Unbreakable Machine Doll: anime review by Kazi Rafi

Unbreakable Machine Doll দেখা শুরু করলাম। ইন্ডাস্ট্রিয়াল যুগে লন্ডন শহর ঘিরে গড়ে উঠা কাহিনী , মিলিটারি আবহ, এত অটোমেশন, আর কলকব্জা নিয়ে ব্যাপার স্যাপার, মূল চরিত্রের বিশেষ পারিবারিক ঘটনা, প্রতিশোধ নেওয়ার বাসনা, (মূল চরিত্রের মধ্য বয়স্ক মহিলা শিক্ষিকা ;)) বড়ই fma/fmab ভাইব পাচ্ছি এনিমেটা থেকে !!!! প্রথম ৫ এপি দেখলাম, মোটামুটি ভালই বলব, Raishin Akabane মূল চরিত্র হিসেবেও মানাসই, আমি বলব ! এখন আসি এনিমের সমস্যাগুলায়- ইয়াইয়া চরিত্রটা ধীরে ধীরে কিছুটা একঘেয়ে এবং বিরক্তিকর হয়ে উঠতেছে তার রাইশিনের প্রতি একদম প্রথম পর্বেই প্রতিষ্ঠিত করে দেওয়া মনোভাব প্রতি পর্বেই ঘুরায় ফিরায়ে বারবার দেখানোর জন্য ( এটা সম্পূর্ণই আমার একান্ত মনোভাব ও মতামত !!! এর সঙ্গে যে সম্মত হতে হবে এমন কোন কথা নাই ) !!! এবার আসি এনিমের এনিমেশনের প্রসঙ্গে, চরিত্রদের ডিজাইনে ‘কালার প্যালেট’ সমগ্রভাবে যে পরিমান উজ্জল দেওয়া হইছে, যার কারনে চরিত্রদের মুখভঙ্গি এক বিন্দুও দেখা যায়না, যেন ‘সেন্সরড’ করে রাখা হইছে !! আর সবশেষে হচ্ছে এনিমের অ্যাকশন CGI !! চোখের জন্য সে যে কি ভয়াবহরকম পীড়াদায়ক তা আর নাইবা বললাম !!! এরচেয়ে বলা যায় টোকিও র‍্যাভেন্স এর cgi ও বহুতগুনে ভালো !

এনিমেটার হিট করার মতো অনেক ভালো ভালো এলিমেন্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছে এর মাত্র ১২ পর্ব বের হবে, অথচ ২৪ পর্ব বানানর মতো উপাদান এদের আছে, যে দুঃখজনক কারনে এনিমেটা হিট করার যত লুকানো অপার সম্ভাবনা আছে তা প্রদর্শনের আগেই শেষ হয়ে যাবে !! বড়ই আফসসের ব্যাপার !!!

 

Comments