চারপাশে মানসিক অসুবিধায় ভোগা মানুষের অভাব নেই। আজকে আলোচনা করব মানুষের নানা রকম মানসিক রোগের চিকিৎসা নিয়ে একটি আনিমে নিয়ে।
ডাঃ ইরাবু ইচিরৌ একজন মনোরোগ বিশেষজ্ঞ। আনিমের প্রতিটি এপিসোডে ওর কাছে নানারকম বিচিত্র মানসিক সমস্যায় ভোগা লোকজন আসে। আপাতদৃষ্টিতে সমস্যাগুলো জটিল মনে হলেও বিচক্ষণ কাউন্সেলিং এর দ্বারা ইরাবু ওদের সমস্যার সমাধান দেয়। সমস্যাগুলি যেমন জটিল, তাদের সমাধান যেন ততই সহজ। এছাড়া আনিমের ফাঁকে ফাঁকে বিশেষজ্ঞ মনোবিদের কমেন্টারি থেকে অনেক কিছু শেখাও যায়।
শুধু টপিকের দিক দিয়েই নয়, আনিমেটির লুক এন্ড ফিল ও বেশ অভিনব। নানা রঙের ব্যবহার, লাইভ একশন সিনের ব্যবহার, ও সিম্বলিজম মিলে একটি অনন্য আরটিস্টিক অভিজ্ঞতা দেয়। প্রতি পর্ব শুরু ও শেষের গান দুইটি বেশ চমকপ্রদ।
মানুষের মন সম্পর্কে জানতে চাইলে এই আনিমেটি ট্রাই করবেন।

