লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির চতুর্থ পাঠ

প্রথমে থাকছে ১০০ র কানজি: hyaku (ひゃく)(হিয়াকু)

100 লিখে খাঁড়া কইরা জোড়া লাগাইয়া দিলেই ১০০ র কানজি হইয়া যায়….মনে রাখা ইজি আছে:

২০০,৩০০…ইত্যাদি – এই গুলা লিখতে গেলে ২ আর ৩ এর কানজির পাশে ১০০র কানজি বসাইয়া দিলেই হয়

নাম্বারের কানজি যে কয়টা পারতাম তার মধ্যে আর ২ টা বাকি ছিল…..আজকে সে ২ টা দিয়ে দিলাম।

একটা হল ১ হাজারের কানজি আর একটা হল ১০ হাজারের কানজি।
ক্রসের মাথায় একটা টান দিয়ে ১০০০ এর কানজি লিখে, উচ্চারণ জেন/সেন


অন্যটা হল ১০০০০ এর কানজি, উচ্চারণ মান/বান

২০০০ লিখতে গেলে ২ এর কানজি এর পাশে জেনের কানজি লিখলেই হয়। আবার ২০০০০ লিখতে গেলে ২ এর কানজির পাশে মানের কানজি লিখলেই হয়।

হিয়াকু(100) মান(10000) মানে 1 million, জেনমান মানে 10 million, লুফির 1st বাউন্টি ছিল সানজেনমান (30 million)বেরি

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির তৃতীয় পাঠ

আজকে মোট ৫টা কানজি।

১ম টা হইল ৬ এর কানজি – “রোকু”

২য় টা ৭ এর কানজি – “নানা/শিচি”

রোকুগাতসু মানে জুন, শিচিগাতসু মানে জুলাই, রোকুজুউ – Sixty, নানাজুউ – Seventy

হিটম্যান রিবর্নের “রোকুদো মুকুরো”র নাম লিখার সময় রোকুর কানজি ইউজ করে। ওয়ান পিসের মধ্যে শিচিবুকাই এর কথা তো অনেকেই জানে, ওইখানে শিচির কানজি ইউজ করে।

t এর মত দেখতে যেটা সেটা ৭

এরপর থাকছে হাচি মানে আট… এটার কাহিনী আমি একটু বানাই: এটা ২ টা ঠ্যাঙ, উপ্রে বডি কাইটা ফেলছে
৮ এর কানজির উচ্চারণ হাচি/ইয়াততসু

অন্যান্য গুলার মত এটার ইউজও একই টাইপ, যেমন হাচিগাতসু মানে অগাস্ট, হাচিজুউ মানে Eighty, হাচিনেন মানে ৮ বছর

initial D এর মধ্যে তাকুমির যে গাড়িটা ছিল ওইটার কথা অনেকের মনে থাকার কথা, “হাচি রকু”(“86”)
যে সকল জায়গায় ৮ জাতীয় ব্যাপার স্যাপার আছে সব জায়গায় এই কানজি ইউজ হয়।

“নয়”-এর কানজি কিউ/কু

“কিউবি”র ((নারুতোর নাইন টেইল )) “কিউ” আর কি….তারপর কুগাতসু মানে সেপ্টেম্বর

সবশেষে ১০ এর কানজি জু

জুগাতসু মানে অক্টোবর

চাইনিজরা নাকি ক্রস দিয়ে ১০ বুঝাই…ওইখান থেকেই নাকি এটা আসছে

 

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির দ্বিতীয় পাঠ

এবার একসাথে বেশ কয়েকটা কানজি দেই। প্রথমে ৩ আর ৪ এর কানজি।

সান মানে তিন আর ইওন/শি মানে চার। মিততসু মানেও ৩ আবার ইওততসু মানেও ৪।
মার্চ হইল সানগাতসু, তাহলে এপ্রিল হয় শিগাতসু।


সানজি মানে 3 O’clock ইওজি মানে 4 O’clock, এইসব জায়গায়ও ৩ আর ৪ এর কানজি ইউজ হয়।
উপরে ৩ টানের ঐটা দিয়ে ৩ বুঝায় আর অন্যটা ৪ বুঝায়।

 

 

এরপরের কানজি, পাঁচের কানজি  গো/ইতসুতসু।

রকিং চেয়ারের মত দেখতে (বাকন্তী ওরফে অবন্তীর থেকে মারা কথা)
আগের মতই একই প্যাঁচাল। গোগাতসু – মে(May), গোনিন – ৫ জন, ইতসুকা – ৫ দিন। উপরের সব জায়গায়ই এই কানজি ইউজ হয়। 

– অরিন শারমিন

 

লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির প্রথম পাঠ

কানজি শিক্ষা কার্যক্রম আবার ১ম থেকে শুরু করলাম তাইলে।

 

ইচির কানজি দিয়াই শুরু করি। ইচি মানে তো এক, সবাই জানে।

হিরাগানায় ইচি লিখে হইল এমনে “いち”, এইখানে “ই”র হিরাগানা হইল “い” এইটা আর “চি”র হিরাগানা হইল এইটা “ち”
এই সুযোগে ২ টা হিরাগানাও শিখা হইয়া গেল।
একটানে ইচি বুঝাই, এই কানজি দিয়া কোন কোন জায়গায় হিতোতসুও বুঝাই। হিতোতসু মানেও one ।
তারপর হিতোরি লিখার সময় যে দুই টা কানজি ইউজ করে তার মধ্যে একটা হইল ইচির কানজি। হিতোরি মানে alone/একা, এই জন্য হিতোরি লিখার সময় হিরাগানায় না লিখে ২ টা কানজি ইউজ করে একটা হল ইচির কানজি আরেকটা হল হিতোর কানজি। হিতো মানে person ।
আবার জানুয়ারির কানজি লিখার সময়ও যে ২ টা কানজি ইউজ করে তার মধ্যে একটা এটা। ইচিগাতসু মানে জানুয়ারি, জানুয়ারি যেহেতু ১ নাম্বার মাস।

এইরকম যত জায়গায় ১ জাতীয় জিনিসপত্র আছে, যেমন ইচিবান(best/most), ইচিনেনসেই(fresher), ইক্কাই(once) ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এই কানজি টা ইউজ করে।

 

এরপরের কানজি: ২ এর কানজি।
দুই টানে ২ বুঝাই,এটাও সোজা। “নি” মানে ২, আবার এই কানজি দিয়ে ফুতাতসুও বুঝাই। ফুতাতসু মানেও ২, জানুয়ারী যেমন “ইচিগাতসু” ছিল তেমনি “নিগাতসু” মানে ফেব্রুয়ারী। ফেব্রুয়ারীর কানজি লিখার সময়ও “নি” এর কানজি ইউজ করা হয়।
এরকম ২ জাতীয় যতকিছু আছে সব জায়গায় এই কানজি ইউজ হয়। যেমন ফুতারি,নিবাই। “ফুতারি” মানে “two people”, “নিবাই” মানে “double”।
আর “নি” হিরাগানায় এমনে লিখে “に”

আর আমি আসলে তেমন কিছু জানিনা, ভুল হইলে সরি।

– অরিন শারমিন