আনিমে: Layton Mystery Tanteisha: Katri no Nazotoki File
জানরা: মিস্টেরি, কমেডি
এপিসোড সংখ্যা: ৫০
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/37023/Layton_Mystery_Tanteisha__Katri_no_Nazotoki_File
এপিসোডিক এই ডিটেকটিভ আনিমেটির কেন্দ্রীয় চরিত্র হল প্রখ্যাত গোয়েন্দা প্রফেসর লেইটন এর মেয়ে কাত্রিয়েল লেইটন। কাত্রিয়েল যখন ছোট, তখন ওর প্রিয় বাবা এক জটিল রহস্যের সমাধান করতে গিয়ে নিরুদ্দেশ হন। বাবার অনুপস্থিতিতে ওনার ডিটেকটিভ এজেন্সির দায়ভার কাঁধে তুলে নেয় কাত্রিয়েল। তার সহকারি নোয়াহ মিলে ও একের পর এক রহস্যের সমাধান করে। আর একই সাথে নিরুদ্দিষ্ট বাবার সন্ধান করে।
গল্পের রহস্যগুলির মান বেশ ভালো। যুক্তির প্রয়োগ ঠিকঠাক, আর ফাঁকফোকর চোখে পড়ে না বললেই চলে। প্রতিটি এপিসোডের মধ্যে দর্শকদের ক্লু দেওয়া হয়, যাতে কাত্রিয়েলের সাথে ওরাও নিজে নিজে সমাধানের সুযোগ পায়। আর চেষ্টা করলে কিন্তু অনেকগুলি নিজে থেকে পারাও যায়।
আনিমেটাতে আগাগোড়াই একটা হাল্কা ও মজার আমেজ বজায় রাখা হয়েছে। আর্টস্টাইল দেখলে ওয়েস্টার্ন কার্টুনের কথাই মনে পড়ে বেশি। আর নায়িকা কাত্রিয়েল খুব মনকাড়া ও মজাদার চরিত্র। স্বনামধন্য ভয়েস এক্টর কানা হানাযাওয়ার কণ্ঠে চরিত্রটি বিশেষভাবে প্রাণ পেয়েছে।
হাল্কা স্বাদের আনিমে বা ভালো ডিটেকটিভ আনিমের খোঁজে থাকলে এটা ট্রাই মেরে দেখতে পারেন।

