Boku dake Ga Inai Machi (Erased) [Review] — Ashraful Ribat

Erased 1

অ্যানিমে: Boku dake Ga Inai Machi (Erased)
এপিসোড: 12 (complete)
জন্রা: fantasy/thriller/Seinen

গার্লফ্রেন্ড এর কন্টিনিউয়াস রিকুয়েস্ট এর জালায় শেষ পর্যন্ত দেখতে বসি বর্তমানে বিখ্যাত এবং বছরের অন্যতম সেরা অ্যানিমে *Boku dake Ga Inai Machi* বা ইংরাজিতে *Erased*
যদিও *Boku dake ga inai machi (僕だけがいない街 ..এর মানে হল :- The Town Where Only I am Missing).

 

 

 

কাহিনীঃ মাংগাকা Kei Sanbe এর মাস্টারপিস মাংগা *বোকু দাকে গা ইনাই মাচি* অবলম্বনে নির্মিত। ২৯ বছর বয়সি ফুজিনামা সাতোরু কে কেন্দ্র করে কাহিনী গড়ে ওঠে যার এক আশ্চর্য ক্ষমতা আছে। তার আশেপাশে কোনো মারাত্মক কিছু ঘটলে সে টের পায় আর সে অতীতে সেটা ঘটার ঠিক পূর্বমুহূর্তে চলে যায়, আর সেই ঘটনাটাকে পরিবর্তন করে। সে তার এই টাইম ট্রাভেলিং-কে Revival বলে। প্রত্যেকবার এই revival হওয়ার ঠিক আগে তার আশেপাশে একটা নীল মথ/প্রজাপতি উড়তে দেখা যায়। তার এই revival হতে থাকে ততোক্ষন পর্যন্ত, যতোক্ষন পর্যন্ত ওই মারাত্মক ঘটনা ঘটার কারণটা মুছে না যায়। (হয়তো এজন্যই এর আরেক নাম Erased?)

Erased 2

তো সাতোরু সান একদিন তার *ইয়োকাই* মা-এর সাথে বাজার করে বাড়ি ফিরতে থাকে ( সাতোরু তার মা কে *ইয়োকাই/ ভূত বলে… কারন তার মা ৫২ বছর বয়সী হলেও দেখতে ঠিক যেন ১৮ বছর আগের মতো… চেহারায় বয়সের কোন ছাপ নেই।) বাজার থেকে মা-র সাথে ফিরছে… হঠাৎ তার revival হল। সাতোরু খোঁজা শুরু করল কি সমস্যা, কি এমন ঘটতে চলেছে, কিন্তু এতো খুঁজেও পেল না কেন revival টা হল। কিন্তু সাতোরুর মা ঠিকই কিছু একটা টের পেল। শুধু তাই নয়, সাতোরুর মা তখনি খুঁজে পেল কে আসল খুনি, যে আজ থেকে ১৮ বছর আগে ৩ টা বাচ্চাকে খুন করেছিল। আর এ জন্যই সাতোরুর অনুপস্থিতি তে খুনি এসে খুন করে গেল সাতোরুর মা কে। সাতোরু বাসায় ফিরে দেখল তার *ইয়োকাই মা মরে মেঝেতে পরে আছে। লাশ উল্টাতেই রক্ত তার হাতে লেগে গেল। আর এমন সময় এলো তার প্রতিবেশী মহিলা, যিনি তা দেখে সাতোরু কে খুনি ভেবে পুলিশ ডাকলেন। সাতোরুর revival ঘটল… কিন্তু এইবার সে চলে গেল ১৮ বছর আগে। যেখানে সে এলিমেন্টারি স্কুলবয়। সেখানে সে দেখা পেল তার পুরনো বন্ধুদের, কেনয়া, হিরোমি, কুমি, সাচিকো আর অবশ্যই হিনাজুকি কায়ো।
সাতোরু নিজের কাছে প্রতিজ্ঞা করে, সে শুধু তার মাকে বাচাঁবেই না, সেই সাথে ১৮ বছর আগে খুন হওয়া ৩ জনকে বাঁচাবে… সেই সাথে তাদের খুনিকেও খুঁজে বের করবে। প্রচন্ড করুন ও নির্মম ভাগ্যের অধিকারিণী হিনাজুকি কায়ো কে বাচাঁনোর চেষ্টা শুরুর মধ্যদিয়েই সে শুরু করে তার মিশন। এর পর চলতে থাকে কাহিনী যা বাঁকে বাঁকে মোড় নিতে থাকে বিভিন্ন দিকে। এই পুরো সময় তার বিশ্বস্ত বন্ধুদের সাথে সাথে তাদের সাহায্য করতে থাকে *ফাদারলি ফিগার* Yashiro সেনসেই। এই অমায়িক পিতৃতূল্য সেনসেই টি তাদের কতই না সাহায্য করেন।

Erased 3

অনেক কাঠখড় পোড়ানোর পর সাতোরু তার মিশন সাকসেসফুলি শেষ করে…কিন্তু…

নাহ্… কিন্তুটা নাহয় নাই বললাম যারা দেখেনি তাদের খাতিরে..? *sigh*
কাহিনীর আরেক চমকপ্রদ ক্যারেকটার কাতাগিরি আইরি যার প্রয়োজনীয়তা আমরা শেষ মুহূর্তে দেখতে পাই ।

অনেকের মতে এই অ্যানিমে টার এন্ডিং ভালো হয়নি। আমি বলব এর এমন চমৎকার এবং কম্পলিকেটেড এন্ডিং এর জন্যই বরং সবাই একে মনে রাখবে অনেকদিন। এমন দুঃখ মেশানো বাস্তবতার বেড়াজালে ঘেরা এই ফ্যান্টাসি অ্যানিমেটি, যা গল্পের মুল নায়কের ফিলিংসগুলোকে এমনভাবে উপস্থাপন করে, যেন প্রটাগনিস্টের ফিলিংসগুলো আপনার নিজের ফিলিংস। যা হয়তো আমার মতোই আপনারো চোখের কোনে আপনারি অজান্তে এনে দিতে পারে অশ্রুবিন্দু।
ক্যারেকটার ডেভেলপমেন্ট প্রশংসনীয়… আর স্টোরির কথা আলাদা করে নাই বললাম।আর অবশ্যই opening এবং ending সং দুটো সত্যিই *heart touching*..বিশেষ করে ending song টা (সায়ুরি-র : Sore wa Shiisana Hikari no Youna) যা আমার অশ্রুবিন্দুর কারন ছিল।

Erased 4

অ্যানিমেটা দেখে এতোই আবেগভুত হয়ে পরলাম যে লিখে ফেললাম রিভিউটি। যারা এখনো দেখেননি তারা দ্রুত দেখুন। আর যারা দেখেছেন তাদের জন্য আরেকটি বিষয়। কেউ কি পুরনো opening এবং নতুন opening খেয়াল করেছেন? প্রথমে opening song এ সাতোরু ছিল… কিন্তু পরে তাকে opening song এর ভিডিওটি থেকে মুছে দেয়া হয়।
[link of comparison between old Op & new Op :https://www.youtube.com/watch?v=wJ2ZteesF5Y]

সবশেষে আমার বাকা জিএফ-কে অনেক অনেক ধন্যবাদ জানাই এই অ্যানিমেটি সাজেস্ট করার জন্য।
আমার পার্সোনাল রেটিং: ১০/১০

Erased 5

Comments