hokuto no ken : deadly killing technique Anime Review by মেঘময়

মনে করুন এমন এক martial artist এর দেখা পেলেন যার একটি আঙ্গুলের চাপে ভিলেনদের মাথা ঘার থেকে আলাদা হয়ে গেল এবং দেহের সব মাংসপেশি বিছিন্ন হয়ে মৃত্যুবরন করল, ঠিক এইরকম এক deadly killing technique এর গল্প নিয়েই আনিমে hokuto no ken.

 

      

                                         

গল্পের শুরু হয় পারমানবিক যুদ্ধে বিদ্ধস্ত এক পৃথিবী এর প্রেক্ষাপটে যেখানে টাকা মূল্যহীন, সোনা মূল্যহীন কিন্তু পানি হিরার চেও দামি। এই পানিকে পুজি করেই অসহায় মানুষ বেচে থাকতে পারে। এই পানিকে কেন্দ্র করেই গরে উঠে শোষণ আর নিপীড়ন। আর সেই সময় মানুষের সাহায্যে এগিয়ে আসে Kenshiro যে কিনা ২০০০ বছর পুরান মার্শাল আর্ট hokuto no ken এর উত্তরধিকারি। hokuto no ken technique এ শত্রু এর দেহের লুকান pressure point এ আঘাত করলেই শত্রু এর মৃত্যু অবধারিত।  kenshiro এর এই মিশন এ দেখা হয় অনেক মার্শাল আর্টিস্ট এর সঙ্গে। কেউ হয় বন্ধু কেউ আবার শত্রু। hokuto no ken কে বলা হয় the manliest anime তার কারন এর আর্ট। এইরকম আর্ট এখনকার আনিমে তে বিরল। শুধু action genre এর আনিমে বললে এর উপর অবিচার করা হবে কারন এই আনিমে তে comedy, supernatural phenomenon আর emotion এর কন অভাব নেই। প্রতিটা character এমন ভাবে সাজান হয়েছে যে সেগুলো আপনার মনে দাগ কাটবে। আর hero এর যদি sidekick না থাকে তবে কি গল্প জমে? এখানেও তার বাতিক্রম না। kenshiro এর সাথে সবসময় bart আর lyn নামের দুই কিশর কিশরি কে দেখবেন। যারা আপনার হাসির খোরাক জাগাবে।

                                                     

soundtrack এর কথা যদি বলি তাহলে কোন কথাই নেই। soundtrack গুলাও বলা যায় manly। সব soundtrack গুলাই awesome. উদাহরন স্বরূপ ১ম starting theme এর লিঙ্ক দিলাম চেখে দেখতে পারেন।

 

http://www.youtube.com/watch?v=VjHeTGtEgpg

 

80’s এর আনিমের যারা craze আছে তাদের জন্য আমি বলব “না খাইলে পস্তাইবেন” ।

 

                     

এক নজরে hokuto no ken

Japanese name: Hokuto no ken

English name: Fist of the north star

Episodes: 152( Season 1 and SEason 2)

Creator:Tetsuo Hara andBuronson.

Producer: Toei Animation. 1984

Mal Rating:8.12

MY rating: 9

Download link: http://chauthanh.info/anime/view/hokuto-no-ken.html Season 1

                      http://chauthanh.info/anime/view/hokuto-no-ken-2.html  Season 2

 

আশা করি আনিমেটি আপনাদের খুবই ভাল লাগবে। 

Comments