Name- Eve no Jikan / Time of Eve
Duration- 1 hour 46 min.
MAL Score- 8.39
Ranked- 154
Genres- Sci-Fi, Slice of Life
ভবিষ্যতের পৃথিবীকে কেন্দ্র করে এ পর্যন্ত অনেক মুভি এবং অ্যানিমে তৈরি হয়েছে। এবং সেগুলোতে যে ব্যাপারটা প্রায়ই কমন পাওয়া যায়, তা হল রোবট এবং মানুষের সহাবস্থান। এ মুভিটিও রোবট ও মানব প্রজাতির পারস্পারিক সম্পর্কের পরিণতিটাকে খুব সুন্দর এবং হৃদয়স্পর্শীভাবে তুলে ধরেছে।
কাহিনীটি এমন এক সময়ের জাপানকে কেন্দ্র করে, যখন সকল ক্ষেত্রে রোবটের অংশগ্রহন খুব স্বাভাবিক ঘটনা। গৃহস্থলী কাজে মানুষের মত দেখতে হিউম্যানয়েড রোবট ব্যবহার করাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সমাজে। রোবটদের আলাদা করে চিহ্নিত করার জন্য সরকার থেকে নিয়ম করা হয়েছে যে রোবটদের সবসময় মাথার ওপর সার্কেল ব্যবহার করতে হবে।
রিকুওদের বাড়িতেও এরকম একটি হিউম্যানয়েড মেইড আছে, যার নাম স্যামি। সে হাইস্কুলপড়ুয়া রিকুও এবং তার পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করা থেকে নিরাপত্তা প্রদান- সবরকম কাজ করে।
একদিন স্যামির হিস্ট্রি লগ চেক করতে করতে রিকুও হঠাৎ আবিষ্কার করে, স্যামির বাইরে কাজ করতে যতটুকু সময় প্রয়োজন, সে তুলনায় অনেক বেশি সময় সে বাইরে কাটাচ্ছে। কৌতুহলী রিকুও একদিন তার স্কুলের বন্ধু মাসাকিকে নিয়ে স্যামিকে অনুসরণ করে।
এভাবে স্যামির পেছনে পেছনে গিয়ে দুই বন্ধু এসে হাজির হয় একটি ক্যাফের সামনে, যে ক্যাফের নাম “টাইম অফ ইভ।” এখানকার নিয়ম দেখে তারা হতবাক হয়ে যায়! কারণ, তাদের ক্যাফেতে মানুষ এবং রোবটদের মাঝে পার্থক্য করা নিষিদ্ধ!
টাইম অফ ইভ মুভিটি নিয়ে কথা বলতে গেলে আমার মাথায় সবসময় যে কথাটা আসে- এই মুভিটি সাইফাই এবং স্লাইস অফ লাইফ, দুটি জনরার জন্যই একটি অমূল্য সম্পদ। একই নামের ক্যাফেতে বিভিন্ন অপরিচিত মানুষ এবং রোবটদের জীবনের কিছু মূহুর্তকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে- খুব সহজে যা কাহিনীর ভেতর দর্শককে টেনে নিয়ে যায়। তাদের ছোট ছোট আনন্দের মূহুর্তগুলো দেখতে দেখতে কখন তাদেরকে আপনজনের মত মনে হয়, টেরও পাওয়া যায়না। সেইসাথে সম্পর্কের টানাপোড়েন, রোবট ও মানুষের অনুভূতি এবং ভালবাসায় মোড়ানো একটি এন্ডিং- সবমিলিয়ে মুভিটি আসলেই একটি রত্ন!
মুভিটির আর্টওয়ার্ক উজ্জ্বল এবং পরিপাটি, ক্যারেক্টার ডিজাইন খুবই চমৎকার, রোবট ও মানুষ, দুই দলকেই সমান গুরুত্ব দেয়া হয়েছে এবং ইমোশনের অংশটিকে খুব ভালভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ওএসটি অসাধারণ, কালাফিনা এবং ইউকি কাজিউরার ছোঁয়া স্পষ্ট।
মুভিটির ৬ পর্বের ওভিএ আছে, প্রতিটি পর্ব ১৫মিনিট করে; যা মুভির আগে বের হয়েছিল, তবে মুভিটিতে ওভিএর পুরো কাহিনী কভার করে কিছু নতুন সিন যোগ করা হয়েছে। সুতরাং, মুভিটি হল গল্পটির কমপ্লিট ভার্সন। তাই ওভিএগুলো না দেখলেও কোন অসুবিধা নেই।
তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলুন আমার খুব পছন্দের এই মুভিটি!
Movie Download Link-
http://kissanime.com/Anime/Time-of-Eve
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

