Inu-Oh [রিভিউ] — Shan To

Inu-Oh
Genre: Fantasy.
Themes: Historical, Music, Performing Arts.
সময়সীমা: ১ ঘন্টা ৩৮ মিনিট.
 
গল্পটি ইনু-ওহ এবং টোমোনার জীবন সংগ্রমের গল্প।টোমোনা একটি দুর্ঘটনায় তার বাবা এবং তার দুই চোখ হারায়।অপরদিকে,ইনু-ওহের বাবা তার নিজ স্বার্থের জন্য রাক্ষস মুখোশের সাথে একটি চুক্তি করেছিলেন।যার কারনে ইনু-ওহ বিকৃত শরীর নিয়ে জন্মায়।তবে তাদের মাধ্যে ছিলো বিশেষ প্রতিভা।যেমন টোমোনা বিওয়া বাজাতে এবং ইনু-ওহ নোহ নাচ করতে পারতো।তাদের এ প্রতিভার সংমিশ্রণে এমন এক জিনিস তৈরি করে যা তাদের সংস্কৃতি থেকে পুরোপুরি ভিন্ন।যার কারনে তাদের খ্যাতি সারা শহরে ছড়িয়ে পরে এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়।
একদিকে,ড্যান নো উরার যুদ্ধে গেঞ্জি বংশ হেইক গোষ্ঠীকে পরাজিত করে।তখন শিশু সম্রাট ও তার দাদু এক বিশেষ তরোয়াল বহন করার সময় ডুবে যায়।যুদ্ধের কয়েকশত বছর পর আশিকাগা ইয়োশিমিতসুর লোকেরা টোমোনা এবং তার বাবাকে ভাড়া করে ডুবে যাওয়া তরোয়ার খুজে বের করার জন্য।তারা হেইক গোষ্ঠীর জাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি তরোয়াল খুজে পেলে,এই তরোয়াল একটি শক্তির ফলক ছেড়ে দেয় যা টোমোনার বাবাকে অর্ধেক কেটে ফেলে এবং টোমোনাকে অন্ধ করে ফেলে।পরবর্তীতে টোমোনা অন্ধ বিওয়া খেলোয়াড়দের একটি সদস্য হয়ে যায়।যারা মারা যাওয়া যুদ্ধার আত্মাদের সুরেলা কন্ঠে গল্পের মাধ্যমে শান্ত করে।আরেকদিকে,ইনু-ওহ জন্মায় বিকৃত দেহ নিয়ে।তবুও সে নোহ নাচে পারদর্শী হয়ে ওঠে এবং তার ইচ্ছে ছিলো সারা দেশে সে বিখ্যাত হয়ে উঠবে নাচের মাধ্যমে।পরবর্তীতে টোমোনার সাথে তার বন্ধুত্ব হয়।একপর্যায়ে টোমোনা তার বাবার আত্মার কথা ইনু-ওহকে বললে সে খেয়াল করে হেইক যোদ্ধাদের অনেক আত্মা ইনু-ওহকে ঘিরে রেখেছে এবং তাকে তাদের গল্প বলছে।এ থেকে তারা উৎসাহিত হয়ে পারফরম্যান্স শুরু করে যেখানে টোমোনা তার নাম পরিবর্তন করে টোমোরি রাখে এবং সে নিজেকে তার
সংস্কৃতি থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করে যেমনঃ- মেয়েলি পোশাক পরতে শুরু করে,মেকআপ করা শুরু করে, এবং চুল বড় রাখে।তারা দুজন আধুনিক যুগের ব্র্যান্ড এর মতো গানের পাশাপাশি নাচ করা শুরু করে,,, আরো কতকি।তারা খুব তারাতাড়ি শহরে বিখ্যাত হয়ে ওঠে।তারা খ্যাতি অর্জন এর পাশাপাশি ইনু-ওহের বিবৃত শরীর ধিরি ধিরে সাভাবি হতে শুরু করে।
এনিমেশন,ভয়সে এক্টিং,সাউন্ডট্র্যাক খুবই ভালো।আনেক কালারফুল একটা এনিমে।ভয়সে এক্টাররা প্রতিটি কথাকে যেভাবে গানের মাধ্যমে বলেছে তা অসাধারণ।সব মিলিয়ে খুবই মজার একটা এনিমে এটা।

Comments

Leave a Reply