Sakib’s Hidden Gems – Episode #34

আনিমে: Aria

জানরা: স্লাইস অফ লাইফ, ফ্যান্টাসি, সাইফাই
এপিসোড সংখ্যা: ১৩ + ২৬ + ১ + ১৩ + ১ = ৫৪
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/477/Aria_the_Animation
 
দূর ভবিষ্যতের কথা। “ম্যান-হোম” এ (মানে এখনকার পৃথিবী) বসবাসকারী মানুষেরা “অ্যাকুয়া” (মানে মঙ্গল গ্রহ) কে বসবাসের উপযোগী করেছে। পানিতে টলমল আকুয়ার একটি শহর হল “নিও-ভেনেযিয়া”, যা মূলত ইতালির ভেনিস শহরের আদলে নির্মিত। ম্যান-হোম থেকে গল্পের কেন্দ্রীয় চরিত্র মিযুনাশি আকারি নিও-ভেনেযিয়াতে এসেছে। সে এখানে একজন “প্রিমা উন্ডিনে” (মানে ছোট নৌকা বা গন্ডোলা চালক) হতে চায়। তো সেজন্য সে আলিসিয়া নামক এক প্রফেসনাল উন্ডিনের কাছে প্রশিক্ষণ নেয়। ওর একজন প্রফেসনাল উন্ডিনে হয়ে উঠা নিয়েই গল্প।
 
এই এপিসোডিক আনিমেটি মূলত ইয়াশিকেই বা Healing Anime এর কাতারে পড়ে। বেশ ধীরলয়ের ও মনোরম এই আনিমেটি সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। আকারি ও ওরই মত শিক্ষানবিশ উন্ডিনে আইকা ও অ্যালিসের সাথে আমরাও অ্যাকুয়ার কোলাহলমুক্ত ও মধুর পরিবেশটা উপভোগের সু্যোগ পাই। মনমুগ্ধকর ওএসটি শুনে মনটা কেমন উদাস হয়ে যায়। আর খুব সুন্দরভাবে ডেভেলপ করা চরিত্রগুলিকে একান্ত আপন বোধ হয়। গল্পের ফাঁকে বেশ কিছু লাইফ লেসন ওয়ালা সংলাপ ও আছে – যা শুনলে ভালো লেগে যায়।
 
ব্যস্ততার ফাঁকে, অন্য আনিমে দেখার ফাঁকে এক-দুইটা এপিসোড করে দেখবেন। আশা করি ভালো লাগবে।
[দেখার সিরিয়ালঃ Aria the Animation -> Natural -> Arietta -> Origination -> Avvenire]
 

Comments

Leave a Reply