আজকে মোট ৫টা কানজি।
১ম টা হইল ৬ এর কানজি – “রোকু”
২য় টা ৭ এর কানজি – “নানা/শিচি”
রোকুগাতসু মানে জুন, শিচিগাতসু মানে জুলাই, রোকুজুউ – Sixty, নানাজুউ – Seventy
হিটম্যান রিবর্নের “রোকুদো মুকুরো”র নাম লিখার সময় রোকুর কানজি ইউজ করে। ওয়ান পিসের মধ্যে শিচিবুকাই এর কথা তো অনেকেই জানে, ওইখানে শিচির কানজি ইউজ করে।
t এর মত দেখতে যেটা সেটা ৭
এরপর থাকছে হাচি মানে আট… এটার কাহিনী আমি একটু বানাই: এটা ২ টা ঠ্যাঙ, উপ্রে বডি কাইটা ফেলছে
৮ এর কানজির উচ্চারণ হাচি/ইয়াততসু
অন্যান্য গুলার মত এটার ইউজও একই টাইপ, যেমন হাচিগাতসু মানে অগাস্ট, হাচিজুউ মানে Eighty, হাচিনেন মানে ৮ বছর
initial D এর মধ্যে তাকুমির যে গাড়িটা ছিল ওইটার কথা অনেকের মনে থাকার কথা, “হাচি রকু”(“86”)
যে সকল জায়গায় ৮ জাতীয় ব্যাপার স্যাপার আছে সব জায়গায় এই কানজি ইউজ হয়।
“নয়”-এর কানজি কিউ/কু
“কিউবি”র ((নারুতোর নাইন টেইল )) “কিউ” আর কি….তারপর কুগাতসু মানে সেপ্টেম্বর
সবশেষে ১০ এর কানজি জু
জুগাতসু মানে অক্টোবর
চাইনিজরা নাকি ক্রস দিয়ে ১০ বুঝাই…ওইখান থেকেই নাকি এটা আসছে