Kino no Tabi(kino’s journey:the beautiful world)
নাম দেখেই বুঝা যাইতেসে এই আনিমে কিনো এর ভ্রমন নিয়া।কিনো বিভিন্ন দেশে তার মটোরাদ(কথা বলা মোটরসাইকেল ) Hermes এ চড়ে ঘুরে বেরায়।কোনও দেশেই সে তিন দিনের বেশি থাকেনা কারন তার মতে তিন দিন একটা একটা জায়গা সম্পর্কে জানার জন্য যথেষ্ট।বিভিন্ন দেশে গিয়ে কিনো বিভিন্ন রকম মানুষ,সমাজ,প্রযুক্তি,কুসংস্কার এর সাথে পরিচিত হয়।যেমন এক দেশে মানুষ একজন আরেকজনের মনের কথা বুঝতে পারে,এক দেশের মানুষের কাজ করার প্রয়োজন নেই,এক দেশের কবিতার বই আরেক দেশের ধর্মগ্রন্থ,ইত্যাদি।মোটামুটি এই হলও এই আনিমে এর কাহিনী।এইতার প্রতিটা কাহিনী এর মাঝে আছে কোনও জীবনদর্শন,মানুষের স্বভাব,আচরণ বিশ্লেষণ,ধুত্তর,এইগুলা সব কঠিন কথা,মাথায় আসতাসে না।মানে সোজা কথায় slice of life আরকি।আমার দেখা সেরা sol গুলোর একটা এই আনিমে।মাত্র ১৩ পর্ব+দুইটা আধা ঘণ্টার মুভি।
Mal rating:8.51
Comments
One Reply to “Kino no Tabi anime review by Pasha Yap”
Comments are closed.