আনিমে রিভিউ: Nazo no kanojo X / Mysterious Girlfriend X — Maisha Musarrat Ahmed

Nazo no kanojo X / Mysterious girlfriend X
সোজা বাংলায় একটি মিষ্টি প্রেমের কাহিনী 🙂

kanojo 2

কাহিনী : কাহিনী খুবই সাধারণ ..এক দেশে (অবশ্যই জাপান) ছিল একটি ছেলে (সুবাকি) আর একটি মেয়ে (উরাবে) … তাদের পরিচয় , ভালোলাগা , ভালবাসা ..এই নিয়েই কাহিনী…খালি একটাই টুইস্ট .. সুবাকির হৃদয়ে উরাবের জন্য ভালোলাগার সূত্রপাত হয় উরাবের ডেস্কে লেগে থাকা লালার(!!) স্বাদ গ্রহনের মাধ্যমে ….(disgusting.. I know )
যারা এটুকু দেখেই আনিমেটি ড্রপ করার চিন্তাভাবনা করছেন তাদের বলব “বিরাট বড় ভুল করতে যাচ্ছেন আপনি”…মানছি এটা একটা ভয়ংকর রকমের অকওয়ার্ড আনিমে..কিন্তু সম্পর্কের মৌলিক ব্যাপার যেমন ধৈর্য্য ,পারস্পরিক বোঝাপড়া , বিশ্বাস ..এই ব্যাপারগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে.. এবং আমার মতে অনেক সৌজো এনিমের (ex:say I love you) চেয়েও ভালোভাবে দেখানো হয়েছে ^_^

আনিমের মিউজিক , অ্যানিমেশন , ব্লা ব্লা ব্লা সবই ডিসেন্ট.. ভালো লাগার মত।স্পেশালি বলতে হয় ভয়েস অ্যাক্টরদের কথা। যদিও চিনি না..তবুও বলব…উরাবের সেইয়ু কে আমার বেশ ভাল্লাগছে .. 🙂

মতামত : আনিমে ৯৯% ভালো …
..শুধু লালা সংক্রান্ত ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিতে পারলে আপনার জন্য বেশ উপোভোগ্য হতে পারে আনিমেটি।

তো ঘেন্না নামক বস্তুটিকে কিছুক্ষণের জন্য বিদায় দিয়ে বসে পরুন মাত্র ১৩ পর্বের আনিমেটি নিয়ে। and trust me…its worth every bit of your time.

kanojo 1

 

Comments