Best OST (2014) – Zankyou no Terror

কাউবয় বিবপের পর আবার ফিরে এসেছেন ডিরেক্টর ওতানাবে আর কম্পোজার ইয়কো কানো Zankyo No Terror নিয়ে।
এবং অ্যানিমেটার পাশাপাশি OST ও যে সবার মন জয় করে নিয়েছে সেটা বোঝা যায় এনিমখোর টপচার্ট ২০১৪ এর বেস্ট OST এর পোল দেখলই।
সেকেন্ড পজিশনে থাকা Aldonah Zero (২৪ ভোট) থেকে প্রায় দ্বিগুন ভোটে এগিয়ে থাকা(মোট ৪২ ভোট) Zankyo no Terror এর ওপেনিং সং, এন্ডিং সং আর সাউন্ড ট্র্যাক যে সবাইকে বিমোহিত করেছে সেটা আসলে বলাই বাহুল্য।
ধন্যবাদ ইয়োকো কানোকে অসাধারন সব মিউজিক ট্র্যাক উপহার দেয়ার জন্য

সময় থাকলে আপনিও ডাউনলোড করে নিতে পারেন Zankyo no Terror এর ২টি OST এবং সেখান থেকে পছন্দের মিউজিক ট্র্যাক নিয়ে সাজাতে পারেন আপনার প্লে লিস্ট।

15-best-ost

 

Comments

comments