Sakib’s Hidden Gems – Episode #40

আনিমে: Yama no Susume (Encouragement of Climb)

জানরা: স্লাইস অফ লাইফ, এডভেঞ্চার
এপিসোড সংখ্যা: (১৩টি ৩ মিনিট) + (২৬টি ১৩ মিনিট) + (১টি ২৬ মিনিট) + (১৩টি ১৩ মিনিট)
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/14355/Yama_no_Susume
 
হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী ইয়ুকিমুরা আওই ছোট থাকতে পাহাড়ে চড়তে খুব আগ্রহী ছিল। কিন্তু ক্লাইম্বিং করতে গিয়ে এক দুর্ঘটনায় পড়ে তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সুস্থ হয়েও অনেকদিন মানুষজনের সাথে না মেশার দরুন ও সোশ্যালি অকওয়ার্ড হয়ে যায়। এছাড়া ওর মধ্যে দেখা দেয় উচ্চতা ভীতি। এমন সময় ওর সামনে হাজির হয় ওর ছোটবেলার সখী ও পাহাড়ে চড়ার সাথী হিনাতা। ও একরকম জোর করেই আওইকে আবার পাহাড়ে চড়া শুরু করায়। এরই সাথে শুরু হয় আওই এর পাহাড়ে ওঠার চেষ্টা, আর তারই সাথে মানুষের সঙ্গে স্বচ্ছন্দে মিশবার আরো এক পর্বত জয়ের চেষ্টা।
 
ভিজুয়াল আর ক্যারাকটার ডিজাইন খুব সুন্দর এইটার। বিশেষত প্রথম সিজনের আর্ট চোখে লেগে থাকে। গল্পের মেসেজগুলি বাস্তবের সাথে রিলেট করা যায়, পর্বতারোহণের টুকিটাকি টিপস পাওয়া যায়। চরিত্রগুলিকে ভালো লেগে যায় আর সহজেই ওদের জায়গায় নিজেকে কল্পনা করা যায়। ওদের মধ্যে সম্পর্কের ভাঙ্গা-গড়ার মুহূর্তগুলি আর ওদের ধীরে ধীরে আরো বেশি মানসিকভাবে পরিপক্ক হয়ে উঠা দেখতে বেশ তৃপ্তি আসে।
 
কামিং অফ এজ স্লাইস অফ লাইফ আর মোয়ে আনিমে ভক্তরা অবশ্যই এটা ট্রাই দিয়ে দেখবেন।
 

Comments

Leave a Reply