লার্নিং কানজি উইথ বাকারিন সামা – সংখ্যার কানজির চতুর্থ পাঠ

প্রথমে থাকছে ১০০ র কানজি: hyaku (ひゃく)(হিয়াকু)

100 লিখে খাঁড়া কইরা জোড়া লাগাইয়া দিলেই ১০০ র কানজি হইয়া যায়….মনে রাখা ইজি আছে:

২০০,৩০০…ইত্যাদি – এই গুলা লিখতে গেলে ২ আর ৩ এর কানজির পাশে ১০০র কানজি বসাইয়া দিলেই হয়

নাম্বারের কানজি যে কয়টা পারতাম তার মধ্যে আর ২ টা বাকি ছিল…..আজকে সে ২ টা দিয়ে দিলাম।

একটা হল ১ হাজারের কানজি আর একটা হল ১০ হাজারের কানজি।
ক্রসের মাথায় একটা টান দিয়ে ১০০০ এর কানজি লিখে, উচ্চারণ জেন/সেন


অন্যটা হল ১০০০০ এর কানজি, উচ্চারণ মান/বান

২০০০ লিখতে গেলে ২ এর কানজি এর পাশে জেনের কানজি লিখলেই হয়। আবার ২০০০০ লিখতে গেলে ২ এর কানজির পাশে মানের কানজি লিখলেই হয়।

হিয়াকু(100) মান(10000) মানে 1 million, জেনমান মানে 10 million, লুফির 1st বাউন্টি ছিল সানজেনমান (30 million)বেরি

Comments