Best Sci-Fi Anime (2014) – Aldnoah.Zero

যদি জিজ্ঞাসা করা হয়, কোড গিয়াসের এসেন্স অন্য কোন আনিমেতে আছে? ডেথ নোট? কিছুটা। লেজেন্ড অব দ্য গ্যালাক্টিক হিরোস? হয়তো। কিন্তু এই বছরে রিলিজ পাওয়া আলডনোয়াহ/জিরো চরিত্রায়ন, কাহিনী, এমনকি জনরার দিক থেকেও কোড গিয়াসের প্রকৃত উত্তরাধিকারী। দারুন সাউন্ডট্র্যাক সম্বলিত এবং শেষ পর্ব প্রচার হবার পরে ইন্টারনেট ফেটে পড়া , এই ইফেক্ট সম্ভবত এক আলডনোয়াহ/জিরোই ২০১৪ সালে দিতে পেরেছে। কাজেই বহু বিতর্ক থাকা সত্ত্বেও আলডনোয়াহ/জিরোই সাই-ফাই জনরার বিজয়ী। ওদিকে সাইকো পাস টুতে পুরনো সিজনের কোগামী বা মাকিশিমা সেই জনপ্রিয় জুটি নেই, তাতে অবশ্য সেকেন্ড সিজনের কোয়ালিটি খুব একটা হ্রাস পায়নি। আগের সিজনের মত এবারো সিবিল সিস্টেমের ত্রুটি, আর এই বিষয়ক নিজস্ব দর্শনের এক এন্টাগনিস্ট নিয়েই এই সিজন সাজানো। অ্যাকশন প্যাকড, সেই সাথে চমত্কার সাউন্ডট্র্যাক, প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও সাইকো-পাসই হয়েছে এই পোলে দ্বিতীয়।

6-best-sci-fi

 

Comments

comments